আমি কিছুদিন পর পর রায়হান ভাই এর নোটটিতে যাই।
নোটে উল্লেখ করা প্রতিটি লিঙ্কে ক্লিক করে দেখি কি অবস্থা।
সিসিবির পাঠকদের জন্য পুরো নোটটা তুলে দিলাম।
পাঠকরা চাইলে মূল লেখা থেকেও ঘুরে আসতে পারবেন। লেখককে তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। লিঙ্ক এ ক্লিক করুন।
বন্ধুবীক্ষণ !!
ভালো লাগা চেপে রাখা কোনো কাজের কথা না। ভাল লাগলে বলে ফেলবেন, আমার এক বন্ধুর ভাষায় ‘সাহস করে’। মনের সাথে মিল খুঁজে পেলে ফেসবুকে ‘লাইক’ দিয়ে নিজের ভালো লাগার ঘোষণা দিন, পুরো দুনিয়াকে চিৎকার করে জানিয়ে দিন আপনার ভালো লাগার কথা। বেরসিকের মতামতকে গ্রাহ্য করার দরকার নেই! কি বলেন ভাই? সবই ঠিক আছে, তবে গোয়েবলস আর চার্চিল দু’জনের কথাতেই যিনি আন্দোলিত হন তাকে আপনি কি বলবেন? একই সাথে কি ডক্টর হু আর দালেক সম্রাটের শুভানুধ্যায়ী হওয়া সম্ভব? কিংবা পাপা স্মার্ফ এবং গার্গামিলের? কিংবা একই সাথে সিরাজউদ্দৌলা এবং মির জাফরের?
নিউজ ফ্ল্যাশ – বঙ্গবন্ধু, তাজউদ্দিন, রুমী আজাদের বাংলাদেশে বহুগামীতার সুযোগ নাই!! ১৯৭১ প্রশ্নে টু টাইমিংয়েরও সুযোগ নাই রে ভাই।
চিহ্নিত কিছু জামাত-শিবিরপন্থী এবং নারীবিদ্বেষী ফেসবুক পেইজে আপনার বন্ধু তালিকার কারা রয়েছেন তা এক নজরে দেখে নেয়ার জন্য নিচের এই লিন্কগুলো ব্যবহার করা যেতে পারে। এর ভিত্তিতে কে কি পদক্ষেপ নেবেন তা নিতান্তই প্রত্যেকের ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। ধন্যবাদ।
———
◉ বাঁশেরকেল্লা (https://www.facebook.com/newbasherkella)
▸ http://on.fb.me/186Fbnk
◉ আওয়ামী ট্রাইবুনাল (https://www.facebook.com/AwamiTribunal)
▸ http://on.fb.me/1d8z4Gt
◉ বখতিয়ারের ঘোড়া (https://www.facebook.com/boktiarerghora)
▸ http://on.fb.me/176YYpF
◉ ব্রেকিং (https://www.facebook.com/toprealbreaking24)
▸ http://on.fb.me/16jzXmW
◉ প্যান্টের ওপর আন্ডারওয়্যার পরলেই সুপারম্যান হওয়া যায় না (https://www.facebook.com/newsuperman2013)
▸ http://on.fb.me/19MMMOL
◉ মুক্তিযুদ্ধের চেতনা বৃথা যেতে দেবো না (http://on.fb.me/12mM47M)
▸ http://on.fb.me/17NYljc
◉ অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো (https://www.facebook.com/Orna.Porun)
▸ http://on.fb.me/1f5Ar5r
◉ মিডিয়া ওয়াচ বাংলাদেশ (https://www.facebook.com/NewMediaWatchBangladesh)
▸ http://on.fb.me/13WJjFs
◉ কালেকটেড নোটস এন্ড ডিসকাসন (https://www.facebook.com/collected.notes)
▸ http://on.fb.me/19P0TD6
◉ আই এ্যাম বাংলাদেশী (https://www.facebook.com/IamBangladeshi.71)
▸ http://on.fb.me/153tZ9n
(উপরের এই তালিকাটি অসম্পূর্ণ। আর কোনো পেইজ এখানে অন্তর্ভুক্ত করার অবকাশ থাকলে তা মন্তব্যের ঘরে লিখে জানালে সে অনুযায়ী তালিকাটি ক্রমশ আপডেট করা হবে)
******
আমার আজকের শিকার।
এইবার জামাতি প্রতিষ্ঠানগুলোর লিষ্ট দিই। যদি এখনো না জেনে ব্যবহার করেন তবে এড়াতে সাহায্য করবে। একটু বড় করে দিলাম যাতে পড়তে সুবিধা হয়। লিষ্টটা সমকাল থেকে নেয়া। তাদের ধন্যবাদ।
অনেক কঠিন কথা হল উপরে। জীবনে বিনোদনের ও দরকার আছে।
আমার বন্ধুরা যারা সানি লিওনকে পছন্দ করেন।
সবার শেষে একটা গান দিই।
“Bohemian Rhapsody”
Written by Freddie Mercury.
Sung by Freddie Mercury.Is this the real life?
Is this just fantasy?
Caught in a landslide,
No escape from reality.Open your eyes,
Look up to the skies and see,
I’m just a poor boy, I need no sympathy,
Because I’m easy come, easy go,
Little high, little low,
Anyway the wind blows doesn’t really matter to me, to me.Mama, just killed a man,
Put a gun against his head,
Pulled my trigger, now he’s dead.
Mama, life had just begun,
But now I’ve gone and thrown it all away.Mama, ooh,
Didn’t mean to make you cry,
If I’m not back again this time tomorrow,
Carry on, carry on as if nothing really matters.Too late, my time has come,
Sent shivers down my spine,
Body’s aching all the time.
