ইন্টারনেট এ আয় করা যায় এটা সবাই জানে। কিন্তু সত্যি সত্যি টাকা পাওয়া যায় এরকম সাইট খুব কম আছে। বেশিরভাগ ই ভূয়া। আমি খুঁজতে খুঁজতে একটা সাইট পেয়েছি যেটাতে সত্যি ইনকাম করা যায়। PTC সাইট এর নাম অনেকে শুনে থাকবেন। মানে PAY TO CLICK। অর্থাৎ তাদের দেয়া লিংক এ click করতে হবে। বিনিময়ে তারা pay করবে। এখান এ click করুন। আরেকটা ট্যাব এ Alertpayতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিন। তারপর এখান থেকে register এ click করুন। নিচের মতো পেজ আসবে
এটা পুরন করুন। পোস্ট পছন্দ হলে referrar এর জায়গায় দয়াকরে rahixccr দিন। তাহলে reg কমপ্লিট। এরপর শুরু আপনার আয়ের পালা । লগইন হয়ে যাবার পর সাইট এর মেনুবার থেকে Surf Ads এ ক্লিক করুন। Surf Ads এ ক্লিক করার পর নিচের চিত্রের মত একটা পেজ আসবে সেখানে কিছু এড দেয়া থাকে এবং সে এড গুলোর মধ্যে একটা এড ওপেন করুনঃ
যেকোন এড নতুন ট্যাবে ওপেন হবে এবং পেজ লোড হয়ে যাবার পর নিচের চিত্রের মত টাইম চলতে শুরু করবে। ( পেজটি আবার বন্ধ করে দিয়েন না অপেক্ষা করুন ৩০ সেকেন্ড)
এবার ৩০ সেকেন্ড পর আপনি পাবেন নিচের চিত্রের মত দেখতে পাবেন তখন পেজটি বন্ধ করে দিন।
এভাবেই প্রতিটি এড ওপেন করুন আর বন্ধ করুন।
এই সাইটে বেশি আয়ের জন্য কিছু পরামর্শঃ এই সাইট প্রতি দিন নতুন নতুন এড দেই সর্বনিম্ন ১০টা থেকে সর্বোচ্চ ১০০ টি করে এড দেই কিন্তু কখন কোন সময় দেই তা বলা মুস্কিল আমি প্রতিদিন এখান থেকে ১থেকে ২.৫ ডলার পর্যন্ত পায়। আমি সারাক্ষণ অনলাইন এ থাকি তাই আমি এখানে ২ ঘন্টা পর পর ভিজিট করি।
এখানে সর্বনিম্ন ৩৭ থেকে সর্বোচ্চ ১০০ ডলার হলেই টাকা ক্যাশ-আউট করতে পারবেন।
> বেশি বেশি আয় করার জন্য আপনি আপনার রেফারেল ব্যবহার করতে পারেন। < এখানে মজার ব্যাপার হল আপনার রেফারেল অ্যাড এ ক্লিক করলে আপনিও ডলার পাবেন। ভালো লাগলে আওয়াজ দিন ফেসবুক এ। আর রেফারেল হিসেবে rahixccr দিতে ভুলবেন না।
হুম্মম্মম্মম্ম ... বিতর্কিত বিষয় ...
নামের পাশে সন তারিখ নাই, তাই আপনি করেই বলি ...
এ পর্যন্ত কত টাকা / ডলার ক্যাশ-আউট করতে পারছেন ??
:khekz: :khekz: :khekz:
(এডু মডু'রা কি মডারেশন ছেড়ে দিল নাকি ?? 😕
এই ধরনের সস্তা পোষ্ট এই ব্লগে আশা করি নাই ... :no: ) (সম্পাদিত) (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
গরীব এই জাতির আত্মোন্নয়নে সহায়ক এই মহান পোস্টকে আপনি এভাবে সস্তা ট্যাগ করে দিলেন। আপনার ঘরে কী ............
আমার রাহী ভাইয়া সবাইকে মফিজ পেয়ে কিছু হাইপার লিংক এই পোস্টে এডাইছেন। আসুন আমরা লিংকগুলোতে ক্লিক করি। এতে করে রাহী ভাই অনেক ধনদৌলতে মালিক বলবেন। ক্যাডেট পরিবারের একজন সদস্যের জন্য আমরা কী এতোটুকু করতে পারিনা?
আমিন
সুম্মা আমিন
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সামনে মেজবানের দাওয়াত আছে সব ক্যাডেট-এক্সক্যাডেটের। সবাই এক টাকা করে দিলেও অনেক 'চেশ' হয়ে যাবে 😛
:khekz:
:)) :)) :))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাইয়া, এইটা দেখেন।।
আর কিছু বলব না। (সম্পাদিত) (সম্পাদিত)
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
মুন্তা কি দিলিরে... পুরাই পাংখা... :)) পিসিসি কইর্যা দেখা যায় তুই মেল্লা টাকা কামাইছোস। তো টাকা কি চেকে পাইছস না ক্যাশে।।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
:bash: দুঃক্ষিত।
জন্যঃ পিসিসি
পড়ুনঃ পিটিসি (সম্পাদিত)
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কমেন্ট দিলে সব বোল্ড হয়ে যাচ্ছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বেশি করে ক্যাশ-আউট কর। ঠিক হয়ে যাবে।
আমার বন্ধুয়া বিহনে
তোর কমেন্টও তো all bold ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আয়-হায়! নিশ্চই এত্তো এত্তো ডলারের খবরে সিসিবির মাথা গরম হয়ে গেছে 😛
আমার বন্ধুয়া বিহনে
তাইফুর ভাই,
আপনের কমেন্ট দেখি সব 'দ্যা বোল্ড এন্ড দ্যা বিউটিফুল'... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিনপাট কই ??? ;;;
=)) =))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
চুপচাপ পড়ে গেলাম।
আমার বন্ধুয়া বিহনে
তার মানে কি ??
ভাল লাগে নাই ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লাগেনাই মানে?! বোঝোছ না? এইখানে আওয়াজ দিতে টেকনিক্যালি মানা আছে।
আমার বন্ধুয়া বিহনে
হেডিং পইড়া ভাবলাম
"আয় আরেকটি বার আয় রে সখা" , "আলো আসবেই" টাইপ ইন্টারনেটে আসার দাওয়াত সংক্রান্ত পোষ্ট ...
:khekz: :khekz: :khekz: (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফাইজলামি কম কইরা মামা! এইটা কিন্তু টেকি পোষ্ট, প্রযু্ক্তি ট্যাগানো :grr: (সম্পাদিত)
আমার বন্ধুয়া বিহনে
যুক্তিহীন প্রযুক্তি ...
কষ্ট কইরা আর চাকরি করুম না ভাবতেছি ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইতো বুচ্ছোস! সব ঠিকঠাক মতো করতে পারলে জীবন সত্য এবং সুন্দর হবে 😛
আমার বন্ধুয়া বিহনে
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: (সম্পাদিত)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ট্যাগ: প্রযুক্তি, ব্লগর ব্লগর, রংপুর, আয়, ইন্টারনেট + বিনোদন
কেমন? 😀
আমার বন্ধুয়া বিহনে
শুধু বিনোদন ও খ্রাপ না ... ;))
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস, এইটা আপনার জন্য ইস্পিশাল পোস্ট ;))
বিঃদ্রঃ ট্যাগ - রংপুর,আয় ( মানে আপনার নতুন পোস্টিং এর খবর এখন মিডিয়া :grr: )
=)) =)) =)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি চমৎকার finding ...
