লাস্ট টার্মে কলেজে পৌছেই সিদ্ধান্ত নিলাম নিজের মাঝে পরিবর্তন আনতে হবে! কোন ধরনের নিয়ম বহির্ভুত কাজে যোগ দিব না! প্রপার ক্যাডেট বলতে যা বোঝায়,তাই হব! ঠিক করলাম নামাজ পড়তে হবে! পরদিন ফজর থেকে শুরু করলাম নামাজ পড়া। জুনিয়রকে বলে দিয়েছি রিভেল দিতে,ক্লাস সেভেন এইট নামাজ পড়ে,তাদের থেকে হুজুর দেখেই একটাকে বললাম “ফজরের নামজে জামাতের আগে ডাক দিবা”! জুনিয়রটাও মহাউৎসাহে ডাক দেয় প্রতিদিন! প্রথম দুদিন আমারও চরম ঊৎসাহ! ৫ ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে,জুনিয়রদেরকেও আসতে বলি! আমার রুমমেট দুজনকেও ডাক দেই! ওরা অবশ্য আসে না,কিন্তু আমাকে ঊৎসাহ দেয়! পাশের অন্যান্য ক্লাসমেট কেউ নাই,টুয়েলভ থেকে দুজন ভাইয়া আসেন,অনিয়মিত! আর আমিই হঠাৎ করেই নিয়মিত! বলে রাখা ভাল,ক্লাস নাইনে ঊঠে নামাজ পড়া ছাড়সিলাম,সেই আমি আর হাউজ মস্কে যাই না ২ বছর। এমনকি এস এস সি পরীক্ষার সময়ও নামাজ পড়ি নাই! সেই কারণেই হোক আর আমার ইমেজ(!)এর কারণেই হোক,জুনিয়ররাও বোধহয় অবাক হয়েছিল,আমার ক্লাসমেটরা কম হয় নি! সেই কারণেই দু একজন ক্লাসমেট হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করত “দোস্ত ছ্যাক ট্যাক খাইসিস নাকি?”আমি আরও দ্বিগুণ বিষ্ময়ে পাল্টা জিজ্ঞেস করতাম,আমি কি নামাজ পড়তে পারি না!
যাই হোক,এভাবেই সবাই ধীরে ধীরে মেনে নিল আমি নামাজ পড়তে পারি,আমার মাথায় টুপি থাকবে রেস্ট আওয়ারে,প্যান্ট সবসময় গোড়ালির ওপর থাকবে!ডিভিডি শো দেখতে যাব না,টিভি রুমে যাব না(অবশ্য আমি এমনিতেও টিভিরুমে যাই না,B4U আর অন্যান্য মিঊজিক চ্যানেল কেন যেন আমার হজম হয় না)!এরকম করে দিন যাচ্ছে!এদিকে আমিও দিন দিন এই নিয়মে ফেড আপ হয়ে যাচ্ছি!নামাজ পড়তে কষ্ট লাগা শুরু হল।সবচেয়ে বড় কষ্ট অযু করতে যাওয়া!ফজরের নামাজে জুনিয়র আসে রিভেল দিতে,বিরক্ত হয়ে আমি বলি “গেট লস্ট!”বলে আবার ঘুমিয়ে পড়ি!অন্যান্য নামাজে আড্ডায় বসে পড়ি,নামাজে ইচ্ছা করে না!কারেন্ট এফেয়ার্স শুরু হওয়ায় সেটা নিয়ে ব্যস্ত থাকি,নামাজে আর যাওয়া হয় না!পরীক্ষা শুরু হল,দু এক জন বন্ধু কথা তুলে নামাজ পড়িস না কেন?আমিও যুক্তি দেখাই,বিজ়ি।এথলেটিক্স টাইমেও একই কজ,সময় পাইনা!এমনি করেই ধীরে ধীরে নামাজ থেকে সরে আসলাম!
