লুঙ্গীর ভেতরে বন্দী :
একবার আমাদের বাসার কাছে মসজিদে জুম্মার নামায পড়তে গেলাম। সামনের লোকটা লুঙ্গী পরে নামায পড়ছে। গরমের সময় বলে মসজিদের সবগুলো ফ্যান সর্বোচ্চ বেগে ঘুরছে আর বাতাসে সামনের লোকের লুঙ্গী ফুলে ফুলে উঠছে। আমি কোন মতে দ্রুত নামাজ শেষ করার ধান্ধায়। আমি সিজদা থেকে উঠছি, আর সামনের লোকটা সিজদায় যাওয়ার জন্য বসতে যাচ্ছে। আমি সিজদা থেকে ওঠার সময় আমার মাথা আটকে গেলো সামনের লোকের ফুলে ওঠা লুঙ্গীর মধ্যে । আমি উপরে তাকিয়ে যে দৃশ্য দেখলাম …….
প্যারেন্টস-ডে তে বিব্রত :
আমার বাসা ছিল যশোর । তাই সব প্যারেন্টস-ডেতে আমার আব্বা-আম্মা রংপুরে আসতে পারতেন না ব্যস্ততা আর বিশাল দূরত্বের কারনে। আব্বা আম্মা না আসলে আমার মামা ছিলেন রংপুরে, উনি আসতেন। এবং মামা আসলেই বেশি মজা হতো। তো মামা তার সদ্য বিয়ের পরে এক প্যারেন্টস-ডে শালী ও মামিকে নিয়ে আসলেন। মামার শালী সম্ভবত আমাদের একব্যাচ বা দুই ব্যাচ জুনিয়র ছিল।
তো আমি মামার শালীর সাথে কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, “তোমরা কয় ভাই বোন ?”
সে বলল, ” আমরা তিন বোন”
আমি আবার জিজ্ঞেস করলাম, ” মামি, তুমি আর আরেকজন কে ?” “সে কোথায় ?”
সে বলল, “ছোটটা তিন মাস বয়স”
বলে সে একটু লজ্জা পেল এবং অনেকক্ষন পরে বলল, “আসলে এটা একটা একসিডেন্ট ছিল”।
আমি একথা শোনার সাথে সাথে হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দিলাম । তারপরের মূহুর্তগুলো বড়ই বিব্রতকর মূহুর্ত…..
কবিতা আবৃতি:
আমার ক্যাডেট কলেজে ভাইভার ভেন্যু ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ । আমাকে মেডিকেলের জন্য ডাকা হলো। সাধারনত মেডিকেলের জন্য একজন একজন করে ভেতর ডাকা হচ্ছিল। পরে সময় স্বল্পতার কারনে আরেকজন থাকতেই আমাকে ডাকা হলো। আমি ভেতরে ঢোকার পর দেখলাম আরেকজনের মেডিকেল চলছে। আমাকে নিয়ে এক মেডিকেল এ্যাসিসটেন্ট চোখ, দাঁত, নাক কান এগুলো দেখতে থাকলো।রুমের আরেকপাশে দেখলাম আরেক ক্যান্ডিডেটকে ভবেশদা দিগম্বর করে তার বিশেষ বস্তুটার ওজন করছে আর মেডিক্যাল অফিসারের নির্দেশে হাতপা নাচিয়ে সে নজরুলের কবিতা আবৃতি করছে “কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে দুরে” । নজরুলের কবিতার এই দৃশ্য দেখলে স্বয়ং নজরুলও কবর থেকে উঠে আসতেন।
১ম :(( :(( :(( :(( :(( :((
২য় B-)
কেঁদ না এমন ব্যাডলাক মাঝে মাঝে হয়।
সিরম হয়েছে, :)) =)) :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
একবার তারাবী নামাজ পড়তে গেছি। আমার পাশে এক বুড়া লোক অনেক্ষন বসে বসে নামাজ পড়ছে। ভাবলাম, বয়স্ক মানুষ , ২০ রাকাত টানা দাঁড়িয়ে পড়তে পারবে না এজন্যে বসে পড়ছে।
তো ১২/১৪ রাকাতের পর হঠাৎ দেখলাম ঐ লোক বেড়িয়ে চলে যাচ্ছে। ভাবলাম আর পারছেনা মনে হয়।
তো কেউ চলে গেলে তার শুন্যস্থান পুরন করতে হয়। সেটা পুরন করার জন্যে আমার পাশের লোকটা আমার কাছাকাছি আসতে গিয়ে দেখলো এতক্ষন বুইড়া যেখানে বসে ছিলো সেখানে পানির মতো কি যেনো। আরো ভালো করে দেখার জন্যে সে নিচু হয়ে নাকটা কার্পেটের কাছে নিয়ে শুঁকলো, তারপর হঠাৎ নোয়াখালীর ভাষায় বললো, 'ইয়াল্লা ! হেতে মুতি চলি গেছে......'
