জে সুইস অভিজিৎ-আমিই অভিজিৎ

গতকাল দুপুরে ভরপেট খেলাম। খেতে খেতে খাবারের কিছু ছবিও পোষ্ট করলাম। ফেসবুকে ঢুকে দেখি প্রিয় লেখক/ব্লগার অভিজিৎ রায় বিডি নিউজে তার একটা লেখা দিয়েছেন “কেনো কোন কিছু থাকার বদলে কিছু আছে” শিরোনামে। খেতে খেতেই কিছু অংশ পড়লাম। লেখাটিতে লাইক দিলাম। খেয়ে দেয়ে একটা ভাতঘুম টাইপ দিলাম (যদিও ভাত ছিলো না মেনুতে)।

আমাদের ব্যাচের ছেলেপেলে এই তো কদিন আগে হোয়াটস এপে একটা গ্রুপ খুলেছে। ওটার মেসেজ আসছিলো একের পর এক। বউ বললো, মোবাইল সাইলেন্ট করো, খুটুর খুটুর শব্দ হচ্ছে। হালকা ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে মেসেজ গুলা পড়লাম। ফেবুতে ঢুকে দেখি অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা সন্ত্রাসী (মৌলবাদী) চাপাতির আঘাতে আহত। ঘুম প্রায় চটে গেলো। তারপরো এইটা কি হইলো বলতে বলতে মাথা ঠান্ডা করে আবার শুয়ে পড়লাম। বিকালে পরিচিত একজনের ফোনে ঘুম ভাঙলো। এরমধ্যে মেসেজ বাক্সে এসে জমা হয়েছে মেসেজ। খুলে দেখি অভিজিৎ রায় আর নেই। বৌদির অবস্থাও আশংকাজনক। সব শেষ।

অভিজিৎ রায় ও রাফিদা আহমেদ বন্যা

সন্ধ্যায় কাজে যেতে হলো। সারাটা সন্ধ্যা শুধু বুকের গভীর থেকে একের পর এক দীর্ঘশ্বাস বের হয়েছে। অনেকের সাথে যোগাযোগ হলো। সবার ই মন খারাপ। এইভাবে একটা লোককে ওরা এইভাবে মেরে ফেললো।

রাত দশটার দিকে বৌ ফোন করে বললো আমার নাস্তিক টাইপ কথাবার্তা, পলিটিকাল কথাবার্তা বন্ধ করতে হবে। ফোনে তার কথা মেনে নিতে বাধ্য হলাম।

আমি কি তবে ভয় পেয়েছি? খুব ভয় পেয়েছি? আমি কি তবে আর আমার বিশ্বাস বা অবিশ্বাসের কথা আর বলতে পারবো না! এইসব অচেনা মৌলবাদীদের কথা বাদ দিলাম। আমার পরিচিত ক্যাডেটদের মধ্যেই তো অনেকে রয়েছে যারা বিভিন্ন সময় আমাকে নানা হুমকি ধামকি দিয়েছে, বাঙলাদেশে গেলে তারা আমার কি অবস্থা করবে জানিয়েছে।

একটা ইচ্ছা ছিলো কোরানের ব্যাখ্যা বা তাফসির টাইপ একটা কিছু লেখার, সুন্দর চামড়ায় বাধাই করা হবে সেটি, নাম হবে নাস্তিকের কোরান পাঠ বা অবিশ্বাসীর চোখে কোরান। বোধহয় আর আমার এই বই টি ছাপানো হবে না। কন্যাদের বলে যাবো আমি মরে গেলে ওরা যেনো বইটি ছাপায়। আচ্ছা মৌলবাদীরা কি তখন আমার কন্যাদের উপর আঘাত হানবে?

অভিজিৎ রায়, রাফিদা আহমেদ বন্যা

আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অভিদার জায়গায় শুয়ে আছি আমি, পাশে দাড়িয়ে রাফিদা আহমেদ বন্যার জায়গায় কর্তিত বা হাতের আঙুল আর চাপাতির আঘাত নিয়ে আমার স্ত্রী। ঐতো আমি আঘাতে আঘাতে নিথর শুয়ে আছি। আমাকে হাসপাতালে নেয়া হচ্ছে। আমি মারা গেছি। আমার স্ত্রী কোন হাসপাতালের আই সি ইউ তে। সে বাঁচবে কিনা জানি না। আমার দুই মেয়ে এতিম।

আমি ভয় পাচ্ছি। তীব্র ভয় পাচ্ছি। কারণ আমি জানি জীবন অমুল্য। কারণ আমি জানি মৃত্যুর পর কোন কিছু অপেক্ষা করে নেই। না ৭০ টি হুর পরী, গেলমান না নরকের আগুন।

কিন্তু তাই বলে কি আমি ইঁদুরের জীবন বেছে নেবো? তাই বলে কি আমি চাপাতি, তলোয়ারের ভয়ে আমার কলম বাক্সবন্দী করে রাখবো? আমি কি কিবলায় মাথা ঠুকে ঠুকে কপালে দাগ করে ফেলবো? ওরা তো চাপাতি হাতে তুলে প্রমাণ করে ই ফেলেছে ধর্ম কতো অসার কতো মিথ্যা। যে আল্লাহ কোরান সংরক্ষণ করেন তথাকথিত লওহে মাহফুযে তাকে আর আর বিকারগ্রস্থ নবী কে সাধারণ মানুষের কলমের আঘাত থেকে রক্ষা করার জন্য ধার্মিকদের হাতে তুলে নিতে হয় তলোয়ার, চাপাতি।

অভিজিৎ রায় বই সমূহ

 

অভিদা তুমি ঘুমাও। তোমরা বড় অসময়ে এসেছিলে পৃথিবীতে। বৃথা জীবন দিয়ে গেলে। নাকি তোমার মৃত্যু হবে আগামীর পথ চলার অঙ্গীকার।

 

জে সুইস অভিদা

১১ টি মন্তব্য : “জে সুইস অভিজিৎ-আমিই অভিজিৎ”

  1. পারভেজ (৭৮-৮৪)

    প্রথম প্যারাগ্রাফটার পর আর এগুতে পারলাম না।
    দুঃখিত।
    আমার একটু ব্রেক নিতে হচ্ছে। তাই গল্প লিখছি।
    এইজন্যেও দুঃখিত।
    কিছু ব্যক্তিগত ক্ষতি জড়িয়ে গেল, আবারও।
    পরে এক সময় বলবো, আজ থাক...... (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আমাদের থিওরিষ্ট রা
    অঞ্জন দত্ত -

    ধর্মকে আক্রমণ করে কথা বলার মধ্যে কোন প্রগতিশীলতা নাই। আছে- নিজেকে বিতর্কিত তারকা বানানোর চেষ্টা। ছোট বেলা থেকে দেখেছি নিজের বাড়ীতে নিয়মিত ধর্মীয় বিভিন্ন আয়োজন। দেখেছি আমার কমিউনিস্ট পিতা নিজে হাতে আগ্রহ নিয়ে পুজোর বাজার করছেন। একজন প্রকৃত মানুষ কখনোই ধর্মের বিরোধিতা করে নিজেকে বিতর্কিত বানানোর প্রবণতায় থাকেন না। থাকেন তারাই- যারা যে কোন মূল্যে নাম কেনার জন্য, নিজেকে নিরাপদ প্রবাসী বানানোর জন্য আর কোন হাতিয়ার পান না- তারা।
    ব্লগে বা ফেসবুকে যারা ধর্মকে আক্রমণ করে লেখে নিজেদের তারকা বানাতে চান, তারা কখনোই প্রকৃত মানুষ তথা মুক্তবু্দ্ধির মানুষ নন। আর এই লোকেরাই সবচেয়ে বেশি ক্ষতি করছেন বাংলাদেশ রাষ্ট্রের।

    লিঙ্ক।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    থিওরিষ্ট ম্যাডাম

    তসলিমা নাসরিন।

    অভিজিতের খুনীরা পুলিশের চোখের সামনে পালিয়েছে। পুলিশ কি ইচ্ছে করেই ওদের ধরেনি? পুলিশ হয়তো ইচ্ছে করেই ওদের ধরেনি। কিছু পুলিশ নাকি দেখেওছে যখন অভিজিৎকে কোপাচ্ছে দুটো ইসলামী সন্ত্রাসী, ভেবেছে ছেলেরা ছেলেরা মারামারি করছে। পুলিশ গত বছর থেকে জানতো আনসারুল্লাহ বাংলা টিমের হিটলিস্টে অভিজিৎ রায়ের নাম চার নম্বরে। ওই টিমের প্রধান জসিমুদ্দিন রাহমানী প্রচুর ছেলের মগজধোলাই করেছে। মুহম্মদের সমালোচনা যে লেখকই বা ব্লগারই করবে তাকে খুন করার উৎসাহ দিত রাহমানী। মেরে ফেলার জন্য আটজনের একটা লিস্ট তৈরি করেছিল। রাহমানী এখন জেলে। কিন্তু মগজধোলাই হওয়া তার কবন্ধ শিস্যগুলো তো জেলের বাইরে! রাহমানীর শিস্যদেরই যে শুধু খুনী হওয়ার আশংকা, বলছি না। বুঝে কোরান পড়লেও মগজধোলাই হয়।

    অসংখ্য মানুষ এবং পুলিশের চোখের সামনে খুন হলো অভিজিৎ। আততায়ীরাও হয়তো ভাবেনি এত সহজে কাজটা সম্ভব হবে। জঙ্গিদের হিটলিস্টে আর যাদের নাম আছে, তাদের কি এখন থেকে প্রটেকশন জুটবে? নাকি তাদেরও এক এক করে এভাবে মরতে হবে যেভাবে অভিজিৎ মরেছে?

    লিঙ্ক।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. রাজীব (১৯৯০-১৯৯৬)

    এই মৃত্যু উপত্যকা আমার দেশ না

    নবারুন ভট্টাচার্য

    যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়
    আমি তাকে ঘৃণা করি-
    যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে
    আমি তাকে ঘৃণা করি-
    যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী
    প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
    আমি তাকে ঘৃণা করি-
    আটজন মৃতদেহ
    চেতনার পথ জুড়ে শুয়ে আছে
    আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি
    আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে
    আমি চীৎকার করে উঠি
    আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়
    আমি উন্মাদ হয়ে যাব
    আত্মহ্ত্যা করব
    যা ইচ্ছা চায় তাই করব।

    কবিতা এখনই লেখার সময়
    ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে
    নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে
    এখনই কবিতা লেখা যায়
    তীব্রতম যন্ত্রনায় ছিন্নভিন্ন মুখে
    সন্ত্রাসের মুখোমুখি-ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয়
    স্থির দৃষ্টি রেখে
    এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়
    ’৩৮ ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে
    সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়

    লক-আপের পাথর হিম কক্ষে
    ময়না তদন্তের হ্যাজাক আলোক কাঁপিয়ে দিয়ে
    হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে
    মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে
    শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে
    সামরিক-অসামরিক কর্তৃপক্ষের বুকে
    কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক
    বাংলাদেশের কবিরাও
    লোরকার মতো প্রস্তুত থাকুক
    হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে
    যাবার জন্য প্রস্তত থাকুক
    তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে
    কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার।
    এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
    এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
    এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
    এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
    আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব
    বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান
    সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম
    অগণিত হৃদয় শস্য, রূপকথা ফুল নারী নদী
    প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো
    ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মত দীঘি
    ভালোবাসা-যার থেকে আলোকবর্ষ দুরে জন্মাবধি অচ্ছুৎ হয়ে আছি-
    তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন।

    হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইনটারোগেশন
    মানি না
    নখের মধ্যে সূঁচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা
    মানি না
    পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে
    মানি না
    ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায় ক্ষত
    মানি না
    ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসা আ্যালকোহল
    মানি না
    নগ্নদেহে ইলেকট্রিক শক কুৎসিৎ বিক্রত যৌন অত্যাচার
    মানি না
    পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলবার ঠেঁকিয়ে গুলি
    মানি না
    কবিতা কোন বাধাকে স্বীকার করে না
    কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক।
    চেয়ে দেখো মায়কোভস্কি হিকমেত নেরুদা আরাগঁ এলুয়ার

    তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি
    বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে
    গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার।
    গর্জে উঠুক দল মাদল
    প্রবাল দ্বীপের মত আদিবাসী গ্রাম
    রক্তে লাল নীলক্ষেত
    শঙ্খচূড়ের বিষ-ফেনা মুখে আহত তিতাস
    বিষাক্ত মৃত্যুসিক্ত তৃষ্ঞায় কুচিলা
    টণ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডীবের ছিলা
    তীক্ষ্ম তীর হিংস্রতম ফলা-
    ভাল্লা তোমার টাঙ্গি পাশ
    ঝলকে ঝলকে বল্লম চর-দখলের সড়কি বর্শা
    মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম
    বন্দুক কুরকি দা ও রাশি রাশি সাহস
    এত সাহস যে আর ভয় করে না
    আরো আছে ক্রেন, দাঁতালো বুলডজার বনভয়ের মিছিল
    চলামান ডাইনামো টারবাইন লেদ ও ইনজিন
    ধ্বস-নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ
    আশ্চর্য ইস্পাতের হাতুড়ি
    ডক জুটমিল ফার্ণেসের আকাশে উত্তোলিত সহস্র হাত
    না ভয় করে না
    ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে
    যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়।
    আমাকে হ্ত্যা করলে
    বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব
    আমার বিনাশ নেই-
    বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব
    আমার বিনাশ নেই-
    সুখে থাকব, দুঃখে থাকব সন্তান-জন্মে সৎকারে
    বাংলাদেশ যতদিন থাকবে ততদিন
    মানুষ যতদিন থাকবে ততদিন।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  5. রাজীব (১৯৯০-১৯৯৬)

    অভিজিৎ হত্যা: অস্তিত্বের সংকটে আমরা শীর্ষক এম সানজীব হোসেন এর লেখা।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।