আমার বাবার জন্ম হয়েছিল উনিশ শতকে। তার অভিজ্ঞতার ঝুলিতে জমা ছিল ব্রিটিশ আমলের লাটবাট থেকে আরম্ভ করে পাক শাসনামলের ক্রঢ়তা পর্যন্ত অনেক কিছুই। তবে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটি তার হয়নি, ক্যাডেট কলেজে পড়ার। আমাদের সময়কার ক্যাডেট কলেজের নিয়ম কানুন, রীতি রেয়াজ থেকে এখনকার কলেজগুলো যে অনেকটাই ভিন্ন সেটা চাকুরী সুবাদে ১৯৯০ সালে এ এ জি ক্যাডেট কলেজ থাকার সময়ই টের পেয়েছিলাম। তাও লোভ সংবরন করতে পারিনি একমাত্র মেয়েকে ক্যাডেট হিসেবে দেখার। আমার স্ত্রীর অনেক অনুনয় বিনয়ের পরও আমার আর আমার মেয়ের প্রবল ইচ্ছার কাছে সে একসময় হার মানতে বাধ্য হল এবং আমার ক্যাডেটীয় ধারা অব্যাহত রেখে সে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হল।
এরপর সময় পার হয়ে গেছে এক যুগেরও অনেক বেশী। সেই মেয়ে এমবিএ করেছে, চাকরী বাকরী করছে, বিয়ে করেছে, একটা ফুটফুটে নাতনীও উপহার দিয়েছে আমাকে। এখন কেউ আমাকে যখন জিজ্ঞেস করে আমি রিটায়ার্ডমেন্টের পর বর্তমানে কি করছি আমি আমার বর্তমান চাকরীর কথা না বলে সবাইকে বলি, আমি দুইটা নার্সারী দেখাশুনা করি। একটা আমার বাসার বাইরে, ছাদের উপর গাছ-গাছলায় ভরা, আরেকটা আমার ঘরের ভিতর, আমার মেয়ের বোনা সেই ছোট্ট চারা গাছ, আমার নাতনী, মারযুকাহ। অবশ্য শুরুর দিকে আমি সেই চারাগাছের যত্ন আত্তি করলেও এখন দেখি ধীরে ধীরে সে-ই আমার ৩৩ বছরের পুরনো স্ত্রী কে পিছে ফেলে আমার ঘরের দায়িত্ব বুঝে নিতে চাইছে। প্রতিবেলা খাওয়ার পর তার হাতে ওষুধ না খালে কি ভীষন অভিমান তার। অফিস থেকে ফিরে কলিং বেল শুনেই সে বলে দেয় “নানা এসেছে, নানা, এসেছে!” অধিকার নিয়ে আমার কাছে তার আবদার, “আমার জন্য কি এনেছ?” ওর শাসনকারী মায়ের ভয়ে লুকিয়ে বসে থাকে আমার টেবিলের নীচে, যেন এটাই তার একমাত্র পরম আশ্রয়, নির্ভরতা আর নিরাপত্তার একমাত্র স্থান। নতুন কোন জামা পড়ে বা কপালে টিপ লাগিয়ে কিংবা হাত মেহেদিতে লাল করে প্রথমে যেন আমাক না দেখালে কি ক্ষতিটাই না তার হয়ে যাবে।
অনেক মহিলাদের আক্ষেপ করতে শুনেছি, “বিয়ের আগে ছিলাম কারো মেয়ে, বিয়ের পরে হলাম কারো বউ, এখন ছেলে হবার পর হয়েছি কারো মা…এই কি আমার পরিচয়!!!” আমার কিন্তু বেশ লাগে যখন আমার মেয়ের প্যারেন্টস ডে তে গেলে আমার মেয়ের নাম ধরে “অমুকের বাবা” বলে ডাকত, শোনাতো নাচ, গান, আবৃতিতে তার একক আধিপত্যের কথা। এখন যখন আমার স্ত্রীর মুখে নতুন সম্বধন শুনী “মারযু’র নানা”, সত্যি বলতে কি, ভেতরটা কোন এক অদ্ভুত আনন্দে ভরে যায়।
আমার সাথে খুব মিল আমার এই বান্ধবীটার। হয়ত অনেকেই আবাক হবে জেনে যে এই বয়সেই সে করলা ভাজি খেতে খুব পছন্দ করে, আমিও। আমি যেমন সবার অনেক বকুনি খেয়েও টুকটুক করে এই বাটি, সেই বাটি থেকে খেতে খুব পছন্দ, আমার উনিও দেখি এই পঁচা অভ্যেসটা পেয়েছেন। বন্ধু-বান্ধব, বাড়ি ভর্তি মেহমান অতিথির আসা যাওয়া আমি খুব উপভোগ করি। ইনিও দেখি বাড়িতে কলিং বেল বেজে উঠলেই খুশিতে চকচক করা চোখ দুটি নিয়ে সদর দরজার দিকে ব্যাপক আশা নিয়ে তাকিয়ে থাকে, আর মেহমান আসলে তো কথাই নাই!
