মাননীয় স্পীকার# ০১
কে বলেছে ”মোনালিসা” লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনের শ্রেষ্ঠ কাজ?? আমার কাছে তার ”টাইটানিক” বরং বেশি ভালো লেগেছে :chup:
মাননীয় স্পীকার # ০২
কে বলেছে আমার সিডিতে ভাইরাস আছে?? আমি তো প্রতিদিন স্যাভলন দিয়ে সিডি মুছে রাখি O:-)
মাননীয় স্পীকার # ০৩
রেস্ট ইন পীস, নেলসন ম্যান্ডেলা (নিচে হলিউডের কিংবদন্তি অভিনেতা মরগ্যান ফ্রিম্যানের ছবি) ~x(
মাননীয় স্পীকার# ০৪
আবুল হোসেন একজন দেশপ্রেমিক :khekz:
মাননীয় স্পীকার # ০৫
শহীদ কাদের মোল্লার শাহাদাত বরণে যারা শোকাহত, শুধুমাত্র তারাই আমাকে অ্যাড দিন :awesome:
মাননীয় স্পীকার# ০৬
আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমার শরীরে কোনো ডিএনএ নাই 😡
মাননীয় স্পীকার # ০৭
দুগ্ধদানকারী দুইটি ছাত্রীর জন্য সুষম দানাদার খাদ্যের তালিকা তৈরি করে দেখাও (নবম শ্রেণীর কৃষিশিক্ষা ২য় সাময়িক পরীক্ষার প্রশ্ন) 😕
মাননীয় স্পীকার # ০৮
আমি অবশ্যই মেসি-রোনালদোর চেয়ে ভালো ফুটবলার এবং সেটা প্রমাণ করার জন্য আমার ব্যালন ডি অর (ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার) জেতা জরুরি নয় x-(
মাননীয় স্পীকার # ০৯
ঈদে বাড়ি যাওয়ার আগে অবশ্যই দরজায় তালা মেরে যাবেন ;))
মাননীয় স্পীকার # ১০
আমার চারটা পিস্তল লোড করা আছে। গ্রেফতার করার চেষ্টা চালালে আত্মহত্যা করব :((
প্রথম।
ভাল কালেকশন। কিন্তু আপনার হাতে রোমান্টিক গল্প বেশী মানায়। লিখেন না কেন?
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •
সত্যি বলতেসি ভাইয়া, টাইম পাইনা। একটা গল্প লিখতে অনেক চিন্তা করা লাগে। লিখতে বসলেও অনেক সময় লাগে। টানা তিন ঘণ্টা ঠাণ্ডা মাথায় ফ্রি টাইম শেষ কবে পাইসি মনে পড়ে না 🙁
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
নাফিজ আর আনিকা কোথায়? 🙁 মিস করি তাদের!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
টাইম পাইনা ভাই। টাইম পাইলেও লিখতে ইচ্ছা করে না। টানা তিন মাস ধইরা পরীক্ষা দিচ্ছি। মাথা নষ্ট হয়ে গেসে আমার ~x(
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
দুগ্ধদানকারী দুইটি ছাত্রীর জন্য সুষম দানাদার খাদ্যের তালিকা তৈরি করে দেখাও (নবম শ্রেণীর কৃষিশিক্ষা ২য় সাময়িক পরীক্ষার প্রশ্ন)
আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমার শরীরে কোনো ডিএনএ নাই
:khekz: :khekz: :khekz:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
মাননীয় স্পীকার # ০৭ :khekz: :khekz: =))
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
১১,১২,১৩...(টু বি কন্টিনিউড) নিয়া তাড়াতাড়ি স্পীকার সিরিজ চালাও।
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
চলবে... 😀
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
:khekz: :khekz: :khekz:
এতদিন পরে এসে এত ছোট পোষ্ট কেনরে 😡
পুরাদস্তুর বাঙ্গাল
ভাল হয়েছে, খালেক :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:ahem: আমি বুড়া হয়ে গেছি। চৌক্ষে কম দেখি :-B
খালেক কেডারে আকাশ ?
পুরাদস্তুর বাঙ্গাল
আমাদের কলেজে প্রিন্সিপাল ছিলেন খালেক স্যার। সকল দেয়াল পত্রিকা বা এ জাতীয় কোন কিছুতে তিনি মন্তব্যে সবসময় লিখতেন ভাল হয়েছে আর নিচে সাইন ছিল খালেক। এক টানা পড়ে গেলে সেটা দাড়াতো ভাল হয়েছে খালেক। এজন্য কলেজে এটা একটা ট্যাগ লাইন হিসেবে চালু হয়েছিল, এখনো চলছে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাল হয়েছে খালেক :khekz:
পুরাদস্তুর বাঙ্গাল
অনেক ভাল হয়েছে খালেক!
:)) :)) :))
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
রিফাত ফাটাফাটি হয়েছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi