১৯৭১ বাঙলাদেশ স্বাধীনতা যুদ্ধ

০১।
১৯৬৯ এর গন অভ্যুথ্বানের এই শিশুটি (টোকাই বা পথশিশু) একটি মিছিলের সর্বাগ্রে । ছবি রশিদ তালুকদার – অটোগ্রাফ এবিপি

child-1561

০২।
১৯৭০ সালে ছাত্র-ছাত্রীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছবি রশিদ তালুকদার – অটোগ্রাফ এবিপি 

girlsmarch-5711

ঐ মিছিলের আরেকটি ছবি। ছবি রশিদ তালুকদার – দৃক গ্যালারি

women-marching-in-streets-of-dhaka-in-1971-1152

০৩।
১৯৭১ সালের মার্চ মাসে ন্যাশনাল এসেম্বলির মিটিং স্থগিত করা হলে বাংলা চারু ও কারু শিল্পী সংগ্রাম পরিষদ মিছিল বের করে। এখানে উল্লেখ্য স্বা ধী ন তা শব্দগুচ্ছ। ছবি রশিদ তালুকদার – অটোগ্রাফ এবিপি 

march-6414
০৪।
সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি মানুষজন তীর-ধনুক, বল্লম, টোটা, বাশ নিয়েও যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করে। ছবি জালালুদ্দিন হায়দার – অটোগ্রাফ এবিপি

arrows-585

এরপর আসে ২৫শে মার্চের কালোরাত। অপারেশন সার্চলাইট।
০৫।
১৯৭১ সালে পাক মিলিটারি আগ্রাসনের পরে, চৌগাছা, যশোর। ছবি মোহাম্মদ শফি – অটোগ্রাফ এবিপি houserubble-3650

০৬।
১৯৭১ সালে একটি মুক্তিবাহিনী ট্রেনিং ক্যাম্প থেকে। ছবি বেগার্ট ইন্সটিটিউট

mangun-4319

০৭।
বারাসাত, চৌদ্দ পরগণা র এক শরণার্থি শিবির থেকে। ছবি আবদুল হামিদ রায়হান – অটোগ্রাফ এবিপি
village-9010

০৮।
দুই লক্ষ বীরাঙ্গনা দের একজন। ছবি নাইব উদ্দিন আহমেদ – অটোগ্রাফ এবিপি
hair-9638
০৯।
দুই নারী মুক্তিযোদ্ধা শাপলা, পানা দিয়ে ঢেকে মুক্তিযোদ্ধা দের জন্য গ্রেনেড নিয়ে যাচ্ছেন। ছবি মোহাম্মদ শফি – অটোগ্রাফ এবিপি
Basket-2221
১০। সহযোদ্ধা পাকিস্থানীদের গুলিতে আহত হলে তাকে কাধে করে নিয়ে যাচ্ছেন আরেকজন মুক্তিযোদ্ধা। ছবি নাইব উদ্দিন আহমেদ – অটোগ্রাফ এবিপি
carrycomrade-5024
১১।
দুই শিশু-কিশোর রকেট শেলের মাঝে দাড়িয়ে আছে, যশোর, ১৯৭১। ছবি আবদুল হামিদ রায়হান – দৃক গ্যালারিchildren-and-shells
১১।
ঢাকায় গেরিলা অপারেশন। ছবি কিশোর পারেখ
931500
১২।
পরাজয়ের ঠিক পূর্ব মুহুর্তে পাকিস্থানিরা আমাদের বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে নিয়ে গিয়ে অত্যাচারের পর রায়েরবাজার (বধ্যভূমি) এ নিয়ে হত্যা করে। একজনের কর্তিত মস্তক। ছবি রশিদ তালুকদার – দৃক গ্যালারি dismembered-head-in-rayerbajar-rashid-talukder-1111