আমার মেয়ের ভীষন ইচ্ছা আমার মত, তার মত, একদিন মারযুও ক্যাডেট কলেজে পড়বে। প্রায় রাতেই শুনতে পাই ঘুম পাড়ানোর সময় মা মেয়েটতে মিলে ক্যাডেট কলেজের অনাগত জীবনের গল্পে মসগুল হয়ে থাকতে! “মা, ক্যাডেট কলেজের গল্পটা শুনায় দাও”, “মা, বলনা, ক্যাডেট কলেজে কি অন্নেক চকলেট আছে?” “মা, ক্যাডেট কলেজে গেলে কি আমাকে আর দুধ খেতে হবে না?” “মা, ক্যাডেট কলেজে রাইয়ান মামা এসে আমাকে জালাবে না তো” আরো কত যে সরল জিজ্ঞাসা তার!!! এখন একটু বুঝতে শিখেছে সে, তাই এবার ভাবছি ওকে ওর নানা-বাড়ি দেখাতে নিয়ে যাব ফৌজদারহাটে, এর পর ময়মনসিংহে। একসময় ওর এই ছোট্ট দুটি পা বড় হবে, হয়তো ক্যাডেট কলেজের গর্বিত প্যারেড গ্রাউন্ডে অক্সফোর্ড সু পরে দাপিয়ে বেড়াবে, আমি কি সে দৃশ্য দেখে যেতে পারব কি না জানি না, হয়তো পারব, হয়তো পারব না। কিন্তু খুব ইচ্ছা মারযু তার নানার মত, মায়ের মত, ক্যাডেট পরিবারের সদস্য হয়ে থাকুক আর একসময় এই সিসিবিতে ওর মা, সাবিহা জিতুর মত লেখা দিয়ে মাতিয়ে রাখুক।
ওর পুর জীবনের জন্য মঙ্গল কামনা করি প্রতিদিন স্রষ্ঠার কাছে। আজ একটু বেশীই করছি কারণ আজ ১৬ সেপ্টেম্বর আমার এই বান্ধবীটির ৩য় জন্মদিন।
আমার সাথে ওর স্মৃতিময় কিছু ছবি সবার সাথে শেয়ার করলাম।
আমার আদরিনি
আকাশ ছোয়ার স্বপ্ন দেখতে শিখাচ্ছি
মামার মত ডাক্তারও নাকি তার হতে হবে!
হাতেখরি… অনেকদুর এগিয়ে যাক এই কলমের কালি
এই ছবিটা মারযুর না, মারযুর মা, জিতুর। কিন্তু যতবার সে এটা দেখে অভিমানে ঠোট ফুলে ওঠে, “আমাকে এইভাবে নাও নাই কেন?”
😀 প্রথম!
You cannot hangout with negative people and expect a positive life.
:clap: বরাবরের মত গর্বিত!
অসংখ্য ধন্যবাদ, বজলু ভাই 😕
ভাবতেও পারিনি আমার মেয়েকে নিয়ে ব্লগ লেখা হতে পারে। আবেগাপ্লুত হয়ে যাচ্ছি।
You cannot hangout with negative people and expect a positive life.
এই চান্সে 'ভাই' ডেকে ফেললে মা! 😀 😀
ক্যাডেট ক্যাডেট ভাই ভাই...ইয়ে মানে... 😕 😕 😕
You cannot hangout with negative people and expect a positive life.
আজকে সকালেই আন্কেল এর নাম লগিন করা দেখে বুঝতে পেরেছি যে আন্কেল ব্লগ নামাবে।
সাম্যের গান গাই-
সকল ক্যাডেট ভাই ভাই।
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
:)) :)) :)) :)) :))
কি দিন আইলো-মেয়ের কাছ থেকে "ভাই" ডাক শুনতে হয় 😕 ঘোর কলিকাল... :))
You cannot hangout with negative people and expect a positive life.
:)) :)) :)) :))
আমি তো তোমার মেয়ের বজলু ভাই!
ওই দূরে যা জিত...............আমি পড়ে প্রথম হয়েছি আন্কেল!!!!!
আমি ফার্স্ট! :awesome:
ক্যাম্নে কি??? 😮 😮
সিনা, আমার মেয়েরে হ্যাপী বাড্ডে না বইলা তুই আইসস ১ম হইতে 😡 😡 😡
You cannot hangout with negative people and expect a positive life.
