কান নিয়েছে চিলে…

আমাদের মুমিন ভাইয়েরা ব্যাপক উতসাহে আমেরিকার স্যান্ডি ঘুর্নিঝড়ের খবর প্রচার করছেন, এই ১০০ মানুষের মৃত্যুতে, কয়েক হাজার কোটি টাকার ক্ষতিতে তারা যারপরনাই খুশি। আল্লাহর গজব এক্কেরে হাতেনাতে পেয়ে গেছে আমেরিকা। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? আসুন খুশির সংবাদ কিভাবে বাড়িয়ে চাড়িয়ে প্রচার করতে হয় দেখি। একটি পোস্টার নজর কাড়লো। অনেক মুমিন ভাইয়েরা তা বিপুল উতসাহে প্রচার করছেন।

যে পোস্টারটি আপনি দেখতে পাচ্ছেন তাতে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। একান্তই কৌতুহলবশত তথ্যগুলো ঘাটতে বসলাম।

১. ভুতুড়ে অন্ধকারঃ বিদ্যুৎহীন কোটি মার্কিনী।

বিবিসির খবর বলছে ৪.৫ মিলিয়ন মার্কিনী বিদ্যুৎহীন। অবশ্য ফ্রান্স২৪ বলছে, সংখ্যাটা ৫.৩ মিলিয়ন। কোনভাবেই তা ১ কোটি নয়।

২. ৫০ বছরের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা।

সিবিএস নিউজের খবর অনুযায়ী এটি গত ২৫ বছরে সবচেয়ে বড় দূর্যোগ। কেপ মে রাজ্যের মেয়র বলেছেন, এটি কেপ মে’র গত ৫০ বছরে সবচেয়ে বড় দূর্যোগ। আমেরিকার গত ৫০ বছরের ইতিহাসের সবচেয়ে বড় খবর তো কোনভাবেই নয়।

৩. ক্ষতিগ্রস্ত ১৩ স্টেট, ৫ কোটি মার্কিনী।

বিবিসির খবর অনুযায়ী ১২ টি স্টেট ক্ষতিগ্রস্ত। অবশ্য সিএনএন এর খবর বলছে সংখ্যাটি ১৫। তার মধ্যে ডেলাওয়ার (DELAWARE) এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া মিলে মাত্র ৯৩১৪ জন গ্রাহক বিদ্যুৎবিহীন হয়েছেন। এবং মেইনে (MAINE) তে ১৬০০০ গ্রাহক বিদ্যুতবিচ্ছিন্ন হয়েছেন।

৪. বিদ্যুৎহীন হাসপাতাল, সরিয়ে নেয়া হচ্ছে রোগী।

৫. বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা।

এই ঘটনা দুটি খুব স্বাভাবিক ।

৬. প্রায় ১৫ হাজার ফ্লাইট বাতিল।

ফক্স নিউজ বলছে সংখ্যাটি ১০,০০০।

৭. ক্ষয়ক্ষতির পরিমান ২০,০০০ কোটি ডলার।

মানি নিউজ বলছে, আর্থিক ক্ষতির পরিমান ২০ বিলিয়ন মার্কিন ডলার। কোটিতে হিসেব করলে তা  হবে ২০০০ কোটি ডলার।

৮. শহরের রাস্তায় ভয়ঙ্কর হাঙ্গর।

রাস্তায় ভয়ঙ্কর হাঙ্গরের আতঙ্ক ছড়ানো হয়েছে। হা হা। ঘটনা হলো, একটি গলফ গ্রাউন্ডে ২ ফুট লম্বা হাঙ্গরের বাচ্চা পাওয়া গেছে।

৯. ৬ পরমানু কেন্দ্র বন্ধ।

রয়টার্স এর এক খবরে বলা হয়েছে, Hurricane Sandy slowed or shut a half-dozen U.S. nuclear power plants, while the nation’s oldest facility declared a rare “alert”. কিন্তু নিউজ ডেইলির এক খবরে বলা হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্কের ৬৩০ মেগা ওয়াটের নাইন মাইল ১ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বন্ধ করা হয়েছে। কিন্তু তারা নিশ্চিত নন এটি স্যান্ডি ঝড়ের কারণে হয়েছে কিনা। অপর একটি অপেক্ষাকৃত ছোট ওয়েস্টার ক্রিক পাওয়ার প্ল্যান্টে  “এলার্ট” জারি করা হয়েছে। পেনসিলভানিয়ায় একটি প্লান্ট ৯১ ভাগ কার্যক্রম বন্ধ করা হয়েছে। সবগুলি হিসেব করলেও ৬টি প্লান্ট হয় না। চরম মিথ্যাচার।

১০. নিউ ইয়র্ক ও নিউ জার্সিকে দূর্যোগ কবলিত এলাকা ঘোষনা ওবামার।

স্বাভাবিক ঘটনা।

এই লেখাটির উদ্দেশ্য হল, অতিরঞ্জিত তথ্য মানুষকে জানাবেন না। স্যাম বাসিলের একটি কেশাগ্রও ছুতে পারেনি এই গজব। স্যাম বাসিলকে গ্রেফতার করা হয়েছে, তার প্যারোলের শর্ত ভঙ্গ করার জন্য। ‘ইনোসেনস অফ মুসলিমস’ নির্মানের জন্য নয়। আর একটি দেশের প্রাকৃতিক দূর্যোগে এত খুশি হবার কিছু নাই। বাংলাদেশেও প্রাকৃতিক দূর্‍্যোগ হয়। তাঁতে জীবনহানির পরিমান আমেরিকার ক্ষতির চেয়ে অনেক বেশি। গড়ে প্রতিবছর আমাদের দেশে প্রাকৃতিক দূর্যোগে মারা যায় ৬১৮৮ জন। আর দূর্যোগের পরিমান ২৩৪ টি (১৯৮০-২০১০) আর প্রাকৃতিক দূর্যোগে মুমিনদের শত্রু ইহুদীদের দেশ ইসরাইলে গড়ে প্রতিবছর মারা যায় ৩ জন

এইসব প্রাকৃতিক দূর্যোগ যদি আল্লাহর গজব হয় তাইলে বুঝে নেন আল্লাহ কাকে পছন্দ করে আর কাকে পছন্দ করেনা।

১,০৮৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “কান নিয়েছে চিলে…”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ভাল লিখেছো। তবে যাদের মুখ থেকে এই কথা বেরুতে পারে যে স্যান্ডি হলো ঐ ভিডিও বানানোর জন্য আল্লাহর গজব, তাদের দেয়া কোন ফ্যাক্টই আর যাচাই করে দেখার মানে হয় না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    =)) =)) =))
    হইতে পারে ফেসবুক মুমীনেরা আমারে ব্লক কইরা রাখছে তাই এইসব দেখি নাই। তবে অনেকের কথায় বুঝতেছিলাম যে ধর্মগাধারা তৎপর বেশ।
    আর এর মধ্যে আমি আবার জাকির ভাইয়ের পেজ লাইক দিছি। আর দেখি জামাতিদের গ্রুপে মেম্বার হওয়া যায় নাকি!
    তবে একটা ছবিতে দেখলাম জাকির ভাই ডুবুরি সাইজা সাগরের তলে স্যান্ডির কার্যয়কাওণ খুজতেছে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।