কামারুজ্জামান একটি ঘাতকের নাম

kamarujjaman kamarujjaman-240x300
কামারুজ্জামান তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর উচ্চস্বরে বলে ওঠেন, ‘রং জাজমেন্ট! রং জাজমেন্ট! ইতিহাস ক্ষমা করবে না।’ 

আরে কামারু, রায় শুনেও তুই বুঝলি না যে ইতিহাস তোরে ক্ষমা করে নাই? (ফেরদৌস ফয়সাল )

কামারুজ্জামান যে আল বদর বাহিনী (যা কিনা গঠিত হয়েছিলো তৎকালীন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র সংঘ ; আজকের  ইসলামী ছাত্র শিবির) র একজন নেতৃস্থানীয় ছিলেন এতে কারোরই সন্দেহ না থাকলেও রায় ঘোষণার পর তার ছেলে বলেন যে ১৯৭১ এ কামারুজ্জামান মাত্র ১৮ বছরের কলেজ ছাত্র ছিলেন। কিন্তু এটা ২০১৩ সাল। একে একে সকল মিথ্যা অপসারিত হচ্ছে। লাভ নাইরে গোলাম হোসেন। এইবার আর মিডল ইষ্ট তোদের বাচাতে পারবে না।

kamaru1kamaru2kamaru3kamaru4kamaru5kamaru6

 

আজকের দিনেই এস এস সি পরীক্ষার্থীদের পরীক্ষার ফল ঘোষণা হয়েছে।
আলমগীর হোসেন নামে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন-

নাম: 
কামারুজ্জামান
বিষয়: অমানবিক
পরীক্ষার সন: ১৯৭১
হত্যা: A+
ধর্ষণ: A+
নির্যাতন: A+
লুটপাট: A+
অগ্নিসংযোগ: A+

ফলাফল: ফাঁসি! 

বাংলার মাটিতে রাজাকারের ঠাই নাই।
জয় বাঙলা।
স্যালুট শাহবাগীদের, তোমাদের জন্যই আজ দ্বিধাহীন কন্ঠে বলতে পারছি
জয় বাঙলা
Flag_of_Bangladesh_(1971)

ভালো কথা আমরা ইদানিং সত্য-মিথ্যা বাছতে গিয়ে মহা ঝামেলায় পড়ে যাই। বিশেষ করে মিথ্যা ছবি দেখিয়ে যা খুশী তাই বলা হচ্ছে। সরল মন তাই মেনে নিচ্ছে।
আপনার জন্য এই ভিডিওটি।
হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ

সূত্র
ছবিঃ ইন্টারনেট
ভিডিওঃ ফেসবুক, বোয়ানের সৌজন্যে
বইঃ একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়

kamaru7kamaru8

৪ টি মন্তব্য : “কামারুজ্জামান একটি ঘাতকের নাম”

  1. ধন্যবাদ। আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। আপনার ইমেইলে আপনার পাসওয়াড পাঠানো হয়েছে, ইমেইলটি ইনবক্সে না পেলে বাল্ক ফোল্ডারটিও পরীক্ষা করে দেখুন।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।