আমি খুব তাড়াতাড়ি পোস্ট করতে চাচ্ছিলাম ফার্স্ট হওয়ার জন্য।
মারজুমনির জন্য অনেক অনেক আদর! :party: :party: :party: :guitar: :party: :party: :party: :party:
আচ্ছা,জিতুয়াপ্পি আয়েশা আপুকে "সিনা" বলে কেনু???? :-/
ম্যাশ, এইজন্যই তোকে বলি তুই প্লীজ "মেনটোস" খা!!!
মেনটোস খাও, দিমাগকি বাত্তি জ্বালাও!!!!
You cannot hangout with negative people and expect a positive life.
=)) =)) =)) =)) =)) =))
(সিনা, চুপি চুপি বলি, মা তুমিই আসলে ফার্ষ্ট!) আমার তো ঘারে একতাই মাথা 🙁
:)) :))
:clap: :clap: :clap:
ব্লগে স্বাগতম বজলু ভাই!
জিতুকে আগে চিনেছি বলে আংকেলও ডাকলাম...
আবার আমরা দুজনেই ফৌজদারহাটের বলে
জিতুরও আংকেল হয়ে গেলাম... কি মজা...
আপনার প্রথম পোস্টটি তো মারাত্মক সুন্দর হইসে!
আপনার কথা, আপনাদের সময়ের কথা আরো বলুন...
সেই সময়ের এফসিসির কথা....
আপনি যখন এ এ জি ক্যাডেট কলেজ তখন আমরা কেবল বেরুনোর
প্রস্তুতি নিচ্ছি ক্যাডেট কলেজ থেকে....
অনেক অনেক শুভকামনা...
দাদা, ইয়ে, মানে আজ আমার মেয়ের জন্মদিন! 😕
You cannot hangout with negative people and expect a positive life.
ওয়াও! গ্রেট!!!!!...
অনেক অনেক শুভকামনা ওর জন্যে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর আদর রইলো মারযু-র জন্যে...
নুপুর, আর লেখা হবে কি না জানি না, মাতৃভাষা কি-বোর্ডে টিপে টিপে লেখা যে কি কঠিন...
জিতুই জোর করে ফেসবুকে একাউন্ট খুলে দিয়েছিল, মাঝে মাঝে জোর করে এই ব্লগের অসাধারন সব সুন্দর সুন্দর লেখা পড়াতো। একসময় দুম করে এসে বলল, তোমার নামে একাউন্ট খুলে দিয়েছি, এবার লিখতেই হবে। আমার বান্ধবীর জন্মদিন নিয়ে লেখার চেয়ে আর মাথায় কিছু আসল না।
কি আর করা বল? তবে আর কিছু বেরুবে না মনে হয়!!!
বজলু ভাই,
সময় নিয়ে লিখুন। কোন ব্যাপার না। নিশ্চয়ই আরো অনেক লিখবেন আপনি।
বাংলায় টাইপ করা আমিও এখানে এসেই শিখলাম। আপনি 'ফোনেটিক' ইউজ করতে পারেন, আমার বেশ সহজ লেগেছে ব্যাপারটা।
আপনাকে এখানে নিয়ে আসার জন্যে জিতু আর আপনার বান্ধবীর প্রতি আমি, আমরা সবাই যারপরনাই কৃতজ্ঞ।
বজলু ভাই আরেকটা কথা...
নতুন যারা আসে তাদেরকে :frontroll: দেওয়ান আমাদের প্রিন্সিপাল স্যার..
এখন আপনি এসে কি উনাকে :frontroll: দেওয়াবেন?
:tuski: :tuski: :guitar: :guitar: ....
এই সম্ভাবনা দেখে বেশী আনন্দ পাবার কারণে আগেই :frontroll: দেয়া শুরু করে দিলাম।
অনেক্ষণ চিন্তা করলাম, কারে কি ডাকবো :bash: :bash:
মারযুর জন্য জন্মদিনের শুভেচ্ছা!
বজলু ভাই লেখা অতি চমৎকার হইছে :thumbup: :thumbup:
বজলু ভাইরে বরণ করবে কে 😮 😮 জিতাপু ছাড়া তো আর কাউরে দেখতেছি না :-B
প্রথম লেখা,,,,,না থাক কিছু না 😕
😮
"ভাই"...ডাকবা, আবার কি?? আমি নিজে যদি ডাকতে পারি 😕
You cannot hangout with negative people and expect a positive life.
