টুশকি ১১

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১২]

১. গৃহপালিত কুকুরের ভাবনা: আমার মনিব আমাকে খেতে দেয়, থাকতে দেয়, আদর করে – আমার মনিব নিশ্চয়ই ফেরেশতা।
গৃহপালিত বিড়ালের ভাবনা: আমার মনিব আমাকে খেতে দেয়, থাকতে দেয়, আদর করে – আমি নিশ্চয়ই ফেরেশতা।

২. গৃহস্থ বাড়ির পোষা কুকুর রাত দুপুরে তুমুল ঘেউ ঘেউ করছে। পথ চলিত আরেক কুকুরের সাথে তার কথোপকথন,
: কিরে, ঘেউ ঘেউ করিস কেন?
:: ভয় দেখাই।
: তা ভয় দ্যাখাস ভালো কথা, ল্যাজ নাড়িস কেন?
:: আমি ভয় পাই যে!!

৩. বিএমএ থাকাকালীন সময়ে একদিন বন্ধুপত্নী (তখনও হয়নি, হব হব করছে আর কি) সেতুর বাসায় বেড়াতে গেলে খুব আগ্রহ করে একটা আইটেম নিজ হাতে বানিয়ে খাওয়ালো। আমরা খেয়ে টেয়ে জিজ্ঞেস করলাম, “এটা কি খাইলাম রে”? তখন সেতুর অবাক উত্তর, “আল্লা তোরা চিনিস নাই? এইটা তো সিঙ্গারা”।

৪. এসএসসি’তে আমাদের থেকে প্রথম কৃষি শিক্ষা নামে একটা নতুন বিষয় চালু হল। পোলাপান কাজের পাশাপাশি অনেকগুলো অকাজের অবজেকটিভ প্রশ্নও বানিয়েছিল। এরকম একটা “কি কি দিয়ে দুগ্ধ খামার স্থাপন করা যায়” প্রশ্নের বিপরীতে উত্তরের চারটা অপশনের একটা ছিল “মানুষ দিয়ে”!!

৫. আমাদের এক ধার্মিক এবং সরল সোজা ক্লাসমেটকে “ব্রা কি জিনিস” জিজ্ঞেস করা হলে উত্তর দিয়েছিল, “আবিয়াইত্তা মাইয়াগো ছুড ছুড গঞ্জি”।

৬. আমাদের ইউনিটগুলোর 2IC (সেকেন্ড ইন কমান্ড) অ্যাপয়েনমেন্টটা বেশ বদখত। একজন সিনিয়র কলিগকে 2IC হবার জন্য কংগ্রাচুলেট করলে তাচ্ছিল্যভরে মন্তব্য করলেন,”ডোন্ট বুলশিট, 2IC ইজ লাইক *লস। অলওয়েজ গেটিং দ্যা থ্রাস্ট বাট ক্যান নট এনজয় এনিথিং”।

৭. ভিলেন আর নায়িকার টানাহ্যাচড়ার মধ্যে বাংলা সিনেমার সেই চিরাচরিত ডায়লগ, “শয়তান, দেহ পেলেও মন পাবি না”। শুনে বরিশাইল্যা ভিলেনের থার্টি টু বেরিয়ে যায়, “….অতেই চলবে”।

*********

১ নম্বর গল্পটা “আলপিন” থেকে সংগৃহীত।

৩,০৬৩ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “টুশকি ১১”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    প্রত্যেকটা তুখোড় হইছে।

    ডোন্ট বুলশিট, 2IC ইজ লাইক *লস। অলওয়েজ গেটিং দ্যা থ্রাস্ট বাট ক্যান নট এনজয় এনিথিং

    😀

    আবিয়াইত্তা মাইয়াগো ছুড ছুড গঞ্জি

    :khekz:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দোস্ত, একটু আগে আমাগো দেশের টুয়েন্টি টুয়েন্টিটা দেইখা মন মেজাজ বেশ খারাপ হয়া আছিলো। তোর টুশকি মনটাই ভালা কইরা দিলো 🙂

    কিন্তু আশরাফুলরে পিডাইতে মন চাইতাছে... এই খেলাটা ক্যামনে হারলো, ধুর x-(


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)
    “আল্লা তোরা চিনিস নাই? এইটা তো সিঙ্গারা”।

    =))

    “আবিয়াইত্তা মাইয়াগো ছুড ছুড গঞ্জি”

    বিয়াইত্তা মাইয়ারা তাইলে কি পড়ে ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    ব্রা দার সায়েদ উল হাসমত
    আমার কাম কাজে তুমি দিতাছ বাশ - আগা সমেত
    :))
    ****************************************
    তুমার লিখা বার বার পড়তে পড়তেই তো আমার রাত শেষ ...কাম কাজ করমু কখন আর ?

    অফ টপিক :তুমার কিছু জোকেস নিজের বইলা চালাইয়া দিয়া আমার ব্রিটিশ সহকর্মীনিদের কাছে বিরাট পার্ট লইলাম =))

    নেক্সটা কবে আইবো ?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।