একটা একটা করে প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি ডাকটিকেট সংগ্রহ করার মত তাদের বিয়ের কার্ড জমিয়ে যাচ্ছি। আমার প্রেমিকারা কিন্তু ভাল,একটু বেশি-ই ভাল কারণ এখন ও আমাকে ওরা খুব মিস করে তাই নিমন্ত্রন দিতে ভুলেনা। আর আমি ও মহান হৃদয়ের মানুষ,যেতে একদম ভুল করিনা। তবে বিপদ হয়েছে গত মাসে। একজনের বিয়েতে গিয়ে এমনই হয়েছে যে আমাকে দেখে কান্না শুরু করে দিল, আর কান্নার ধরন এমনই যে বেচারির পার্লারের খুব ঘষামাজা সাজ ধুয়েমুছে একবারে ফকফকা। আর ওর আসল চেহারাখানি দেখে লোকে কি সব বলাবলি শুরু করল। এরপর বিয়ের রাতেই সে আমাকে একখানা এসএমএস পাঠিয়েছে। তাতে লেখা ছিল-‘চীনের দুঃখ হোয়াংহো, আর আমার দুঃখ তুমি। কোন দুঃখে তুমি বিয়েতে আসলে? দাওয়াত দিলেই কি আসতে হয়? বেশরম কোথাকার’।
এরপর থেকে ঠিক করেছি আর কোনো প্রেমিকার বিয়েতে যাবোনা।
আরেক প্রেমিকার কথা বলি। সেবার বেড়াতে গিয়েছিলাম চাঁদপুর। মেঘনার দিগন্ত জুড়ে সেরকম একখানা রংধনু বক্ররেখায় আমার মনের যখন জ্যামিতির পরীক্ষা নিচ্ছে, নৌকায় বসে তখন সে আমারে বলছে জানো এটার সাতটা রঙের সাতরকম তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও সাতরকম। তারপর শুরু হল তার নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওর কথায় আমার তখন এক মন্ত্রীর কথা মনে পড়ে গেলো যিনি খুন আর সন্ত্রাসকে আলাদা করে দেখতেন। তিনি বলতেন-‘খুন বেড়েছে কিন্তু সন্ত্রাস কমেছে’। আর মানুষ খুন হলে তিনি বলতেন ‘আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে’। আমার সেই প্রেমিকার নাম ছিল আলতা। এরপর থেকে ঠিক করেছি আর যাই হোক পদার্থবিজ্ঞানের কোনো অপদার্থের সাথে সম্পর্ক করবোনা।
আরেক প্রেমিকাকে নিয়ে পরে আবার গেলাম সেই চাঁদপুর। সেবার ছিল পূর্নিমার রাত। রাতে ডাকাতিয়া নদীর বুকে যখন জোছনা ভর করেছে, আমার উপর তখন আবেগের ঢেউ বয়ে যাচ্ছে। আমি বললাম একটা গান ধরো। অনেক অনুনয়-বিনয়ের পর আমারে বললো- ওকে, তোমাকে পান্থ কানাইয়ের ওরে নীল দরিয়া শুনাই? আমি বললাম এটাতো আব্দুল জব্বারের গান। আমারে তখন সে বলে-‘তুমি বেশি জানো…আর এই জব্বারটা কে? ওর মূর্খতায় আমার তখন আবার এক মন্ত্রীর কথা মনে পড়ে গেলো যিনি বিদ্যুতমন্ত্রী হয়ে কিলোওয়াট আর মেগাওয়াটের পার্থক্য জানেননা। আমার এই প্রেমিকার নাম ছিল টুকটুকি। তবে আমি তাকে আদর করে টুকু বলে ডাকতাম।
তবে আমার সব প্রেমিকার মধ্যেই একটা মিল আছে। আমার সরকারী খাস জমির মত হৃদয়খানা ওরা দখলে রেখে শুধুই শোষন করে যায়। খালি পড়ে থাকে না, ওরা নিজের মত করেই সাজিয়ে নেয়। তাতে জমির উর্বরতা নষ্ট হয়ে হয়ে এমন হয়েছে যে আর কোনো দখলদারকে বরাদ্দ দিতে আমি রাজি নই। এবার ভাবছি জামানত ছাড়া আমার হৃদয় বরাদ্দের বিজ্ঞাপন দিব।
তারপর লটারি হবে, তবে সেটা কবে নাগাদ তা রাজউকের মত আমিও বলতে পারছিনা।
হাসতে হাসতে চেয়ার থেইকা পইরা যাওয়ার সময় রুম্মান ধইরা ফেললো।