জ্বী আন্টি। :)) বজলু ভাইকে ভাই ডাকব। 😀
মারযুর শুভ জন্মদিনে অভিনন্দন জানাই।
ফরিদ, আমার মেয়ের সামনে এভাবে তোমার ছবিটার মত হাত উঁচু করে ধরলেই সে "হাই ফাইভ" দেয়...তোমার ছবিটাও যতবার দেখি "হাই ফাইভ" দিতে ইচ্ছা করে
"হাই ফাইভ!!!"
You cannot hangout with negative people and expect a positive life.
বজলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম! সাইফ ভাই (১৯৬১-১৯৬৫) যদি একটু কষ্ট করে :frontroll: ব্যবস্থা করেন বজলু ভাইয়ের জন্য তাহলে মনটা আনন্দ পাইতো। লকিভুল চায়ের ফ্লাক্স নিয়ে তাত্তাড়ি আয়, ম্যালা লোকজন হবে মনে হচ্ছে!
লেখা এবং ছবি ভাল লাগলো, বজলু ভাই। শুভ জন্মদিন, মারযুকাহ!
আমার বন্ধুয়া বিহনে
~x( ভাগ্যিস মাথায় ছেড়ার মত চুল নাই।
:)) :)) :)) :)) চরম বলছেন ভাঙ্কেল । এইডা আমার আবিষ্কৃত শব্দ যার শন্ধি বিছসেদ ভাই+আঙ্কেল = ভাঙ্কেল
শুভ জন্মদিন মামনি...অনেক অনেক আদর 🙂
ব্লগে স্বাগতম (কি ডাকব আর বুঝতে পার্লাম্না) 🙁
“ভাই”…ডাকবা, আবার কি?? আমি নিজে যদি ডাকতে পারি 😕
You cannot hangout with negative people and expect a positive life.
সামিয়া, জিতুর জন্য তোমার লেখা অনেক আগে থেকেই পড়া হয়েছিল। খুব ভাল লেখার হাত তোমার।
প্রথম পার্ট শেষ করেছি৷ আপনার নাতনীর সমান মেয়ে বানিয়ে ফেলেছি একটা৷ এখন মেয়ে বড় করে নাতনীর জন্য অপেক্ষা৷ আরো লেখা চাই, এগিয়ে চলেন বজলু ভাই :clap: :clap: :clap: :boss: :boss: :boss:
মইনুল, তোমার মেয়ের জন্য অনেক শুভকামনা।
নানাভাইস্যার.........সালাম।
আপনারে ভাই বলতে লোভ হয়...জানি সেটা করতে-ও পারি...। 🙂
আর আঙ্কেল বলা? সেটা তো সবসময়ে-ই সম্ভব! 😀
তাই...চামে নানা ভাইস্যার ডেকে ফেললাম... (ওরে, আমি কত ভস্ রে!!) :awesome:
শুভেচ্ছা...স্বাগতম। :guitar:
আপনার নতুন বান্ধবী-র জন্য শুভ জন্মদিনে শুভকামনা রইল। :party:
ওয়েলকাম টু ইয়োর ওউন ওয়ার্ল্ড :salute: :salute: :salute:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সম্বধনের এতো রঙ্গে বড়ই রঙ্গীন লাগছে নিজেকে!
মারযু মামনিকে অন্নেক আদর। স্বাগতম বজলু ভাই।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ শান্তা।
বজলু,
এখন বুঝলাম কোথা থেকে জিতু তার এই সুন্দর লেখার হাত পেয়েছে। মেয়ে বাবা দু'জনকেই মারযুর এই শুভ জন্মদিনে অভিনন্দন জানাই। সকালে ফেসবুকে অবশ্য এই কথা একবার লিখেছি।
তবে মারযুকে একলা দখল করে রাখলে চলবে না। ওর যখন ২১ বছর বয়েস হবে - তখন আমার সাথে ডিনারের ডেট রইল।
আর হা - রাব্বীর কথায় মনে পড়লো - তুমি যখন এ এ জি ক্যাডেট কলেজ ছিলে তখন আমার কোম্পানী থেকে বেশ কিছু কম্পুউটার ক্যাডেট কলেজে সাপ্লাই দিয়েছিলাম। তার সব টাকা কিন্তু আজও পাইনি। জানি তুমি এখন বলবে যে ঐ পদে তুমি আর এখন নেই তাই টাকা দেওয়া সম্ভব না - কয়েকটা :frontroll: :frontroll: :frontroll: তো দিতে পারবে তার বদলে - নাকি এখানেও বাতের ব্যাথার অজুহাত?
