যেদিন চলে আসি সেদিন কেঁদেছিলাম, জানিনা কেন। হয়তবা অন্যদের কান্না দেখে কিংবা নিজে থেকেই। সবার সাথে হ্যান্ডশেক করার পর এডজুটেন্ট স্যার যখন কলেজ গেটে অপেক্ষারত বাসে উঠতে বললেন কোন হারামজাদা যেন কান্না শুরু করে দিল। কান্না যে মহামারীর মত এর আগে টের পাই নাই। নিজেকে অনেক বড় মনে হত। কান্নাকাটি? তাও আবার আমি? চোখের পানিতে বিশ্বাস করতে হ্ল। কারও বাসের কাছে যাওয়ার নামগন্ধ নেই দেখে শেষে বাসকেই আমাদের কাছে আসতে হ্ল। বাসে অন্যদের দিকে তাকাতে ভয় হচ্ছিল, আবার কেউ যদি শুরু করে দেয়! সেই-ই প্রথম কলেজ থেকে বের হতে খারাপ লাগা শুরু হয়েছিল, এখন প্রতিবার কলেজ থেকে বের হওয়ার সময় খারাপ লাগে। অনুভূতিগুলোর উল্টে যাওয়ায় অবাক হই, কিন্তু তা সত্ত্বেও ভাল লাগে। বহুদিন পর ঝাপসা চোখে দেখা ঝাপসা চেহারাগুলো মনে পড়ে।
কলেজে থাকতে যা যা করতে চাইতাম তার সবই করি এখন। হুটহাট করে ফ্রেন্ডদের নিয়ে বের হয়ে যাই। মন চাইলেই ঢাকার বাইরে চলে যাই, পারলে দেশের বাইরে। কিন্তু কোথায় যেন অপূর্ণতা রয়ে যায়। ঠিক ধরা যায় না। কলেজে থাকতে যা যা করতে চাইনি তাই বড় বেশি করে করতে ইচ্ছে হয়, কিন্তু পারি না। এখন ত দিনে দু-একটা মুভি দেখে ফেলি কিন্তু কলেজে বৃহঃস্পতিবারের সেই ডিভিডি শো-র মত মজা পাই না কেন? চাইনিজ, বিএফসি, হেলভেসিয়া সবকিছুর পরও কেন কলেজের স্পেশাল ডিনারের কথা মনে পড়ে? সবকিছুতে মান আর যোগান বাড়লেও এক সপ্তাহ প্রতীক্ষার পর সবার সাথে সেই ডিভিডি শো বা স্পেশাল ডিনার অনেক বেশী স্পেশাল থেকে যায়। বিকেল বেলার গেমস আওয়ারকে মিস করি; বাস্কেটবল নিয়ে শত দৌঁড়াদৌঁড়ি আর ভলিবলে লাফালাফিতে আগের সেই উচ্ছ্বাস আর থাকে না। আইসিসি প্রাক্টিসের সময়ে গরম গরম পরোটার কথা এখনো মনে আছে, নাসিমের একটার পর একটা পরোটা খাওয়া কিভাবে ভুলি। প্যারেন্টস ডেতে মা যখন হটপট থেকে খাবার বের করে দিতেন, তখনকার খাবারের সেই মোঁ মোঁ করা গন্ধ এখনো লেগে থাকে নাকে। আইনস্টাইন বেটা এত কিছু বানাতে পারছে, একটা টাইম মেশিন বানাতে পারে নাই। টাইম মেশিন থাকলে জীবনের কতগুলো সময় আমি আগেই পার হয়ে যেতে চাইতাম আর কতগুলো সময়ে আমি বারবার ফিরে যেতে চাইতাম। সময় অনেক বড় ধোঁকাবাজ। কেউ রেহায় পায় না, আমিও পাই নি।
(আমার বড় ব্লগ লিখতে ইচ্ছা করে না, কিন্তু এবার খুব ইচ্ছে হয়েছিল। অনেক টানা-হিছঁড়া করেও বড় করতে পারলাম না। কষ্টের লেখাগুলো বোধহয় এমনই হয়)
jotil vai ... akono cadet college er petis er kotha mone hoy .... Cadet College er Petis Macdonals/KFC ceye onek onek mojar...ami a porjonto joto kabar kaici ..tar modde sob ceye mojar hole petis .... really I am missing those days ... thanks for your blog
@mehedi vai,
thnx for the comment...
😥
😥 😥 😥 😥 😥 😥
ঠিক ঠিক, আইনস্টাইনকে দুই দিনের ইডি তিন দিনের ডিপি লাগানো উচিৎ।
সেই প্যারেন্টসডে...আর পেটিস..., আমাদের কলেজে পেটিস খাওয়ার এক উদ্ভট নিয়ম চালু ছিলো, পেটিস একবারে খাওয়া যাবে না, উপরের শক্ত অংশ এবং ভেতরের নরম অংশ আলাদা করে ভেঙ্গে নিয়ে খেতে হবে। একবারে খেলে সাথে টেবিলমেটের ঝাড়ি ফাউ।
কে এই নিয়ম চালু করসিলো আল্লাহ জানে।
আমাদের ও আছে...! ভাইয়া... সত্যি এই ফাঁক টা থেকেই যাবে...
