আগামীকাল বহু প্রতীক্ষিত রায় ঘোষিত হবে।
বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম প্রক্রিয়ার সময় বিরোধিতার তালিকায় সর্বাগ্রে ছিলেন গোলাম আযম।
এমনকি স্বাধীনতার পরেও যুক্তরাজ্যে অবস্থান করে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান এবং মুসলিম বিশ্ব সৌদি আরবের সাথে মিলে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালান।
যাইহোক এখানে দেখি ৭১ এ মহান (?) এই লোকটি বাংলাদেশে জামাত-শিবিরের আব্বা নামে পরিচিত গোলাম আযম কি বলেছে বা করেছে।
কিন্তু আশ্চর্য্য হইলেও সত্য যে পাবলিক আর ৭১ এর চেতনা বুকে ধারণ করে না। অনেকের কাছে ৭১ ছিলো গন্ডগোলের বছর।
কালকে হরতাল ডেকেছে রাজাকারের নাতি-পুতিরা।
আরো কিছু তথ্য
পরিশেষে ধন্যবাদ হুমায়ুন আহমেদকে।
সূত্রঃ
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
জয় বাঙলা
জয় বঙ্গবন্ধু
নূন্যতম শাস্তি দাবী করছি, একবার মৃত্যুদন্ড
খালি :duel: :duel: :duel: হবে
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
:gulli2:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:gulli2:
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •
:gulli2:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup:
আমার বন্ধুয়া বিহনে
:teacup:
:gulli2:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কি লাভ হইলো? 🙁
~x(
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
" গোলাম আযমের আইনজীবীরা বলেছেন, প্রত্যক্ষ অপরাধের দায় রাষ্ট্র প্রমাণ করতে পারেনি। কিন্তু তার অর্থ এই নয় যে, এটি একটি অন্তর্নিহিত দুর্বলতা কিংবা সীমাবদ্ধতা।" মনে রাখা প্রয়োজন যে তিনি পরোক্ষভাবে অথচ নিয়ামক ভূমিকা রেখে সর্বোচ্চ অপরাধ সংঘটন করেছেন, এই দেশের জন্মকে অস্বীকার করে আবার এই দেশের অস্তিত্বতের বিরুদ্ধে ক্ষমাহীন ভাবে পদচারনা করেছেন, আমরা ভুলো জাতি তাই প্রায়ই ভুলে যাই, যার গেছে, সে জানে বেদনা কতটুকু, এই দেশের প্রতি ঘরে যদি একজন করে মানুষ ৭১-এ প্রাণ দিত তাহলে এই সব বিতর্ক আর থাকতো না ....
আলাই ছাল্লাহু বি আহ কামিল হাকিমিন | - (নিশ্চয়ই আলাহ তা'লা সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ) - সুরা ত্বীন: আল কোরআন | তার বিচারের অপেক্ষায় আছি ....
দিছে তো মনে হয়।
দেবতারা এই যুগে আসলে বলতেন,
বাঙালির মন দেবতাও জানে না
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
৯০ বছর ধরে ফ্রন্ট রোল দিবে আর সব বাংলাদেশীর পা ধরে মাপ চাইবে তবু গো. আ . কে ক্ষমা করা হবে না, তার পর তাকে ফাসির দড়িতে ঝুলে অপমৃত্যু বরণ করতে হবে, this is my utopian verdict.
তীব্রভাবে সহমত।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
৯০ টা ইডি দিলে আরও ভাল হইত ।