সত্যি খুব সুন্দর হয়েছে তোমার এই মন ছুয়ে যাওয়া লেখা।
সাইফ ভাই,
বজলু ভাই দেখি :frontroll: দেয়ার ভয়ে পলাইসেন... 😀
উনি কি ক্যাডেট কলেজেও বাতের ব্যথার অজুহাত দিতেন নাকি
:frontroll: না দেয়ার জন্য? 😀
নুপুর, এখন তো রেসিপি দিয়ে বেরাচ্ছ... বয়স তোমারও হবে, বুঝলে!
:shy: :shy: :shy:
রেসিপি দেয়ার অপরাধে :frontroll:
দিয়ে নি কয়েকটা
সাইফ ভাই, আপনার কথায় হান্ডস ডাউন :boss:
তবে অই কম্পিউটারগুলোর ব্যাপারে... আপনি যখন পরে আর টাকাটা ক্লেইম করলেন না, ভেবেছিলাম ক্যাডেট কলেযের প্রতি অতিরিক্ত ভালবাসাবোধ থেকেই বোধহয় সেগুলো ক্যাডেটদের কল্যানে দান করেছেন। তবে সাইফ ভাই আপনার মনে যে এই ছিল, তা কি আর আমি জানতাম 😐
অথরিটি কিন্তু এখনো আপনার সেই টাকা নিয়ে আপনার দেশে আসার পথ চেয়ে আছে 🙂
আমি খালি চিন্তা করছি সাইফ ভাই আর বজলু ভাই এখনও নিজেদের মধ্যে এরকম খুনসুটি আর দুষ্টামি করেন,আজ থেকে ৩৫-৪০ বছর আগে না জানি কি করতেন!!!! 😮 😮 :boss:
:clap: :clap: :clap: :clap: :clap:
কি অসাধারণ ডেলিভারি!
ম্যালকম মার্শালকেও ছাড়িয়ে গেলেন বজলু ভাই!
ক্ল্যাসিক!
:clap: :clap: :clap: :clap: :clap:
:clap: :clap: :clap:
" ওর যখন ২১ বছর বয়েস হবে – তখন আমার সাথে ডিনারের ডেট রইল।"
শহীদ স্যার ভাই ভাঙ্কেল বস সবই কি আপনারা নিয়া জাবেন নাকি ???
আমাদের জন্য তো কিছু রাখবেন ... ~x( ~x( ~x( (সম্পাদিত)
এই তাহলে কাহিনী!!!! কি সাঙ্ঘাতিক!!!! বজলু "ভাইয়ের" কাছ থেকেই জিতুয়াপ্পি এরকম লেখার হাত পেয়েছে...(ইয়ে মানে,জিতুয়াপ্পির ব্লগগুলা এবং বিশেষ করে সেখানে আমার কমেন্ট ভাইয়া দেখলে খবর আছে,আমি দৌড়ে পলাবো 😕 :shy: )
আমার প্রচন্ড হিংসা হচ্ছে,মারজুকাহ বড় হয়ে দেখবে কি অসাধারণ লেখক পরিবারে তার জন্ম!!
ভাইয়া, অনেক অনেক অনেক অনেক চমৎকার হয়েছে লেখাটা,এই ভোরবেলা সিসিবিতে ঢুকেই মন ভালো হয়ে গেলো...
এটা আমার প্রথম কমেন্ট এই লেখায়-আশা করি আরো গোটাবিশেক কমেন্ট করবো সময়-সুযোগ বুঝে...এখন ইঁট ফেলে গেলাম মাত্র 😛
ফাযিল পোলা, পুলিশ মামা, তোরে এতো কথা কে কইতে কইসে?
You cannot hangout with negative people and expect a positive life.
হায় হায় বলতে ভুলেই গেছি...হ্যাপ্পি হ্যাপ্পি হ্যাপ্পি বার্থডে টু মাই ডিয়ারেস্ট ভাগনি মারজুকাহ ফ্রম হার পুলিশ মামা!!!(পিচ্চি আমাকে এই নামেই ডাকে ~x( :duel: ) শোন পিচ্চি,আমি কিন্তু এখন রাস্তায় না-তোর ধারণামত সারাদিন রাস্তায় থাকিও না 😡 ২০ তারিখের পরপরই তোর চাহিদা অনুযায়ী স্ট্যাডলারের "লুনা" রংপেন্সিল নিয়ে হাজির হবো-তোর মা কে বলবি চিজ কেক বানিয়ে রাখতে :hug:
শুভ জন্মদিন মামনি!!!!!
ফরেন মরেন যাই পাস না ক্যান, তুই আজন্ম মারযু'র পুলিশ মামা হয়েই থাকবি, বুঝলি?
You cannot hangout with negative people and expect a positive life.
