ইন্টারনেট এ আসুন (সম্পাদিত :p)

ইন্টারনেট এ আয় করা যায় এটা সবাই জানে। কিন্তু সত্যি সত্যি টাকা পাওয়া যায় এরকম সাইট খুব কম আছে। বেশিরভাগ ই ভূয়া। আমি খুঁজতে খুঁজতে একটা সাইট পেয়েছি যেটাতে সত্যি ইনকাম করা যায়। PTC সাইট এর নাম অনেকে শুনে থাকবেন। মানে PAY TO CLICK। অর্থাৎ তাদের দেয়া লিংক এ click করতে হবে। বিনিময়ে তারা pay করবে। এখান এ click করুন। আরেকটা ট্যাব এ Alertpayতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিন। তারপর এখান থেকে register এ click করুন। নিচের মতো পেজ আসবে
এটা পুরন করুন। পোস্ট পছন্দ হলে referrar এর জায়গায় দয়াকরে rahixccr দিন। তাহলে reg কমপ্লিট। এরপর শুরু আপনার আয়ের পালা । লগইন হয়ে যাবার পর সাইট এর মেনুবার থেকে Surf Ads এ ক্লিক করুন। Surf Ads এ ক্লিক করার পর নিচের চিত্রের মত একটা পেজ আসবে সেখানে কিছু এড দেয়া থাকে এবং সে এড গুলোর মধ্যে একটা এড ওপেন করুনঃ

যেকোন এড নতুন ট্যাবে ওপেন হবে এবং পেজ লোড হয়ে যাবার পর নিচের চিত্রের মত টাইম চলতে শুরু করবে। ( পেজটি আবার বন্ধ করে দিয়েন না অপেক্ষা করুন ৩০ সেকেন্ড)
এবার ৩০ সেকেন্ড পর আপনি পাবেন নিচের চিত্রের মত দেখতে পাবেন তখন পেজটি বন্ধ করে দিন।
এভাবেই প্রতিটি এড ওপেন করুন আর বন্ধ করুন।

এই সাইটে বেশি আয়ের জন্য কিছু পরামর্শঃ এই সাইট প্রতি দিন নতুন নতুন এড দেই সর্বনিম্ন ১০টা থেকে সর্বোচ্চ ১০০ টি করে এড দেই কিন্তু কখন কোন সময় দেই তা বলা মুস্কিল আমি প্রতিদিন এখান থেকে ১থেকে ২.৫ ডলার পর্যন্ত পায়। আমি সারাক্ষণ অনলাইন এ থাকি তাই আমি এখানে ২ ঘন্টা পর পর ভিজিট করি।

এখানে সর্বনিম্ন ৩৭ থেকে সর্বোচ্চ ১০০ ডলার হলেই টাকা ক্যাশ-আউট করতে পারবেন।

> বেশি বেশি আয় করার জন্য আপনি আপনার রেফারেল ব্যবহার করতে পারেন। < এখানে মজার ব্যাপার হল আপনার রেফারেল অ্যাড এ ক্লিক করলে আপনিও ডলার পাবেন। ভালো লাগলে আওয়াজ দিন ফেসবুক এ। আর রেফারেল হিসেবে rahixccr দিতে ভুলবেন না।

১৬৩ টি মন্তব্য : “ইন্টারনেট এ আসুন (সম্পাদিত :p)”

  1. তাইফুর (৯২-৯৮)

    হুম্মম্মম্মম্ম ... বিতর্কিত বিষয় ...

    আমি সারাক্ষণ অনলাইন এ থাকি তাই আমি এখানে ২ ঘন্টা পর পর ভিজিট করি।
    এখানে সর্বনিম্ন ৩৭ থেকে সর্বোচ্চ ১০০ ডলার হলেই টাকা ক্যাশ-আউট করতে পারবেন।

    নামের পাশে সন তারিখ নাই, তাই আপনি করেই বলি ...
    এ পর্যন্ত কত টাকা / ডলার ক্যাশ-আউট করতে পারছেন ??
    :khekz: :khekz: :khekz:

    (এডু মডু'রা কি মডারেশন ছেড়ে দিল নাকি ?? 😕
    এই ধরনের সস্তা পোষ্ট এই ব্লগে আশা করি নাই ... :no: ) (সম্পাদিত) (সম্পাদিত)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সিনিয়র জুনিয়র নির্বিশেষে তুই-তুকারি করে ইন্টারনেটে আসার (ইন্টারনেট এ আয়) কথা বলায় তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানালাম... ;))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)

    মডারেশন পোষ্ট টা মনে হয় খালি হইছে। আমি এপ্লাই করতে চাই।
    সিসিবি তে মনে হয় এইটাই বাকি ছিলো।

    বোল্ড এন্ড বিউটিফুল তাইফু ভাই এর সাথে একমত।

    এই ধরনের সস্তা পোষ্ট এই ব্লগে আশা করি নাই
    জবাব দিন
  4. টিটো রহমান (৯৪-০০)

    আছ্চা ভাইয়া আমার কয়েকটা প্রশ্ন ছিলো--------
    ১. পেমেন্ট কি চেক এ হয় না ক্যাশে?
    ২. প্রতিদনের টাকা কি প্রতিদিন পাওয়া যায়?
    ৩. এর জন্য কি আমাকে কোনো ব্যাংক এ এ্যাকাউন্ট খুলতে হবে?
    ৪. ক্যাশ আউট কি? এটা করতে কি আমার প্রিন্টার কিনতে হবে? কিনতে হলে কোনটা কিনবো?
    ৫. ডলার কুব সহজে কোথায় ভাঙানো যায়?

    :grr: :grr: :grr:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    পোষ্ট প্রিয়'তে নিতে চাচ্ছি না ...
    লেখক'কে কিভাবে প্রিয়'তে নেয়া যায় কেউ একটু বলবেন প্লিজ ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অফিস এ আয়

    পোস্টের শুরুতেই বলে রাখি-পড়ে ভাল লাগলে দোয়া চাই, কিন্তু খারাপ লাগলে অভিশাপ দিতে পারবেন না...যত্তসব আজাইরা পাঠক...
    যা হোক, যা বলছিলাম। প্রথমে আপনি আপনার বাহন ঠিক করুন...ট্যাক্সি, সিএনজি, প্রাইভেট কার, জীপ, ঠেলাগাড়ি, রিক্সা অথবা প্রাইভেট লেইগস...এবার এই ঠিকানায় চলে আসুন...৭৭, বারিধারা ডিপ্লোমেটিক জোন। এটা আমার অফিসের ঠিকানা...পোস্ট শেষ!


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)

    অনেক অনেক দিন পর আমি / আমরা সিসিবিতে একটু মজা করার সুযোগ পেয়ে লোভ সামলাতে পারলাম না ...
    এ কারনে রাহী মনে কষ্ট নিও না প্লিজ ...
    লিখতে থাক, পড়তে থাক
    সিসিবিতেই থাক ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. সাদিক (২০০০-২০০৬)

    ভাল লাগল পোষ্টটা খুবই জরুরি কথা লিখছেন আর ভাই আপনারা এই পরোপকারি লেখককে কেন নিরুসাহিত করেছেন দেশ এখন বৈদেশিক মুদ্রা সংকটে যদি কিছৃ ডলার আসে ক্ষতি কি :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)

    রাহী, মাইন্ড খাইেয়া না.....এর আেগ অনেক পোস্টে এমন হইছে.....এইগুলা জমজমাট সিসিবির লক্ষণ.....তোমার প্রথম পোস্টে এেতা কম সমেয় ৮৮ কমেন্ট এটােক পেজেটিভলি নাও 🙂


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  10. ইফতেখার (৯৫-০১)

    আমি একটা পে টু ক্লিক সাইট বানাবো ঠিক কর্সি ...

    এত সহজে সাইট রেফার্যাল আর ফ্রি ফ্রি এ্যাডভার্টাইজিং পাওয়ার চান্স ছারবো ক্যান?

    মেম্বার "I am stupid as f**k" লেখা একটা বাটনে কিলিক করলেই "You have won a thousand dollars, good luck seeing a cent of that EVER" লেখা একটা ব্যানার শো করবে ... আর লোকজন ইউরেকা ইউরেকা বৈলা পরিচিত সবাইরে দিয়া ক্লিক করাইবে।

    জবাব দিন
  11. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    হঠাৎ এই পোষ্টে ১০৪ টা কমেন্ট দেখে (পোষ্ট না খুলেই) ভাবছিলাম সিসিবি্যানরা টাকা-পয়সা ভালই চেনে। খুলে দেখি কেম্নে কী। হাসতে হাসতে :pira:


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  12. মুন্তাসীর আর রাহী (২০০৪-২০১০)

    ভাই, আর কিছু না হোক, এই পোস্ট টা আজকের বেস্ট টার্নআউট পোস্ট. :tuski: :awesome: :awesome: নিজে বেস্ট টার্ন আউট না হলেও পোষ্ট বেস্ট টার্ন আউট হইসে... :awesome: :awesome: :awesome:


    রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
    এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      আমাদের নির্মল আনন্দের সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
      পাশাপাশি, রসিকতা ব্যাক্তিগত ভাবে না নিয়ে চমৎকার মানসিকতার পরিচয় দেয়ার জন্য তোমাকে সাধুবাদ।

      অর্থাৎ তোমার জন্য ধন্য এবং সাধু ... দুইটাই বাদ ;;;


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  13. কিবরিয়া (২০০৩-২০০৯)

    হঠাৎ এই পোষ্টে ১০৪ টা কমেন্ট দেখে (পোষ্ট না খুলেই) ভাবছিলাম সিসিবি্যানরা টাকা-পয়সা ভালই চেনে। খুলে দেখি কেম্নে কী। হাসতে হাসতে :pira: :pira: :pira:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  14. আহসান আকাশ (৯৬-০২)

    আহা, কতদিন পর সেই পুরোনো সিসিবির স্বাদ পেলাম... সেদিক থেকে পোস্টের মাধ্যমে ইন্টারনেট থেকে আয় খারাপ হয় নাই... ধন্যবাদ মুন্তাসির, আরো লেখতে থাক। :clap:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  15. জিহাদ (৯৯-০৫)

    বহুজনে বহু কিসু কইয়া গেসে। আমি আর কিসু কইলাম না 😀

    নামের পাশে সাল লাগাও। এইটা মোটামুটি সিসিবিতে অলিখিত নিয়ম। না হইলে ব্লগ এড আইসা ফ্রন্টরোল লাগাবে। :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  16. আছিব (২০০০-২০০৬)

    অনেক অনেকদিন পর সিসিবি তে পুরোনো আবহ ফিরিয়ে আনার জন্য রাহীকে অভিনন্দন। ইয়ে মানে, কমেন্টানোর জন্য ''চেশ আউট'' এর ব্যবস্থা থাকলে তো তাইফুর ভাই,জুনা ভাই আর রাব্বী ভাই বিলিওনিয়ার হয়ে গেছে =)) =))

    জবাব দিন
  17. আমিন (১৯৯৬-২০০২)

    মুন্তাসীর আর রাহী ধন্যবাদ .... মালসিংহীয় কায়দায় সিসিবিকে জমানোর জন্য।
    আর পোস্টের সব মন্তব্য পইড়া পুরা গড়াগড়ি অবস্থা।
    গন্ডারের মত লেট রি অ্যাকশন দেখাইয়া নিজেরে ক্যামন জানি বেকুব বেকুব লাগতেসে।

    জবাব দিন
  18. তানভীর (৯৪-০০)

    ডলারম্যান...প্রথম পোস্টে এরকম রেসপন্স খুব কম মানুষের ভাগ্যেই জোটে...মহামতি ফয়েজ ভাইকেও অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল।
    তুমি অনেক বেশি সৌভাগ্যবান 🙂

    জবাব দিন
  19. রাজীব (১৯৯০-১৯৯৬)

    এতো চমৎকার লেখাটা আগে কেনো চোখে পড়লো না এইটাই ভাবতেছি!
    জয়তু লেখক
    জয়তু ইন্টারনেট
    জয়তু ডলার


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  20. রাজীব (১৯৯০-১৯৯৬)

    লেখা প্রিয় তে। আগেরবার যখন পড়ি তখন ভুলে নেওয়া হয় নাই।
    লেখককে ধন্যবাদ একটা কমেন্ট করে দেওয়ার জন্য। দৃষ্টি আকর্ষিত হয়েছে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  21. আহসান আকাশ (৯৬-০২)

    এপিক একটা পোস্ট আর এপিক সব কমেন্ট। অনেকদিন পরে এসে আবার প্রাণ খুলে হেসে নিলাম :khekz: :khekz:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  22. টিটো রহমান (৯৪-০০)

    সবই ঠিক আছে......কিন্তু...
    মুন্তাসীর
    আর
    রাহী
    দুইজন মিল্ল্যা ক্যান একটা পোস্ট লিখছিলো সেইটা এখনো মাথায় ঢুকে নাই ~x( ~x( ~x( :bash: :bash: :bash:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  23. সবাই লক্ষ করুন , উনি যে সাইট এর কথা বলছে সেই সাইট এ আমি কাজ করেছি । এটা ভন্দামি , কিছুদিন পর দেখবেন আপনার অ্যাকাউন্ট এ লগ ইন নিবে না , আর যারা এই ধরনের সাইট এ কাজ করে তারা শেষ পর্যন্ত প্রতারিত হয় ।

    জবাব দিন
  24. মুন্তাসীর আর রাহী (২০০৪-২০১০)

    আহা। কী পোস্টটাই না দিছিলাম। নিজের পোস্ট দেখে এখন নিজের হাসি লাগতেছে। :)) :)) :))


    রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
    এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।