ব্লগ সংক্রান্ত যে কোন সমস্যা, অভিযোগ, আবদার কিংবা উপদেশ নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
সাইট ব্যবহার সংক্রান্ত কোন সমস্যা হলে প্রথমে আমাদের নভিসেস ড্রিল সেকশন ঘুরে আসার জন্য অনুরোধ করা হল। সেখানে সমাধান না পেলে তারপর এখানে রিপোর্ট করুন।
কিংবা যে কোন সমস্যায় ই-চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: contact[এট]cadetcollegeblog.com
সিক রিপোর্ট পুনরায় চালু করার জন্য এডজুট্যান্ট স্যার কে অশেষ ধন্যবাদ।
একটা জায়গা থাকা দরকার কথা বলার জন্য।
এই সুযোগে লেখকদের উদ্দেশ্যে একটু ছোট কথাঃ
এইখানে সবাই আমরা আমরা।
কেউ কিন্তু এমন তালেবর লেখক না। এমনকি রবিবাবুও অন্যদের লেখা পড়তেন।
অনেক লেখকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজেরা লেখা দিয়েই খালাশ।
আপনি যদি অন্যদের লেখায় কমেন্ট না করেন বা আপনার লেখায় কোন কমেন্টের উত্তর না দেন তাহলে আপনার লেখায় কমেন্ট কিন্তু কেউ করিবে না ভাইয়েরা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সিসিবি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা সামাজিক হতে পারিনি। এটাই সমস্যা রাজীব 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
অনেকগুলো নতুন লেখা দেখে ভালো লাগছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব আর মোস্তাফিজ ভাই কথা ঠিক বলেছেন। অসামাজিক হিসেবে আমার খুব দুর্নাম আছে। এই নতুন বছরের রেজুল্যুউশন হচ্ছে আগের থেকে সামাজিক হওয়া।
আচ্ছা আমার একটা ভিডিও ব্লগের ব্যাপারে সাহায্য চাচ্ছিলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
কী সমস্যা আপু?
সাতেও নাই, পাঁচেও নাই
আপু, আপনার ভিডিও ব্লগটা দেখলাম। সবচে ভালো উপায় হচ্ছে ইউটিউবে আপলোড করে এখানে জাস্ট লিংকটা পেস্ট করা। .mov ফাইল প্লে করার কোন নেটিভ সাপোর্ট নেই ওয়ার্ডপ্রেসে দেখতে পাচ্ছি। ইউটিউবে দিলে সে সমস্যা আর থাকবেনা।
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইয়া, প্রদর্শিত নামে বারবার কারেকশন দেয়ার পরও ঠিক করা যাচ্ছে না। নভিসেস ড্রিল ঘুরে আসলাম। এরপরে কি কিছু করতে পারি?
কারেকশন দেয়ার পর কাজ করছে, কিন্তু এডিট পেজের ফিল্ডে শো করছেনা। সমস্যাটা দেখছি।
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইয়া, এখন চেষ্টা করে দেখো। আর নামের সাথে সালটা যোগ করে দিও
সাতেও নাই, পাঁচেও নাই
ডাক্তারসাব,
কমেন্টে শুধু প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, ব্যবহারকারীর নাম শো করছে না। 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এখন দেখেন ওয়েস্টার্ন মিলন, থুক্কু জুনা ভাই
সাতেও নাই, পাঁচেও নাই
বেশ কয়েক ঘন্টা আগে একটা পোস্ট লিখে জমাদিয়েছিলাম কিন্তু আমার প্রোফাইলে দেখাচ্ছে না যদিও তখন দেখাচ্ছিল পর্যালোচনার অপেক্ষায়। কি কররো ঠিক বুঝছিনা.... :no:
কিন্তু প্রোফাইলে না দেখানোর কারণ কি কেউ দয়াকরে বলবেন?
তানভীর আহমেদ
২২ ফেব্রুয়ারি একটা লেখা সাবমিট করেছিলাম, এখনো 'বিবেচনাধীন' দেখাচ্ছে! আজ আরেকটা দিলাম, এখনো কোন আপডেট নেই 🙁 🙁 🙁
কোন টেকনিক্যাল ভুল করলাম কি না, বুঝতে পারছি না! 😕
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
চারদিন ধরে বিবেচনায় থাকাটা তো চিন্তারই কথা!!!!!!