🙁 আর ফরেন,সীট মাত্র ৭ টা।ঠোলা হইয়াই থাকার সম্ভাবনা ৯৯ পারসেন্ট 🙁
:goragori: :goragori:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
মারযুকা শুভ জন্মদিন। :party: :party:
বজলু ভাই ব্লগে স্বাগতম। :salute: :salute: :teacup: কিন্তু এতদিন আসেননি কেন? :-/ :-/ :-/
আসছেনই যখন, একটু :teacup: খাইয়া লন।
মারযু মা মনিকে শুভ জন্মদিন।
জিতুকে সিসি ব্লগ প্রাণবন্ত রাখার জন্য শুভেচ্ছা।
বজলু ভাইকে স্বাগতম।
তিন পুরুষের ব্লগিং এর অপেক্ষায়-------
আলিম ভাই, অসংখ্য ধন্যবাদ।
You cannot hangout with negative people and expect a positive life.
আলীমুজ্জামান, ধন্যবাদ।
Shuvo jonmodin shobaeke 😀
Jitu apu , bojlu bhae keo sagotom 😀
R bhagnitakeo shuvo jonmo din 😀
থাঙ্ক ইউ লুমজান সাহেব! কেউ আমাকে কনগ্রেচুলেট করে নাই, তুমি ছাড়া। ইসপেসাল ধইন্যাপাতা :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
এই অনুভূতি অসাধারণ।নেক্সট রিইউনিয়নে চলেন।আমাদের মত অনেক ইয়াং নানা পাবে ওখানে।আপনাদের দেখে সত্যি হিংসে হয় এবং আরো হিংসে করার উপলক্ষ হিসেবে তিন প্রজন্ম ক্যাডেট এবং ব্লগার হিসেবে দেখতে চাই এবং আমার বিশ্বাস,ইনশাল্লাহ সে দিন বেশি দূরে নেই।জিতু তার বাবা মা'কে ভাই ভাবী ডাকার কারনে আমাকে যতই ঝারি দিক না কেন আমার কাছে ফৌজিয়ান ব্রাদারহুড আগে।
নাতনী কে জন্মদিনের শুভেচ্ছা :party:
জিতুকে ধন্যবাদ এত সুইট নাতনী উপহার দেয়ার জন্য
বজলু ভাইকে ব্লগে স্বাগতম :salute: :salute:
খালিকথায় চিড়া ভেজে না, ইমরান। তোরা তো একেকটা মামা কাম নানা, তদের কাছে মারযু'র আবদার একটু বেশী। বার্থডে গিফট চাই তার 😀
You cannot hangout with negative people and expect a positive life.
ইমরান, আসলেই সেই পাহাড় ঘেরা, সমুদ্রের পারের বিশাল কলেজ প্রাঙ্গনটার মায়া মনে হয় এ জীবনে কাটাতে পারব না।
মারযু মামনিকে জন্মদিনের অনেক অনেক শুভচ্ছা।আর তাড়াতাড়ি বড় হয়ে আমাদের কলেজের আরেক জন ট্যালেন্টেড ক্যাডেট বৃদ্ধি করার জন্য দোয়া রইলো।শুভ জন্মদিন :party: :party:
থ্যাঙ্ক ইউ দেয়া।
You cannot hangout with negative people and expect a positive life.
শুভ জন্মদিন মামনি। স্বাগতম ভাইয়া। এত আদর দেখে মন ভাল হয়ে গেল।
মামনিকে অনেক শুভেচ্ছা।
বজলু ভাই স্বাগতম।
আমারে কেউ শুভেচ্ছা দেয় না কেনু কেনু কেনু???
You cannot hangout with negative people and expect a positive life.
আমি কি কেউ না? নাতনী গিফট পেয়ে যাবে।
তোর নাত্নী কিন্তু অপেক্ষায় আছে! 😉
You cannot hangout with negative people and expect a positive life.
ইয়ে জিতুপ্পি,ইমরান ভাইয়ের কিন্তু আরেকটা নাম আছে-উনাকে "মেন্ডাজ" বলে ডাকলে খুব খুশি হন।ইয়ে মানে কারণটা উনাকেই জিজ্ঞাসা করে নিবেন :shy:
"মেন্ডাজ" শব্দের অর্থ জাতি জানতে চায় :-/
You cannot hangout with negative people and expect a positive life.
বলার জন্য পেট কিরকির করতেছে,কিন্তু এইদিকে বলামাত্র নগদে ধোলাই খামু...কি যে করি 🙁
মাসরুফ ভাই বলে দেন, ধোলাইয়ের ট্রিটমেন্ট জিতু আপি দিবে। 😉 😉
ঘোস্ট রেইডার সিনেমাটার নায়িকার নাম কি জানি? :-/ আমাদের এক বড়ভাই সেই লাতিন ললনাকে খু-উ-ব ভালু পান,তাই উনাকে আমরা সেই ললনার হবু ইয়ে হিসেবে ধরি,যার পদবী অনুসারে ওই ললনার পদবী 😡 ।
অফ টপিক- উপরোক্ত কমেন্ট একান্তই কাল্পনিক,এর সাথে বাস্তবের কোন মিল খুঁজে পেলে তা একান্তই পাঠকের ব্যক্তিগত কল্পনা :-B
😀
You cannot hangout with negative people and expect a positive life.