টার্ম শেষ হল!ভ্যাকেশনে আসছি,কিন্তু সেই যে আমি,সেই আমিই হয়ে গেসি আবার!নামাজ পড়া হয় না!হঠাৎ ইচ্ছে হল আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে হবে!এতদিন ফ্রেন্ড ছিল,কলেজে পড়ি যখন বড় হয়েছি,মনের কথাটা জানাই!ভেবে ফোন করলাম!
-হ্যালো!
-হু,আমি!একটা কথা বলার জন্য বলে ফোন করসি!
-কথা বলার জন্যই তো সবাই ফোন করে!কী বলবি?
-এইটা একটা বিশেষ কথা,সময় লাগবে!
-আমার তো টাইম নাই এখন!রাতে বল!
-ঠিক আছে!বাই!
আমি ফোন রেখে দেই!বুকটা হঠাৎ ঢিবঢিব করতে থাকে,যদি না বলে দেয়!এভাবে রাত হয়,আমি খালি গালে হাত দিয়ে ভাবি-কী বলতে পারে!রাতে মিসকল দেয়(গার্লফ্রেণ্ডরা কেন যেন কখনই ফোন করে না)!আমি দুরু দুরু বুকে ডায়াল করি!স্পষ্ট গলায় ওপাশ থেকে ভেসে আসে-“হ্যালো”।
-কী খবর?কেমন আছিস?
-আমি ভাল!কি যেন তোর কথা ছিল?
আমি এটেম্পট নেই,বলব কী না!সাহস পাইনা।বলি-
-এখন বলা যাবে না।আগামীকাল আমার সাথে দেখা করতে পারবি?
-নো প্রব!
——————————————————————————————
পরদিন দেখা হয়! এবার অনেক প্রাক্টিস হয়ে গেছে! সরাসরি আমার মনের কথা জানাই! অপরপক্ষের মুখ শক্ত হয়ে যায়! আমি ভয় পেতে শুরু করি! হঠাৎ বলে-তোর পছন্দ ঠিক আছে,আমারও তো কিছু কোয়ালিফিকেশন দরকার!
আমার মুখে আবার হাসি ফিরে আসে-“তোর কি কোয়ালিফিকেশন চাই?”
-বড় হয়ে কি করবি,আমার কিন্তু বড়লোক বর দরকার!
-সেটা তখন হবে,এখন কি চাস?
-আয়াতুল কুরসি বল!
-ফাজলামো করিস?
-আগে তুই বল,পারিস কীনা,আমার পছন্দ আল্লাহভক্ত ছেলে!
-আয়াতুল কুরসি তো পারি না!
-কী বলিস?
-ঠিক আছে,আজকে গিয়ে মুখস্ত করে ফেলব!
-ওকে। নামাজ পড়িস কয় ওয়াক্ত?
– নামাজ তো পড়ি না!
-নামাজ পড়িস না? আমার বয়ফ্রেন্ড নামাজ পড়ে না,এটা কি করে হয়?
-কেন?!আমি বিস্মিত!
-আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বি,যদি পড়িস আমি রাজী!
-এটা তো আমার জন্য কিছুই না,তোর জন্য আমি সব করতে পারি!
-আমার জন্যে না,নামাজ পড়বি আল্লাহর জন্য!তারপর আমার জন্য দোয়া করবি!
-হুমমম!
-মসজিদে গিয়ে পড়তে হবে কিন্তু!
-ঠিক আছে!
-আমাদের বাসার সামনে দিয়ে মসজিদে যেতে হয়,সেটা মনে আছে!
মুখে কষ্ট মাখা হাসি নিয়ে বলি,ঠিক আছে!
ফলাফলঃগত একসপ্তাহ ধরে আমি মাথায় টুপি দিয়ে মসজিদে হাজির হই দিনে ৫ বার! প্রতিবার দেখি দোতলায় বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে মুখ টিপে হাসছে!আর প্রতি রাতে ফোনে জিজ্ঞেস করে “আয়াতুল কুরসি মুখস্ত হয়েছে কিনা”। প্রতিবার ওরসাথে কথা বলতে গিয়ে আমি আয়াতুল কুরসি ভুলে যাই!