প্রেমিকাদের নিয়া সিরিজ, জটিল।
আমি যতটুকু জানি এইটা কমপক্ষে ৫০ পর্ব হবার কথা।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:no: :no: :no: :no: :no:
৫০ এর আগে -পিছে সংখ্যা লাগা.........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্য্যাম তুই তো আমারে ডুবাবি মনে হচ্ছে...। 😛
আমি ডুবাইলে দোষ! প্রেমিকারা যে ডুবাইলো তখন তো কিছু কস নাই! 🙁
অফটপিকঃ
যার কমেন্টের জবাব দিবি তার কমেন্টের নিচে দেখিস 'জবাব দিন' অপশন আছে। সেখানে ক্লিক করলে বক্স আসবে। সেখানে লিখিস। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মান্নায় তো ওরে সেঞ্চুরি না কইরা পঞ্চাশে আটকায়া রাখার তোর ষড়যন্ত্রটারে ওরে ডুবানি হিসাবে কইসে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
মিয়া ভাই, মজা লন...আমার ও সময় আসবে। 😀
ছি! কাইয়ুম ভাই আপ্নে মান্নারে নিয়া মজা লন! 😮
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মন খারাপ করিসনা, আইচ্ছা যা তোরে নিয়া লমুনে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপ্নে যে 'ছেলেধরা' এইটা জান্তাম না :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মান্না ভাই দেখি নারী মহলে সেইরকম জনপ্রিয়!!হায় রে,এই অধমরে কেউ বেইল দিলোনা 🙁
পড়ছিস তো উ.দ. ভার্সিটিতে, সারাদিনই তো মেয়ে নিয়ে থাকতি, সবাইরে কি বোন বানাইছিস ? 😉
উ দ বিশ্ববিদ্যালয়ে কি আর আমার বেইল আছে?ওইখানে বেইল হইল বি এম ডাব্লু হাঁকানো,কানে দুল হাতে ব্রেসলেট ওয়ালা 'ইয়ো" দের 🙁 তয় মামা আপনেরে দেইখা তো বুঝা যায় না যে ভিতরে ভিতরে এত্ত... এক সময় এসে আপনার পদধূলি নিয়ে যাবো খন :boss:
অন টপিক-লিখা সেইরাম জটিল হইছে!
মাসরুফ ভাই,আমার ও ধুলা নেয়া লাগবে........যাওয়ার আগে খবর দিয়েন.........আমিও যাব..................
😛
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
😮 রাইতে কি তাইলে ছেলে নিয়ে থাকতো? ~x(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আস্তাগফিরুল্লাহ এইগুলা কি কন, নাউজুবিল্লাহ! আমি এক্কেরে "সোজা", আর দোস্তানা,ব্রোকব্যাক মাউন্টেন মোটেও আমার প্রিয় মুভি না... 🙁
😮 রাইতে কি তাইলে ছেলে নিয়ে থাকতো? ~x(
=)) =))
:khekz: :khekz: =))
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) :pira:
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
মাস্ফুদা,৬ ফুটি দেহ,আর এত্ত বিশাল সিনা বানাবার পরেও যদি এইতা কন 🙁 🙁 😕
সুখ নাই রে পাগল, ইস দুনিয়ামে প্যায়সা(পয়সা) হি সাব হ্যায় 🙁 =((
আহসান কি নিয়মিত মাস্ফুর সিনা মাপো নাকি?
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সামিউর ভাই,
ফেসবুকে মাস্ফু ভাইয়ের লগে আমার কিছু ছবি আছে।
অইখানে আমারে উনার তুলনায় বাচচা বাচচা লাগে 🙁
তুই কি নিজেরে বড় বড় মনে করিস নাকি...???
:goragori: :khekz: :pira:
এইটা কি বললা সামীউর?