এডজুটেন্টের জরুরী হস্তক্ষেপ কামনা করছি.........
(শুধু হস্তক্ষেপ কেন, পদক্ষেপও বলা যায় 🙂 🙂 🙂 ) (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
থ্যাংকস ভাইয়া, আবারো... 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
প্রিয় মডারেটর,
একটা সমস্যার পড়েছি। সিসিবি'র নীতিমালা অনুযায়ী প্রথম পাতায় একই লেখকের দুইয়ের অধিক পোষ্ট থাকতে পারবেনা। এই অধম ইতোমধ্যেই দুটো ব্লগ পোষ্ট কয়রে ফেলেছে। কিন্তু কয়েক পর্বে ভাগ করে লেখা "শেকড়ের সন্ধানেঃ...... " সিরিজের ২য় পর্ব আগামী কাল পোষ্ট করতে চাই, ৩য় পর্বও আর ২ দিনের মধ্যেই। কারণ, এরপর ক্লাস শুরু হয়ে গেলে সিসিবির জন্য সময় বের করা কঠিন হয়ে পড়বে। এখন আমার কি হবে?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
প্রিয় মডারেটর,
'শেকড়ের সন্ধানেঃ বাঙালি মুসলমানের আত্মপরিচয়-২' রেডি। কিন্তু পাবলিশ করতে পারছিনা।
আমার আগের একটা বল প্রথম পাতা থেকে সরিয়ে দিয়ে এইটাকে পাবলিশ করার সুযোগ দিয়ে বাধিত করবেন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
প্রিয় মডারেটর,
'শেকড়ের সন্ধানেঃ বাঙালি মুসলমানের আত্মপরিচয়-২' রেডি। কিন্তু পাবলিশ করতে পারছিনা।
আমার আগের একটা ব্লগ প্রথম পাতা থেকে সরিয়ে দিয়ে এইটাকে পাবলিশ করার সুযোগ দিয়ে বাধিত করবেন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আগের লিখার ডেইট এডিট করে দিলে তা অন্য পেইজে চলে যাবে।
তখন নতুন পর্বটা দেয়া যাবে
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক ধন্যবাদ পারভেজ ভাই।
প্রেসক্রিপশনে রোগ সেরেছে 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভাইয়া লেখাগুলো একটু তাড়াতড়ি মডারেট করলে ভালো লাগতো।
এডমিন এর সাহায্য প্রয়োজন...
১। আমার প্রোফাইল পেজ দেখা যায় না।
২। লগআউট করার পরও আমাকে অনপ্যারেড-এ দেখায়।
সমাধানে আমাকে কি করতে হবে?
লগইন ইউজারদের ইনফোগুলো কিছুক্ষনের জন্য ক্যাশ করে রাখে। এজন্য দেখায়। এটা তেমন সিরিয়াস কোন ইস্যু না। একটু পরে একাই চলে যাবে। আর ইউজারনেমের ব্যাপারটা দেখছি। বাগ মনে হচ্ছে।
সাতেও নাই, পাঁচেও নাই
দ্বিতীয়টা না হয় প্যারাসিটেমল এ সারলো... প্রথমটাতো কিছুতেই সারছে না। তীব্র বেদনায় আক্রান্ত। বাগ কি দূর করা যাচ্ছে না?
অবশেষে পরিত্রাণ.... ধন্যবাদ জিহাদ
হারা রাইত কানভরি হুনলো বেটায় পুঁথি,
বিয়ানে উঠি জিগায়, সোনাভান বেটা না বেটি?
আমরা যারা জুনিওর লেভেলের এক্সক্যাডেট তারা তেমন একটা ব্লগে অ্যাক্টিভ না।
এর কারন দুটো, হয় জানে না বা পরিচিত মানুষ মানে চেনা জানা ক্যাডেট কম।
আমিও নিজেও জানতাম না যে আমাদের এত সুন্দর এবং রিসোর্সফুল একটা ব্লগ সাইট আছে। এমন কি করা যেতে পারে যাতে আমরা আরো স্বতস্ফুরত ভাবে ব্লগে কমিউনিকেট করতে পারি??
এখানে লেখালেখি শুরু করো।
এখানের লেখা যেগুলো ভালো লাগবে সেগুলো তোমার ওয়ালে বা যেসব ক্যাডেট গ্রুপে তুমি একটিভ সেখানে শেয়ার দাও।
এখানে লেক্ষা পড়ার পাশাপাশি কমেন্ট করো।
ব্যাস তাহলেই হবে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব ভাই, আমি লেখা দিয়েছি প্রায় ২ দিন আগে, এখনো প্রকাশিত হয় নি। এর মানে কি ধরে নিব আমার লেখা গ্রহনযোগ্য নয় নাকি এটাই স্বাভাবিক। আর লেখা না ছাপালে কি আমাকে জানানো হবে?
এর মানে এডমিন ব্যস্ত।
ভাইয়া আমি তো এডমিন না ব্লগের তাই বলতে পারছি না।
আশা করছি তোমার কমেন্ট টি এডমিনদের নজরে আসবে ও তারা আশু ব্যবস্থা নিবে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
Assalamualaikum,
It would be very helpful if you kindly reset my Account (registered as nasir1153). I forgot my ID and PASSWORD both. For authenticity check, please verify me in OCAS FB page or from my friends as well. My detail is a s followed:
Name: Mohammad Emadun Nasir Bhuiyan
Sylhet Cadet College.
Batch: 23rd (1998-2004).
Currently residing in Japan.
Contact no.: (+81)080-4247-1153
Please inform me in my mail for further verification related queries and retrieving account.
Thanks in advance.
Regard,
Nasir
আপনার ইমেইল এড্রেস হিসেবে : dhumaddhum@yahoo.com নিবন্ধিত আছে। পাসওয়ার্ড রিসেট করতে এই লিংকটি ব্যবহার করুন: //cadetcollegeblog.com/password-reset
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ জাহিদ।
বহুদিন হয় আমি আমার নিবন্ধনকৃত মেইল আইডিটি আর ব্যবহার করছি না এবং এর পাসওয়ার্ডও ভুলে গিয়েছি।
আমার বর্তমান মেইল আইডিতে কি একাউন্টটি স্থানান্তর সম্ভব? বর্তমান মেইল আইডি হল nasir1153@yahoo.com।
আমি একই ব্যক্তি কিনা সে সম্পর্কে নিশ্চিত হবার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করব (পাসপোর্ট কপি, ন্যাশনাল আইডি)।
ধন্যবাদ।
-নাসির (১৯৯৮-২০০৪)
আপনার ইমেইলটা আপডেট করে দিয়েছি। এবার পাসওয়ার্ড রিসেট এর চেষ্টা করে দেখুন
সাতেও নাই, পাঁচেও নাই
ভাই জাহিদ, ধন্যবাদ।
রি-লগইন করতে পেরেছি।
Dear Admin,
I want to report about a member of this group. All info he provided is fake. Name: Turzo Rahman, College: Jhenidah Cadet College, Batch:40, Cadet No:2121, Duration: 2003-2009.
Actually 2121 was cadet no from 39th Intake. Real name is Ferdous of Badr House. Somehow this miscreant got the related info and create a fake id. Please block and delete it. Thank you.
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
ধন্যবাদ।
নিরবচ্ছিন্ন পোষ্ট করতে না পারলে, ব্লগে আসার উতসাহ কেন জানি মরে যায়। আমার পর পর দুটি লেখা দিয়ে, নতুন করে পোষ্ট করতে অনেক সময় লাগছে।
তাই যে কোনো একটি লেখাকে সরিয়ে দিন। আমি নতুন একটি পোষ্ট করছি।
এমন থাকলে অনেক ভাল হত, ব্লগার পোষ্ট দিলে ১ম পাতায় নির্দিষ্ট সংখ্যাটির অধিক পোষ্ট আপনাতেই পাতা থেকে সরে যাবে।
না হলে, এত অপেক্ষা আদলেই কষ্টকর।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
ছয়দিন ধরে নতুন পোস্ট নাই। দুটো লেখা প্রথম পাতায় রয়েছে। ফলে নতুন লেখা দিতে পারছি না। বিষয়টি একটু শিথিল করলে হয়তো বেশ কিছু নতুন লেখা আসতো। এই ভাটার সময় এডমিন মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।
পুরাদস্তুর বাঙ্গাল
নতুন লেখা আসছে না কেন? আর মন্তব্যেও এতটা খরা চলছে কেন?
