ইদানিং রাস্তাঘাটে বের হতে ভয় হয়। পুরোনো প্রেমিকাদের সাথে দেখা হয়ে যাবার ভয়।কিন্তু তাই বলে তো আর ঘরে বসে থাকতে পারিনা।তাই মাঝে মাঝে হাওয়া খেতে বের হই।কয়েকদিন আগে এইরকম হাওয়াপ্রবল দিনে মনটারে সবল করতে গিয়েছিলাম বসুন্ধরা সিটি। প্রবেশ করা মাত্রই দেখা আমার এক পুরোনো প্রেমিকার সাথে।কোলে তার আবার এক বাচ্চা ছেলে। পুরানো কাসুন্দি ঘাটাঘাটির মধ্যে আজকাল আমি একবারেই যাইনা,শুধু মিষ্টি করে পুরানো দুষ্টুমির ছলে বললাম কেমন আছ? আর কোলের পিচ্চিটাকে আদর করে বললাম এটা তোমার? প্রশ্নখানি যত নরম সুরে করেছি,উত্তর এসেছে ততো কঠিন-‘তোমার কোনো সন্দেহ আছে?’ তারপর পিচ্চিকে যখন নাম জিজ্ঞেস করলাম,বাবু তোমার নাম কি? বলার ঠিক সাথে সাথেই মুখে একদলা থুথু মেরে দিল। আর সেটা দেখে আশপাশের লোকজন হাসতে হাসতে তালি দিচ্ছে আর বলছে, ছেপ, বাবা আবার ছেপ মেরেছে। তারপর উনি হনহন করে চলে যাবার পর আসল ব্যাপার আবিষ্কার করলাম,ইতিমধ্যে ছেপ বাবার কাছে অর্ধশত লোক ধরাশায়ী হয়েছেন। তারপর রাতে উনি আমাকে কল করে জানালো-তুমি কিছু মনে করনি তো?আমি বললাম আরে ছোট মানুষের কাজ,মনে করার কিইবা আছে?তারপর ছেপবাবার মা আমাকে যা জানালো তা এইরুপ-ও থাকে সারাদিন ওর দাদার কাছে,আর ওর দাদা একজন নামকরা পীর,সারাদিন অনেক মানুষ আসে তার কাছে পানি পড়া নিতে,আর উনি পানি পড়ে ছেপ দেন,সেই থেকে শিখেছে!!
এই ঘটনার পর আমি ঠিক করেছি বিয়ে করে ফেলবো,প্রেমিকারা দুদিন বাদে নানী হয়ে যাবে, আর আমি কি চিরকুমার সভায় সভাপতির আসন নিব? তাই এক বড় ভাইকে দায়িত্ব দিলাম প্রেম করে নয়,এবার অ্যারেঞ্জ ম্যারেজ এ যাবো। আমার ঘটক ভাই দুমাস বাদে আমাকে জানালো তোর বিয়া তুই কর। আমি বললাম-কেন?ভাইয়ার সাফ জবাব-তোর জন্য মেয়ে খুঁজতে গিয়ে টের পেলাম, আগে বিয়ের সময় জানতে হত কার মেয়ে, এখন খোঁজ নিতে হয় কার বউ !!
তারপর ঘরের ছেলে আবার ঘরে,নতুন নতুন প্রেমিকাদের সন্ধানে নেমে পড়লাম।দিনে দিনে এটা বুঝতে পারলাম সব প্রেমিকারাই এক,আচার-আচরন সরকারের মত। আমার প্রেমিকা বদল হয়,কিন্তু তাদের চরিত্র বদল হয়না। আমার মনের উন্নয়ন হয়না,কিন্তু রাজস্ব গুনতে হচ্ছে আমাকে সবসময়,তাতে ও আপসোস ছিলনা যদি তাদের শোষণের স্বভাবটি একটু বদলাত।একই সার্থপরতার সূত্রে গাঁথা সবাই।কী অদ্ভূত এই নারীকূল! মা হয়ে একই নারীর শাসন,সে প্রেমিকা হলে শোষণ আর স্ত্রী হয়ে খালি ভাষণ। এর থেকে বুঝি আর নিস্তার নেই?
এর থেকে নিস্তার পেতে দুদন্ড শান্তি পেতে হাত বাড়িয়েছিলাম নতুন করে পাব বলে নতুন এক মানুষের কাছে। ভালই যাচ্ছিল দিনগুলি,কিন্তু সমস্যা হল আমার কাব্য প্রতিভা নিয়ে।আমি যদি ও জানতাম এই দেশে কাকের থেকে কবির সংখ্যা বেশি,তারপর ও বাহাদুরি দেখাবার লোভ সামলাতে না পেরে নিজেই নিজের বিপদ টেনে আনলাম।একরাতে প্রেমিকাকে সেই প্রতিভা দেখাতে গিয়ে এসএমএস পাঠিয়েছি এই লিখে-
‘কে বেশি কা কা করে, কাক না প্রেমিকা ?’
শুধু এতটুকু লিখলেও চলতো,কিন্তু স্বভাবজাত কবিপ্রতিভার তাড়নায় ছন্দ মেলাতে গিয়ে পরের লাইনখানা লিখেছি-
‘কার ভালবাসার মূল্য বেশি, স্ত্রী না গণিকা?’
