দুইটা বিড়াল মিলিয়া এক টুকরা কেক চুরি করিল। কিন্তু কে কতটুকু খাইবে ঠিক করিয়া উঠিতে পারিল না। শুরু হইল ঝগড়া,মারামারি,হরতাল ,গাড়ি ও মানুষ পুড়ানো।
পাশের উঁচু গাছের ডালে বসিয়া এক চালাক বানর দেখিতেছিল সব।ঝগড়া নয় কেকের লোভে নামিয়া আসিলো সে।
গম্ভির চালে বলিল-এই, তোরা ঝগড়া থামা।আমি আসিয়াছি দ্বি পাক্ষিক মীমাংসার জন্য।শীর্ষ হইতে বৈঠকে নামিয়া।
কেক যার হাতে ছিল সেই বিড়াল বলিল-এই কেক আমার পূর্ব পুরুষ এবং আমার স্বপ্ন । ইহার বেশিটুকু আমারই প্রাপ্য।
অপর বিড়াল বলল,আমি ও আমার পরিবার নিজেরা ঘোষণা দিয়া যুদ্ধ যুদ্ধ খেলিয়া এইটা অর্জনে বিশেষ অবদান রাখিয়াছি।
বানর বলল,দাঁড়া,দেশে দাঁড়িপাল্লা দরকার। বন্টন কার্যে ভারসাম্যের জন্য কিছু বলদ দরকার।
সব আয়োজন যেন আপনা হইতেই হইয়া গ্যালো।
বানর খাব্লা মারিয়া কেক দুই ভাগ করিয়া পাল্লার দুই দিকে রাখিল।একদিকে একটু বেশি হইল।বানর খাব্লা মারিয়া সেখান হইতে খানিকটা কেক খাইয়া নিল।
এইবারে অন্যদিক বেশি হইয়া গেল।বানর এইবার সেইদিকে খাব্লা মারিল,ফলে প্রথম দিক আবার ভারি হইল,সেইদিকে আবার খাব্লা।এই ভাবে খাব্লাখাব্লির ফলে এক সময়ে সামান্যই কেক অবশিষ্ট রহিল।
স্বাপ্নিক বিড়াল বলদকে সাক্ষি মানিয়া বলিল,আর ভাগ করিবার দরকার নাই।ঐটুকু আমি লই।আমিই ঐটা পাইবার যোগ্যতা রাখি।
ঘোষক পরিবারের বিড়াল কহিল,না,তা কিরূপে হয়!
গ্রাম্য পোদ্দার বলিল,দাদা বানর,আর ভাগাভাগি কইরেন না।আপ্নের গাছের পাইথন কাকা ফোঁস করিতেসেন।উনি বলিয়াছেন আমি শিঘ্রই আবার গরিবের বৃক্কের ওপর চাপ ফেলিতে পারিব কিনা জানিনা…কেকটুকু…
বানর বলিল,ইসস আমি যে এতোক্ষণ ধরিয়া এতো কষ্ট করিয়া মাপামাপি করিলাম ,তাহার মজুরি কই? এই সামান্য কেক টুকুই হউক মজুরি।পাইথন কাকারে এইটা দিব,বলে খাব্লা মারিয়া বাকি কেক টুকু লইয়া সে আবার মগডালে।
বিড়ালদ্বয়,দাঁড়িপাল্লা,বলদ এবং আম জনতা পড়িয়া রহিল।
আম জনতা বাদে অন্যরা প্ল্যান করিতে বসিল,এইবার কিভাবে কি কি চুরি করা যায় এবং কি নিয়া গাছতলা গরম করা যায় ,যাহাতে গাছ হইতে পাইথন কাকা আবার বানর দাদাকে পাঠায়।
একালের ইসপের গল্প 😛
:boss: :boss: :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
গল্প, স্যাটায়ার, রাজনীতি ট্যাগগুলো যোগ করে দাও।
আম জনতা বাদে অন্যরা প্ল্যান করিতে বসিল,এইবার কিভাবে কি কি চুরি করা যায় এবং কি নিয়া গাছতলা গরম করা যায় ,যাতে গাছ হতে পাইথন কাকা আবার বানর দাদাকে পাঠায়।দারুণ
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ ভাইয়া।
গল্প আর স্যাটায়ার ট্যাগ দিলাম।
রাজনীতি নয়,ইহা অথঃ বিড়াল... 😛
মার্জার দেখিয়া পক্ষী
বলে ইঁন্দুরই আমার লক্ষী!!
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
::salute::
অতঃপর এই চক্র খানা আজীবন চলিতেই থাকিলো।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ সামিউল!
এই চক্রব্যূহ ভাঙার জন্য ভগবানদের ডাকলে কিন্তু ফল ভিন্ন হবে না । 🙁
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
এপিক।
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ রাজীব !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
এপিক! মাস্টারপিস! স্যালুট নেন আপা ::salute::
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
নিলাম রিফাত :salute:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
চমৎকার। :clap:
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
তাওসীফ 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
গতকাল পড়ে বসেছিলাম তারপরে হঠাৎ কোন কারণ ছাড়াই পাগলের মত হাসা শুরু করলাম। ফলাফল হেঁচকি। তাই মনের দুঃখে কমেন্ট দেইনাই। আজকে আরো একবার পড়লাম তবে হাসি যাতে না আসে তাই খুব সিরিয়াসভাব নিয়ে পড়সি। আর একটা কমেন্টও লিখলাম! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
" ফলাফল হেঁচকি"
:teacup: খাও মোকাব্বির ! (সম্পাদিত)
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
ধন্যবাদ আপা! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কোপ।
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ধন্যবাদ রশীদ। :teacup: নাও।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
"ব্যাফুক আনন্দ পাইলাম।" flawless লেখা এবং খুবই চমৎকার =))
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
এইসব দেখে আর আনন্দ পাই না। বরং অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে ভারাক্রান্ত হই।
কোন পরিবেশে রেখে যাচ্ছি আমাদের সন্তানদের?
কিছুই কি করার নাই, এই পরিস্থিতি থেকে উত্তরনের?
গোটা একটি জেনারেশন জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন করেছিল। আর আমরা আরেকটা জেনারেশন কেবলই লুকিয়ে লুকিয়ে জীবন বাচাচ্ছি।
গর্ত খুজে নিয়ে ইদুরের জীবন যাপন করছি।
এটা ঠিক না! এটা ঠিক না!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.