০১।
১৯৬৯ এর গন অভ্যুথ্বানের এই শিশুটি (টোকাই বা পথশিশু) একটি মিছিলের সর্বাগ্রে । ছবি রশিদ তালুকদার – অটোগ্রাফ এবিপি
০২।
১৯৭০ সালে ছাত্র-ছাত্রীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছবি রশিদ তালুকদার – অটোগ্রাফ এবিপি
ঐ মিছিলের আরেকটি ছবি। ছবি রশিদ তালুকদার – দৃক গ্যালারি
০৩।
১৯৭১ সালের মার্চ মাসে ন্যাশনাল এসেম্বলির মিটিং স্থগিত করা হলে বাংলা চারু ও কারু শিল্পী সংগ্রাম পরিষদ মিছিল বের করে। এখানে উল্লেখ্য স্বা ধী ন তা শব্দগুচ্ছ। ছবি রশিদ তালুকদার – অটোগ্রাফ এবিপি
০৪।
সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি মানুষজন তীর-ধনুক, বল্লম, টোটা, বাশ নিয়েও যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করে। ছবি জালালুদ্দিন হায়দার – অটোগ্রাফ এবিপি
এরপর আসে ২৫শে মার্চের কালোরাত। অপারেশন সার্চলাইট।
০৫।
১৯৭১ সালে পাক মিলিটারি আগ্রাসনের পরে, চৌগাছা, যশোর। ছবি মোহাম্মদ শফি – অটোগ্রাফ এবিপি
০৬।
১৯৭১ সালে একটি মুক্তিবাহিনী ট্রেনিং ক্যাম্প থেকে। ছবি বেগার্ট ইন্সটিটিউট
০৭।
বারাসাত, চৌদ্দ পরগণা র এক শরণার্থি শিবির থেকে। ছবি আবদুল হামিদ রায়হান – অটোগ্রাফ এবিপি
০৮।
দুই লক্ষ বীরাঙ্গনা দের একজন। ছবি নাইব উদ্দিন আহমেদ – অটোগ্রাফ এবিপি
০৯।
দুই নারী মুক্তিযোদ্ধা শাপলা, পানা দিয়ে ঢেকে মুক্তিযোদ্ধা দের জন্য গ্রেনেড নিয়ে যাচ্ছেন। ছবি মোহাম্মদ শফি – অটোগ্রাফ এবিপি
১০। সহযোদ্ধা পাকিস্থানীদের গুলিতে আহত হলে তাকে কাধে করে নিয়ে যাচ্ছেন আরেকজন মুক্তিযোদ্ধা। ছবি নাইব উদ্দিন আহমেদ – অটোগ্রাফ এবিপি
১১।
দুই শিশু-কিশোর রকেট শেলের মাঝে দাড়িয়ে আছে, যশোর, ১৯৭১। ছবি আবদুল হামিদ রায়হান – দৃক গ্যালারি
১১।
ঢাকায় গেরিলা অপারেশন। ছবি কিশোর পারেখ
১২।
পরাজয়ের ঠিক পূর্ব মুহুর্তে পাকিস্থানিরা আমাদের বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে নিয়ে গিয়ে অত্যাচারের পর রায়েরবাজার (বধ্যভূমি) এ নিয়ে হত্যা করে। একজনের কর্তিত মস্তক। ছবি রশিদ তালুকদার – দৃক গ্যালারি
১৩।
১৬ই ডিসেম্বর ১৯৭১ রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দি উদ্যান) ছবি কিশোর পারেখ
১৪।
পরাজিত পাকিস্থানি সেনাবাহিনী, ১৬ই ডিসেম্বর ১৯৭১। ছবি আফতাব আহমেদ – দৃক গ্যালারি
১৫।
বিজয়ী বেশে মুক্তিযোদ্ধারা ফিরছেন দেশে। ছবি জালালুদ্দিন হায়দার – দৃক গ্যালারি
১৬।
১০ই জানুয়ারি ১৯৭২ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসছেন স্বাধীন দেশে। ছবি রশিদ তালুকদার – দৃক গ্যালারি
২০০৮ সালের ৪ঠা এপ্রিল থেকে ৩১ শে মে পর্যন্ত লন্ডনের রিভিংটন প্লেস গ্যালারি তে বাঙলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও এর প্রেক্ষাপট নিয়ে চিত্র প্রদর্শিত হয় অটোগ্রাফ এবিপি ও দৃক গ্যালারির উদ্যোগে। উপরের ছবিগুলো গার্ডিয়ান ও দৃক গ্যালারি র সৌজন্যে প্রাপ্ত। এছাড়া কিশোর পারেখের কিছু ছবি নেয়া হয়েছে।