:khekz: :khekz: :khekz:
হা হা হা =)) =))
মান্নান ভাই
যদি কিছু মনে না করেন, একটা অফ টপিক কথা বলি। আমাদের সবার নামের সাথে কলেজে অবস্থান সময়কাল। শুধু আপনার ক্যাডেট নাম্বার। একটু কষ্ট করে বদলে দিবেন নাকি? ;;;
বদলে দিলাম, বদলে গেলাম
😀
একটু বড় হইয়া গেলো ;;;
আগা থেকে কেটে দিয়েছি 😀 😛
এই বয়সে আগা কাটা কি ঠিক হইলো ;;;
লেইট বেটার দেন নেভার... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিমুন কিমুন লাগে 😛 😛 😉 😉 ।
Life is Mad.
তোমারই তো সাইজ নিয়ে অবজেকশন ছিল 😛
😮 😮 😮 কঙ্কি???
😀
এইখানে কি নিয়া যেন কথা হইতেছিল?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মো: মোকাররবীন মান্নান ভাইয়ের আগার সাইজ নিয়া ;;;
একসিডেন্টের ব্যাপারটা পছন্দ হৈসে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
অনেকে আবার পছন্দের কাজ করতে খুব ভালা পায় :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইয়ে মানে আমার একটা ডাউট আছে ! মামার শালী সম্পর্কে কি হয়? ;;;
কার মামার ? তোমার মামার নাকি ?
:guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অ্যাকিসডেন্টগুলার কথা মনে পইড়া গেলো 😕
দেখে শুনে গাড়ি না চালালে এমনই হয় :-B
সাতেও নাই, পাঁচেও নাই
চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলিবেন না =)) =))
খুব খিয়াল কইরা !!
বস কোন অ্যাক্সিডেন্ট, লাইনের গুলা নাকি বেলাইনের গুলা ;;;
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
নিজের লেনে অ্যাকসিডেন্ট করলে তাও মন্দের ভালো...
অন্য লেনে ঢুইকা পড়লেই কিন্তু কাম সাবাড়! 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
যার যার মালামাল নিজ দায়িত্বে রাখুন।
ট্রাফিক আইন মেনে চলুন।দূর্ঘটনা এড়িয়ে চলুন।
লাল বাতি দেখলে থেমে যান ;;;
আর সবুজ বাত্তি দেখলে? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রেমের গাড়ি চলবে ;;;
বেপরোয়া গাড়ি চালাবেন না 😛
মান্নান বন্ধুরে,
জব্বর পোস্ট দিসিস...মারহাবা...
তাও ভালো, বসে ঘুইরা চইলা যাওয়ার সময় লুঙ্গির মধ্যে মাথা ঢুকাস নাই... ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, এইটা কি কইলেন! :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) :)) :goragori: :goragori: :khekz: :khekz:
মজা হইছে =)) =)) =)) =)) ।
Life is Mad.
ব্যাপক মিজা পিলুম 😀 । সিরিজ আকারে লিখতে পার B-) । এইসব ঘটনার পাবলিক ডিমান্ড ভাল 😛
মান্নান ভাই, ব্যাপক মজা পাইলাম। :thumbup: :thumbup:
আহারে! কবে বিয়া করমু, কবে একসিডেন্ট হবে! :dreamy: :dreamy:
এই ব্যাচেলর গুলারে নিয়া আর পারি না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, ব্যাচেলরগুলারে তাইলে বিয়া করায়া দেয়ার একটা প্রজেক্ট হাতে নিয়া নেন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত :thumbup: :thumbup:
ইয়ে মানে আমিও সহমত ;;;
ঠিক কইছে, ব্যাচেলর গুলা রে তাড়াতাড়ি বিয়া দেন।
ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ি নাই :((
আমি বিয়ে করপো :((
(কপিরাইট: মাস্ফ্যু)
আহারে, ভবেশদার মেডিকেল চেক-আপ...............।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভবেশদাকে একবার জিগ্ঙেস করছিলাম "ভবেশদা কতজনের তো ওজন করলেন, কারটা সবচেয়ে ভারী ?"
ভবেশদা খালি হাসে 😀
প্রথম ঘটনাতে (লুঙ্গীর ভেতরে বন্দী) মান্নানের চাইতে তো লোকটারই বেশী বিব্রত হওয়ার কথা।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উনি তো আর জানেন্নাই মান্নান ভাই উনার ঘরে সিঁধ কাটছে ;;
😀 😀 😀
=)) =)) =))
পাকিস্তানে এমুন কাহিনী অহরহ। 😀
তাই নাকি ? তা তুমিকি পাকিস্তানে নাকি এখন ?
এখন পর্যন্ত একসিডেন্ট করছো নাকি একটাও ?
🙂 🙂 🙂 😀 😀 😀 :)) :)) :)) =)) =)) =)) 😛 জটিল হইসে। হাস্তে হাতে :pira:
পিরা যাও ঠিক আছে, মিরা যেওনা।
:just: :pira: :khekz: :khekz: :khekz:
অ্যাকসিডেন্টগুলা বড়ই মনোমুগ্ধকর 😀 :)) :khekz:
সিরাম :pira: :pira: :pira:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
চ্রম :pira: :pira: