টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১২]
১. গৃহপালিত কুকুরের ভাবনা: আমার মনিব আমাকে খেতে দেয়, থাকতে দেয়, আদর করে – আমার মনিব নিশ্চয়ই ফেরেশতা।
গৃহপালিত বিড়ালের ভাবনা: আমার মনিব আমাকে খেতে দেয়, থাকতে দেয়, আদর করে – আমি নিশ্চয়ই ফেরেশতা।
২. গৃহস্থ বাড়ির পোষা কুকুর রাত দুপুরে তুমুল ঘেউ ঘেউ করছে। পথ চলিত আরেক কুকুরের সাথে তার কথোপকথন,
: কিরে, ঘেউ ঘেউ করিস কেন?
:: ভয় দেখাই।
: তা ভয় দ্যাখাস ভালো কথা, ল্যাজ নাড়িস কেন?
:: আমি ভয় পাই যে!!
৩. বিএমএ থাকাকালীন সময়ে একদিন বন্ধুপত্নী (তখনও হয়নি, হব হব করছে আর কি) সেতুর বাসায় বেড়াতে গেলে খুব আগ্রহ করে একটা আইটেম নিজ হাতে বানিয়ে খাওয়ালো। আমরা খেয়ে টেয়ে জিজ্ঞেস করলাম, “এটা কি খাইলাম রে”? তখন সেতুর অবাক উত্তর, “আল্লা তোরা চিনিস নাই? এইটা তো সিঙ্গারা”।
৪. এসএসসি’তে আমাদের থেকে প্রথম কৃষি শিক্ষা নামে একটা নতুন বিষয় চালু হল। পোলাপান কাজের পাশাপাশি অনেকগুলো অকাজের অবজেকটিভ প্রশ্নও বানিয়েছিল। এরকম একটা “কি কি দিয়ে দুগ্ধ খামার স্থাপন করা যায়” প্রশ্নের বিপরীতে উত্তরের চারটা অপশনের একটা ছিল “মানুষ দিয়ে”!!
৫. আমাদের এক ধার্মিক এবং সরল সোজা ক্লাসমেটকে “ব্রা কি জিনিস” জিজ্ঞেস করা হলে উত্তর দিয়েছিল, “আবিয়াইত্তা মাইয়াগো ছুড ছুড গঞ্জি”।
৬. আমাদের ইউনিটগুলোর 2IC (সেকেন্ড ইন কমান্ড) অ্যাপয়েনমেন্টটা বেশ বদখত। একজন সিনিয়র কলিগকে 2IC হবার জন্য কংগ্রাচুলেট করলে তাচ্ছিল্যভরে মন্তব্য করলেন,”ডোন্ট বুলশিট, 2IC ইজ লাইক *লস। অলওয়েজ গেটিং দ্যা থ্রাস্ট বাট ক্যান নট এনজয় এনিথিং”।
৭. ভিলেন আর নায়িকার টানাহ্যাচড়ার মধ্যে বাংলা সিনেমার সেই চিরাচরিত ডায়লগ, “শয়তান, দেহ পেলেও মন পাবি না”। শুনে বরিশাইল্যা ভিলেনের থার্টি টু বেরিয়ে যায়, “….অতেই চলবে”।
*********
১ নম্বর গল্পটা “আলপিন” থেকে সংগৃহীত।
প্রত্যেকটা তুখোড় হইছে।
😀
:khekz:
দোস্ত, একটু আগে আমাগো দেশের টুয়েন্টি টুয়েন্টিটা দেইখা মন মেজাজ বেশ খারাপ হয়া আছিলো। তোর টুশকি মনটাই ভালা কইরা দিলো 🙂
কিন্তু আশরাফুলরে পিডাইতে মন চাইতাছে... এই খেলাটা ক্যামনে হারলো, ধুর x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
😛 🙂 😛
Life is Mad.
খেলা দেকখা মনে হইল -
ঢাকা ওয়ারিওর আইলে সাউথ আফ্রিকা এট লিস্ট ৫ উইকেটে হারত।গাধার বাচ্চা গাধার দল সব x-(
কোনো ভাবেই না, কারন এখানের বোলাররা ভারতের ৪র্থ সারির ছিল না( কারও নাম বলতে পারছি না, কারন নাম জানিই না), ছিল বিশ্বের ১ম সারির বোলার
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান ভাই,শেন বন্ড বা গিলেস্পি লেভেলের বোলার কিন্তু এদের নাই-যদিও এদের লাইন লেংথ দুর্দান্ত তারপরেও কুলগোত্রহীন কিছু বোলারের কাছে এমন অসহায় আত্মসমার্পণ দেখতে ভাল লাগেনাই 🙁
যার বলে আশরাফুল, তামিম আউট হইল...ওর নাম নিতে গেলে আরেকটু হলেই অশ্লীল কথা হয়ে যায়... :shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
কি নাম জানি?জন ভো** না কি ?
১০ এর চেয়ে ১১ বেশি ভালো হইছে। পুরা খাইয়া না খাইয়া হাসতেছি।
থ্যাংকস 😛
Life is Mad.
:gulli2: :gulli2: :gulli2:
:gulti: :gulti: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=))
বিয়াইত্তা মাইয়ারা তাইলে কি পড়ে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জিগাইতে হইবে।
😛 😛
Life is Mad.
ব্রা দার সায়েদ উল হাসমত
আমার কাম কাজে তুমি দিতাছ বাশ - আগা সমেত :))
****************************************
তুমার লিখা বার বার পড়তে পড়তেই তো আমার রাত শেষ ...কাম কাজ করমু কখন আর ?
অফ টপিক :তুমার কিছু জোকেস নিজের বইলা চালাইয়া দিয়া আমার ব্রিটিশ সহকর্মীনিদের কাছে বিরাট পার্ট লইলাম =))
নেক্সটা কবে আইবো ?
কমপ্লিটলি মাই প্লেজার ভাইয়া.. :khekz: :khekz:
বিটিশ সহকর্মী কি বলে?? লিখা ফালান না.... 😀 😀
নেক্সট...দেখি কাঁচামাল কালেকশনে আছি 😛 ।
Life is Mad.
সাত নম্বরটা আগে শুনছি। বাকি সব কয়টা সেইরমক। ভীষণ মজা পাইলাম। :clap: :clap:
“কি কি দিয়ে দুগ্ধ খামার স্থাপন করা যায়” প্রশ্নের বিপরীতে উত্তরের চারটা অপশনের একটা ছিল “মানুষ দিয়ে”!!