“ক্যাডেটের অপর নাম সমস্যা”। আমার কথা না, এক স্যারের কথা।কমবেশি সবাই সমস্যায় পড়ে তবে ক্যাডেটদের সমস্যা শুধু এক ক্যাডেটই বুঝতে পারে। অনেক চিন্তা করে কিছু সমস্যা বের করলাম তার সমাধানগুলো সমস্যার নায়কদের কাছথেকে পাওয়া। তাই সমস্যাগুলোতে পড়লে ট্রাই করতে পারেন,হাজার হোক প্রেক্টিক্যালি সার্টিফাইড।
#সমস্যাঃ অন্য কলেজে কি হয় আমার ধারণা নেই। আমাদের কলেজে প্রিন্সিপাল’স হাউস ইন্সপেকশনে কেয়ামত হয়ে যেত। টের পাওয়া যেত না কোথায় কি রাখা হচ্ছে। ইন্সপেকশন শুরু হওয়ার কিছুক্ষণ আগে খেয়াল করা হ্ল টুথপেষ্ট ফুরিয়ে গেছে। প্রিন্সিপাল সবার আগে চেক করে টুথপেষ্ট। এখন কি উপায়?
>>সমাধানঃ কোন অসুবিধা নাই। টুথপেষ্ট নাই ত কি হইসে টিউব ত আছে। বাতাস দিয়ে ভরে রাখুন।
>>সাবধানতাঃ “চুরি বিদ্যা মহা বিদ্যা; যদি না পড় ধরা”
#সমস্যাঃ প্রকৃতির ডাকে সাড়া না দেওয়ার সাহস কিংবা ক্ষমতা কয় জনেরই বা আছে,সেটা যদি বড় কাজ হয় তা হলে আর দেরি না করাই ভাল। ক্যাডেট কলেজেসময় স্বল্পতার কারণে অনেকেই টয়লেট জরিপ না করে ঢুকে পড়ে। সবকিছুকে বিশ্বাস করা যায় কিন্তু টয়লেট! তাও আবার ক্যাডেট কলেজের, না করাই ভাল। কারন প্রকৃতির সাথে মোলাকাত শেষে দেখলেন কলেজ বদনার তলা নাই।সভ্য মানুষ হয়ে ত আর অসভ্য কাজটি করতে পারেন না। বসে বসে ভাবছেন কি করবেন?
>>সমাধানঃ সিম্পল!! ভদ্র মানুষের মত ফ্লাশ করে বের হবেন তারপর আশেপাশে দেখে পাশের কোন টয়লেটে ঢুকে বড় কাজের ফিনিশিং টাচটা দিয়ে দিবেন।
>>সাবধানতাঃ খবরদার!!! কাক-পক্ষীও যেন টের না পায়। ক্যাডেট কলেজে খবর ভ্যাকুয়ামেও ছড়ায় যায়। একজন সুঅভিনেতাই পারবে নিজের ইজ্জত নিয়ে মিশন সাক্সেস
করতে। বেস্ট অফ লাক।।
#সমস্যাঃ সকালে মজার ঘুম শেষে পি.টি-তে যাওয়ার আগে দেখলেন পরিষ্কার আন্ডার..র নাই।ঐ জিনিষটি ছাড়া ত আর পি.টি তে যাওয়া যায় না। ভাবতে ভাবতে হয়ত সমাধান পেয়ে গেলেন। দেখুন ত মিলে নাকি?
>>সমাধানঃ কি আর করা আন্ডার..রটি উল্টিয়ে ২য় বার ব্যবহার করুন।
>>সাবধানতাঃ ৩য় বার আর ব্যবহার না করাই ভাল।স্কিনেরও ত সহ্য ক্ষমতার সীমা আছে। খেয়াল রাখবেন।
#সমস্যাঃ একুশের সকালে প্রভাতফেরীর সাথে আমরা ক্যাডেটরা কম বেশি সবাই পরিচিত। আমাদের কলেজে রাস্তা খারাপ ছিল, ছোট বড় পাথরে সারা রাস্তা ঢাকা থাকত। তাই সকালে খালি পায়ে হাটা কষ্টকর ছিল। কিন্তু এরও সমাধান ছিল।
>>সমাধানঃ জুতা পড়া যাবে না ত কি হইসে, পি.টি সুর সোলে সুতা পেচিয়ে চমৎকার সোলতা বানানো যাবে(সোল দিয়ে বানানো তাই সোলতা নাম দিলাম) যা দিয়ে প্রভাতফেরীর বাঁধা পার হওয়া যাবে।
>>সাবধানতাঃ ঐ same “চুরি বিদ্যা মহা বিদ্যা; যদি না পড় ধরা”
সমাধানগুলা আসলেই ক্যাডেটীয়।
তাই ত কই পোলাপাইনডির এত স্কিন ডিজিজ হইত কেন??? 🙂
:thumbup: :thumbup: =)) =)) :pira: :pira:
ইছ্ 🙁
monta valo hoye gelo.
বদের হাড়ি...
na na amar hari patil dorkar nai.....onno kisu thakley dao 😀 .....bod brander hari patil ki bazare notun naki??
হ....ওজন আছে!!!
সবকয়টা দুর্দান্ত হইছে!
just perfect CADETIC solutions...
but amra sobai bujlam hasnain asole ki korto..........
amitav bhai ami kintu junior chilam...khub bhalo junior...senior ra ja ja korto bhalo bhabey shiktamm...apni nischoya amar senior chilen tai na ... tailey ki darae... apnie ber koren,,, 😀
amar ghotona gular nayok kintu apnio hotey paren 😀
kire tui je eto kisu koris age to jantam na!!!!!!!!!!!!!!!!!!!!!
areeeeeeeeee zubair naki? tor somoy taholey hoisey.....
kire beta,faizlamir ekta limit to thaka dorkar!!!!!!!!!!
এর মাঝে কয়টা করছস? আর ফ্লাশ ত সব ঠিক থাকেনা। তখন কি করছিস?!!!
এইগুলার কোনটাই করার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয় নাই ... 😀
পুরা গুল্লি :gulli: :)) :)) :gulli: :)) :))
😮 সেইরম হইছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:clap: :clap: =)) =)) =)) :)) :)) :)) :clap: সাব্বাশ ।
সেইরকম...
:khekz: :khekz: :khekz:
হা হা হা ...মজা হইছে.। =))
:khekz: :khekz: :just:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
বিয়াপক মজা পাইসি... :pira: :pira: :pira:
একটা সিরিজ শুরু করে দাও...
মামা কি পুরান লেখা রিভিশন্দিতাছোস?ঈদ কেমন করলি?
🙂 :))
=)) 😀
:khekz: :khekz: :khekz:
........হাসনাইন, তোর এই লেখাটা আগে পড়ি নাই জন্য দুঃখ লাগতেছে।
.........পুরাই সিরামমম ।।। :clap: :hatsoff:
সুন্দর সুন্দর ;;;;;;;;