রাগ হংসধ্বনি

হংসধ্বনি আমার প্রিয়তম রাগসমূহের একটি।
হঠাৎই সিসিবির সবার সংগে অধমের অক্ষম প্রচেষ্টাটি শেয়ার করতে ইচ্ছে হলো।
বিরক্তি উৎপাদনের জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
বাদনযন্ত্র: মোহনবীণা।

Hansadhwani

১৪ টি মন্তব্য : “রাগ হংসধ্বনি”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আমার বউ কয় আপনে নাকি নাটক বা ক্যাসেট থেকে টুকলি করছেন।
    আমি কই না বসে বাজনা বাজায়।
    হে কয়, আধুনিক যুগ, বাজনা বাজাইছে তাইলে ছবি বা ভিডিও কই?
    আমি কই, না দাদাই বাজাইছে।
    বউ কয়, ক্যাডেট গো পক্ষে তো কইবাই।

    সুতরাং বাজনার সাথে আপনার ভিডিও এর আপলোড চাই।
    সেইসাথে রবীন্দ্রনাথের একখান কবিতা


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।