আমি মানুষের ভাল চাই!! তাই খারাপ কাজটা করতে পারলাম না। নামগুলো আড়ালেই থাকল……
– তিতাস হাউসের আমাদের এক ক্লাসমেট ঝগড়ারত অবস্থায়ঃ
“রক্ত বাইর করতে সময় লাগে না”(আমি আগে আসলেই জানতাম না)
-আমাদের জ্বালায় অতিষ্ঠ সেই একই ক্লাসমেটঃ
“আমি তোকে কুপন(ক্যাডেটদের টাকা) দিব তুই আমাকে মুক্তি দে”(হু! বাছাধন মুক্তি পাওয়া অত সহজ)
– জনৈক স্যার ক্যাডেট মেসে এক ক্যাডেট উদ্দেশ্যেঃ
“খাও এক চুমুক বিস্কুট, এক কামড় চা”( আমি কখনই চেষ্টা করিনি, আপনি?)
-আন্তঃক্যাডেট কলেজ বাস্কেটবল প্রতিযোগীতায় মাসল পুল এর শিকার
তিতাস হাউসের এক ক্লাসমেট কাতর হয়েঃ
“কুমিল্লা ক্যাডেট কলেজ, আমি আর খেলতে পারলাম না”(আমি আসলে প্রথমে টের পাইনি কি বলছিল কারণ আমিও খেলছিলাম)
– জনৈক স্যার ক্যাডেট মেসে:
“তরকারিটা ভুনা হলে ভাল ছিল, তাই না”(জানিনা ভাল ছিল কিনা তবে, তরকারি আর ভুনা হয়নি )
-জনৈক স্যারের সহধর্মিণী টার্ম এন্ড ডিনারেঃ
“ছালনে নোন কম হইসে” [টেবিলের ক্যাডেট নির্বিকার] ( আমার মন্তব্য নিষ্প্রয়োজন)
-জনৈক স্যার প্রেপ আওয়ারে ক্যাডেটদের ঘুমাতে দেখেঃ
“এই ঘুমায় খে?, ঘুমায় খে?”(কি লিখব?)
-ইনটেক ডায়লগঃ [বিশেষ করে যখন সবাই একত্রিত হতাম]
“জাগ বাহে, কুন্ঠে সবাই”
(চলবে)
jotoi arale rakho......... asole shob dekha jay.....
vuna torkarite salam sir er gondho paitesi........
আমদের হাউস্মাস্টার মুস্তাফিজ ছ্যারের একটা মজার ক্লাজ ছিল। 3rd প্রেপের একেবারে শেষে (৯.৫০) উনি হটাৎ ঘুমন্ত একজনের কাছে জেয়ে হন্তদন্ত হয়ে ছুটে যেতেন। গায়ে ধাক্কা দিয়ে বলতেন সাইফ, আই সাইফ। (হন্তদন্ত হয়ে) জি দ্যার। : ঘুমাচ্ছিস বাবা, ঘুমা।
=)) =))
ডায়লগ সংগ্রহশালা গড়ে তোলার পথে উল্লেখযোগ্য সংযোজন। আমার সবচেয়ে মজা লাগছে, “কুমিল্লা ক্যাডেট কলেজ, আমি আর খেলতে পারলাম না”-এটা।
muhammad er sathe ekmot.amaro oi dialogue tai besi valo lagse.
amar o favourite aeita
মানে ঝেনাইদাহ ক্যাডেট কলেজে আমার একটা ক্যাডেট ছিল.........এইডা বাদ গেছে।
এইটাও যোগ করা হবে...সব ভুইলা গেসি
😉
=)) =)) =)) =))
আমরা একটা ডায়লগ আর্কাইভ করলে কেমন হয়? ব্লগের যাবতীয় ডায়লগ সব এক কইরা?
ডায়লগ আর্কাইভের সমর্থনে আমি হাত খাড়া করলাম :clap: ।
Life is Mad.
পুরনো পাপী! আমিও উভয় হস্ত খাড়া করে সমর্থন করলুম!
ডায়লগ আর্কাইভটা কবে হবে???????
অপেক্ষায় আছি- আইজুদ্দীন 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কিরে তুই চা'য়ের দোকান ফেলে, এইখানে কি করিস? 😛
চায়ের দোকানে কেউ আসে না। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মানুষজনকে সামলাইতে না পারলে তোর দোকানে কেন আসবে??
ডায়লগ আর্কাইভটা কবে হবে???????
অপেক্ষায় আছি- আইজুদ্দীন
🙁 🙁 🙁
মির্জাপুরের ডাইনিং হল OIC ছিলেন গনিতের ফখরউদ্দিন স্যার ... স্যারের সামনে বেয়ারাকে মুরগির ঝোল আনতে বলাতে স্যারের মন্তব্য ... ...
তোমাদের জন্য তো মুরগিগুলারে পুকুরে চুবায়া আনতে হবে ৷
=)) =))
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =))
ফখরউদ্দিন স্যারকে আমরাও পাইছিলাম।।
ফখরউদ্দীন স্যারের আরেকটা ডায়লগ মনে পড়লো।
ক্যান্ডিডেট অবস্থায় আমাদের চা খাওয়ার পারমিশন মিলল। আমরা সেটা নিয়ে একদিন হুড়াহুড়ি করলাম। তারপরেই স্যারের ডায়লগ, " তুমরা হাভাইতার লাহান চা খাও আর পানির লাহান বিস্কুট খাও......"
=)) =)) =))
মজিদ মনডল সারের ডায়লগ : ভাত নেই, কলা খাও।
=)) =))
আমরা পাইসিলাম পুরনেনদু কুমার সার কে (পি কে আর ) নামে বিষেশ ভাবে পরিচিত ।জামিতি পরাসসিলেন একদিন,
" AB রেখা BC রেখাকে D বিনদুতে ছেদাইল ".
=)) =))
:khekz:
“ছালনে নোন কম হইসে” 😀
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