ইয়াবা আছে, ইয়াবা???

3/4/2012 2:52 AM
অনিঃ দোস্ত, তোদের কারো কাছে ইয়াবা আছে?
  • অনন্তঃ  ক্যান কোন মাইয়ারে খাওয়াবি?
  • করণঃ  টাইগার মলমে কাম চালায় নে।
    tiger_balm_red 
  • অনিঃ  ইয়াবা কি শুধু মাইয়ারা খায়? 
  • অনিঃ টাইগারে সেক্স নাই দোস্ত।
  • অনন্তঃ তা না, কিন্তু আগেই যদি খাওয়াইতে পারিস তাইলে পটাইতে সুবিধা হবে। ভাবলাম এই প্রজেক্ট হাতে নিসিস মনে হয়।
  • অনিঃ তুই কি ইয়াবা খাওয়ায় পটাইছিলি? 
  • অনন্তঃ আমার চেহারা একবার দেখলে কোন ঔষধেই কোন কাম হয় না। তাই ভাবলাম তোরা যদি পারিস।
  • অনিঃ হা হা হা, দোস্ত, তোর বউরে তো পটাইছিলি নাহ?
  • করণঃ কিসের মধ্য কি? বউরে আবার পটাইতে হয় নাকি? 
  • অনিঃ  লুল, ঠিক কইছস। 
  • অনন্তঃ করণ, চিন্তা করতেসিলাম কি উত্তর দিমু, তুই এক্কারে বুলস আই এ মাইরা দিসস।
  • রহমানঃ ইয়াবা না খাওয়াইয়া বিলাই চিমটি জায়গামতোন লাগাইয়া দে ——- চুলকানির জন্য তখন এমনিই আইয়া পড়বো। 
  • পরমাঃ বাহ– বাহ— কি চমেৎকার! 
  • করণঃ ইশতিকে বল, ৬৬০ গ্রাম থেকে কয়েক গ্রাম দিতে পারে কিনা।  
  • করণঃ নে, ট্যাকাও পাঠায় দিলাম।  
  • Jakaria Rahman's photo.
  • রহমানঃ পরমা, মনে কিছু নিস না রে… সব বয়সের দোষ।  
  • পরমাঃ পাগল নাকি! আমাকেও একটু চেখে দেখার সুযোগ দিস! 
  • রহমানঃ আবার জিগায়!  
  • মতিঃ সত্য হইলো আমাদের মধ্যে কেউ কেউ ইয়াবা খায়।
    এর চাইতে জুতার কালি দিয়া নিশা করন ভালা।
    kiwi_shoe-polish
  • পরমাঃ বাহ! ভালোতো! জুতার কালি দিয়াও নেশা করা যায়! 
  • করণঃ বেহেস্তে গিয়া, ৭০ টা হুর সামলানো লাগবো, সুরা আর সাকীর নহর বয়ে যাবে, অই গুলা খাওয়ান লাগব, এখন থেকে প্র্যাকটিস না থাকলে ক্যামনে কি করবি? কঠোর প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। বা Practice makes a (wo)man perfect.
  • হাসানঃ কেরোসিন —- ট্রাই কর। বাট ডাইল এর উপরে কথা নাই, উইথ আলপাইন চকলেট আর ইস্পিশাল চা।
    petrol-price-hike-sm20111230084716unDoneDiary_1290275127_4-2010-09-06__Phensidyl.jpeg
  • Screen Shot 2013-08-29 at 04.17.26609de92d09f05a39b8fbbf348966ba4e
  • পরমাঃ  হুম! আইজকা অনেক জ্ঞান লাভ হইলো… 
  • মতিঃ নিজেরে ছাগল মনে হয় গাঞ্জা ছাড়া কিছু খাইলাম না জীবনে।
    750px-marijuana
    তাও খাইলে মাথা ঘুরায়। শরীর হাওয়ায় ভাসে আবার ধুপ কইরা বিছানায় পড়ে। আরেকবার তো মাথার কাছে টেবিল ছিলো, সেটায় মাথায় বাড়ি খায়। আরেক্দফা পা গিয়া দেয়ালে বাড়ি খায়। যেইদিকে কাইত হই পুরা মগজ ঐদিকে কাইত হয়।8e4aa7827e986034efbfb6e4eb0ecd67

            আরেকবার তিনটা না চাইরটা ঘুমের ঔষুধ খাইয়া দুইদিন ঘুমাইয়া ছিলাম। আমার এক কাজিন আমারে কয়, তুমি তো নেশাও করতে পারো না।
image_53690_0

  • মতিঃ মদ ভালো জিনিস।
    Mod
    কিন্তু বৌ খাইতে দেয় না।
    কয় বয়স হইছে মানুষ হও।
    আর লুকা ছাপা কইরা মদ খাবো কেন?
    মাঝে মাঝে খুব দুঃখ লাগে।
    স্যাটারডে, সানডেতে হাতে একটা  বিয়ার নিয়া বসতে না পারলে লাইফ কিসের!!!
    glass
  • মতিঃ পরমা, জুতার কালি খাইতে হয় না।
    এক নেশারু একবার আমারে কইছিলো উপায়।
  • রহমানঃ ছি ছি… এই বয়সে নেশা করা একদম ঠিক না। মদ খাইলে নেশা হয় তোরে কে কইল মতি?
  • পরমাঃ  জুতার কালি কি করে? আমার জুতার কালির গন্ধতা খুব ভালো লাগতো! আমি অনেকের জুতা পালিশ করে দিতাম, মেটাল পালিশ করার বিনিময়ে!
  • রহমানঃ টিকটিকির লেঞ্জা বিষয়ক একটা শুনছিলাম অনেকদিন আগে ঃ?
    220px-HouseLizard
  • মতিঃ কলেজ লাইফে জানলে সিউর নেশা করতাম। পলিথিনে জুতার কালি নিয়া ঐ পলিতে মুখ ঢুকাইয়া নিঃশ্বাস নিবি ভরপুর।
    কলেজে থাকতে একবার সিগারেটের ছাই খাইছিলাম চায়ের সাথে। পরে খানের কান্ধে ভর দিয়া মসজিদে গেছিলাম।
  • মতিঃ আরেকবার মিয়ার সাথে ঝিনাইদহ, কুষ্টিয়া গিয়া গাজা খাইয়া জামাতে নামাজ পড়াইছিলাম। তাও আবার স্কুলের ছাদে। পরে আমারে কোলে কইরা নামাইছে, কোন সিড়ি ছিলো না ছাদে, সে এক ভয়াবহ অবস্থা.। 
  • মতিঃ আরেকবার এক বাসায় গিয়া ভরপুর মদ খাইছি। পরে বৌএর ঘাড়ে ভর দিয়া বাসায় ফিরছি। পুরা রাস্তা বৌ আমারে গাইলাইতে গাইলাইতে আমারে বাসায় নিছে।
    আমি যতৈই কৈ, সোনা গো যাদু গো আই লাভু। 
    সে কয়, হারাম্জাদা তোরে রাস্তায় ফালাইয়া যামু।
    আমি কৈ, ডার্লিং আর খামু না।
    সে কয়, কুত্তা, তোর বন্ধুগো লগে বইলে আবার খাবি।
    যাদের সাথে খাইছিলাম তারা আজ কলমা পড়া হুজুর তাই নাম নিতে পারতেছি না।
  • অনিঃ  হালার পো হালা, ইয়াবা থাকলে ক আছে, না থাকলে ক নাই। এত্ত কথা কিসের? বন্ধু হইয়া বন্ধুরে ইয়াবা খাওয়াইতে না পারলে কিসের বন্ধু হইছস? দুই দিনের বাচ্চা পোলা পাইন ইয়াবা খাইতেছে, আর আমি ইয়াবার চেহারাই দেখলাম না, এইটা কিছু একটা হইলো?
  • করণঃ ঐশী এর লগে যোগাযোগ কর।
  • রহমানঃ কই যেন দেখলাম জন্মনিয়ন্ত্রন বড়ি রঙ কইরা ইয়াবা হিসেবে বিক্রি করে। তুই ট্রাই কইরা দেখতে পারস।
    883827
  • অনিঃ  হা হা হা… ভালো কথা কইছস। কেনার সময় ঘইসা কিনতে হবে
  • অনিঃ  রহমান, তুই আমারে গ্রীণ কালারের কি খাওয়াইলি, বৌ জিগায় পান মসলা খাইয়া আইসি নাকি??? url
  • রহমানঃ তোর বউ ইসমার্ট! 
  • আলীঃ কয় প্যাকেট লাগবো উস্তাদ ???????? জায়গায় বৈয়া আওয়াজ দ্যান ……..
  • আলীঃ ইয়াবা নিয়া সবাই মাথা নষ্ট কইরা ফেলছে.। বুঝাই যায় সব পুলাপাইন রৈয়া গেছে। 
  • রহমানঃ পুলাপাইন ঠিকই বড় হইছে বাট তুই বুড়া হইছোস। 
  • অনিঃ  আলী,  তোর কাছে আগের ষ্টক থেকে থাকলে আওয়াজ দে।



উপরের কথোপকথন পুরাটাই কাল্পনিক। কারো জীবনের সাথে মিলে গেলে দুঃখ প্রকাশ করছি।
আমি নিজ জীবনে কোনদিন নেশা করি নাই। যারা নেশা করে তাদের কোনদিন স্বাভাবিক প্রাণি মনে হয় নাই। তবে দুষ্ট হুমায়ূন আহমেদ আমাকে তার লেখার মাধ্যমে এল এস ডি খাইতে প্ররোচিত কইরা গেছেন। না তারে দোষ দিই না। আর এখনো খাই নাই। হয়তো কোনদিন খাবোও না।
এল এস ডি সম্পর্কে যারা জানতে চান। 

Screen Shot 2013-08-29 at 05.14.49
দেশ ও জাতি বেরিয়ে আসুক মাদকের করাল ছোবল থেকে। আমরা আরো ভালো করে জানি মাদকের অপকারিতা কি এবং ক্যানো আমাদের মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আবশ্যক। 
ছবিসূত্রঃ ইন্টার্নেট।
৩,৬০৪ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “ইয়াবা আছে, ইয়াবা???”

  1. সিরাজ(১৯৯১-১৯৯৭)

    মাদকের রাজা হেরোইনটাই তো বাদ দিয়া গেছেন ভাই। টিকটিকি পর্যন্ত দিয়েছেন,হেরোই্নের ইজ্জত মেরে দিলেন!!!

    ধন্যবাদ এরকম একটি লেখার জন্য।রম্য হলেও আমরা সব ধরনের ড্রাগ থেকে দূরে থাকব। (সম্পাদিত)


    যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    ব্যাপক মজা পাইলাম। মাদকরাজ হিরু এবং বৈচিত্র্য আনার জন্য থাইল্যান্ডের সাপের কামড় যোগ করে দেন! ব্র্যাক ভার্সিটিতে পড়ার বদৌলতে স্বল্প সময়ে প্রচুর "কুল ডুড" এর দেখা মিলসে যাদের কাছে নেশা করাটা কুল ছিল। বেশুমার আনন্দের খোরাক ছিল ভার্সিটি লাইফ! :khekz:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    একবার হইছিলো কি হলে এক রুমমেট তার দোস্তরে নিয়া আইসা হিরু খাইতে বসছে ব্যাফক আয়োজন কইরা। পাশে পলিথিন ও রাখা। তাদের জিজ্ঞাসা করা হৈল পথিন দিয়া কি হবে?
    দোস্ত বলিলো, খাওয়ার পর বমি করিবো।

    মোকাব্বির তুই কমেন্টে এড করে দে সাপের কামড় ETC.
    সিসিবি তে কখনো সখনো ব্লগের চাইতে আলোচনা বেশি কাজের জিনিস হয়।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      কাহিনী শুনছিলাম বদ পুলাপান থাইল্যান্ডে গিয়া পিনিকের সাইন ওয়েইভ নিয়া খেলাধুলা করে। মনে করেন শুরু করলো এলকোহল দিয়া - তারমানে নেগেটিভ ওয়েভ (স্লো-মোশন), তারপরে রেডবুল বা হাই অন্যকোন হাই কনসেন্ট্রেটেড এনার্জি ড্রিঙ্ক দিয়া ব্যালেন্সে আসবে। এরপরে ইয়াবা দিয়া চলে যাবে পজিটিভ ওয়েভ (এলার্ট মোটর সিস্টেম), এবার একটু হিরু বা কোক নিয়ে আবার ব্যালেন্সে সেখান থেইকা সাপের কামড় ঠৌটে নিয়া আবার নিচে ডাইভ এভাবে চলতে থাকে বলে! শুইনা বেকুব হইয়া গেসি। পুলাপানের কত বু্দ্ধি! :grr: :grr:


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
  4. শাহরিয়ার (০৬-১২)
    সিসিবির ইতিহাসের সবচেয়ে নেশাগ্রস্ত পোস্ট...

    নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা...... 😉


    • জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •

    জবাব দিন
  5. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ইউ এস এর স্বাধীনতার ঘোষণাপত্র নাকি গাজার পাতার উপর লেখা...

    জর্জ ওয়াশিংটন সহ আরো বেশ কয়েক্জন ইউ এস রাষ্ট্রপতির গাজার বাগান ছিলো।

    সাধে কি জ্ঞানীরা বলেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম.।

    আর আমাদের সুলতানরে ঢাকা নিয়া আসলে ছবি আকানোর জন্য, দিনে ৫০০ টাকার গাজা লাগতো।
    আর এই ৫০০ টাকা প্রায় ২০-৩০ বছর আগের ৫০০ টাকা।
    সুলতান অবশ্য কালো শাড়িও পড়তেন আর বাশি বাজাতে বাজাতে সদরঘাট- বুড়িগংগার দিকে ছুটে চলতেন।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      হইতে পারে ভাই। উনারা কোন এক রাতে বেশী সেন্টু খায়া পাতার উপরেই লেইখা পরের দিন ডিক্লেয়ার দিয়া দিসে! মূল দলিল পাওয়া না যাওয়ার এইটাও হয়তো একটা কারণ। সদ্য স্বাধীন দেশের প্রেসিডেন্ট হয়তো একদিন সাপ্লাই ফুরায়া যাওয়ায় ঐ শুকনা পাতা গুঁড়া করে টাইনা ফালাইসে! 😀 😀


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আর বব মার্লের একটা ডকু দেখেছিলাম যাতে বস বলছেন, গাজা হইলো হার্ব

    এইটারে ড্রাগ হিসাবে চিহ্নিত করা পশ্চিমাদের ষড়যন্ত্র।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  7. ইমরানুল হক

    প্রেক্ষাপট কাল্পনিক হলেও বাস্তব কিছু পরিস্থিতির সাথে মিলে গেলো। ব্যাপারটা তাই বেশ প্রাণবন্ত লেগেছে। চমৎকার লেখা। তবে একটা অদ্ভুত নেশা যোগ করা যেতে পারে। যেই সিরিঞ্জ দিয়ে হিরোইন নেয়া হয়, তার সর্বশেষ স্ট্রোক-এর পর সিরিঞ্জের উচ্ছিষ্ট রক্তটুকু একটা সিগারেটে মেখে রেখে শুকানো হয়। তারপর খালি পেটে সকাল বেলা খওয়া হয়। নিজের চোখকে অবিশ্বাস করতে পারিনি সেই সময়ে। 🙁 সুন্দর একটা পোস্টের জন্য ধন্যবাদ। :clap:


    বিশ্ব মেতেছে আজ 'আগুন-ঝরা-ফাগুন'-এর উৎসবে। রক্তস্নানে তুষ্ট হৃদয়। প্রতিটি নিঃশ্বাসে শকুনের আনাগোনা অনবরত।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।