*** স্বাধীনতা দিবস সম্পর্কে একটি লেখা। লিঙ্ক।
ছবি কথা বলে যায়।
ধন্যবাদ ভাইয়া।
হ্যা, ছবি কথা বলে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:clap:
খুব ভাল কাজ করছেন রাজীব ভাই।
ছবিগুলো আমরা যারা যুদ্ধ দেখি নাই, তাদের জন্য অনেক কিছু বুঝতে সাহায্য করবে। তখনকার সময় সম্পপরকে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
প্রথম ছবিতে সেই টোকাই ছেলেটির ছবি আমি আগেও অনেকবার দেখেছি। প্রতিবারই গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ।
কিশোর পারেখ এর দুইটা ছবি নিয়ে প্রায় অনেকেরই ভুল ধারণা আছে। সেটা নিয়ে ভুল ধারণা এক সময় আমারো ছিলো। অনেক আগেই ককেটে গেছে। তো ভাবলাম সেইটা নিয়া লিখি।
ওই ছবিগুলা ঘাটতে ঘাটতে ফটোগ্রাফার দের নাম বিবরণ সহ উপরের ছবিগুলো পেলাম।
ভাবলাম একসাথে থাকুক। রেফারেন্স হিসাবে থাকলো।
বেশিরভাগ পাবলিক তো স নিজের নাম এ চালাইয়া দেয়।
হ্যা জানা যায় অনেক কিছুই। জানার দরকার ও আছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ছবি গুলো খুব রেয়ার। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। শহীদ বুদ্ধিজীবীর যে ছবিটা শেয়ার করেছেন সেটা কি কোন মহিলার খণ্ডিত মস্তক?
সাদেক সোহাগ
ধন্যবাদ।
আমি কখনোই ভাবি নাই সেইভাবে। আমার মনে হয়েছিলো পুরুষের মাথা।
তোর প্রশ্নের পর কনফিউজড হয়ে গেলাম।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:boss: :boss: :boss: :boss:
ধন্যবাদ আপা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সবই দেখা ছবি, কিন্তু এগুলো কখনো পুরানো হবেনা।
প্রথম ছবির বাচ্চাটা শুনেছি একটু পরেই পুলিশের গুলিতে মারা গিয়েছিল। জানো কিছু এই ব্যাপারে?
কিশোর পারেখের ঐ ছবি নিয়ে তো লিখলা না?
জানি না ভাইয়া।
হ্যা লিখবো। অর্ধেক লিখে রেখেছি।
আসলে লিখতে গিয়েই এই ছবি গুলা প্রপার ফরম্যাটে পেলাম। তাই দিয়ে দিলাম।
অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য সাদিক ভাই।
আসলেই কখনো পুরানো হবে না।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আর হ্যা সাদিক ভাই আপনিও লেখা শুরু করুন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দ্বিতীয় আর তৃতীয় ছবিতে ঐ সময়ে মেয়েদের সামাজিক/ রাজনৈতিক অবস্থান নিয়ে একটা স্পষ্ট আউট লাইন পাওয়া যায়। স্বাধীনতার এত বছর পরেও কি আমার এমন সচেতন আর ডেডিকেটেড মেয়েদের কোন মিছিল দেখেছি??
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ভালো বলেছেন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাল কম্পাইলেশন। প্রিয়তে থাকুক। মাঝে মাঝে দেখা যাবে।
রেফারেন্সও দেয়া যাবে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অসংখ্য ধন্যবাদ ভাই।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দারুন একটা সংগ্রহ রাজীব ভাই। শেয়ার করার জন্য ধন্যবাদ :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