হংসধ্বনি আমার প্রিয়তম রাগসমূহের একটি।
হঠাৎই সিসিবির সবার সংগে অধমের অক্ষম প্রচেষ্টাটি শেয়ার করতে ইচ্ছে হলো।
বিরক্তি উৎপাদনের জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
বাদনযন্ত্র: মোহনবীণা।
১৪ টি মন্তব্য : “রাগ হংসধ্বনি”
মন্তব্য করুন
হংসধ্বনি আমার প্রিয়তম রাগসমূহের একটি।
হঠাৎই সিসিবির সবার সংগে অধমের অক্ষম প্রচেষ্টাটি শেয়ার করতে ইচ্ছে হলো।
বিরক্তি উৎপাদনের জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
বাদনযন্ত্র: মোহনবীণা।
শুনছি এখনো... ভালই বাজাচ্ছিস দেখি!
মামা লজ্জা দিসনা।
যা ইচ্ছা তাই বাজালেই তো আর হলোনা!
ইউনিভার্সিটিতে আমার পিসিতে স্পীকার নাই।
বাসায় গিয়ে শুনতে হবে।
চ্যারিটি বিগিনস এট হোম
হেডফোন ও নাই
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমার বউ কয় আপনে নাকি নাটক বা ক্যাসেট থেকে টুকলি করছেন।
আমি কই না বসে বাজনা বাজায়।
হে কয়, আধুনিক যুগ, বাজনা বাজাইছে তাইলে ছবি বা ভিডিও কই?
আমি কই, না দাদাই বাজাইছে।
বউ কয়, ক্যাডেট গো পক্ষে তো কইবাই।
সুতরাং বাজনার সাথে আপনার ভিডিও এর আপলোড চাই।
সেইসাথে রবীন্দ্রনাথের একখান কবিতা
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:)) :)) :))
এই অখাদ্য বাজনা কোথাও চান্স পাইবনা রাজীব।
এত খারাপও আর কারো পক্ষে বাজানো সম্ভব না। 🙂
তাছাড়া বাজনা তো শোনার জিনিস, ভিডিও দিয়া কি হবে।
ঐ কথার মানে কিন্তু প্রশংসাই।
আর ভিডু থাকলে প্রমাণ হইতো আপনেই বাজাইছেন।
আর গান তো দেখনেরও জিনিস।
সাঈদ (সাইয়িদ) স্যারের এক লেখায় পড়েছিলাম এক গায়িকার টিভি আসার পর বাজার শেষ হয়ে যায়। তখন চলতো লাইভ প্রোগ্রাম। আর গান গাইলে ঐ শিল্পীর আলজিব পর্যন্ত দেখা যাইতো।
=)) =)) =))
দাদা আপনার বাজনা জারি রাখেন।
আমার মুভি বানানোর খুব ইচ্ছা আছে। আপনারে দিয়া মিউজিক করাবো।
আসলেই ভালো হইছে। :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভালো না, কিছুই হয়নাই আসলে।
শুধু ঠিক নোট বাজালেই 'রাগ' হয় না।এটা তার প্রকৃষ্ট উদাহরণ।
তবে সিসিবিতে তো আমরা আমরাই, একটু প্রিভিলেজ নিলাম আর কি। 😀
🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বাহ! ভাল লাগলো। মুগ্ধ করা ৮ মিনিট।
উদ্যোগে অভিনন্দন!
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ রাব্বী।
এটা আসলে ভালো হয়নি, আরো অনেকদূর যেতে হবে।
নূপুরদা, আমার ভালই লেগেছে। গ্রামার মেনে বা আবেগের মিশেলে কতটুকু হলো বা হলো না বলতে পারবো না। আমার কাছে চেষ্টাটাই ভাল লেগেছে।
ধ্রুপদী জিনিসপত্রে একটা ভাল লাগা কাজ করে আমার। তাই টুকটাক শুনি মাঝে মাঝে (না বুঝোই)।
ভাল হয়নি উছিলায় যদি চেষ্টা অব্যাহত রাখেন তাহলে আমার মতো গন্ডমূর্খেরা অন্তত ভাল কিছুর সাথে পরিচিত হবার সুযোগ পাবে।
আমার বন্ধুয়া বিহনে
অনেক ভালো বাজিয়েছেন ভাই! অসাধারণ...
হংসধ্বনির তান খুঁজতে গিয়ে আপনার বাজানো অডিওটা পেলাম। আবারো শুভ কামনা...