অফটপিকঃউপরের পুরাটাই নিছক গল্প,আমার কল্পনাপ্রবন মনের কষ্টপ্রসূত!
খিবি মিজা পিলাম.........সাবাস বেটা......চিলিয়ে যা... :clap: :clap: :clap:
আমিও মজা পাইলাম...হে হে হে!!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:)) আমিও মজা পাইলাম…
তুই তো দেখি পুরা ডিস্কো হাজি রে!!!আইজ থিকা তোর নাম মাওলানা জ্যাকসন 😀
অফটপিকঃউপরের পুরাটাই নিছক গল্প,আমার কল্পনাপ্রবন মনের কষ্টপ্রসূত
এই ডাহা মিথ্যাডা কওনের লাইগ্যা তোরে আরো ৫ টা ব্লগ ইস্যু করা হইল। x-( x-(
টাইম বাইন্ধা দেন...... :awesome: :awesome: :awesome: :awesome:
:(( :(( :(( :(( :((
এইটা বড়ই সত্য কথা!!!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
এইডাতো আমার পোলার বয়সী। অহনো বাপেরে জড়াইয়া ধইরা ঘুমায়। আর লেখছে প্রেমের গল্প!! গুইন্যা গুইন্যা ওর ৫টা ব্লগ আর ১০০টা :frontroll: কনফার্ম করো মাস্ফ্যু। 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কুনো চিন্তা নাই সানা ভাই-আমি ওর বডির সিভিল পানি বাইর করতেছি খাড়ান...
ওই শুরু...
গত ছুটিতে একবার রগড়াইছিলাম ভুইলা গেছ?
আবার আমার বসের কাছেচ টোকাই হইলা ক্যামনে?
ওই...শুরু...ফাস্ট...ফাস্ট...
মাস্ফু...অরে রগড়াইয়া নিয়া আসো...সানাউল্লাহ ভাই'র আদেশ...
:frontroll :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ...............to be continued....................
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শ্যাষ পর্যন্ত সিও সাহেবও আমারে মাস্ফু ডাকা শুরু করলেন...... 😕
x-( আকিকা কইরা মাস্ফ্যু নামডা অফিশিয়ালি চালু করুম কিনা ভাবতাছি x-(
মাসরুফ ভাই,আয়াতুল কুরসি পারেন তো????
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ওরে খাইছেরে ! ! ! 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এতো পুরা পরহেজগার প্রেম... :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ক্লাস ৯ এ থাকতে আমার এক বন্ধু ও হুযুর হইছিল... তবে কাহিনী অন্যরকম... ছোট / চিকন বই(???) ইন্সপেকশন এর সময় রেখে ধরা খাওয়ার পর হুযুর হইছিল. . . 🙂
আর একজন হইছিল খাদেম... প্রত্যেক দিন সকাল এ নামাজ এ না গেলে Senior এর কাছে Absent Report দিত.. বিশেষ করে যাদের সাথে তার একটু বেশি ভাল( :-/ ) relation ছিল, তারা নামাজ এ গেলেও Absent Report দিত... অবশ্য আমরা Close Friend ছিলাম বলে আমাদের Absent Report দিত না... 😛
'খাদেম' হওয়ার পর হালায় পোলাপাইনরে যা জ্বালাইছিল... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইটা কি "মুসলিম বয়েজ,মুভ ফর প্রেয়ার" এর সেই ওয়া... ভাইয়ের কাহিনী? =)) =))
:salute: ke r komu..িক আর কমু
আমাদের এক ব্যাচমেট ও চিকন বই নিয়ে ধরা খেয়ে নামাজ পড়া শুরু করেছিল, সে ধরা খেয়েছিল সিনিয়রদের কাছে,তাকে হুমকি দেয়া হয়েছিল যে নামায না পড়লে এডজুটেন্ট অফিস, ও তখন হয়েছিল পুরো দস্তুর মাওলানা!