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
এইটা তোর লেখা বেস্ট ব্লগ (আমার মতে)
জবরদস্ত লিখসো ভাইয়া।
তবে শুরুতে "হারামজাদা" শব্দটা বেমানান লাগলো। যেমন বাংলা গ্রামার বইয়ে ছিল,"আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইলো"...
নামকরণও আকর্ষণীয় হইসে।
hasnain,tui dekhi amar moner kothagula boila felli!!kamne janli dosto,bolos na....
onekdin kono post hoy nai....erpor hasnain er ei post jano topto morovumite probol bristi....(hasnain...jemnei hok..college theke petis aina khaway ja...)
@fuad,
aeita sobar moner kotha....kintu keo sahosh koira boley na dosto..ami sahosh korlam....hmm IUT choila aea...petis khawanor bebostha kormuney...
mair dibi na to??tora to abar kalagulare naki mair dis...
@alam bhai,
'হারামজাদা' আমি ইচ্ছা করেই ব্যবহার করসি্...এটা গালির উদ্দ্যেশে না...thnx for the comment 😀
@fuad,
torey mair dia ki amra shanti pamu...ki jey bolish 😀
@zihad,
thanku dosto 😆
😳
@1127,
হুমম...আমিও একমত...।। 😀
college er sei dvd show...ah....
sobtheika jotil lagto dvd er dinner break er somoy sei movie ta nia nana bisisto joner bivinno mot... 😆
amader college e adjutant er office thek dvd player r dvd nis asto...ekbar ana dvd er sathe free hisabe pawa gelo dvd player er vitore thaka ekta dvd jate eksathe silo murder,julie r khowaaish!!! 😆 adjuntant er mukhos khule gelo 😛 r amader to kothay nai...... 😆
dhora khaisilo adjutant...moja paisilam amra 😀
কান্নাকাটি ভাল লক্ষন।
যায় হোক দারুন লিখেছেন।
@ বন্য, এ তো আমারও মনের কথা লিখা রাখসে, চল ধরে ভর্তা বানাই 😆
@hasnain, again tellin, great post!
@১১২৭,
ভর্তা!!!!!!!!!!!!! আমি ত এমনি এমনি খাই...... 😀
@royal bhai,
thnx for the comment....
khub sundor hoiche dost. asolei onek kosto...onek...
@linkon,
thnx dosto...
@1127,
thnku ditey bhuley gesilam...thanku
oil come
আরে ভর্তা বানাই কি তোরে দিমু নাকি!!খামু তো আমরা... 😆
hasnaian, ami tore mair dibo. mon bhalo korar jonno boshchilam. mon kharap kore dili. bhalo thakis
@ zubair,
erpor mon bhalo koira dimu.... promise 😀
জুবায়ের,এইসব ব্যাপারে দেরি করতে নাই...শীগগীর মাইর দিয়া দে...আমরা ব্যাকআপ আসি..
হালা বজ্জাত কত!!মানুষের মন নিয়া ছিনিমিনি খ্যালে!!দুষ্টু... 😆
😀
চইলা আই IUT। হালায় আমার রুমেই থাকে............... 😆
dosto oi kotha monay na korlay hoy na......... amar to akhono kanna pai.tai aj gaitay ecchay korcay harano so diner kotha vulbe keray hai o sai diner kotha ......dosto amader to koto sukhosrite achay tai e nahoy share koris.
oi biyadob pulapain 6 tarik hoya gelo blog matro duita ken?shob gula hands down hoya continuous push up dite thak.....
oi mashroof vai ki koi shunos na polapain???? uni beta terror type dekha jai...... bachte chaile lekha de.
@shareq,
money na korley hoe....kintu korey fellam to....tai sobaikey money korai dilam... bhalo thakis
sarek kandis na dost..tor duita paye dhori...tui evabe kanna korle mogo ki hobe ko??? 😉
hasnain, nice post bro...emnite ami silent reader...but ai post ta pore r chup thakte parlam na...college r alu vorta r dal still ami miss kori; specially thursday lunch r ta.....college r alu-vorta r moto mojar alu vorta r kothao paoa jai bole mone hoi na....amar oenkdin r issa college e giye oi alu-vorta diye lunch kori....
ahmed
15/94
@ ahmed bhai,
কলেজে এই আলু ভর্তার জন্যই বাইচচা ছিলাম...... 😀
আমি কিন্তু ভাই খুব অবাক হইসি আপনার কমেন্ট পেয়ে...যাক এবার বুঝা গেল এই ব্লগ অনেকদূর যাবে...। নীরব থেকে সরব হইসেন; এইবার আশা করি কষ্ট করে লেখাও দিবেন।
আপনার কমেন্ট পেয়ে ভাল লাগল।
মনটাই খারাপ করে দিলেন 🙁 🙁
"নিজেকে অনেক বড় মনে হত"
ইরাম সাড়ে ছয় ফিট মানুষ যদি নিজেরে ছুডু কন তালি ক্যাবা অয়
যদি ক্যাডেট ভার্সিটি থাকত কি যে হইত......................