পরবর্তী ঘটনা খুবই সংক্ষিপ্ত।
আমার কাব্যপ্রতিভার সেদিনই সলিলসমাধি।
ওটাই তো ভালো, রেডিমেট জিনিস।
বিশ্বপ্রেমিক লেজেহোমো মান্না
লেখা মজার হয়েছে।
মাত্র দুই পর্ব হলো, তোর প্রেমিকার সংখ্যা তো টেন্ডুলকারের ওয়ানডে ক্রিকেটের রানের চেয়ে বেশি।
এতো দেরি লাগে কেন লিখতে?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একেতো সরকারী কেরানির জীবন, তার উপর লেখাপড়া শেষ হলনা এখনও।তাই আর আমার মত সস্তা ব্লগাররা লেখার সময় পায়না।
এক হালি মাস্টার্স করলে পড়াশুনা শেষ হবে ক্যাম্নে? আমাদের দেইখা কিছু শিখ। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেমস,তোর জন্য অধ্যাপক গল্পের নায়কের এই কয়টা লাইন...।
বিদ্যাল্অয়ের পরিক্ষায় অবতীর্ণ হইয়া জগতের পরিক্ষায় যাহারা উত্তীর্ণ হইয়াছে আজ যেন আমি তাহাদের ই একজন....। :))
কেরানিদের বেশি পড়াশুনা করতে নেই বাছা! =)) =)) =))
কি দিনকাল যে পড়ছে,তাই আজকাল কেরানীদের ই বেশি পড়াশুনা করতে হয়।যেমন আদার বেপারিরাই আজকাল জাহাজের খবর রাখে। 😀
তোর কাব্যা প্রতিভার সলিল সমাধি হবে না কি কবিদের হবে,তুই হইলে স্বভাব কবি
প্রথম লাইন টা ঠিক ই ছিল,দ্বিতীয় লাইন্টা এইভাবে দিলেই পারতিস
কার ভালবাসার মূল্য বেশি, হিলারি না মনিকা?
সাধু সাধু!
:gulli2: :gulli2: :gulli2:
"তোর প্রেমিকার সংখ্যা তো টেন্ডুলকারের ওয়ানডে ক্রিকেটের রানের চেয়ে বেশি।" :)) =)) 😛 :thumbup:
ভালোই রম্য রচনা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমার ঘটক ভাই দুমাস বাদে আমাকে জানালো তোর বিয়া তুই কর। আমি বললাম-কেন?ভাইয়ার সাফ জবাব-তোর জন্য মেয়ে খুঁজতে গিয়ে টের পেলাম, আগে বিয়ের সময় জানতে হত কার মেয়ে, এখন খোঁজ নিতে হয় কার বউ !!
=)) =)) =))
মান্না, লেখা বেশ রসালো হয়েছে ,চালিয়ে যা :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
দারুন :clap: :thumbup:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
জব্বর হইছে :))
তৃতীয় পর্ব তাড়াতাড়ি দিয়ে দেন ভাইয়া 🙂
লেখা খুব ভালো হয়েছে।
অফটপিকঃ ভালো আছেন? আমার বরের কাছে আপনার কথা খুব শুনেছি।
ধন্যবাদ ভাবিজান। লেখার সময় পাইনা,আর আমি ব্লগে খুব অনিয়মিত,তাই বেশ দেরি হয়।
অফটপিকঃ চলছে একপ্রকার।আর মইন কেমন আছে?
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: পোলাপান কিপ্টা হইয়া গ্যাছে নাকি .......রেটিং করে না ক্যান 😡 😡 :duel: :duel:
আরো এক্টা দারুণ লেখা দোস্ত........প্রতিটা লাইনে লাইনে :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শালা,তুমি তো আজকাল নায়িকা নিয়া থাকো,তাই আমাদের আর খবর নিসনা। ঢাকায় আইসাই তোর নাটক দেখমু। 🙂
ফ্যানটাস্টিক হইছে :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জটিলুন :gulli2: পাঁচতারা দাগায়ে দিছি 😀
বিভা আপুকে লিন্ক দিচ্ছি এখনই :grr: আপনার এমডিএস কেমন চলতেছে?
বিভাপু টা কে? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র, মান্না ভাইদের সাথে এমডিএস করতেছে 🙂
:shy: মান্না ভাইদের ব্যাচেরই একজন আপু আছেন উনাদের ক্লাস নেন টিচার হিসেবে :shy:
=)) :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
:gulli2: :gulli2: :gulli2:
কিরে জাহিদ, এখনই গোলাগুলি শুরু কইরা দিলি??? 😛 😛
জাহিদের গোলাগুলির দিন শেষ 😛
মান্না, তোমার কাব্যপ্রতিভা তো সেইরকম!!
হুমম...জাহিদের দিন শেষ। 😀
:khekz: :khekz: :khekz:
দোস্ত, ব্যাপক মজা পাইলাম লেখায়!
তোরে দিয়া সবকিছুই হইব রে!!!
কিরে এখন তো চাদপুরে আছোস। ঐ খানে ২/১ জন পাস নাই?
অভাব নাই...। সেইরকম...
পড়ে শুনে মনে হল ... অতি দ্রুত আপনার বিবাহ করা প্রয়োজন ......
লেখা ফাটাফাটি হইছে ...
:thumbup: :thumbup:
😀 মামা জটিল হইসে .....
:gulli2: :gulli2:
মান্না ভাই, জটিল হইছে...। আরো লেখা চাই...। :boss:
=)) 😉 :grr: :just: :gulli2: :duel: :awesome:
"কী অদ্ভূত এই নারীকূল! মা হয়ে একই নারীর শাসন,সে প্রেমিকা হলে শোষণ আর স্ত্রী হয়ে খালি ভাষণ। এর থেকে বুঝি আর নিস্তার নেই?"
:boss: :boss:
:salute: :salute: :salute: :boss: :boss: :boss:
:clap:
খেয়া (২০০৬-২০১১)
RIP কাব্যপ্রতিভা
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য