সে এখন সিসিবি'র মেম্বার , তাই নাম টা বলা গেল না। :((
কে রে সে ? দোস্ত খাইবার হাউসের কেও যে হুজুর ছিল সেটা জানতাম না তো।।
:))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি কিন্তু এম্নিতেই নামায পড়তেছি 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইলে তো আর দুশ্চিন্তার কোন কারণ নাই...এমনিতেই কাজ হাসিল হয়ে যাবে!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ঐ ব্যাটা... দুশ্চিন্তার কোন কারণ নাই মানে !!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( x-( ~x( ~x(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মজাক পেলুমরে শাহরিয়ার। :thumbup: :thumbup: :thumbup:
:-/
:tuski: :tuski: :tuski: :tuski: ......মজা পাইয়া আসেন ভাই একটু নাচানাচি করি!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আচ্ছা হাউজ মস্ক মানে কি? হাউজে হাউজে আলাদা মস্ক ছিলো নাকি?
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রেয়ার রুমকেই মস্ক বলে অনেক কলেজে।
মানে কি প্রতিটি হাউজে কি আলাদা আলাদা প্রেয়ার রুম?
আমাদের সময় হাউজগুলোতে প্রেয়ার রুম ছিলোনা, সেজন্যেই হয়তো।
সংসারে প্রবল বৈরাগ্য!
আমাদের তো প্রতি হাউজেই একটা রুম ছিল প্রেয়ার রুম হিসাবে।
ভালোবাসার জন্য মানুষ হাতের মুঠোয় প্রাণ নেয়, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধে দেয় লাল কাপড়। আর তোমার উপর দিয়া তো অল্পের উপর গেছে। শুধু আয়াতুল কুরসী আর পাঁচ ওয়াক্ত নামাজ। তাও নামাজ পড়তে গেলে তার দেখা পাওয়াটা ফ্রি।
ইহ জনমে প্রেমিকা, পর জনমে হুরদের সর্দারনী---নাহ, তোমার বুদ্ধি আছে মিয়া।
তাও ভাল ... তাহাজ্জুদ এর নামায পড়তে বলে নাই... 😛 তাইলে তো রাইত এর ঘুম এর ও ১২ টা বাজত... 🙂
:shy: :shy: লজ্জা পাইলাম!
এইভাবে বলেন না,নিজেরে কেমন জানি ধুরন্ধর মনে হয়!!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:khekz: :pira:
ইহ জনমে প্রেমিকা, পর জনমে হুরদের সর্দারনী—নাহ, তোমার বুদ্ধি আছে মিয়া।
মাইয়্যা মাইনষের চিকন বুদ্ধি দেখেন, মাইয়্যা নিজে নামায পড়ে কিনা কে জানে তয় পোলার নামাযের গুনেই বেহেশত বাগাইব। দুনিয়া আর আখিরাত দুইটাই হাসিল।
হক কথা কইছেন মান্নান ভাই...
এইটা খুব হিংসা লাগে...
😡 😡
:clap:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
=)) =)) :khekz: :khekz: :awesome: :awesome:
আবার ফোনে পড়াও ধরে.........কঠিন চিজ 😕 😕 😉 ।
Life is Mad.
সায়েদ ভাই
আপনার সব গুলো লেখা পড়ছি। টুশকি সিরিজ টা থামায় দিছেন ক্যান ভাই???
অসম্ভব ভাল লাগছে। 😀
আবার শুরু করা যায় না ভাই?
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
🙂 🙂
Life is Mad.
:tuski: :tuski: 😡 😡 :chup: :chup:
তোরে আমার ব্লগে দেইখ্যা মজা পাইলাম...কিন্তু মারামারি করস কেন????
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
সত্য ঘটনা ভালো লাগলো!
করো করো। প্রেম করো। কয়েকদিন পরে মিয়া বুঝবা ঠ্যালা। :gulti:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, এই শীতে বর্ষাকালের কথা কও ক্যান? 😉 :gulti:
বস কী পূর্ব অভিজ্ঞতা থেকে উপদেশ দিলেন??? 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিহাদের অভিজ্ঞতার অভাব নাই।
:)) :)) :)) =)) =))
তা ঠিক,অভিজ্ঞ জিহাদ ভাই এর দিক্ষআ নাও, সেরাদের সেরা হও...।।
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
কেমন আছ শাহরিয়ার?
বেশ ভালো লিখেছ। ট্যাগে "-১" দিয়েছ ক্যানো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খুব মজা পাইলাম............... 😀 😀 😀 😀 😀
:shy: :shy: :shy: :shy: :shy:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ভালো বুদ্ধি তো :grr: :grr:
লিখা ভালো হইসে। অতি মজার হইসে। 🙂
তা হইলে আসেন আপু প্রাণ খুইলা হাসি…… :)) :)) =)) =))
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ভাল বুদ্ধি মানে ... সামিয়ার মতলবটা কি? 😮
চ্যারিটি বিগিনস এট হোম
সামিয়া মনে হয় একই বুদ্ধি খাটাইবো। 😛 এই ধরনের ব্লগ মেয়েদের পড়তে দেয়া যাবেনা। :no: তাহলে এরা পেইন দেয়ার অনেক পদ্ধতি শিখা ফালাইবো।
তা হইলে আসেন আপু প্রাণ খুইলা হাসি...... :)) :)) =)) =))
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
কিরে ?? ১১ এ আসলে সবাই নামায পরে জানি কিন্তু তুইও যে পরবি তা কল্পনাও করিনি... হা হা হা ... ভাল ... চালিয়ে যা... :clap: :clap: :clap:
আরে ফাহাদ!!! তুই কবে জয়েন করলি?
খুবই মজা পেলুম রে :)) :)) :)) :)) :))
মজা পাইলাম ।।।।।।।
চলো বহুদুর.........
থাঙ্ক্যু থাঙ্ক্যু
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
হা হা হা । মজা পাইসি। =)) :))
vae vule golpota etodin porinae ajke time kattesena tae aslam corom likhso
but mittha kotha bolso beadob polapan fronroll start x-(
:frontroll: :frontroll: :frontroll: পিঠে ব্যথা...আরো দিতে হবে?? 🙁
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
উঠে যাও :grr:
খুবই চমতকার গল্প :dreamy:
নামাজ ইসলাম এর একটা রুকুন ।
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ইসশ.আমারো এইরোকোম একটা বানঢোবি ঠাকটো রে.।আুভরো নাই.টাই বাংলার এই কোরুন ওবোসঠা আজকে.।কেউ হাসবি না..টোর পরেম কাহিনি আমার ভালো লাগসে. :thumbup: :thumbup: :thumbup:
রাহাইত্যা তুই লর্ড ক্লাইভ স্টাইলে বাংলা কওয়া শুরু করলি কবে? 😀
ভাই উইন্ডোস সেটাপ দিছিলাম, অভ্র ছিলো না, এইজন্যে ওই করুণ দশা :bash: :bash:
সুন্দর লিখেছো 🙂
চোমেইত্কার হয়ছে। মোজা লাগিছে।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
ভাই ডিসকো হুযুর
আপনার কেইস দেখে প্রীত হইতে পারলাম না। মনে হইতাছে এর পর আপনার "উনি" আপনাকে নামাজের নিয়ত বলতে বলবেন। সেটা কি মনে আছে?
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:)) :)) :)) :)) :khekz: :khekz: :khekz: :khekz: :pira:
:boss:
"অফটপিকঃউপরের পুরাটাই নিছক গল্প,আমার কল্পনাপ্রবন মনের কষ্টপ্রসূত"-এই কথাটা পুরাই চাপা। :))
in our time 🙂 আমরা ঘুরাইতাম, :just: ফ্রেন্ডরা ঘুরতো(মাস্ফ্যু ভাই তো এখনো ঘুরায় :khekz: ),কিন্তু আজকাল দেখছি তোমরাই ঘুরতেছ!
ব্যাপার কি ?ক্যাডেটদের মৌসুম খারাপ যাইতেছে মনে হয়
x-( এইখানে আবার মাস্ফ্যু ভাই আইলো কোইথিকা x-(
😀 😀 😀 😀 :)) :)) :)) =)) =)) =)) =)) B-) B-) B-) :pira:
duniyar shob premika tor premikar moto hok.............
may allah bless you both......
তোর লেখাটা পইরা কঠিন মজা পাইছি
....এইকালে আবার একটা রিভিশন দেয়া লাগবে মনে হইতেছে :-B
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
এক্সট্রিম হইসে!!! ইহকাল পরকালের সুখ নিশ্চিত!
You cannot hangout with negative people and expect a positive life.
:brick: :brick: :brick: :brick: :brick: :brick: ~x( ~x( ~x( ~x(
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:just: জট্টিল। :ahem: :boss: :boss: :boss:
পইরা খুব মজা পাইছি :khekz:
চালাইয়া যাও
আহসানুল ময়েজ
মামা, এইটাই তাইলে আসল কাহিনী?? :)) =))
শাহরিয়ার পইড়া তো মজাই পাইছিলাম কিন্তু ব্যাটা তুই শেষ লাইনে তো মিজাজটাই গরম কইরা দিলি। অফটপিক বাইর করতেছি তুই এদিকে আয়। :duel: :duel: :chup: :chup:
:clap: :clap: :clap:
পাবলিশ হওয়ার প্রায় ২বছর পর লেখাটা পড়লাম......কিন্তু আবেদনটি যথারীতি হা হা পি গে...... =)) =))
সাবাশ বেটা!
তেলাওয়াত কইলা মজা হাইলাম.... তয় :boss: আয়তুল কুরসী :boss: দিয়া দিলে আরো বালা হইত..
আমারও একই দশা জিএফ =)) এ কইছে যাওনের সময় গাড়িতে সুরাডা মুহস্থ লইব... অখন সুরা খুঝতাছি..... :grr:
মজাক ফাইলাম 😀
তোর লেখাগুলা এত দারুন ক্যান...আমি কিন্তু তোর ফ্যান হয়ে গেছি 🙂
বিষয়টা যেহেতু নামাজ তাই একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের এক ব্যাচ সিনিয়র এক ভাই নামটা গোপন থাকল। মান্নান স্যারের ইসলাম শিক্ষা পরীক্ষায় নামাজের গুরুত্ব বোঝানোর জন্য উদ্দৃতি দিয়ে লিখেছিল- "মহানবী বলেছেন নামাজ না পড়লে মানুষের ভীমরতি ধরে।"
Islam, CCR (1996-2002)
x-( B-)
shawn
বিদিক মজা পাইছি =))
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
ভাবলাম শততম কমেন্টখান আমিই দেই। 😀
এসএসসি এক্সামের আগে একদিন আসরের নামায পড়তে গেসি মসজিদে। আমার আবার নামাজ না পড়ার একটা কুখ্যাতি ছিল কলেজে থাকতে। তো একটা খবিশ টাইপের স্যার ছিলেন। আমাকে মনে করতেন তার চিরশত্রু। আমাকে মসজিদে দেখে '' ইমাম সাহেবকে ডেকে বললেন হুজুর আজকে একটা বিশেষ দিন কারণ হুমায়ুন মসজিদে এসেছে আর মুয়াজ্জিনকে বললেন হুমায়ুঙ্কে আজকে আপনার জায়গাটা ছেড়ে দিন, ইকামাত টা ওই দিক আজকে।'' লজ্জায় তো আমার মাথা কাটা। ঐদিন প্রতিজ্ঞা করসিলাম আর কোনদিন আসরের নামাজ পড়তে মসজিদে যাবনা। ইট সিমস আই কেপট মাই ওয়ার্ড 😀
তুমি গেছো
স্পর্ধা গেছে
বিনয় এসেছে।
:goragori:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:)) খাড়ান খাড়ান আগে হাইসা লই!
আমাকে আমার মত থাকতে দাও...