Dear Modartor,
Last three days I have given a post/ write up but still it is in Pending or in expectant. When someone post any write up certainly h/she eagerly waiting to see his/her post. But if it takes too much time to publish then the writer became demoralised.
I humbly request the moderator to expedite the matters ASAP.
With Regards
Mokarram
লেখা গুলো পড়তে ভাল লাগে। তবে অনেকেই নিয়মিত লেখেন না। লেখকদের নিয়মিত লেখা পোষ্ট করার অনুরোধ রইলো।
Dear Modartor,
Hope tor are fine and very busy with your day to day activities.
Just I want to ask you one question
" Any writing for any special day wrote by any of the member! The writing kept pending for pre- screening by Modartor. The special day over and the writer writing could not be published for the Modartor.
So will you feel if you are in my place?
Hope you understand what I wanna say!!
প্রিয়তে নেয়া ব্লগগুলো খুঁজে পাচ্ছি না কেন ডাক্তার স্যার ?
I am a new user and a lot confused trying to figure out how the moderation works. Previously I submitted a writeup and months passed by it neither was approved nor disapproved. Later I submitted two additional writings and waiting about a week. So far nothing happening. Am I doing anything wrong? Please advise.
Shuja jcc 78-84
আপনার লেখাদুটোর নাম কী ছিল
সাতেও নাই, পাঁচেও নাই
Dear Zihad,
I submitted two on November 30th.
1. Lekha ahban
2. Kungfu Karate
Both are shown waiting for approval. Are not showing up correctly?
আমি লগ ইন ক্রেছিলাম ফেসবুকের মাধ্যমে, এখন আর পারছি না। গত মাসেও ট্রাই করেছি, ফেসবুক থেকে একটা ডায়লগ শো করে শুধু। আমা প্রশ্ন হ্লো আমি কি আর আমার আই ডি টা খুজে পাবো না?
আমি আমার একাউন্ট ফেবু এর মাধ্যমে খুলেছিলাম। আগে Log in with Facebook এর মাধ্যমেই ঢুকতে পারতাম। কিন্তু এখন এটা আর সম্ভব হচ্ছে না।
কি করা যায়???
সয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস হালনাগাদের চেষ্টাটি ব্যর্থ হয়েছে! দয়া করে সাইটটির পরিচালককে জানান।
এমন একটি মন্তব্য ব্লগের পাতা খুলে। তবে অনেকদিন পর ব্লগের পাতায়, একটা পোস্ট করেছি সেটা
ও ঝুলে আছে।
দপ্রশাসকদের দৃষ্টি আকর্ষন করছি। (সম্পাদিত)
অনেক দিন ধরে একটা লেখা পেন্ডিং আছে।কেন এপ্রুভ করা হচ্ছে না বুঝতে পারছি না ভাইয়া/আপু!!!
অনেক দিন ধরে একটা লেখা পেন্ডিং আছে।কেন এপ্রুভ করা হচ্ছে না বুঝতে পারছি না ভাইয়া...
আমার লকার অপশনটাই তো খুঁজে পাচ্ছি না!
বেশ কিছুদিন হলো একটি কবিতা জমা দিয়েছি , এখনো অপ্রকাশিত ।
লেখা জমা দিয়েছি ২০/১০/১৮, আজো অপেক্ষমাণ । বিষয়টা কি জানা যেতে পারে।
আচ্ছা এই ব্লগের মডারেটর কি শীতনিদ্রায় আছেন? জিহাদ ভাই আপনি আছেননি?
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
ব্লগ লিখুন ও ড্যাশ বোর্ড-এ ঢোকা যাচ্ছে না বেশ কিছু দিন।
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
কোন এরর দেখাচ্ছে কি?
