মতিঃ আরেকবার এক বাসায় গিয়া ভরপুর মদ খাইছি। পরে বৌএর ঘাড়ে ভর দিয়া বাসায় ফিরছি। পুরা রাস্তা বৌ আমারে গাইলাইতে গাইলাইতে আমারে বাসায় নিছে।
আমি যতৈই কৈ, সোনা গো যাদু গো আই লাভু।
সে কয়, হারাম্জাদা তোরে রাস্তায় ফালাইয়া যামু।
আমি কৈ, ডার্লিং আর খামু না।
সে কয়, কুত্তা, তোর বন্ধুগো লগে বইলে আবার খাবি।
যাদের সাথে খাইছিলাম তারা আজ কলমা পড়া হুজুর তাই নাম নিতে পারতেছি না।
মাদকের রাজা হেরোইনটাই তো বাদ দিয়া গেছেন ভাই। টিকটিকি পর্যন্ত দিয়েছেন,হেরোই্নের ইজ্জত মেরে দিলেন!!!
ধন্যবাদ এরকম একটি লেখার জন্য।রম্য হলেও আমরা সব ধরনের ড্রাগ থেকে দূরে থাকব। (সম্পাদিত)
যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি
একবার শুনছিলাম খুলনার এক জন্প্রিয় ব্যান্ডশিল্পী নাকি হিরুঞ্চি।
হ্যা হিরুরা বাদ পড়লো।
কোন এক হিরুঞ্চি হয়তো লিখবে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ব্যাপক মজা পাইলাম। মাদকরাজ হিরু এবং বৈচিত্র্য আনার জন্য থাইল্যান্ডের সাপের কামড় যোগ করে দেন! ব্র্যাক ভার্সিটিতে পড়ার বদৌলতে স্বল্প সময়ে প্রচুর "কুল ডুড" এর দেখা মিলসে যাদের কাছে নেশা করাটা কুল ছিল। বেশুমার আনন্দের খোরাক ছিল ভার্সিটি লাইফ! :khekz:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
একবার হইছিলো কি হলে এক রুমমেট তার দোস্তরে নিয়া আইসা হিরু খাইতে বসছে ব্যাফক আয়োজন কইরা। পাশে পলিথিন ও রাখা। তাদের জিজ্ঞাসা করা হৈল পথিন দিয়া কি হবে?
দোস্ত বলিলো, খাওয়ার পর বমি করিবো।
মোকাব্বির তুই কমেন্টে এড করে দে সাপের কামড় ETC.
সিসিবি তে কখনো সখনো ব্লগের চাইতে আলোচনা বেশি কাজের জিনিস হয়।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কাহিনী শুনছিলাম বদ পুলাপান থাইল্যান্ডে গিয়া পিনিকের সাইন ওয়েইভ নিয়া খেলাধুলা করে। মনে করেন শুরু করলো এলকোহল দিয়া - তারমানে নেগেটিভ ওয়েভ (স্লো-মোশন), তারপরে রেডবুল বা হাই অন্যকোন হাই কনসেন্ট্রেটেড এনার্জি ড্রিঙ্ক দিয়া ব্যালেন্সে আসবে। এরপরে ইয়াবা দিয়া চলে যাবে পজিটিভ ওয়েভ (এলার্ট মোটর সিস্টেম), এবার একটু হিরু বা কোক নিয়ে আবার ব্যালেন্সে সেখান থেইকা সাপের কামড় ঠৌটে নিয়া আবার নিচে ডাইভ এভাবে চলতে থাকে বলে! শুইনা বেকুব হইয়া গেসি। পুলাপানের কত বু্দ্ধি! :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
B-)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সিসিবির ইতিহাসের সবচেয়ে নেশাগ্রস্ত পোস্ট... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এক টানেতে সাধু দুই টানে সন্নাসী তিন টানেতে দেখ চাইয়া দেখ ভগবানের হাসি, ভগবানের হাসি। এ নেশা কেমন নেশা? :awesome: :awesome: :awesome:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বড় ভালো নেশা ..
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
চলচিত্রের নামটা ভুলে গেলাম ভাই। গোলাম মোস্তফা ছিলেন মূল একটি চরিত্রে এটুকু মনে আছে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
শুভদা।
আর উপরে আবার জিজ্ঞাসা করে,
এ নেশা কেমন নেশা?
উত্তরে, ব ল বো ন আ
সেই ছোটবেলায় দেখা কথা আগুপিছু হতে পারে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:gulli2: :gulli2: :gulli2:
পুরাদস্তুর বাঙ্গাল
:gulti:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আসলেই...... :clap: ::salute::
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:tuski:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা...... 😉
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •
:dreamy:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
"সিসিবির ইতিহাসের সবচেয়ে নেশাগ্রস্ত পোস্ট..."
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😛
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ইউ এস এর স্বাধীনতার ঘোষণাপত্র নাকি গাজার পাতার উপর লেখা...
জর্জ ওয়াশিংটন সহ আরো বেশ কয়েক্জন ইউ এস রাষ্ট্রপতির গাজার বাগান ছিলো।
সাধে কি জ্ঞানীরা বলেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম.।
আর আমাদের সুলতানরে ঢাকা নিয়া আসলে ছবি আকানোর জন্য, দিনে ৫০০ টাকার গাজা লাগতো।
আর এই ৫০০ টাকা প্রায় ২০-৩০ বছর আগের ৫০০ টাকা।
সুলতান অবশ্য কালো শাড়িও পড়তেন আর বাশি বাজাতে বাজাতে সদরঘাট- বুড়িগংগার দিকে ছুটে চলতেন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হইতে পারে ভাই। উনারা কোন এক রাতে বেশী সেন্টু খায়া পাতার উপরেই লেইখা পরের দিন ডিক্লেয়ার দিয়া দিসে! মূল দলিল পাওয়া না যাওয়ার এইটাও হয়তো একটা কারণ। সদ্য স্বাধীন দেশের প্রেসিডেন্ট হয়তো একদিন সাপ্লাই ফুরায়া যাওয়ায় ঐ শুকনা পাতা গুঁড়া করে টাইনা ফালাইসে! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আর বব মার্লের একটা ডকু দেখেছিলাম যাতে বস বলছেন, গাজা হইলো হার্ব।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কলোরাডো ও ওয়াশিংটন স্টেটে যাইতে মন চায়! রাস্তায় দাড়ায় কল্কি টানার সুখ লাভ করতে চাই! ;)) ;)) ;))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
গাজা নিয়ে সৈয়দ মুজতবা আলীর একটা চমৎকার গল্প আছে।
আমার কাছে সমগ্রটা নামানো আছে।
স্ক্রিন শট দিয়া দিবো খুজে পেলে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
চাচা কাহিনী?! পড়েছি গজব গল্প! =)) =))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পড়তে পড়তে নেশা ধরে গেল
নেশাগ্রস্থ পোস্ট 😉 😉 😉 😉 😉 😉 😉 😉
::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute::
😀 খুউব খারাপ হয়ে গেলো; না!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
প্রেক্ষাপট কাল্পনিক হলেও বাস্তব কিছু পরিস্থিতির সাথে মিলে গেলো। ব্যাপারটা তাই বেশ প্রাণবন্ত লেগেছে। চমৎকার লেখা। তবে একটা অদ্ভুত নেশা যোগ করা যেতে পারে। যেই সিরিঞ্জ দিয়ে হিরোইন নেয়া হয়, তার সর্বশেষ স্ট্রোক-এর পর সিরিঞ্জের উচ্ছিষ্ট রক্তটুকু একটা সিগারেটে মেখে রেখে শুকানো হয়। তারপর খালি পেটে সকাল বেলা খওয়া হয়। নিজের চোখকে অবিশ্বাস করতে পারিনি সেই সময়ে। 🙁 সুন্দর একটা পোস্টের জন্য ধন্যবাদ। :clap:
বিশ্ব মেতেছে আজ 'আগুন-ঝরা-ফাগুন'-এর উৎসবে। রক্তস্নানে তুষ্ট হৃদয়। প্রতিটি নিঃশ্বাসে শকুনের আনাগোনা অনবরত।
পেটে মোচড় দিল এটা শুনে! 🙁 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
~x(
নাভীর মধ্যে দেয় সিরিঞ্জ দিয়ে একটা সিস্টেম আছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাই আর শুনতে চাই না! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:bash:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
পুরাই ফাটায়ে দিছেন ভাই। গবেষণা মূলক পোস্ট 😀
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
:hatsoff:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এইটা এড করতে মন চাইলো
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