১৩।
১৬ই ডিসেম্বর ১৯৭১ রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দি উদ্যান) ছবি কিশোর পারেখ
936500
১৪।
পরাজিত পাকিস্থানি সেনাবাহিনী, ১৬ই ডিসেম্বর ১৯৭১। ছবি আফতাব আহমেদ – দৃক গ্যালারি pakistani-soldiers-surrendering-aftab-ahmed-1161
১৫।
বিজয়ী বেশে মুক্তিযোদ্ধারা ফিরছেন দেশে। ছবি জালালুদ্দিন হায়দার – দৃক গ্যালারি
victorious-muktis-returning-home-523

১৬।
১০ই জানুয়ারি ১৯৭২ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসছেন স্বাধীন দেশে। ছবি রশিদ তালুকদার – দৃক গ্যালারি mujib-returns-to-bangladesh

২০০৮ সালের ৪ঠা এপ্রিল থেকে ৩১ শে মে পর্যন্ত লন্ডনের রিভিংটন প্লেস গ্যালারি তে বাঙলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও এর প্রেক্ষাপট নিয়ে চিত্র প্রদর্শিত হয় অটোগ্রাফ এবিপি ও দৃক গ্যালারির উদ্যোগে। উপরের ছবিগুলো গার্ডিয়ান ও দৃক গ্যালারি র সৌজন্যে প্রাপ্ত। এছাড়া কিশোর পারেখের কিছু ছবি নেয়া হয়েছে।

*** স্বাধীনতা দিবস সম্পর্কে একটি লেখা। লিঙ্ক। 

১৭ টি মন্তব্য : “১৯৭১ বাঙলাদেশ স্বাধীনতা যুদ্ধ”

  1. সামিউল(২০০৪-১০)

    :clap:
    খুব ভাল কাজ করছেন রাজীব ভাই।
    ছবিগুলো আমরা যারা যুদ্ধ দেখি নাই, তাদের জন্য অনেক কিছু বুঝতে সাহায্য করবে। তখনকার সময় সম্পপরকে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

    প্রথম ছবিতে সেই টোকাই ছেলেটির ছবি আমি আগেও অনেকবার দেখেছি। প্রতিবারই গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      ধন্যবাদ।

      কিশোর পারেখ এর দুইটা ছবি নিয়ে প্রায় অনেকেরই ভুল ধারণা আছে। সেটা নিয়ে ভুল ধারণা এক সময় আমারো ছিলো। অনেক আগেই ককেটে গেছে। তো ভাবলাম সেইটা নিয়া লিখি।
      ওই ছবিগুলা ঘাটতে ঘাটতে ফটোগ্রাফার দের নাম বিবরণ সহ উপরের ছবিগুলো পেলাম।
      ভাবলাম একসাথে থাকুক। রেফারেন্স হিসাবে থাকলো।
      বেশিরভাগ পাবলিক তো স নিজের নাম এ চালাইয়া দেয়।

      হ্যা জানা যায় অনেক কিছুই। জানার দরকার ও আছে।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
  2. কাজী সাদিক (৮৪-৯০)

    সবই দেখা ছবি, কিন্তু এগুলো কখনো পুরানো হবেনা।

    প্রথম ছবির বাচ্চাটা শুনেছি একটু পরেই পুলিশের গুলিতে মারা গিয়েছিল। জানো কিছু এই ব্যাপারে?

    কিশোর পারেখের ঐ ছবি নিয়ে তো লিখলা না?

    জবাব দিন
  3. অরূপ (৮১-৮৭)

    দ্বিতীয় আর তৃতীয় ছবিতে ঐ সময়ে মেয়েদের সামাজিক/ রাজনৈতিক অবস্থান নিয়ে একটা স্পষ্ট আউট লাইন পাওয়া যায়। স্বাধীনতার এত বছর পরেও কি আমার এমন সচেতন আর ডেডিকেটেড মেয়েদের কোন মিছিল দেখেছি??


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন একটা সংগ্রহ রাজীব ভাই। শেয়ার করার জন্য ধন্যবাদ :boss:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।