:tuski: :tuski: :tuski:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
B-)
তাত্তাড়ি আসেন ::salute::
পুরাই :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
:khekz: :khekz: :khekz:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মন্তব্য টেস্ট ১২৩৪৫........:)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভুল্ড ... সবই ভুল্ড
এই বলগের পাতায় পাতায়
যা লেখা সব ভুল্ড
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
একটা গুরুত্বপূর্ন পোষ্টে তোরা ভুল্ড ভুল্ড করে মূল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছিস। :grr:
কৌটিল্য থেকে মার্কস সকলেই রাষ্ট্র এবং সমাজের মেহনতী জনতার শ্রম, অর্থ, উৎপাদন কৌশল, পুঁজি, আয়ের উপর গুরুত্বারোপ করে গিয়েছেন। বঙ্গীয় সমাজ ইতিহাসে ইন্টারনেটের যে প্রসার তাকে লেখক গবেষনার ভিত্তিতে কার্যকরী একটি উৎপাদন যন্ত্র হিসেবে সঠিকভাবে কাজে লাগানোর যে আহবান জানিয়েছেন তাকে কোনভাবেই খাঁটো করে দেখার সুযোগ নেই। পুঁজিবাদী বিশ্বায়নের চাপে এবং আমলাতান্ত্রিক জটিলতায় একটি পশ্চাদপদ রাষ্ট্র হিসাবে আমরা যখন স্থায়ী স্বীকৃতি পেতে যাচ্ছিলাম তখন পোস্টের মূল বক্তব্য আপামর মেহনতী জনতার অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গ্রীষ্মের বিকেলে এক পশলা বৃষ্টির মতো আশা জাগালো। স্টক মার্কেট পতনের পর এমন কিছু খুব যৌক্তিকভাবে সময়ের দাবি হয়ে উঠেছিল। ব্যর্থ সরকার, বিরোধীদল এবং সুশীল সমাজকে লেখক যেভাবে কদলি দেখালেন সেজন্য লেখককে ধন্যবাদ :clap:
আমার বন্ধুয়া বিহনে
:boss: :boss: :boss:
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বঙ্গীয় এই মহান লেখকের পদতলে ৫১২ কেবিপিএস শ্রদ্ধা রেখে গেলাম ::salute:: :hatsoff: ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পুরাই পিরা গেলাম :pira: =))
কদলি দেখানো এবং পরবর্তীতে ক্যাশ-আউটের মাঝে বিয়াপওক মিল খুজে পাইলাম ... :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখক ড্যান ব্রাউনের চাইতেই বেশি সিম্বল ব্যবহার করেছেন এই পোস্টটিতে :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লাবলী ভাই, সিরামাত্মক অমানুষিক :boss: :boss:
পুরাই কোপ :duel:
ভাই রে ভাই, হাসতে হাসতে ম্যালাদিন পর পিড়া যাওয়া র দশা। লাবলী ভাই রক্স :pira: :pira:
:boss: :boss: :boss: :boss: :boss:
:-B
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সিনিয়র জুনিয়র নির্বিশেষে তুই-তুকারি করে ইন্টারনেটে আসার (ইন্টারনেট এ আয়) কথা বলায় তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানালাম... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জোক্সের পুনরাবৃত্তি করায় কমেন্ট শিল্পী জুনার ব্যাঞ্চাই ... :-*
একইধরনের জুক্স উপরে একবার করা হয়েছে ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
'মেসেঞ্জারে আয়' কিংবা 'চ্যাটরুমে আয়'-না বলে 'ইন্টারনেটে আয়' বলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি... :-B
**তাইফুর ভাই, এবার কিঞ্চিৎ পরিবর্তিত এবং পরিবর্ধিত করে দিলাম... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এখন তাইলে আমার আগের মন্তব্যের ব্যাঞ্চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
চেক চেক ১২৩৪৫............ ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মানে কি ??
বার হাজার তিন শত পয়তাল্লিশ ডলারের চেক ??
😡 😡 😡
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটা একটা কথা কইলেন ভাই? :duel: :duel: :duel: =)) =)) =))
😀 :)) =)) :pira: :bash:
মডারেশন পোষ্ট টা মনে হয় খালি হইছে। আমি এপ্লাই করতে চাই।
সিসিবি তে মনে হয় এইটাই বাকি ছিলো।
বোল্ড এন্ড বিউটিফুল তাইফু ভাই এর সাথে একমত।
নির্দলীয় তত্ত্বাবধায়ক মডারেটর সরকার ...
(এমনও তো হতে পারে ... স্রেফ বিনোদনের লোভ মডারেটর সংবরণ করতে পারেন নি)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ :goragori:
:dreamy:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আছ্চা ভাইয়া আমার কয়েকটা প্রশ্ন ছিলো--------
১. পেমেন্ট কি চেক এ হয় না ক্যাশে?
২. প্রতিদনের টাকা কি প্রতিদিন পাওয়া যায়?
৩. এর জন্য কি আমাকে কোনো ব্যাংক এ এ্যাকাউন্ট খুলতে হবে?
৪. ক্যাশ আউট কি? এটা করতে কি আমার প্রিন্টার কিনতে হবে? কিনতে হলে কোনটা কিনবো?
৫. ডলার কুব সহজে কোথায় ভাঙানো যায়?
:grr: :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
১. পেমেন্ট কি চেক এ হয় না ক্যাশে?
উঃ পেমেন্ট হয় চেশে
২. প্রতিদিনের টাকা কি প্রতিদিন পাওয়া যায়?
উঃ প্রতিদিনই পাবেন। তবে ১৮ এপ্রিল ২০১১ তে ক্লিকাইলে ১৮ এপ্রিল ২০২১ এ চেশাইতে পারবেন
৩. এর জন্য কি আমাকে কোনো ব্যাংক এ এ্যাকাউন্ট খুলতে হবে?
উঃ যে কোন কিছু খুললেই হবে ... (বেল্ট, চেইন ... প্যান্ট)
৪. ক্যাশ আউট কি? এটা করতে কি আমার প্রিন্টার কিনতে হবে? কিনতে হলে কোনটা কিনবো?
উঃ মাল আর ক্যাশের মধ্যে এরা খুব একটা তফাত খুজে দেখে না। প্রিন্টার কিনতে পারেন, তবে যেটার কালি একটু বেশি পিচ্ছিল ... সেটা কিনলে উপকার পাবেন
৫. ডলার কুব সহজে কোথায় ভাঙানো যায়?
উঃ আমাকে দিলে আমি ভাঙ্গিয়ে দিব ... কমিশন লাগবেনা।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
আমার বন্ধুয়া বিহনে
:pira: :pira: :pira: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
৫। আমি ডলার ছেঁড়ার নিয়ম জানি, কেম্নে ভাংগে বলতে পারব না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জুনা,
আর কি কি ছেঁড়ার নিয়ম জানিস তুই ??
আমাকে শিকোবি ...
ওয়ান টাইম কেনার পয়সা বাঁচবে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছিঃ কি অচলীল :grr:
নাহ,বড় ভাই গুলা আর ভালো হইল না,খ্রাপ খুফ খ্রাপ :thumbdown:
=)) =))
ইউনিটের এডজুটেন্ট পদে ইস্তফা দিয়ে চলে এলাম (ডাকছেন যেহেতু, না এসে পারলাম না :grr: )
বাটন টিপি দিলেই পয়সা ( :grr: ) !!!!
কি তামশা !! সব ফকফাকা !! ও মডু কি পোস্ট ঝুলাইলিরে :khekz:
:party:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
(সম্পাদিত)
সম্পা কি দিত ? 😕
সম্পাও কি ডলার দিত ??? 😮
ইস !!! কি মিসটাই না করলাম এত্তদিন :bash:
=)) =))
~x(
::salute:: ::salute:: ::salute::
পোষ্ট প্রিয়'তে নিতে চাচ্ছি না ...
লেখক'কে কিভাবে প্রিয়'তে নেয়া যায় কেউ একটু বলবেন প্লিজ ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira:
অনেকদিন পর পিরা গেলাম
:pira:
অনেকদিন পর পিরা গেলাম
অনেকদিন পর পিরা গেলাম :pira:
মরেই গেলাম হাসতে হাসতে। ভূতের হাসির ইমো চাই
অফিস এ আয়
পোস্টের শুরুতেই বলে রাখি-পড়ে ভাল লাগলে দোয়া চাই, কিন্তু খারাপ লাগলে অভিশাপ দিতে পারবেন না...যত্তসব আজাইরা পাঠক...
যা হোক, যা বলছিলাম। প্রথমে আপনি আপনার বাহন ঠিক করুন...ট্যাক্সি, সিএনজি, প্রাইভেট কার, জীপ, ঠেলাগাড়ি, রিক্সা অথবা প্রাইভেট লেইগস...এবার এই ঠিকানায় চলে আসুন...৭৭, বারিধারা ডিপ্লোমেটিক জোন। এটা আমার অফিসের ঠিকানা...পোস্ট শেষ!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মূল পোষ্টে চিপা-চিপির (ক্লিক) সুযোগ আছে ...
তোমার অফিসে কি আছে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অফিসে কি কদলি দেখানো এবং পরবর্তীতে ক্যাশ-আউটের ব্যবস্থা আছে :-/ :-/
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
🙁 😕 :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, ভয় কি? ব্লগ তো সত্য এবং সুন্দরতম স্থান, এখানে সবসময় সত্য করে বলিও ভায়া। বারিধারার মতো অত্যাধুনিক এলাকার অফিসে সব ধরনের আধুনিক সুযোগসুবিধা আছে বলেই জনগণ বিশ্বাস করে। নাই বললে তো অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না। 😀
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী দেখি সিরাম ফর্মে ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রাব্বী ভাই, সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত একজন চাকুরিজীবী মানুষের যে সমস্ত সুযোগ-সুবিধা দরকার (আধুনিক থেকে আরম্ভ করে পল্লী, ভাটিয়ালি, জারি-সারি, রবীন্দ্র, নজরুল-সব রকমের... 😀 )...তা আমাদের অফিসে আছে। এর আগে বা পরের যে কোন সমস্যা সমাধানের দায়িত্বভার কর্মকর্তা-কর্মচারীদের হাতেই ন্যাস্ত... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এতকিছু থাকতে "হাতেই" কেন ন্যাস্ত ... ঝাতি ঝান্তে চায় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওই যে একখান প্রবাদ আছে না ???
শুনেন নাই ? " থাকিতে হস্ত হইবনা ****র দারস্থ, বাহুবলে চরিত্র রাখিব পবিত্র"
তাইফুর এবং টিটো, দেখসোস তোরা জুনার অফিসে আধুনিক এবং আদিম সবধরনের সুযোগ-সুবিধার সুব্যবস্থা আছে। তোরা হুদাই টেনশন করলি!
:khekz: :khekz: :khekz:
আমার বন্ধুয়া বিহনে
আপিসে চিপাচিপি এন্ড মাল আউটের + পরবর্তীতে ছেঁড়ার সিস্টেক থাকলে কন, আইতেসি (টি ব্রেক হিসেবে কদলি মাস্ট)
ছিঃ কি অচলিল ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি কন !!! :((
আমি তো খালি উপরের কমেন্টগুলারে কম্পাইল করলাম মাত্র :grr:
তাইর্ফুমামা, ক্লিকের উপযুক্ত পরিভাষা টিপি দেয়া হৈত পারে। চিপা-চিপি বললে পুলাপানডি আর্থিক মোহের বর্শবর্তী হয়ে মাউস নষ্ট করে ফেলতে পারে 😀
আমার বন্ধুয়া বিহনে
টিপি দেয়া ...
এইট কি কম মোহ উদ্রেককারী পরিভাষা ... ?? 😮
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্যাশ/মাল আউটের মোহ উদ্রেক হৈতারে 😐
অর্থবিত্তের সাথে মোহের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কিন্তু এইখানে একটি একবচন, অপরটি বহুবচন 🙂
আমার বন্ধুয়া বিহনে
ডলার ডলার
অনেক অনেক দিন পর আমি / আমরা সিসিবিতে একটু মজা করার সুযোগ পেয়ে লোভ সামলাতে পারলাম না ...
এ কারনে রাহী মনে কষ্ট নিও না প্লিজ ...
লিখতে থাক, পড়তে থাক
সিসিবিতেই থাক ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইজন্য আপনারে ধইন্যা 😀
বহুদিন পর সিসিবিতে বিয়াপক বিনোদন 😛
ভাল লাগল পোষ্টটা খুবই জরুরি কথা লিখছেন আর ভাই আপনারা এই পরোপকারি লেখককে কেন নিরুসাহিত করেছেন দেশ এখন বৈদেশিক মুদ্রা সংকটে যদি কিছৃ ডলার আসে ক্ষতি কি :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
সবাই এতো বোল্ড ক্যান?
You cannot hangout with negative people and expect a positive life.
ও আল্লাহ্, আমিও দেখি বোল্ড! ক্যাম্নে কি? :bash:
You cannot hangout with negative people and expect a positive life.
আগেই কইচিলাম ব্যাটিংটা ঠিকমত করেন.............. :grr: :grr: 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira:
রাহী, মাইন্ড খাইেয়া না.....এর আেগ অনেক পোস্টে এমন হইছে.....এইগুলা জমজমাট সিসিবির লক্ষণ.....তোমার প্রথম পোস্টে এেতা কম সমেয় ৮৮ কমেন্ট এটােক পেজেটিভলি নাও 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পোলাডা দেখি চইলা গেলো..... 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মহামতি টিটো,
এ-কার আউলানোর সিস্টেমটা কি আমাকে একটু শিকানো যাবে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
না বস, সিক্রেট। শিকানো যাবে না। :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
েটিেটো েভােই 😛
ধন্যবাদ ভাইয়া।। 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
আসল কামটাই তো এতক্ষন করা হয় নাই x-(
১ম ব্লগ লিখছো, সিস্টেম জানো ???
এক্ষনি ব্লগ প্রিন্সু স্যারের নামে ১০ টা :frontroll: লাগাও 😡
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিলাম :goragori: :goragori:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
আমি একটা পে টু ক্লিক সাইট বানাবো ঠিক কর্সি ...
এত সহজে সাইট রেফার্যাল আর ফ্রি ফ্রি এ্যাডভার্টাইজিং পাওয়ার চান্স ছারবো ক্যান?
মেম্বার "I am stupid as f**k" লেখা একটা বাটনে কিলিক করলেই "You have won a thousand dollars, good luck seeing a cent of that EVER" লেখা একটা ব্যানার শো করবে ... আর লোকজন ইউরেকা ইউরেকা বৈলা পরিচিত সবাইরে দিয়া ক্লিক করাইবে।
মজা পাইলাম ভাইয়া... :)) :)) :))
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
শততম কমেন্ট... 😀
::salute:: :tuski: :tuski: :tuski:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
যাই আবার প্রথম থেকে শুরু করি, কমেন্ট পড়তে পড়তে পোষ্ট কি নিয়া ছিল সেইটাই ভুইলা গেছি 🙁
হঠাৎ এই পোষ্টে ১০৪ টা কমেন্ট দেখে (পোষ্ট না খুলেই) ভাবছিলাম সিসিবি্যানরা টাকা-পয়সা ভালই চেনে। খুলে দেখি কেম্নে কী। হাসতে হাসতে :pira:
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শাবাশ মুন্তাসির। চালায়া যা। বিয়ের সময় পাত্রী পক্ষ জিজ্ঞ্যেস করবেঃ "ছেলে কি করে?" আমরা বলবোঃ "ছেলে ইন্টারনেট এ টাঁকা পয়সা কামায়!" 😀 😀 😀
😕 😕 😕 😕 😕
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
:)) :))
ভাই, আর কিছু না হোক, এই পোস্ট টা আজকের বেস্ট টার্নআউট পোস্ট. :tuski: :awesome: :awesome: নিজে বেস্ট টার্ন আউট না হলেও পোষ্ট বেস্ট টার্ন আউট হইসে... :awesome: :awesome: :awesome:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
আমাদের নির্মল আনন্দের সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
পাশাপাশি, রসিকতা ব্যাক্তিগত ভাবে না নিয়ে চমৎকার মানসিকতার পরিচয় দেয়ার জন্য তোমাকে সাধুবাদ।
অর্থাৎ তোমার জন্য ধন্য এবং সাধু ... দুইটাই বাদ ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হঠাৎ এই পোষ্টে ১০৪ টা কমেন্ট দেখে (পোষ্ট না খুলেই) ভাবছিলাম সিসিবি্যানরা টাকা-পয়সা ভালই চেনে। খুলে দেখি কেম্নে কী। হাসতে হাসতে
তোর কোন চেন্জ নাই । পুরাই ফাঁকিবাজ ।
🙁
হঠাৎ এই পোষ্টে ১০৪ টা কমেন্ট দেখে (পোষ্ট না খুলেই) ভাবছিলাম সিসিবি্যানরা টাকা-পয়সা ভালই চেনে। খুলে দেখি কেম্নে কী। হাসতে হাসতে :pira: :pira: :pira:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কত হইছে টুটাল? পাবলিসিটির জন্য তাইর্ফুমামা, টিটো আর আমারে ভাগ দিয়া নাগবে কিন্তুক 😀
আমার বন্ধুয়া বিহনে
:grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রাহী ভাই তোমারে :boss: :boss:
ধুর...... শুরুতে পোস্ট এর নাম দেখলাম পরে দেখি এত্ত কমেন্ট। ভাবলাম টাকা মনে হয় এই বার পাইয়া ই যামু............ 🙁 আইসা তো পুরাই বেকুব হইয়া গেলাম......... 😛
ভাই, টাকা পান নাই??? পায়া যাবেন... :goragori: :goragori: :goragori: :goragori:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
আহা, কতদিন পর সেই পুরোনো সিসিবির স্বাদ পেলাম... সেদিক থেকে পোস্টের মাধ্যমে ইন্টারনেট থেকে আয় খারাপ হয় নাই... ধন্যবাদ মুন্তাসির, আরো লেখতে থাক। :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ ভাইয়া।। 🙂 🙂
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
বহুজনে বহু কিসু কইয়া গেসে। আমি আর কিসু কইলাম না 😀
নামের পাশে সাল লাগাও। এইটা মোটামুটি সিসিবিতে অলিখিত নিয়ম। না হইলে ব্লগ এড আইসা ফ্রন্টরোল লাগাবে। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আগে ফ্রন্টরোল দিয়া নেই :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আর কিছু বলতে পারবেনা... :tuski: :tuski: :tuski: :tuski:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
বলা চলতেই থাকবে তাড়াতাড়ি সাল লাগাইতে হইবেক!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ধন্যবাদ ডলারম্যান............ মেল্লা দিন পর সিসিবি পুরাই ঝকঝকা! আসো কোলাকুলি করি........ :hug:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আসেন ভাই... 😛 😛 😛
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
অনেক অনেকদিন পর সিসিবি তে পুরোনো আবহ ফিরিয়ে আনার জন্য রাহীকে অভিনন্দন। ইয়ে মানে, কমেন্টানোর জন্য ''চেশ আউট'' এর ব্যবস্থা থাকলে তো তাইফুর ভাই,জুনা ভাই আর রাব্বী ভাই বিলিওনিয়ার হয়ে গেছে =)) =))
''সিসিবি-তে আয়'' নামে একটা পোস্ট দাও ভাই :))
মুন্তাসীর আর রাহী ধন্যবাদ .... মালসিংহীয় কায়দায় সিসিবিকে জমানোর জন্য।
আর পোস্টের সব মন্তব্য পইড়া পুরা গড়াগড়ি অবস্থা।
গন্ডারের মত লেট রি অ্যাকশন দেখাইয়া নিজেরে ক্যামন জানি বেকুব বেকুব লাগতেসে।
(সম্পাদিত)
জানি সত্য নয়,শুধু কল্পনায়...ইচ্ছের ঘুড়ি আমরা ওড়াই...স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
আপনাকেও সম্পা ডলার দিত ? 😮
সম্পা খালি আমারেই ঠকায়া গেল :((
ডলারম্যান...প্রথম পোস্টে এরকম রেসপন্স খুব কম মানুষের ভাগ্যেই জোটে...মহামতি ফয়েজ ভাইকেও অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল।
তুমি অনেক বেশি সৌভাগ্যবান 🙂
:khekz: :khekz: :khekz: :khekz: ইসসিরে :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পোস্টের নাম পরিবর্তন করে রাখ ''ইন্টারনেটে আসুন''
যাই হোক চ্রম মজা পাইলাম। :clap:
চরম... :pira: :pira: :pira: :khekz: :khekz: :khekz:
...একদিন সবকিছু মুছে যায় হিমেল হাওয়ায়, স্মৃতিমাত্র লিখে নাম...সেইখানে আমিও ছিলাম...
এতো চমৎকার লেখাটা আগে কেনো চোখে পড়লো না এইটাই ভাবতেছি!
জয়তু লেখক
জয়তু ইন্টারনেট
জয়তু ডলার
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাহি ভাই আমারে প্রচেস তা শিখাইএন
অনিবন্ধিত ইউজার। । নামের পাশে সাল নাই, আপনি করেই কই... আপনি এদ্দিন পর কই খবর পাইলেন ভাই ?? :p
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
কে হায় হৃদয় খুড়ে এই ঐতিহাসিক পোস্টকে জাগিয়ে তুললো... তাকে জাঝা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লেখা প্রিয় তে। আগেরবার যখন পড়ি তখন ভুলে নেওয়া হয় নাই।
লেখককে ধন্যবাদ একটা কমেন্ট করে দেওয়ার জন্য। দৃষ্টি আকর্ষিত হয়েছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এপিক একটা পোস্ট আর এপিক সব কমেন্ট। অনেকদিন পরে এসে আবার প্রাণ খুলে হেসে নিলাম :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
Odesk জিন্দাবাদ! 😀
সবই ঠিক আছে......কিন্তু...
মুন্তাসীর
আর
রাহী
দুইজন মিল্ল্যা ক্যান একটা পোস্ট লিখছিলো সেইটা এখনো মাথায় ঢুকে নাই ~x( ~x( ~x( :bash: :bash: :bash:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সবাই লক্ষ করুন , উনি যে সাইট এর কথা বলছে সেই সাইট এ আমি কাজ করেছি । এটা ভন্দামি , কিছুদিন পর দেখবেন আপনার অ্যাকাউন্ট এ লগ ইন নিবে না , আর যারা এই ধরনের সাইট এ কাজ করে তারা শেষ পর্যন্ত প্রতারিত হয় ।
আহা। কী পোস্টটাই না দিছিলাম। নিজের পোস্ট দেখে এখন নিজের হাসি লাগতেছে। :)) :)) :))
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..