২০১৩ এর পাওয়া – ল্যাঞ্জা

পহেলা/একলা জানুয়ারি ২০১৩ থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৩ এর ৩৬৫ দিনে কি কি পেলাম আর কি কি  হারালাম তার দিন ভিত্তিক হিসাব দিবো না। সময় ও নেই।

জয় বাংলা শ্লোগান আজ আপামর জনতার শ্লোগান।

দুষ্ট কাদের মোল্লার ফাঁসি অনেক কিছুই অর্জিত হয়েছে এই বছরে।

মানুষ পুড়িয়ে মারার মতো নৃশংস কাজ ও শুরু হয়েছে এই বছরে। এর আগে আমরা পিটিয়ে মানুষ মারা দেখতাম।

কিন্তু এতো কিছুর উপরে যেটা আমাদের এক নম্বর প্রাপ্তি তা হলো,

” ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড।” 

আশেপাশের অনেকের লেজ বের হয়ে পড়লো। খারাপ লেগেছে। কিন্তু ঐ যে আগেই একবার বলেছিলাম শাখামৃগ আমার প্রিয় প্রাণি। তাই কষ্ট আর খারাপ লাগাকে পরিণত করেছি আনন্দে। লেজ নিয়ে জন্মানো বেশ কিছু মানব সন্তানের ছবি দিয়ে দিতে পারতাম। কিন্তু বড্ড চোখে লাগে। তাই লিঙ্ক দিয়ে দিচ্ছি। ক্লিক করুন। 

ওমা তাই বুঝি।

ওমা

ও মা, তুমি এত্তো এত্তো পচা

 

আমি ঠিক করেছি কিছু শুনবো না

আমি কিছু শুনি না

আমি কিছু শুনি না

 

তোমাকে ভেংচি

ভেংচি

ভেংচি, আমি খেলুম না

 

তোর খবর আছে

ছিল্লা-কাইট্টা লবণ লাগাইয়া দিমু

ছিল্লা-কাইট্টা লবণ লাগাইয়া দিমু

 

আরেকবার আমার লেঞ্জার কথা কবি তো খবর আছে

এক্কেবারে ফুটা কইরা দিমু

এক্কেবারে ফুটা কইরা দিমু

এট দ্যা এন্ড ধরা খাইতেই হইলো

শরম, শরম! আমারো রহিয়াছে একখান ল্যাঞ্জা

শরম, শরম! আমারো রহিয়াছে একখান ল্যাঞ্জা

তাইতো কবি বলেছেন, ” প্রেম এন্ড ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড। “

কাগু তুমি শতবর্ষী হও। অন্নেক অন্নেক সুইট তুমি

চিকি মাঙ্কি

চিকি মাঙ্কি

 

২,০২৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “২০১৩ এর পাওয়া – ল্যাঞ্জা”

    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      😀
      ভালো আছি রে ভাই।
      তুমি দর্শনা থেকে চলে আসায় দুঃখ পাইছি।
      খেয়াল আছে কিনা কেরু এন্ড কো তে দাওয়াত দিছিলা..

      তবে লন্ডন ছাগুময়।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।