মান্না, ফাটায়া লেখসোস ভাইডি =)) :boss:
হাসতে হাসতে চেয়ার থেইকা পইরা যাওয়ার সময় রুম্মান ধইরা ফেললো।
প্রেমিকাদের নিয়া সিরিজ, জটিল।
আমি যতটুকু জানি, আমারে কামরুল যতটুকু কইসে এইটা কমপক্ষে ১০০ পর্ব হবার কথা। :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আইসাই কপি-পেষ্ট শুরু হইয়া গেসে? :grr:
আইসাই কপি-পেষ্ট শুরু হইয়া গেসে? :grr:
হাসতে হাসতে চেয়ার থিকা পড়িনি, তবে এখনো হাসতেই আছি =)) =))
না পইড়া ভালো করছেন। আপ্নার এখানে তো ধরার জন্যে রুম্মান নাই :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাহ পড়লে আমার জামাই ছিলো :shy: :shy: 😛
ভাবীপ্পু,জামাই হিসেবে মঈন ভাইয়ের নাম উল্লেখ করবেন তো,নাইলে অনেকে ভাববে আপনে আহলাদ কইরা ব্লগের জামাইদের কানাডা যাইতে কইতেছেন আপনে পইড়া গেলে তুইলা ধরার জইন্য।সামার শেষ,শীতকালে কানাডা গেলে এ্যাজমা হৈবো 🙁
😀
জামাই বাবাজীরা ... চক্ষু মেলিয়া দেখো কি লিখছি আমি ... :-B
:chup:
:gulli2: :gulli: :duel: :duel:
আরে সেইটা তো কইতাছি-ছুডুকালে যেমন আম্মা কইত-আমার মাস্ফ্যু মাছ দিয়া ভাত খায় ইত্যাদি ইত্যাদি,আপনে যেহেতু আমাগো মুরুব্বি তাই আপনেও হয়তো আল্লাদ কৈরা ব্লগের জামাইগোরে ডাক দিলেন...
এই কারণেই কৈতাছি মঈন ভাইয়ের নাম উল্লেখ আবশ্যক 😀
সত্যি সত্যি গান ধরতে বলছিলি? নাকি অন্যকিছু? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহা...সেই যে আমার নানান রঙের দিনগুলি... 🙁
গান একধরনের উইপন ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারা এতো খ্রাপ কিল্লাই ?
খুব,খুব খ্রাপ এবং অচলীল x-(
আমি শিওর যে গান গায় নাই..... আর কিছু করছে। তদনত করা দরকার।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
কি সব ধরাধরির কথা উঠছে??? ধরাধরি করতে কি আর চাদপুর যাওয়া লাগে??? নৌকা যে দুইবা যায় নাই, এইটাই হইলো কথা.... 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
গান ??!! হি হি !! =)) =)) =)) =))
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
হোয়াং-হো তে মজা পাইছি 😀
:pira:
হোয়াংহো episode টা great হয়েছে।
চ্যারিটি বিগিনস এট হোম
টুকটুকি আপু Gunরে গান মনে করছিল...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, তাইতো বলি,Gun মানেই Fun। 😀
:goragori: :goragori: :goragori: :goragori:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মান্না ভাই, শেষে তো একখান ডাউট রাইখা দিলেন...কারন রাজউকের সব প্লট নাকি লটারিতে হবে না...:wink
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রাজউকের সব প্লট লটারিতে হবে না...আমার ও তো তাই। যেমন ধর জীবনের প্রথম প্রেমিকা তারে কে ভুলতে পারে? নিজের দল বলে ও তো একটা কথা আছে। 😉
মান্না দোস্ত তোদের মতো কিছু পূঁজিবাদী মানুষদের জন্য আমার মতো সমাজতান্ত্রিক মানুষেরা কিছুই পাইলামনা। আমাদের ভাগেরটাও তোরা মেরে দিছস। =(( =(( :chup: :chup: 😡 😡
দোস্ত ,তাইতো বিপ্লব করতে হয়। আর এই বিপ্লব একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া।
😀 😀 😀
মান্না ভাই,একি দিলেন??? :boss: :boss: :boss:
অনেক কিছুই শিখবার আছে দেখি!!
:)) :khekz:
আচ্ছা,ডেভেলপারদের বরাদ্দ দিলে কেমন হয়???চিন্তা করছিলেন? ;))
তাতে সমস্য্যা আছে, এত লোককে একসাথে জায়গা দেয়া যাবেনা।আমি পারবনা। হো মো এরশাদ পারেন। 😉
মান্না ভাই, আপনি কি লঞ্চের কেবিন ভাড়া কইরা চাঁদপুর যাইতেন নাকি?
ঐ এইগুলা কি প্রশ্ন করছ রে আবদুল?এইডা কি আবার জিগাইতে হয় নাকি? 😛
বুজলি আব্দুল!মান্না ভাই ডেকে বইসা বাদাম খাইতে খাইতে যাইতো,
নারে ভাই, তাতে মাশরুফের সাথে দেখা হয়ে যাবার সুযোগ থাকে। 😉
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কমসে কম ৫০ পর্বের এইরকম একটা সিরিজ লেখতে মঞ্চায়... :dreamy:
হাহাপিগে। :guitar: :goragori: :pira: =)) 😀 🙂 :awesome: :duel:
প্রিন্সিপ্যাল ভাইস্যার থাইক্যা শুরু কইরা...সকল সিনিয়র ভাই/আপুদের পারমিশন না নিয়ে এই রকম সিরিজ লেখা শুরু করায়...আমি তোমারে ভ্যাঞ্চাই!!!!!!!!
অঃ টঃ...আমগো মাস্ফ্যু কি সিরাম একটা :just: ফেরেন্ডগো লইয়া :just: সিরিজ করবা নি!!! ;;; ;;; ;;; ;;;
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আমিও একটা মানুষ আমারো আবার :just: ফেরেন্ড =((
অফ টপিক- জুলহাস ভাইয়ের এই :just: শব্দটার প্রতি আকর্ষণ দিন দিন আশঙ্কাজনক ভাবে বাড়তেছে 😡
😀
হাসির চেয়ে বড় কথা লেখাটা দারুন লাগছে। আপনারা তো সব একজনের চেয়ে একজন ভালো লেখেন। চাঁদপুরে রোমান্সের কথা আমার এক বড় ভাইয়ের মুখেও শুনেছিলাম, নিজের অবশ্য কোনওদিন যাওয়া হয় নাই। 😀
মাশরুফ নিজেকে বৃক্ষ সমাজের বাইরে এনে মানব সমাজের অংশ বলে দাবী করায় মানবজাতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি
মাশরুফ নিজেকে বৃক্ষ সমাজের বাইরে এনে মানব সমাজের অংশ বলে দাবী করায় বৃক্ষজাতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
~x( ~x( :bash: :bash:
:))
সিরাম হয়ছে। 😀 :)) =))
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
আমি এতবার লঞ্চে চাদপুর cross করে ছুটি গেলাম.........but.....হতাশ............বড়ই হতাশ...............মাশরুফ ভাই তাড়াতাড়ি ধুলা আনান.........একটু কপালে মাখি,দেখি কিছু হয় কিনা............
:boss:
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
:khekz: :khekz: :goragori: :goragori:
লেখা ফাটাফাটি হইছে, আশেপাশে ধরার মত কেউ নাই দেখে হাসতে হাসতে পড়ে যেতে গ্যেও সামলে নিলাম।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফাটা ফাটি হইছে ... কিন্তু আশেপাশে অনেক মুরুব্বী ... হাসি চাপায় রাখা যে কি কষ্ট ;;;
চ্যারিটি বিগিনস এট হোম
হাসতে হাসতে পিরা গেলাম =)) =)) =))
ভাই দারুন হইসে 😀
মাস্ফ্যু ভাই কয় কি :grr: ;))
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আমিয়াবার্কিকৈলাম? x-(
ভাই আপনি দেখি মন্ত্রীদের গ্রেট ফ্যান।প্রেম করতে গেলেও মন্ত্রীদের কথা মনে পড়ে... 😛
দেশ নিয়া খুব ভাবিতো। 🙂
-‘খুন বেড়েছে কিন্তু সন্ত্রাস কমেছে’ :gulli: :gulli:
ওরে আল্লাহ পিরা মিরা গেলাম তো!!!
আমারো মনের জমি বর্গা দিতে মনে চায়...
নস্টালজিক হইয়া গেলাম। (কালা কুর্তা নাই, এই সুযোগে তা ডায়লগগুলা কপিপেস্ট চালাইতাছি)। =(( =(( =((
আমি মান্নার পক্ষ থেকে ব্লগে একটা বিজ্ঞাপন দিলাম। ছুডুকালে এইডা লিখছিলাম।
বিক্রি হবে এই হৃদয়ে
ছোট্ট একটু জমি,
কিনবে নাকি তুমি?
:guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) ;))
বেয়াইন সাবের বুকের
জমির বড় দাম
অল্প দামে বেঁচিলে
আমি কিনিতাম 😛
এইটা এইবার ঈদে এক সিনেমার গানে দেখলাম ফেরদৌস শাবনূররে বলতেছে। :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
একটা ডাউট আইছে মনে...কিন্তু কে আবার কেমনে নেয়...
আচ্ছা কইয়াই ফালাই...
আমি শুনছি এলাকা যত নিচু হয়, জমির দাম নাকি ততই কমে...তাইলে তো...না থাউক...অফ যাই...;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওয়াস্তাগফিরুল্লাহ, না দুইন্যা থেইকা দ্বীনি শিক্ষা উইঠা যাইতেছে। 😛 😛
অফটপিকঃ আমিও এখনো ছুডু, আর কিছু কমু না। :frontroll: :frontroll: :frontroll:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই তোর ভেজাল চায়ের দোকানে দ্বীনের ডাক দে,আমিও সাথে আছি 😀
😮 :khekz:
হালায় কয় কি??? 😛 🙂 😀 :khekz:
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
ইয়ে মানে হালাটা কে? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অসাধারণ লেখা মান্না ভাই। মুগ্ধ হয়ে গেলাম। :thumbup:
"আরেক প্রেমিকাকে নিয়ে পরে আবার গেলাম সেই চাঁদপুর। সেবার পুর্নিমার রাত ছিল। রাতে ডাকাতিয়া নদীর বুকে যখন জোছনা ভর করেছে,আমার উপর তখন আবেগের ঢেউ বয়ে যাচ্ছে।"
ভাই আপ্নের strike rate তো ভালই ছিল,এতো তারাতারি retired নিলেন কেন? ~x(
"আমি শুনছি এলাকা যত নিচু হয়, জমির দাম নাকি ততই কমে…তাইলে তো…না "
ইয়ে মানে জুনা ভাই ইহার তরজমা তাফসীর টা একটু কইরা দেন..এই বান্দা কিছু বোঝে নাইক্কা 🙁
তোর এখনো বোঝার বয়স হয় নাই। আর একটু বড় হওয়া লাগবো... অপেক্ষা করতে থাক...
প্রেমিকাদের নিয়া চাঁদপুর যাওনের কাহিনীটা কি ??? তাও আবার রাইতের বেলা ......... ভাবসাব তো ষোড়শ লুই এর চাইতে ভালো মনে হইতেসে না ...
অন টপিক ----- ব্যাপক মজা পাইলাম, ৫০ পর্ব ১০০ পর্ব যত পর্ব লাগচালায়ে যাও ...
সতে হাসতে চেয়ার থেইকা পইরা যাওয়ার সময় রুম্মানরে খুইজা পাইলাম না।............... 🙁
প্রেমিকাদের নিয়া সিরিজ, জটিল।
আমি যতটুকু জানি এইটা কমপক্ষে ১৫০ পর্ব হবার কথা।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হে হে।... :))
সিরাম মজাক পাইলাম ভাই। 😀
যাক ব্লগে একজন লাভ গুরু পাওয়া গেল। B-)
ককক রকায়... (সাম্প্রদায়িক) :grr: :grr:
তোর এত বুইঝা কাম নাই...
আমি ঐটা কইছি ফেরদৌস ভাইরে...তিনি নাকি শাবনূর আপুর উচা জমি কিনতে পারেন নাই...তাই তারে বুদ্ধি দিচ্ছিলাম কম দামি নিচু জমি কেনার...;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
উপরের কমেন্ট @ রাহাত...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিচু জমিতে নাকি ফলন ভাল হয়... =))
তাই নাকিরে মেহেদী ;)) ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বস কি বৈদেশিক অভিজ্ঞতা থেকে বলছেন?? 😛 😛
:frontroll: :frontroll:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লেখাটা পড়ে শুধুই হাসতেছি......
