বয়স সে এক বিশাল ধাঁধাঁ।এই ধাঁধাঁর ঘোর এখন ও আমার কাটলো না।ছোটবেলায় বয়স যখন খুব কম, স্কুলে পড়ি তখন, ক্লাসের এক বান্ধবীকে প্রেম নিবেদন করেছি মাত্র। সাহস ও ছিলনা তখন খুব একটা।স্কুল ছুটির সময় মনে অনেক সাহস সঞ্চয় করে খালি একখানা চিরকূট দিয়ে লিখেছি- ‘তোমায় দেখলে নড়ে হৃদয়ের পেশি’।তারপর সারাদিনের সেকি উত্তেজনা।সে গল্পে আজকে আর না যাই।অবশেষে পরের দিন তিনি যখন ক্লাসে এলেন,আমার তখন হৃদস্পন্দন চলছে মাইক্রো সেকেন্ডে।সারাদিন অপেক্ষায় রেখে ঠিক ছুটির সময় আমাকে পাল্টা আরেক খানা চিরকূট পাঠালেন।তাতে লেখা-‘তোমার বয়স কম,চয়েজ বেশি’।
এরপর ঠিক করেছি,বয়স বাড়ুক তারপর অল্পবয়সী মেয়েকে প্রেম নিবেদন করবো। ততদিনে ভার্সিটিতে উঠে গেছি,দেখেশুনে স্কুল পড়ুয়া এক মেয়ের সাথে ভাব-বিনিময় শুরু করলাম।বলতে গেলে প্রেমের স্কুলের শিক্ষাগুরুর মত তাকে দেখেশুনে বড় করলাম।আমার প্রেমিকা ও ততদিনে ভার্সিটিতে উঠে গেছে।আর সেই হয়েছে কাল।তার চোখ-মুখ ততদিনে ফুটে গেছে।সে গাড়িওয়ালা,বাড়ীওয়ালা ছেলে চিনে গেছে।আর আমার স্থান হয়েছে সাবেকের তালিকায়।মনের দুঃখে তখন তাকে শেষবারের মত একটা চিরকূট পাঠিয়েছি।তাতে লিখেছি- ‘শুকরের যখন দাঁত গজায়,তখন প্রথম কামড়টা ও বাপের পশ্চাতেই দেয়’।
আসলে প্রেমিকাদের সাথে বোধহয় সবচেয়ে মিল স্বৈরাচারীদের সাথে। প্রয়োজনে সে কখন ও আঁতাত করে আবার কখন ও আঘাত করে। এই ঘাত-প্রতিঘাতে সম্পর্কের মান-অভিমানে কি যে নিদারুন হয়ে উঠে এই জীবন।তা গনতন্ত্র-কামী প্রেমিক মাত্রেরই জানা হয়ে গেছে।
আর এই স্বেচ্ছাচারী মনোভাবের শখ মেটাতে গিয়ে কত অপচয়,তাতে আমার মনে পড়ে এই দেশেরই এক রাষ্ট্রপ্রধানের কথা।যিনি এক শুক্রবারে চট্রগ্রামে ছিলেন।সমস্যা আসলে সেটা নয়, আসল কথা জুমার নামাজ পড়া নিয়ে।কিন্তু বিধির কি পরিহাস,নামাজ পড়তে তো পাঞ্জাবি লাগবে,কিন্তু তাতো ঢাকায়।কি আর করা,যেই কথা সেই কাজ। ঢাকা থেকে তার শখের একখানা পাঞ্জাবি জনগনের টাকায় কেনা লাখ টাকার তেল পুড়িয়ে একাকী হেলিকপ্টারে চড়ে গন্তব্য পৌছুলেন। কপাল ভাল,এর বেশি ঘটনা আর এগোয়নি।নইলে সেবার স্কুল পরীক্ষার প্রশ্নে একখানা রচনা আসতো-‘একটি পাঞ্জাবির আত্তকাহিনী’।
জটিল ......
এক্কেবারে খাঁটি কথা .........
আরে....এই লেখার বাকী কমেন্টগুলো কই গেল???
মজা পাইলাম। 😀
কিন্তু এই পর্বটা ছোট হয়ে গেছে। 🙁
দোস্ত,ভুলে অর্ধেক লেখা চলে গেছে। পরেরটা বড় করে লিখবো।
:dreamy: :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি চিন্তা করিস?? ;;)
ভাবতাছি কবে যে আমি এইরকম একখান ব্লগ লিখমু। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লিখার সারমর্ম কিস্যু বুঝছোস? x-(
নাকি খালি প্রেমিকা দেইখ্যাই :chup:
প্রথমটা ভালো ছিল 😛
এই লেখার মূল নায়ক/নায়িকা কে? প্রেমিকা নাকি স্বৈরাচার??? :no:
কিরে কি খবর ? কেমন আছিস?
হ দোস্ত ভালই তুই কেমন?
চলছে গাড়ী কুয়ালালামপুর.........
Eita chotto hoise....
Toy moja paisi.....
size doesn't matter 😉 :grr: :grr: :grr:
কাহিনী কি সত্যি???? লেজেহোমোর কথা মনে হইতেছে-যিনি ছিলেন সবচেয়ে গরিব দেশের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট x-(
শুনলাম,বেটা নাকি তোর চাচা লাগে 😀 বাপ কা বেটা, চাচা কা ভাতিজা...
😮 😮 😮
🙂
এত ছোট কেন ভাই লেখা? 🙁
হবে, আস্তে আস্তে বড় হবে...
=)) =))
আপনার কয়শো প্রেমিকা ছিল ভাইয়া? O:-)
টেন্ডুলকারের ক্যারিয়ারের রানের চেয়ে মান্নার প্রেমিকার সংখ্যা বেশি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কি সব আপত্তিকর প্রশ্ন ? 😉
অমায়িক একটা লেখা হয়েছে।
নিনজা ভাই এইখানকার ঠিকানা পাইলেন কেমনে?? 😛
স্বপ্নে পাইছে 😀
না রে ভাই... ফয়সালের blog থেকেই CCBর খবর পাইসি... তারপর থেকেই পাঙ্খা হয়ে গেসি :clap: :clap: :clap:
হাহাহা....সামিয়ার প্রশ্নে ব্যাপক মজা পাইছি। 😀 😀
মান্না দা, প্রাউড অফ ইউ... :hug:
ফয়েজ ভাইএর দোয়া ছাড়াই তো আপনি শত সন্তানের জনক হইতে পারবেন... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাছাধন, মনে করিস সেই গানটা- যতবার তুমি জননী হয়েছ,ততবার আমি পিতা......... 😉
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:)) :)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাইয়া পরের পর্ব আরেকটু বড় কইরেন।
ভালো আছেন? 🙂
এইতো চলছে 🙂 আর,আপনার সংসার কেমন চলছে?
তোমার (কাল্পনিক??) প্রেমিকা ভাগ্য যতোটা না খারাপ লেখার হাত ঠিক ততোটাই ভালো। তোমাকে কি বলা যায় - এ যুগের রাসপুটিন।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু, কিছু না বলে এক কাজ করি, খালি 😀
আপু, সহমত। :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
শাহাদাত ভাই আপ্নে এত প্রেম করার টাইম পাইলেন কই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
তেরা নম্বর আয়েগা বাবা,জরুর আয়েগা...... 😉
এইডা কি কথা :)) =)) :khekz: :just: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
মান্না পোলাডা নিজেও জানেনা কতটা মজা কইরা ঝরঝরা সব লেখা সে লিখতে পারে :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, বাইঁচা আছেন?
‘তোমার বয়স কম,চয়েজ বেশি’।
দোস্তো...খুবই মজা পাইলাম...
কিন্তু, পড়া শুরু না করতেই শেষ হয়ে গেল...পরেরটাতে পুষিয়ে দিস...
জোস লাগলো 😛
আবারো একটা ফাটাফাটি লেখা ...৫+++
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শালা, নাটকের কি খবর ?
শালা, নামে তো কোনো নাটক বানাই নাই 😛
এই তো দোস্ত আজ আর কাল ফাইনাল এডিটিং....
আমি ফোন দিমুনে রাত্রে....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এক্স ফ্যাক্টর ওয়ালা মান্না ভাই বস :hatsoff: :hatsoff: :hatsoff:
গুরু একটু দীক্ষা দিয়েন।
আগে শিক্ষা, তারপর দীক্ষা 😀
মান্না ভাই , আম্রা কি দোষ করলাম ? :-/ 🙁 গতবার নতুন ব্যাচ এর reception এ আপনার সব কাজ আমি কইরা দিলাম র আম্নে আমারে একটু শিক্ষা দিলেন না ??? 🙁 🙁 আমার তহ একটু বোনাস পাওয়ার কথা 😕 🙁 এইবার ১১ তারিখে সব পাওনা সুদে আসলে বুঝিআ লমু ;;) :dreamy:
সুদ খাওয়া হারাম। আর আমি হারামের কাম করিনা। 😀