কালো মানুষ, মানুষ

নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা (জোজা উচ্চারণ: [xoˈliːɬaɬa manˈdeːla]; জন্ম: জুলাই ১৮, ১৯১৮ – ডিসেম্বর ৫, ২০১৩) ছিলেন দক্ষিণ আফ্রিকারগণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ হতে ১৯৯৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ সালে তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপে। ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন। এর পর তিনি তাঁর দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তাঁর গোত্রের দেয়া মাদিবা নামে পরিচিত।
গত চার দশকে ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৩ সালের নোবেল শান্তি পুরস্কার তাছাড়াও তিনি ১৯৮৮ সালে শাখারভ পুরস্কারের অভিষেক পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন। (সূত্রঃ উইকি )

170px-Young_Mandela১৯৩৭ সালে মাদিবা।

 

Nelson_Mandela-2008_(edit)২০০৮ সালে মাদিবা।

 

enhanced-buzz-29505-1364510096-8

enhanced-buzz-3071-1364493736-7

enhanced-buzz-16276-1364497485-10

enhanced-buzz-2975-1364498883-7

ছবিঃ মাইক হাচিংস – রয়টার্স
enhanced-buzz-18816-1364501227-28

ছবিঃ রাজেশ জান্তিলাল – এএফ্পি
enhanced-buzz-19628-1364500316-7

ছবিঃ ট্রেভর স্যামসন – এএফপি
enhanced-buzz-20226-1364499890-7

ছবিঃ ওয়াল্টার ডালাডলা – এএফপি
enhanced-buzz-19469-1364501928-10

ছবিঃ রাজেশ জান্তিলাল – এএফ্পি

enhanced-buzz-20136-1364502483-12

ছবিঃ ওয়াল্টার ডালাডলা – এএফপি

enhanced-buzz-22007-1364503753-0

ছবিঃ গাই টিলিম – এএফপি

enhanced-buzz-2421-1364504175-1

ছবিঃ রাজেশ জান্তিলাল – এএফ্পি

enhanced-buzz-2181-1364505181-11

ছবিঃ ক্রিস জ্যাকসন

enhanced-buzz-21992-1364505502-12

ছবিঃ ওয়াল্টার ডালাডলা – এএফপি

enhanced-buzz-32760-1364506736-19

ছবিঃ মারিও তামা
enhanced-buzz-30724-1364506634-0

 

ছবিঃ পল গিলহ্যাম
1426290_3692513849260_778478176_n

ছবিসূত্রঃ ইন্টারনেট।
বিশেষ কৃতজ্ঞতাঃ নাজমুল ব ক ক ০২-০৮

১,৭১৭ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “কালো মানুষ, মানুষ”

  1. নাফিস (২০০৪-১০)

    ইন্টারনেট থেকে ইচ্ছে করেই দূরে থাকছি পরীক্ষার কারনে। তাই কোনো খবর পাইনি। আপনার পোস্ট এর মাধ্যমেই জানলাম। 🙁
    চলে যাচ্ছেন সত্যিকারের সুপারহিরো রা ধীরে ধীরে।

    জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)

    মহৎ একজন চলে গেলেন আজকে...। 🙁
    যাক, তাঁরা সবাই চলে যাক। এই নষ্ট-ভ্রষ্ট দুনিয়ায় বেঁচে থাকা অনেক কষ্টের ব্যাপার।

    শেষবারের মত ::salute:: তাঁকে।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।