সাতেও নাই, পাঁচেও নাই
আসসালামু আলাইকুম জিহাদ ভাই। এদ্দিন কই ছিলেন? ভাই একাউন্ট আপডেট করার পর সমস্যা হচ্ছে না। আগে অই দুটো পেইজে ক্লিক করলে হোম পেজ আসতো। আপনাকে ধন্যবাদ। রমাদানের শুভেচ্ছা।
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
প্রিয় এ্যাডজুট্যান্ট স্যার,
শুরুতে থাকা (২০০৮ এ) আমার ইয়াহু মেইলটি বর্তমানে ইনএ্যাকটিভ হয়ে আছে। সেটার সাথে সাথে এখানে লগইন করার অপশনটাও হারিয়ে গেছে। অনুগ্রহপূর্বক বর্তমান জিমেইল এর সাথে সম্পৃক্ত করে যাতে লগইন করা যায় সেই অনুরোধ করছি :-)।
ধন্যবাদ।
ভাই, আপনার জিমেইলটাই রেজিস্ট্রেশনে যোগ করা আছে। আপনি পাসওয়ার্ড রিসেট করে নেন এই জিমেইল আইডিটা দিয়ে, তাহলেই কাজ করবে।
অফটপিক: আপনাকে অনেক দিন পর দেখলাম! ভালো আছেন আশা করি।
সাতেও নাই, পাঁচেও নাই
থ্যাংকস ব্রাদার। ভালো আছি। 🙂
Life is Mad.
১. আমি প্রাগৈতিহাসিক যুগে অসামাজিক ছিলাম না। এই রোগে ইদানিং ধরেছে। আমার আত্মসচেতনতায় ঘাটতি দেখা দিয়েছে। সারানোর চেষ্টা করব।
২. লেখা এডিট করার অপশনটা কাজ করছে না। আগের পেইজটাই ঘুরে আসছে।
৩. নিজের লেখার লিস্টে ১০টার পরে আগের মতন "আরো পোস্ট দেখুন" অপশনটা উধাও হয়ে গেছে।
চ্যারিটি বিগিনস এট হোম
প্রিয় এ্যাডজুট্যান্ট স্যার,
ব্লগ লিখবার পোর্টাল (লিখুন / ড্যাশবোর্ড) খোলা যাচ্ছে না। ক্লিক করার পর হোমপেজে বাউন্স ব্যাক করছে। সম্ভবত ওয়ার্ডপ্রেসের কোন বাগ।
জিহাদ ভাই,
ব্লগ লিখুন ও ড্যাশ বোর্ড-এ ঢুকতে পারছি না। হোম পেজ চলে আসছে বার বার। একাউন্ট আপডেট করার টোটকাও কাজে এলো না।
এখনো সমস্যা করছে??
সাতেও নাই, পাঁচেও নাই
জ্বি ভাই, এখনো সমস্যা করছে।
দেরিতে উত্তর দেবার জন্য দু:খিত। ড্যাশবোর্ডের সমস্যাটা কি এখনো আছে? আমি রিপ্রোডিউস করতে পারছিনা।
সাতেও নাই, পাঁচেও নাই
ব্লগ লেখা যাচ্ছে না। ব্লগ লিখুন অপশনে ক্লিক করলে মেইন পেইজটাই ফিরে আসছে।
চ্যারিটি বিগিনস এট হোম
সালাম এডজুট্যান্ট স্যার, ভালো আছেন?
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্লগ লেখা যাচ্ছে না। ব্লগ লিখুন অপশনে ক্লিক করলে মেইন পেইজটাই ফিরে আসছে।
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া, এখন ট্রাই করে দেখুন। হোপফুলি আর সমস্যা হবেনা
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ জিহাদ। এখন ঠিক হয়েছে। কাজ করছে।
চ্যারিটি বিগিনস এট হোম
পুরোনো একটা সমস্যা এখনো রয়ে গেছে। লগ ইন করার পরেও নিজের লেখাগুলোর ১০টার বেশি দেখাচ্ছে না। পূর্ববর্তী ব্লগগুলোর সেইভ করা লিঙ্কে ক্লিক করলে কাজ করছে ঠিকই, কিন্তু সেগুলো লিস্টে আসছে না। লিস্টে যাবার কোন অপশনও দেখাচ্ছে না।
চ্যারিটি বিগিনস এট হোম
এ সমস্যার কথা জিহাদকে জানিয়েছি কিন্তু কিছু করতে পারেনি
পুরাদস্তুর বাঙ্গাল
Dear Admin,
Assalamu Alaikum.
My user name is Nadir. (Nadir1461 JCC 26, 89-95)
Forgot the Password.
Pressing forget password is not giving any dividend. Tried many times. What to do now?
ভাইয়া, আপনি সম্ভবত অন্যকোন ইউজারনেম ব্যবহার করেছিলেন।
আপনার রেজিস্ট্রেশন ইমেইলটা দয়া করে শেয়ার করুন।
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইয়া, আপনার ইউজারনেম হচ্ছে : RUMUNADIR
পাসওয়ার্ড রিসেট অপশনে গিয়ে আপনার ইয়াহু মেইলটা দিয়ে রিসেট করার চেষ্টা করে দেখুন । তাহলেই আশা করি আপনার সমস্যার সমাধান হবে।
সাতেও নাই, পাঁচেও নাই
মন্তব্যের ঘরে আমার নামে ক্লিক করলে যে লিংকে যায় সেটা বদলাতে চাচ্ছি। একাউন্টে কোন অপশন পাচ্ছি না কি করা দরকার?
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
ব্লগ প্রকাশ কিংবা খসড়া সংরক্ষণ কোনটাই হচ্ছে না। সমস্যাটা বুঝতে পারছি না। লগ ইন করতে কোন সমস্যা হচ্ছে না। (সম্পাদিত)
চ্যারিটি বিগিনস এট হোম
একটা লেখা কতদিন অপেক্ষমান থাকে। তিন মাসের বেশি সময় ধরে অপেক্ষমান দেখাচ্ছে। এর কারণ কি? কোন নীতিমালা আছে কি? কে উত্তর দেবেন সেটাও জানি না। এত দীর্ঘ সময় প্রকাশনার জন্য প্রয়োজন কেন, সেটাও বুঝলাম না। খুব স্বাভাবিক ভাবেই আগ্রহ হারিয়ে ফেলছি। কোন কারনে লেখা প্রকাশ যোগ্য না হলে, ইমেইল মারফত জানিয়ে তা প্রত্যাখ্যান করা হোক। সীমাহীন সময় অপেক্ষমান থাকা যুক্তিহীন ও উৎসাহ হারাবার কারণ। ধন্যবাদ।
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
বিষয়টি দুঃখজনক। জিহাদের তরফ থেকে বক্তব্য ও ব্যবস্থা আশা করছি।
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই, অত্যন্ত দু:খিত আপনার সমস্যাটার জন্য। সমস্যা যেটা হয়েছে সাইট একটিভলি মেইন্টেইন করার জন্য যে পরিমাণ লোকবলের প্রয়োজন এখন সেটা নেই।
আপনি এখন থেকে সরাসরি পোস্ট করতে পারবেন। কোন মডারেশন লাগবেনা।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি আমার লেখাটি গত ১০ অক্টোবর ২২ এ জমা দেই। এরপর জমা দিয়েছেন এমন অনেকের লেখায় প্রকাশ হচ্ছে! কিন্তু আমি জানি না এটা কি যান্ত্রিক ত্রুটি নাকি ইচ্ছাকৃত, আমার লেখাটি এখনো অপেক্ষমান দেখাচ্ছে। এভাবে লেখা প্রকাশ না করলে স্বাভাবিক ভাবেই হতাশা জন্ম নেয়। হয়ত খুব ভাল লিখতে পারি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমি অনেকগুলো সিক রিপোর্ট দেখে বুঝলাম সমস্যা টা শুধু আমার একার না। যদি ক্যাডেট কলেজ ব্লগ এর এই অবস্থা হয়, তাহলে এই প্রতিযোগিতা মূলক ইন্টারনেট দুনিয়ায় অন্যান্য ব্লগ এর কারনে হয়ত এই সাইট টি একদিন হারিয়ে যাবে।
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশা করছি। ধন্যবাদ।
মন্তব্যগুলো দেখা যায় না। এরর দেখায় । প্রিন্সিপাল স্যারের সদয় দৃষ্টি আকর্ষন করছি।
পুরাদস্তুর বাঙ্গাল