মেন্ডাজের আরেকটি সুন্দর নিক আছে....."কানামাছি" টাইপের, তাই না ইমরান? 😀
:))
মামনি কে জন্মদিন এর শুভেচ্ছা :party: আর ভাইয়া কে স্বাগতম :salute: ।
আশিক ভাই, ক্যাম্নে কি??? আমি কোথায় গেলাম!!!
You cannot hangout with negative people and expect a positive life.
মারযুকাহ কে জন্মদিনের প্রানঢালা শুভেচছা । আর জিতু আনটিরে আপু ডাকবো না । টা নাইলে মারযুকাহ মতো কিউট একটা বান্ধবি হাত ছাড়া হইয়া যাবে ।
দেহি জিতু আপুরে আম্মা ডাকতে পারি নাকি । ;)) ;))
ও আশিক নামে দেহি বাংলাদেশে বহুত ক্যাডেট আছে ।
জিতু ,ম্যাডাম কিছু বলতেছেন না যে । মৌনতাই কি তাইলে সম্মতি লক্ষণ ?? ???? 😛 😛 😛 😛
নাজমুল এর কি হইছে? 😮
অনটপিক: ব্লগে স্বাগতম বজলু ভাই :hug: আর মারজুকা কে অনেক অনেক শুভেচ্ছা 🙂
নাজমুলের ঈদের ঘোর এখনো কাটে নাই। ঈদ মোবারাক বললে যেমন পালটা ঈদ মোবারাক বলতে হয় ...। আমার মেয়েও সকাল থেকে সবাইকে হ্যাপী বার্থদায় বলে যাচ্ছে!!!
ফাযিল পোলা রাজন আই মিন হাসান, তুই ও আমারে একটু উইশ করলি না? 🙁 :no: :no:
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পির কাহিনী কি? আয়েশাপ্পুকে ডাকে সিনা,হাসান্দাকে ডাকে রাজন... :-/
ওরে ম্যাশ রে ম্যাশ পোটাটো... প্লীঈঈঈঈজ তুই মেন্টোস খা!!!
আয়শার ডাকনাম "সিনা" আর হাসানের ডাকনাম "রাজন" (হতাশ হয়ার ইমো চাই...............................)
You cannot hangout with negative people and expect a positive life.
এই ফাঁকে একটা কথা না বললেই না, আমার সিসিবিতে আসা কিন্তু রাজান মানে হাসান (১৯৯৬-২০০২) এর হাত ধরে। ওই আমাকে জোড় জোড় করে একের পর এক ব্লগ পড়াত।
You cannot hangout with negative people and expect a positive life.
ম্যাশ ADHD আছে নাকি? :))
জিতের দেয়া মেন্টস খান .....এবং সাথে সাথে প্রতিদিন একটি Ginkgo biloba খান...। 😉
হাসান, অনেকদিন বাসায় আসনা। চলে এস একসময়।
বজলু ভাইয়ের নাতনী আর জিতু আপুর মেয়েকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। :party: :party:
অ.ট.: মাত্রই আজ বাড়ি থেকে ফিরলাম। আরেকটু হলেইতো দেরী করে ফেলেছিলাম।
ধইন্যা পাতা কিশোরগঞ্জের কিশোর রায়েদ!
You cannot hangout with negative people and expect a positive life.
সারাদিন হাসপাতালে খেটেখুটে এসে ব্লগে ঢুকতে দেরী হয়ে গেল। স্যরি মার্যু মনি বাসি শুভ জন্মদিন :party: :party:
শুভ জন্মদিন মারযুকাহ মামণি!
এমন মায়াময় নানা নানী সহ সবার সাথে নিশ্চয়ই দারুণ জন্মদিন কেটেছে, তাইনা?
দোয়া করি তার মায়ের চেয়েও বিদুষী হবে আমাদের ভাগ্নী....
বজলু ভাইকে সিসিবিতে স্বাগতম। চমৎকার মা মেয়ের পিতা ও মাতামহ হওয়ায় আপনার জন্য একরাশ হিংসা 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম, "মা মেয়ের পিতা ও মাতামহ"... মা মেয়ের পিতা পর্যন্ত তো বুঝলাম, কিন্তু মাতা মহ টা কে?? বুঝলাম না তো!
