নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা (জোজা উচ্চারণ: [xoˈliːɬaɬa manˈdeːla]; জন্ম: জুলাই ১৮, ১৯১৮ – ডিসেম্বর ৫, ২০১৩) ছিলেন দক্ষিণ আফ্রিকারগণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ হতে ১৯৯৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ সালে তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপে। ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন। এর পর তিনি তাঁর দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তাঁর গোত্রের দেয়া মাদিবা নামে পরিচিত।
গত চার দশকে ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৩ সালের নোবেল শান্তি পুরস্কার। তাছাড়াও তিনি ১৯৮৮ সালে শাখারভ পুরস্কারের অভিষেক পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন। (সূত্রঃ উইকি )
ছবিঃ রাজেশ জান্তিলাল – এএফ্পি
ছবিঃ ওয়াল্টার ডালাডলা – এএফপি
ছবিঃ গাই টিলিম – এএফপি
ছবিঃ রাজেশ জান্তিলাল – এএফ্পি
ছবিঃ ক্রিস জ্যাকসন
ছবিঃ ওয়াল্টার ডালাডলা – এএফপি
ছবিসূত্রঃ ইন্টারনেট।
বিশেষ কৃতজ্ঞতাঃ নাজমুল ব ক ক ০২-০৮
:clap:
দারুন লেখা ভাই।
ভালো থাকা অনেক সহজ।
এইটা তো চোথা রে।
একটা কিছু থাকা উচিত মাদিবা রে নিয়া তাই দিয়া দিলাম।
:teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ইন্টারনেট থেকে ইচ্ছে করেই দূরে থাকছি পরীক্ষার কারনে। তাই কোনো খবর পাইনি। আপনার পোস্ট এর মাধ্যমেই জানলাম। 🙁
চলে যাচ্ছেন সত্যিকারের সুপারহিরো রা ধীরে ধীরে।
🙁
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বাট এই ভাবনা ভাবি যে বয়স হয়েছে চলে তো যাবেন।
ভাগ্যিস বাংলাদেশে জন্মান নাই।
তাইলে তো অনেক আগেই আমরা মেরে ফেলতাম ওকে।
আর কালো চামড়া নিয়া জন্মাইলে তো কথাই ছিলো না!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মহৎ একজন চলে গেলেন আজকে...। 🙁
যাক, তাঁরা সবাই চলে যাক। এই নষ্ট-ভ্রষ্ট দুনিয়ায় বেঁচে থাকা অনেক কষ্টের ব্যাপার।
শেষবারের মত ::salute:: তাঁকে।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
দুনিয়া কষ্টের না হইলে বেহেশতে গিয়া মজা নিবা ক্যামনে?
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😀
তাই না??? 😛 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
আবার জিগায়।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
respect to MADIBA,
thanks to You, vai.
মাদিবা কে :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কি আর বলবো। এরকম একজন মানুষ এখন আমাদের দেশে খুব দরকার ছিল।
যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি
আমাদের দরকার সাদা চামড়া, কালা চামড়া দিয়া আমরা কি করবো?
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দারুন একটা ছবি+উক্তির কালেকশান! :thumbup:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😀 চোথা
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
::salute:: মাদিবা
পুরাদস্তুর বাঙ্গাল
:boss: মাদিবা
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