গোলাম আযম নামা ১৯৭১

আগামীকাল বহু প্রতীক্ষিত রায় ঘোষিত হবে।

বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম প্রক্রিয়ার সময় বিরোধিতার তালিকায় সর্বাগ্রে ছিলেন গোলাম আযম
golam azam baitulimages (12)
এমনকি স্বাধীনতার পরেও যুক্তরাজ্যে অবস্থান করে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান এবং মুসলিম বিশ্ব সৌদি আরবের সাথে মিলে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালান।
golam-azam-chadabazi
যাইহোক এখানে দেখি ৭১ এ মহান (?) এই লোকটি বাংলাদেশে জামাত-শিবিরের আব্বা নামে পরিচিত গোলাম আযম কি বলেছে বা করেছে।

go go2 go3 go4 go5 go6 go7 go8 go9 go10 go11 go12 go13 go14 go15 go16 go17 go18 go19 go20 go21 go22 go23 go24 go25 go26 go27 go28 go29 go30 go31 go32 go33 go34 go35 go36 go37 go38 golam azam go source1go source

 

কিন্তু আশ্চর্য্য হইলেও সত্য যে পাবলিক আর ৭১ এর চেতনা বুকে ধারণ করে না। অনেকের কাছে ৭১ ছিলো গন্ডগোলের বছর।
কালকে হরতাল ডেকেছে রাজাকারের নাতি-পুতিরা
golam azam hartalআরো কিছু তথ্য
golam asgor khan golam azam May_4Week golam azam nantublog_1200136720_1-jamat3 golam azam oct3_003 Golam Azam-Nov-1971_MMR GolamAzamLobbied2-761039
পরিশেষে ধন্যবাদ হুমায়ুন আহমেদকে।
golam tui razakar
সূত্রঃ
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
জয় বাঙলা
জয় বঙ্গবন্ধু

আজকের দিনে মনে পড়ে মার কথা।
jahanara imam jahanar-imam

১৮ টি মন্তব্য : “গোলাম আযম নামা ১৯৭১”

  1. SHAH ALAM (86-92)

    " গোলাম আযমের আইনজীবীরা বলেছেন, প্রত্যক্ষ অপরাধের দায় রাষ্ট্র প্রমাণ করতে পারেনি। কিন্তু তার অর্থ এই নয় যে, এটি একটি অন্তর্নিহিত দুর্বলতা কিংবা সীমাবদ্ধতা।" মনে রাখা প্রয়োজন যে তিনি পরোক্ষভাবে অথচ নিয়ামক ভূমিকা রেখে সর্বোচ্চ অপরাধ সংঘটন করেছেন, এই দেশের জন্মকে অস্বীকার করে আবার এই দেশের অস্তিত্বতের বিরুদ্ধে ক্ষমাহীন ভাবে পদচারনা করেছেন, আমরা ভুলো জাতি তাই প্রায়ই ভুলে যাই, যার গেছে, সে জানে বেদনা কতটুকু, এই দেশের প্রতি ঘরে যদি একজন করে মানুষ ৭১-এ প্রাণ দিত তাহলে এই সব বিতর্ক আর থাকতো না ....
    আলাই ছাল্লাহু বি আহ কামিল হাকিমিন | - (নিশ্চয়ই আলাহ তা'লা সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ) - সুরা ত্বীন: আল কোরআন | তার বিচারের অপেক্ষায় আছি ....

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)
      এই দেশের প্রতি ঘরে যদি একজন করে মানুষ ৭১-এ প্রাণ দিত তাহলে এই সব বিতর্ক আর থাকতো না ....

      দিছে তো মনে হয়।
      দেবতারা এই যুগে আসলে বলতেন,
      বাঙালির মন দেবতাও জানে না


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
  2. SHAH ALAM (86-92)

    ৯০ বছর ধরে ফ্রন্ট রোল দিবে আর সব বাংলাদেশীর পা ধরে মাপ চাইবে তবু গো. আ . কে ক্ষমা করা হবে না, তার পর তাকে ফাসির দড়িতে ঝুলে অপমৃত্যু বরণ করতে হবে, this is my utopian verdict.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।