:khekz: :khekz: :khekz:
রম্য ও বাস্তবতার অপরুপ সমন্বয়... :boss: :boss:
মান্না, হুম ম ম ম, তোমার লেখা ভালো হয়েছে!তবে উন্নতি করার আরো সুযোগ আছে।।আশীর্বাদ করি তোমার প্রেমিকাদের মত তুমিও একদিন বড় কিছু হও। =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) :boss: লেখা চালিয়ে যাও।
বর্ত মান মান বজায় রেখে তোমাকে উত্তরোত্তর মান বৃদ্ধির জন্য পরামর্শ দেয়া হলো।
দোস্ত,এক্টু আনকমন মন্তব্য দিলাম...কিছু কিছু ব্লগে সাহিত্যরসিকদের দেখি একজন আরেকজনের লেখায় রচনার শিল্প গুণ নিয়া অনেক জ্ঞান দেয়।এরা আবার অশ্লীল ভাষায় গালিগালাজ ও করে,ক্যাডেট কলেজ ব্লগের লেখার রেফারেন্স দিয়ে অনেক কিছু বলতেও চায়।
অত ন্দ্র নামের এক লেখক্ কে আবার দেখলাম,MERCENARY শব্দের অর্থ না জেনে পড়াশুনা না করে অনেক তকমা দিলো।জেনভা কনভেনশন অনুযায়ী যাকে তাকে mercenary বলাও যে অন্যায় অইটুকুন সচেতনতাবোধও নাই।
এই ছিদ্রান্বেষীদের নিজেদের এত বেশী ছিদ্র যে যা ইচ্ছে তাই বেসামাল রকম ওদের ছিদ্র দিয়ে বের হয়ে আসে।বাল্যশিক্ষা পড়ে নাই ছোটবেলায়।আমাদের বন্ধু রাসেলের লেখা এবং প্রোফাইল দেখলেই বুঝবি,msn এ আসিস লিঙ্ক দিবো।
রুচির বিকৃতি আর মস্তিস্কের বৈকল্য দিয়ে ভাইজানেরা দেশ উদ্ধার করবে,ধরণী তুমি দ্বিধা হও,আমি তোমাতে প্রবিষ্ট হই।
তুই তো আর ওদের মত লেখক না,কিন্তু তুই যেই অসাধারণ স্যাটায়ার লিখলি,এইরকম কিছু লিখতে গেলে ওদের ফুসফুস ছিদ্র হয়ে প্রাণটাই যাবে কলকির সুবাদে কিন্তু লেখা আর বের হবে না।
অফ টপিক,আমার এই মন্তব্য কেউ অন্যভাবে নিবেন না দয়া করে,ক্যাডেট কলেজ ব্লগের একটা লেখার রেফারেন্স টেনে এক ব্যাটা অশ্লীল ভাষায় যা খুশি তাই লিখেছে,জনপ্রিয় সেই ব্লগের সুশীল,সভ্য লেখক এর প্রোফাইলে চ,হ,দ ,প দিয়ে নিজের বর্ণর্ণা লেখা।
কোথায় লিখছে এট্টু দ্যান ভাইজান।
এইখানে লিঙ্ক দিতে না চাইলে আমারে মেইল দ্যান(mash34th@hotmail.com)।ভদ্রলোক কি বলতে চাইতেছেন এট্টু দেইখা "ধন্য" হই x-(
:)) :)) মান্না, খুব মজা পেলাম লেখা পড়ে।
১০৫ টা কমেন্ত আর পুরা কাহিনি পরতে গিয়া ত আমিইপইরা গেলাম.....................।।
গুরু আপনায় :boss: :boss: :boss: :boss: ...............
manna bhai apnar je kahini college r department e suntesi tate to larar record bainge diben.
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
অসাধারণ হইছে.......................
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ভাই ছয়ডা লেখাই পড়লাম......পুরাটা সত্য হইলে ইহা বড়ই ভয়ংকর...
=)) =)) =)) =)) =)) :pira:
বিশাল মজা পাইসি.........
কী ভয়ংকর? 😕
অসাধারণ.........আর কিছু বলার সামর্থ্য নাই আমার :boss: :grr:
ক্যাটাগরি রাজনীতি 😀
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
:boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