জ্বী আপনি আর কি 😀 ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভ জন্মদিন মারযু মামনি... অনেক বড় হও।
বজলু ভাই, ফেসবুকে দেখলাম আপনি ৪৫ পিএমএ লং কোর্সের এবং বর্তমান পাকিস্তান সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানির কোর্সমেট হিসেবে পাকিস্তানে রিইউনিয়নে গিয়েছিলেন।সে সময়ে পাকিস্তান মিলিটারি একাডেমির কথা,তাদের মন-মানসিকতার কথা শুধু হেল কমান্ডো বইটায়(মেজর আনোয়ার হোসেনের) পড়েছি।সে সময়ের ট্রেনিঙ্গের কথা,বাঙ্গালিদের প্রতি ট্রেনিঙ্গের সময় কোন বৈষম্য হত কিনা এসব খুচরো কথা,সেই উত্তাল সময়ে সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে আপনার অভিজ্ঞতা,এই এত বছর পর পুরানো কোর্সমেটদের সাথে দেখা হবার পর কেমন লাগলো-এগুলো নিয়ে একটা পোস্ট দেয়া যায় কি??খুব খুব খুব আনন্দিত হব যদি অভিজ্ঞতাগুলো আমাদের সাথে ভাগাভাগি করেন।
আগে মারজুমনিকে বিলম্বিত শুভেচ্ছা জানিয়ে নিই! ~x( সঙ্গে মারজুর গর্বিত মা জিতু আর নানা বজুল ভাইকে অভিনন্দন। জিতুর পাওনাটা হলো এমন একটা মিস্টি মেয়ের মা হওয়ার জন্য। আর বজুল ভাইয়ের পাওনাটা হচ্ছে তেল মারার জন্য।
পাহাড়-জঙ্গল ঘুরে হাত-পা আর পুরো শরীর ব্যথা। এই অবস্থায় ক্যাডেটদের সামনে (কারো কারো উস্কানি সত্ত্বেও ব্লগের স্বঘোষিত প্রিন্সিপালকে অসম্মানে না ফেলবেন না আশা করি। নূপুর তোমার খবর আছে! পেরেন্টসের কাছে লাভ লেটার যাবে!! :mad:) আর যাই হোক :frontroll: দিতে বলবেন না যেন। আপনার জুনিয়র হলেও আমি আবার সৈয়দ বংশের নাতি (মায়ের দিক দিয়ে) কিনা!! একটা মান-সম্মান আছে না! 😀
৫ দিন পর সিসিবিতে। খুলেই দেখি বজুল ভাই! কি দারুণ সারপ্রাইজ!! কোনো অজুহাত নাই। ব্লগে যখন ঢুকেই পড়েছেন আমাদের সঙ্গে থাকুন। কি-বোর্ড টিপতে সমস্যা হলে জুনিয়র ক্যাডেট তো ঘরেই আছে। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁
বস আমি তো আগেই :frontroll: দেয়ে দিসি..।
:frontroll: স্বাস্থ্যের জন্য ভালো। নিজেই মাঝেমাঝে দেই। 😀
:thumbup: দুর্দান্ত হইসে।
মামনিকে লেট হ্যাপী বাড্ডে। :party:
চ্যারিটি বিগিনস এট হোম
শুভ জন্মদিন মারযুকাহ মামণি!
এমন মায়াময় নানা নানী সহ সবার সাথে নিশ্চয়ই দারুণ জন্মদিন কেটেছে, তাইনা?
দোয়া করি তার মায়ের চেয়েও বিদুষী হবে আমাদের ভাগ্নী….
বজলু ভাইকে সিসিবিতে স্বাগতম। চমৎকার মা মেয়ের পিতা ও মাতামহ হওয়ায় আপনার জন্য একরাশ হিংসা 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দেরি হয়ে গেলো :(( :(( :(( তারপরো বেটার লেইট দেন নেভারঃ
শুভ জন্মদিন মারযুমণি!!!!
সিসিবিতে স্বাগতম ভাইয়া। :teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লেখাটা যিনি লিখেছেন উনার দীর্যায়ু কামনা করি। আমি ব্লগে নতুন তাই আর বিশেষ কিছু লিখছি না, আস্তে আস্তে পরিচয় হওয়া ভাল। শুভ ব্লগিং।
আমি খুব-ই আনন্দিত পোস্টটি পড়ে। এটা একটা গভীর সম্পক ভালোবাসা ও আত্নার মাঝে। 😡 😡 😡 😡 😡 :clap: :clap: :clap: :clap: :clap:
খুবই সুন্দর লিখছেন বজলু ভাই ।। :clap: :clap: :clap: