কেউ-ই আজকাল আর আমাকে দেখেশুনে রাখছেনা,তাই খুব দুষ্টু হয়ে যাচ্ছি।আচার-আচরণে,স্বভাবে কিংবা প্রেমিকার অভাবে চরিত্রের ধরন হয়ে যাচ্ছে সরকারি দলের ছাত্র-সংগঠনের মত।মানে মুরগির বাচ্চার চোখ না ফুটতেই ডিম পাড়ার ভাব। আমার এই অস্থিরতা দেখে কাছের এক বড় ভাই যিনি আবার এক বহুজাতিক কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা,ডেকে বললেন-
‘শোন গাধা, ভাত ছিটানো যার স্বভাব, হয়না তার কাকের অভাব’।
আমি বললাম-গুরু, কিছুই তো বুঝলামনা। আবার আমায় সহজ করে বুঝিয়ে দিয়ে বললেন-‘টাকা খরচ কর, তাতে দেখবি আর যাই হোক প্রেমিকার অভাব হবেনা’।আমি বললাম,সে কি সম্ভব?উনি খুব খেপে গিয়ে আমারে বললেন-‘ব্যাটা, টাকায় আজকাল মা পাওয়া যাচ্ছে, আর তুই প্রেমিকা পাসনা ?’জিজ্ঞেস করলাম,সেটা আবার কিরকম ?তারপর উনি যা বর্ননা দিলেন- ‘আরে সেদিন ছিল বিশ্ব মা দিবস,আমাদের আবার এইসব দিবস-টিবস তো অফিসিয়াল ভাবেই পালন করতে হয়।তাই অফিসের বিদেশী বস ডেকে বললেন-কুদস,(ভাইয়ার পিতৃপ্রদত্ত নাম হল আবদুল কুদ্দুস,কিন্তু উনি এই নামেই আজকাল পরিচিত)তোমাকে তো সাভারে মা দিবস অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হল। আর তোমার মূল কাজ হল অনুষ্ঠানে কিছু মা নিয়ে আসতে হবে’।আমি তারপর গল্পের মাঝখানে বেরসিকের মত প্রশ্ন করলাম,তারপর কি করলেন গুরু ?বললেন-‘যেই ভাবা সেই কাজ, ট্রাকে করে শ’দুয়েক মা ভাড়া করে নিয়ে আসলাম।আর অনুষ্ঠান ব্যাপক খাইছে লোকজন আর বস ও খুশী,এই ধাক্কায় পদোন্নতি ও পেয়ে যেতে পারি’।আমি বললাম-‘বস,করছেন কি?আপনে তো একটা জিনিষ। দয়া করে আরেকটা কাজ করেন-আপনারা এবার একটা বিশ্ব প্রেমিকা দিবস চালু করেন,আর এই কাজের টেন্ডারটা খালি আমারে দেন,দেখবেন- ট্রাকে ট্রাকে ভরে প্রেমিকা নিয়ে আসব’।
সত্যি বলতে কি,আমার মাথায় এই প্রেমিকা দিবসের আইডিয়াটা নিজে থেকে কিন্তু আসেনাই।আমার এক পুরানো প্রেমিকা,যাকে দেখে আমি এই প্রচলিত কথায় বিশ্বাস করি-মেয়েদের ভাইটাল স্ট্যাটিক্টিস নাকি চার অঙ্কে, ৬০-৩৬-২৪-৩৬ এইভাবে। শেষের তিনটা তো সবাই জানে, কিন্তু প্রথমটা নাকি মেয়েদের মাথার সাইজ।বন্ধু কামরুলের কাছে এই কথাটা যখন আমি প্রথম শুনি,তখন শুধুই ঠাট্টা মনে করতাম। কিন্তু এখন মনে-প্রানে বিশ্বাস করি।যার কথা বলছিলাম,আমার সেই প্রিয়তমা খুব রূপচর্চা করত আর Ramp মডেল হিসেবে তখন বেশ নাম কামিয়েছে। আমি বলতাম,এত রূপচর্চা করে কি হবে?আমাকে বলতো, ও নাকি মিস ওয়ার্ল্ড হবে।আমি বলতাম,কি যে বলোনা?এও কি সম্ভব ?ও তখন বলত-দেখো,আমি বুঝে গেছি এই বিউটি কম্পিটিশানগুলো সব বহুজাতিক কোম্পানীগুলোর বিশেষ করে প্রসাধনীর একধরনের ব্যবসা।শুনে আমি বলি,এর সাথে তোমার মিস ওয়ার্ল্ডের কি সম্পর্ক?ও বলে- দেখ,আজকাল ভারত আর চীন থেকেও নিয়মিত বিশ্বসুন্দরী বের হচ্ছে।এর কারণ এই দুই দেশেরই বিশাল বাজার রয়েছে।ঘরে ঘরে মেয়েরা তাই এখন রূপচর্চা শুরু করেছে।আর বুঝো,দুই দেশে মেয়ে আছে একশ কোটির উপর।এরা সবাই যদি ঠোঁটে লিপস্টিক দেয়া শুরু করে,কার লাভ বেশি?আমি ওর কথা শুনে তাজ্জব বনে গেলাম,আর বলি-বটে,এত বুদ্ধি তোমার ঘটে।কিন্তু এরজন্য তুমি বিশ্বসুন্দরী হবে কিভাবে?তখন ও বলে-‘আমাদের জনসংখ্যা দেখছ কত?এরপরের বিশাল বাজার তো আমরাই।আর ওরা তাই এখন বাংলাদেশের বিশ্বসুন্দরী খুঁজছে।আর এখানেই তো আমার সুযোগ’।এরপর আমি ওকে আপসোস করে বলেছি-
‘শেষমেষ তো পিঁপড়াই খাবে দেহখানি, যখন তুমি থাকবে অন্ধকারকূপে,
ডাকে আমার ভালবাসা দিয়ে হাতছানি,মরতে চাই ডুবে তোমার রূপে’।
:)) :)) :))
প্রথমবারের মত প্রথম হইলাম। :clap: :clap: :clap: :clap:
খুব অন্যায় কথা :((
কাজটা মোটেও ঠিক করিসনি... তোর ব্যান চাই...
কাহিনী তো মিনি থেকে মাইক্রোর দিকে যাচ্ছে 😛 । আর খবর কি দোস্ত? কামস এর নাম্বারটা পারলে ফেসবুক মেসেজে পাঠাস তো । লেখা ভালা লাগছে ।
মাইক্রো থেকে হবে ন্যানো,তারপর পিকো,তারপর ফেমটো,তারপর অটো।। 😀
নাম্বার দিছি।চেক কর।
কল দিছি, ওতো ভালো হয়ে গেছে । ন্যানো এর পরে এইগুলা কি কইলি, গ্যাজ মারলিনাতো 😛
😛 ফেমটো পর্যন্ত ঠিকাছে কিন্তু অটোটার কথা জানিনা
ফেমটো পর্যন্ত জানিস আর ব্যাটা অটো শিখিস নাই, আর ও জানতে হবে। 😀
😕 বাঁচতে হলে জানতে হবে 😕
জানার কোনো শেষ নাই,জানার চেষ্টা বৃথা তাই। 😀
কঠিন ...... :)) :)) :)) :)) :)) :))
হা হা। জটিল।
দারুণ দোস্ত!!
:)) :)) :))
তোরা আমার জন্য বুকভরা ভালবাসা ছাড়া নেপাল থেকে আর কি নিয়ে আনলি ?
:)) :)) :))
:khekz: :khekz: :pira:
মিস ওয়ার্ল্ডের কনসেপ্ট টা ভালো ছিল :))
দারুণ মজা পাইলাম দোস্ত :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তুই কি ডুব মারলি ?
:)) :)) :)) :))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মান্নারে ধইরা কইষ্যা একটা মাইর দেয়া দরকার 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই,আমি আবার কি করলাম? আমার অপরাধ ?
আমার জানামতে এই কনসেপ্টতা সত্যি-বিশেষ কারণে মার্কেটিঙ্গের কয়েকটা ক্লাসে সিট-ইন করছিলাম-ঘটনাক্রমে তখন ঠিক এই জিনিসটাই ক্লাসে পড়াইতেছিল।পর পর চারবার মিস ওয়ার্ল্ড/ইউনিভার্স(সুস্মিতা,লারা দত্ত,যুক্তামুখী,ঐশ্বরিয়া,প্রিয়াঙ্কা চোপড়া) ইন্ডিয়া থেকে হবার পর ইন্ডিয়ার মার্কেট যখন কস্মেটিক্স নির্মাতাদের দখলে চলে আসল-এর পর শুরু হল আফ্রিকার দিকে নজর।মিস নাইজেরিয়া যখন মুকুট জিতল তখন এক নামকরা দৈনিকে সংবাদ শিরোনাম ছিল-"শি ইজ নট মিস ইন্ডিয়া!"
বেশি করে কসমেটিক্স ব্যবহার কর হে নারীজাতি- বৌদ্ধিক বিকাশের দরকার নেই,মানসিক উৎকর্ষতাও বাজারে নিষ্প্রয়োজন-খালি ফেয়ার এন্ড লাভলি মাখো এবং বেশি করে ফর্সা হও! নিজেকে পুরুষদের সামনে উৎকৃষ্ট পন্য হিসেবে উপস্থাপিত করতে না পারলে তো তোমার জীবন বৃথা! মনে পড়ে যায় ডঃহুমায়ুন আজাদের কথা- "আগে কাননবালারা আসত পতিতাপল্লী থেকে আর এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।পড়াশোনায় যে মেয়েটি দারুন উজ্জ্বল,যে নিজ বিষয়ে চমৎকার সব গবেষণা করেছে-তার প্রতিযোগিতা করতে হচ্ছে তৃতীয় শ্রেণীর মূর্খ নির্বোধ পুতুল ওই রংচঙ্গা মেয়েটির সাথে- আর নির্বোধতর মানুষজন গুরুত্ব বেশি দিচ্ছে ওই মস্তিষ্কহীন মেয়েটাকেই"
বি দ্র-আমার এ মন্তব্য মেয়েদেরকে অসম্মান করার উদ্দেশ্যে নয়,বরং শুধুমাত্র সৌন্দর্য দিয়ে তাঁদেরকে বিচার করার এবং মেয়েদের নিজেদেরও নিজেকে পন্য ভাবার যে মানসিকতা-এটি পর্যবেক্ষণ করে বিরক্তির বহিঃপ্রকাশ মাত্র।নারীদের যোগ্যতা বা সাফল্য নিয়ে মন্তব্য করার মত ধৃষ্টতাও আমার নেই।প্লিজ কেউ ভুল বুঝবেন না।
বাহ বাহ !! তুই তো দারুন মন্তব্য করলি... তোকে অভিনন্দন এবং সহমত :thumbup:
:thumbup: সাবাশ ভাগিনা
ঠিক কথা কৈসেন বস, লাকস চানেল আই এ দেখছি যেগুলা আসছে, একটাও ঠিকমত বাংলা বলতে পারে না x-( x-( x-(
:shy: লাক্স চ্যানেল আই সুপারস্টার মুক্তা আমার :just: পরিচিত বড়আপু এবং পিসিসির রকিব ভাইয়ের :just: ফ্রেন্ড(প্রেমিকা না কিন্তু)
😮 ;;; 😀 😀 :dreamy:
মাস্ফ্যু দেখি তো অনেক বড় হয়ে গেছিস,আজকাল অনেক কিছুই বুঝে ফেলিস তাড়াতাড়ি। :))
মাস্ফ্যু দেখি তো অনেক বড় হয়ে গেছিস,আজকাল অনেক কিছুই বুঝে ফেলিস তাড়াতাড়ি।
অটো ঠিক আছে। মান্না হাত খুলে লিখে যা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু ধন্যবাদ। আর মজার ব্যাপার হল,আমি এক্সা থেকে অটো পর্যন্ত জানি,ছোটবেলায় শিখছিলাম। 🙂
নূরাপ্পু আপনিও কপি করা শুরু করলেন????কি দিন আসলো :((
চমৎকার লাগলো... :salute:
:clap:
মিজাক পাইলাম লাভার বয় 😡 শাহাদাত, চালাইয়া যাও তোমার প্রেমের গাড়ি :guitar:
ভাই,গাড়ির জ্বালানির দাম তো দিন দিন বাড়তাছে। কি করা যায় ?
তুমি এতগুলা প্রেমিকা পুষবা আর জ্বালানির দাম বাড়বনা এইটা কেমনে ভাবলা? এক কাজ কর, গাড়ি গুলা সব সিএনজি কইরা ফালাও ;;;
ছোটোরা জানতে চায়, কেমনে সিএনজি করে. :frontroll: :frontroll: :-B
ভাইয়া,তেলের গাড়ী বেশীদিন টিকে,তাই সিএনজির ভরসা পাইনা। 😉
:thumbup: :thumbup: :thumbup:
:clap: :clap: :clap:
ভাইয়া একটা দিয়েন............লোন হিসাবে...ফেরত দিয়া দিমু।। 😀 😀 😀
ঋণখেলাপি হিসাবে নাম কামাবার খুব শখ হইছে ? 😉
ঋণখেলাপি হমু না সিওইর......খালি দিয়াই দেখেন না ভাই...অনেক যতন কইরা রাখুম... B-) B-) B-)
😀 😀 😀 😀
বড় হও দাদাঠাকুর,তারপর তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব 😀
🙁 🙁 🙁 🙁 🙁 আমি কি এখনও ছুডু নাকি 😕 😕 😕 :(( :(( :(( :((
মান্না, আমি অপেক্ষায় আছি। তোর প্রেমিকাদের যে কয়টা আমার চেনা জানা, এখনও একটার কথাও লিখিস নাই। তাই কমন ফেলতে পারতেছি না। 😀
www.tareqnurulhasan.com
নিজের প্রেমিকাদের কথা আমার ঘাড়ে কেনো যে চাপাস? ভাবি আছে,নইলে সেই সব কাহিনী কিন্তু ..........। 😉
😮 😮 😮 :-/ :-/ :-/ :-/
প্রেম্প্রিতিমাইন্সেকরে??
প্রেম্মাইন্সেইকরেকিন্তুবুইঝাশুইন্নাকরে 😀
নারে মাস্ফ্যু, তুই আসলেই বড় হয়ে গেছিস 😀
হাফ সেঞ্চুরি :grr:
হাফ সেঞ্চুরি করে কি তোর নিজেকে রসু খাঁ মনে হচ্ছে 😉
:(( :(( :((
‘শোন গাধা, ভাত ছিটানো যার স্বভাব, হয়না তার কাকের অভাব’।
=)) :pira:
নাউজুবিল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ, 😛 😛 😛