প্রথমে একটা ভিডিওর লিঙ্ক দিলাম। উপভোগ করুন। ক্লিক করুন।
কালকে খবর দেখেছিলাম সাকিব নাকি কয়েকজন দর্শককে পিটিয়েছে। কারণ কি? ওর বউ উম্মে আহমেদ শিশিরকে নাকি গ্যালারিতে বসে থাকা কয়েকজন ছেলে উত্যক্ত করেছে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় এ ঘটনা ঘটে জানিয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ভিআইপি গ্যালারিতে শিশির তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করলে বিসিবির কর্মীরা তাদের কয়েকজনকে ধরে ফেলেন এবং মারধর শুরু করেন। খবর পেয়ে সাকিবও এসে তাতে যোগ দেন। খবরের লিঙ্ক।
সাকিব বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার। বাঙলাদেশ গর্ব করতে পারে এমন একজন খেলোয়াড় আমাদের এখন আছে, আর সেটা সাকিব আল হাসান। কিন্তু সাকিবের একটু সমস্যাও আছে। ওর খুব মাথা গরম। ভিডিওতে এমনিতে দেখেছি ও লাজুক টাইপ। কিন্তু মাঝে মধ্যেই উল্টা পাল্টা আচরণ করে ফেলে। যেমন এর আগে সিলেটে এক দর্শককে ঘুষি মেরেছে সাকিব। অবশ্য ঐ দর্শক নাকি সাকিবের অটোগ্রাফ না পেয়ে সাকিবকে গালি দিয়েছিলেন। খবরের লিঙ্ক। তবে আমি বলবো এইসব ক্ষেত্রে বিসিবির একটু কঠোর হবার প্রয়োজন রয়েছে। ঐ দর্শককে আজীবন বা দীর্ঘ একটা সময় স্টেডিয়ামে বসে খেলা দেখার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া উচিত। আর সাকিব কে অর্থদন্ড।
এরপর আরেকবার সাকিব এই কান্ডটি করেন। যদিও আমি নিজে একটু কনফিউজড এই ব্যাপারে।
এবার একটু অতীতে সাকিব হাত রাখলেন নাসিরের পার্সোনাল পার্টে।
গাজ্জার সেই বিখ্যাত পোজ।
ভিনি জোনস এভাবেই পল গ্যাসকোয়েনের পার্সোনাল পার্ট চেপে ধরেন।
কিছু ক্রিকেট ফাইট দেখি এইবার । ০১ শেন ওয়ার্ন ও মাইকেল স্যামুয়েলস ০২ পোলার্ড ও স্টার্ক ০৩ এইটা একটা গুড মিক্স ০৪ এইটা আরেকটা খুব ভালো একটা কম্পাইলেশন, মিয়ানদাদ আর লিলির টাও আছে এতে। বিনোদন হইছে এইবার আসলে আসি। সাকিব ইন্ডিয়ায় খেলতে গেলো ২০ ওভারের টি ২০। হেল্প ও করলো কলকাতার ক্লাব রে কাপ জিতাইতে। এরপরই দেখলাম ফেসবুক ছেয়ে গেলো এই টাইপের জিনিসে।
কিচ্ছু বলার নাই। ভাবলাম শুধু যেই পাবলিক এইসব ছড়াচ্ছে তার প্রোফাইল ঘুরে আসি। ফেসবুকে ইসলাম ছড়ানো এই পেইজের কাজ। অবাক করা বিষয় ২০৪ কে লাইক।
সাকিব পাবলিক পিটাইছে আর এই পাবলিক বসে থাকবে তাতো হয় না। তার নতুন পোষ্টের লিঙ্ক টা দিলাম। নারী বিদ্বেষী বোরখা ফেটিসে আক্রান্ত এই পাবলিকের নমুনা দিই।
রাজিব খাজা আমাদের আবার ইভ টিজিং এর সংজ্ঞা দেন।
ইসলামবাদী এই পেইজের করা প্যারোডিগুলার নমুনা দেখেন।
০১
আমি এবার বলবো একেবারে প্রথমে যে ভিডিওর লিঙ্ক দেয়া আছে তা আবার দেখতে। ইসলামাইজেশনের যে রূপ শুরু হয়েছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। ব্যাপারটা এমন মেয়ে তুমি হিজাব পড়ো, বোরখা পড়ো। যদি না পড়ো আমি তোমায় টিজ করবো, রেপ করবো। আমি হতে পারি মুসলিম। কিন্তু বেপর্দা মেয়ে মানে তেতুল। আমার জিভ থেকে পানি ঝরে। আমি পুরুষ। আমি তোমাকে খাবো। বাঙলা সিনেমা নিয়া খুব আগ্রহ আমার। তাই বিভিন্ন বাঙলা সিনেমা রিলেটেড পেইজে লাইক দিয়া রাখি। বাঙলা নায়ক-নায়িকাদের পেইজে লাইক দেই। এরকম লাইক দেয়া ছিলো ঢালিউডডটকম পেইজেও। এর অবস্থা দেখেন। সিনেমার পেইজ ও আজকাল বোরখা ফেটিসে ভুগে।
সাকিব আরো ভালো খেলুক। দেশের নাম ও নিজের নাম উজ্জল করুক। দুঃখ একটাই ছেলেটা বাঙলাদেশে জন্মাইছে, নয়তো বেশ কিছু রেকর্ড টেকর্ড ও করে যেতে পারতো। কিন্তু বাঙলাদেশকে তো কেউ খেলাতেই ডাকে না। এই চলতি সিরিজেই তো ভারত ওদের দুই নম্বরি দল পাঠিয়েছে আমাদের সাথে খেলতে।
শিশিরই প্রথম নয় এর আগেও অনন্ত জলিল-বর্ষা দম্পত্তিকে টিজ করা হয়েছে। আর সাকিব একটু সামলে ভায়া। এতো রাগ ভালো নয়।
* আমার প্রিয় একটা গান আছে, মমিনা টিপ দিও না। খুঁজে পাচ্ছি না। কেউ লিঙ্ক দিলে খুশি হইতাম।
** এই লেখার জন্য একটা ছবি খুঁজছিলাম। আমার ফেবুতেও ছিলো। পাচ্ছি না। একটা নগ্ন মেয়ে প্লেটের উপর শোয়া অন্য খাবারের সাথে। পাশে এক হুজুর হেঁটে যাচ্ছে।
এই বোনাস টা না দিলে মন ভরছিলো না। আমাদের প্রিয় চিত্রনায়িকা মৌসুমীর নামে চালানো পেইজ থেকে এটি পাওয়া যায়।
:boss: :boss: :boss:
আজকে আমি ফার্স্ট হইছি 😀
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
ঃ মা, মা আমি পরীক্ষায় ফাষ্ট হয়েছি।
ঃ তুই আরো বড় হ বাবা।
ঃ মা!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সাম ক্রিকেট।
বাট আকরাম+মিয়ানদাদ আর রাইট
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এগেইন পাকিস।বাট দে আর রাইট
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দ্যা গ্রেট ব্যাটল
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
১৮+ মন্তব্য
মানুষ আমি আমার কেন মাছির মত মন,
ঢাকনা ছাড়া খাবার দেইখা খাড়ায় গেল **
ইসলামি গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশে বেশ্যার স্থান নাই। এসব লেখা বাদ দিয়ে লাইনে আসুন রাজিব ভাই। :grr: :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
গানটা খুব ভালো হইছে।
এই দিনে শফী নানাকে মনে পড়ে।
আরেকটা ব্যাপার খুব বেশি রকমের এলার্মিং।
জানিনা ঐ এঙ্গেলে ভাবছিস কিনা।
এই ঘটনা টা ঘটাইছে ভিআইপি গ্যালারির দর্শকেরা। ধরে নেয়া যায় এরা উচু তলার।
আবার অনন্ত জলীল-বর্ষার ইনসিডেন্টটা ঘটছিলো পিজ্জা হাটে।
সেখানেও উচু তলার লোকেরা যায়।
তবে আমার এই ভাবনাটা একজনের সাথে শেয়ার করায় বললো, " বাঙলাদেশে এখন অনেকের টাকা। আর এইগুলা যারা করে তাদের নেচার খারাপ। "
তার কথারে হিসাবে আনলেও কিছু কথা থেকে যায়।
যার পকেটে পয়সা আছে তার জন্য মাংশ সহজলভ্য।
যদি ঢাকনা দেয়া আর খোলা খাবারের তুলনাটাও আনি তবে কথা হচ্ছে পেট ভরা থাকলে সামনে ঢাকনা দেয়া খাবারে আর খোলা খাবারে কি যায় আসে।
এই জন্য শফী নানা বেষ্ট। তেতুল। তেতুল।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখন আমি যদি বলি বাঙালী স্বভাবে, জাতে পার্ভার্ট। ক্ষিদা থাকুক আর না থাকুক। ঢাকনা থাকুক আর না থাকুক মাছি ভনভন করবেই। খোলা থাকলে বসবেই। রক্তে, অস্থি মজ্জায় পার্ভারশন। ভিআইপি বক্সে বক্সে ধনীর দুলাল শিশিরকে আজেবাজে মন্তব্য করা, আর বাসে দাঁড়িয়ে থাকা কোন এক মেয়ের ওড়নার ফাঁক দিয়ে স্তনের আকার আন্দাজ করার চেষ্টার মাঝে আদতে কোন পার্থক্য নাই। একটা বুরকা পরা মেয়ে যদি পাগল করতে পারে তাইলে এই দেশের মানুষরে কোন ভাবেই আটকানো সম্ভব না।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
রক্তে, অস্থি মজ্জায় পার্ভারশন 😕 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
😛
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভিআইপি গ্যালীরিতে বসা ৭/৮জন যুবক অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি দেখাতে থাকে শিশিরকে। প্রথমে চুপ থাকলেও পরে বৃষ্টির সময় সাকিব তার খোঁজ নিতে এলে নালিশ করে দেন শিশির।
স্ত্রীর অপমানে ক্ষিপ্ত সাকিব বিষয়টি জানান বিসিবিকে। কর্মকর্তারা দ্রুত গিয়ে সাত/আট যুবককে ধরে নিয়ে যান অফিসকক্ষের ভিতরে। সেখানে তাদের বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে উত্তেজিত সাকিবও কিল-ঘুষি মারেন বলেনই নিশ্চিত করেছে সূত্রটি।
পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি মীমাংসা করে দেন। - See more at: http://www.banglanews24.com/fullnews/bn/299283.html#sthash.biB2P9gf.dpuf
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:brick: :bash:
পুরাদস্তুর বাঙ্গাল
ইটা ফালানোর ট্রেন্ড টা আপনি চেঞ্জ করে দিচ্ছেন মোস্তাফিজ ভাই।
আমি যতদূর জানি ইটা ফেল হইতো কোন লেখায় ১ম হবার জন্য।
অর্থাৎ লেখা পুরা পইড়া কমেন্ট করতে গেলে দেখতে পারেন কেউ আপনার আগেভাগে পড়ে কমেন্ট করে ফেলেছে। তাই রিস্ক না নিয়ে আগেভাগে ইটা ফেলে ১ম হয়ে তারপর লেখা টা পড়া।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অন্যের পার্সোনাল পার্ট নাড়া বন্ধ কর রাজীব :chup: :duel:
পুরাদস্তুর বাঙ্গাল
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব ভাই, এইসব বাদ দিয়া মানুষ* হন, বহুত ফায়দা আছে 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দেখিস একদিন আমিও মেয়ে (মানুষ) দেখলে ঝাপিয়ে পড়বো। 🙂
মেয়েমানুষের উপর পুরুষের আধিপত্য তো স্বতঃসিদ্ধ।
আমিই বা ক্যান আর কষ্ট করে ভালো মানুষের মুখোশ পড়ে থাকবো।
আমি হবো পুরুষ; বলিষ্ঠ পুরুষ।
হবো মর্ত্যে জিউসের প্রতিনিধি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
Good piece of work Rajib vai. But the tag Islamisation is not true. Its pervertism. India is suffering from Gang rape and the same is shown as cause, they are not muslim. right?
কথা ঠিক রাহাত।
বাঙলাদেশে মুসলমানেরা করছে আর ভারতে হিন্দুরা।
বাঙলাদেশে যখন এক আধটা পরিমল থাকে ঠিক তেমনি ভারতেও এক আধটা মুসলমান থাকে, দিল্লীর ঐ কুখ্যাত রেপের মাইনর ছেলেটি মুসলমান।
ইসলামাইজেশন ট্যাগের কারণ এই নয় যে বাঙলাদেশের ওরা মুসলমান, বরং এটাকে কপিপয় লোকজন ইসলাম মেনে না চলার রেজাল্ট হিসাবে দেখছে। অর্থাৎ বোরখা পড়, হিজাব পড়ো, ঘরের বাইরে যাবা না সেফ থাকবা।
কিংবা সেই বিখ্যাত খাবারের তত্ব নিয়ে হাজির হচ্ছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
লেখাটা খুজে বের করলাম। কারণ আমি সাকিবের pussy cai! দেশদ্রোহী, রাজাকার, আলবদর, আল-শামস সাকিব আল হাসানকে ক্রিকেটপরাধ ট্রাইবুনালের আওতায় এনে pussy cai!
বিঃদ্রঃ সাকিবের পেইজে ঘন্টাখানেক আগে একটা স্ট্যাটাস আপডেট করা হয়েছে। সেখানে বরাবরের মতই প্রচুর মহাজ্ঞানী-মহাজন, মুরাদ টাকলা, বিশেষজ্ঞ টাকলা, সিনিয়ার টাকলা কথা বলছেন। আমার দৃষ্টি সেদিকে নয়। আমার দৃষ্টি একটি মন্তব্যে এবং সেটা আমি ঘুরে আসতে আসতে প্রায় আড়াই হাজার মন্তব্যের মাঝে হারিয়ে গিয়েছে। মন্তব্যটি হলো, "sakib we heat you." মন্তব্যটি পড়ার পরে হেঁচকি উঠতে গিয়ে অক্সিজেনের অভাবে ভোগা মাছের মত খাবি খেতে শুরু করলাম যখন দেখলাম এই মন্তব্যে ৫১টি লাইক! :bash: :bash:
রেখেছো বাঙালী করে মানুষ কর নি.......
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
=))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দারুন লিখছেন।