Goodbye, everybody, I’ve got to go,
Gotta leave you all behind and face the truth.Mama, ooh (anyway the wind blows),
I don’t wanna die,
I sometimes wish I’d never been born at all.I see a little silhouetto of a man,
Scaramouche, Scaramouche, will you do the Fandango?
Thunderbolt and lightning,
Very, very frightening me.
(Galileo) Galileo.
(Galileo) Galileo,
Galileo Figaro
Magnifico.I’m just a poor boy, nobody loves me.
He’s just a poor boy from a poor family,
Spare him his life from this monstrosity.Easy come, easy go, will you let me go?
Bismillah! No, we will not let you go. (Let him go!)
Bismillah! We will not let you go. (Let him go!)
Bismillah! We will not let you go. (Let me go!)
Will not let you go. (Let me go!)
Never, never let you go
Never let me go, oh.
No, no, no, no, no, no, no.
Oh, mama mia, mama mia (Mama mia, let me go.)
Beelzebub has a devil put aside for me, for me, for me.So you think you can stone me and spit in my eye?
So you think you can love me and leave me to die?
Oh, baby, can’t do this to me, baby,
Just gotta get out, just gotta get right outta here.(Oh, yeah, oh yeah)
Nothing really matters,
Anyone can see,
Nothing really matters,
Nothing really matters to me.Anyway the wind blows.
অসম্ভব মেধাবী এই গায়ক ও গীতিকার ফ্রেডি মার্কারি (ফারোক বুলসারা) ২৪শে নভেম্বর মাত্র ৪৫ বছর বয়সে এইডস এ আক্রান্ত হয়ে মারা যান।
সরি বন্ধুরা ডোন্ট মাইন্ড।
উল্টা-পাল্টা পেইজ পছন্দ করবা তো বুঝে শুনে করবা।
আর বেশি শকড হইলে নিচের গানটা দেখো।
দুঃখ কিছু কমবে।
সংক্ষেপে, "একটি ছাগু আর্কাইভ"
বা
এ কুইক গাইড টু ছাগু পেইজেস
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
খারাপ লাগে এদের ডিলিট করতে।
কিন্তু কি করবো বলেন, দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সম্প্রতি ছাগু এ্যাপস রান করা হয় নাই। দেখি করতে হবে। ইদানিং নতুন কিছু বন্ধু বানাইসি। উনারা ব্ল্যাক বেঙল সোসাইটির অনারারি কিংবা ডিরেক্ট মেম্বার কিনা সেটা যাচাই করা হয় নাই। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এইটা কয়দিন পর পর করা দরকার।
আমি বেশ কিছুদিন করি নাই।
নাঃ গঞ্জের কিলিং এর পর যখন দেখলাম ভরপুর নয়া দিগন্ত শেয়ার হচ্ছে তখন বুঝলাম সামথিং ইজ রঙ।
এমন না যে অন্য পত্রিকায় আসে নাই।
তাইলে নয়া দিগন্ত শেয়ার হবে ক্যানো???
ক্যানু! ক্যানু! ক্যানু!
বুঝলাম আমার ফেবুর পুকুরে অনেক মাছ। কিছু রাক্ষুসী মাছ ফেলতে হবে পুকুর থেকে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আপনার জন্য কুইজ। রাক্ষুসী মাছ যদি একদম ক্লিন সুইপ করতে চান তাহলে পুকুরে একটা কীটনাশক প্রয়োগ করতে বলা হয়। তারপরে মরা মাছ সরিয়ে পুকুর একমাস ফেলে রাখতে হয়। বলতে হবে কীটনাশকের নাম কি? :awesome: :awesome: :awesome:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:bash:
চুনা তো মনে হয় না...।
গোবর কি?
মত্স্য বিভাগে কে চাকুরি করে।
সাইখ সিরাজ আমাকে বাচান।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
২০-৩০ গ্রাম রটেনন (rotenone) বিষ প্রতি ডেসিমাল পুকুরে প্রয়োগ করতে হব! :-B
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তুঁতে নয় ?!
পুরাদস্তুর বাঙ্গাল
এনসিটিবির ২০১৪ সালের কৃষি শিক্ষার ইংরেজী ভার্সনের বইতে বলা আছে রটিনন বিষ প্রয়োগ করতে! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভুলে গেছিলাম, প্রমাণ ছাড়া মোকা কিছু বলে না 😛
পুরাদস্তুর বাঙ্গাল
ভাগ্যিস আপনি সমাজ কল্যাণ,
কৃষি না।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:ahem: পছন্দটা প্রকাশ করাই বিপদ 😛
পুরাদস্তুর বাঙ্গাল
জামাতপন্থি পুলাপান বাশের কেল্লা পছন্দ করবে, পাহাড়া দিবে এইটা সবাভাবিক।
কিছু লিগ করে পুলাপান দেয়, কয় ওয়াচ করি।
আরে গাধা, ওয়াচ করবে ইন্টেলিজেন্স। তুই কে?
আবার প্রচুর বিএনপির পুলাপান, বুড়ারাও বাশ পছন্দ করে। তারপর বাশের কেল্লার রেফারেন্স দেয়। মুক্তিযোদ্ধা জিয়ার দল ছাগু হয়ে গেলো।
আর কিছু পুলাপান আছে নিরপেক্ষতার মুখোশ পড়ে থাকে আর বাশ লাইক করে। এবং মজার কথা হচ্ছে এদের কেউ কিন্তু কোন প্রগতিশীল কোন পেইজ লাইক করে না।
বটম লাইন হচ্ছে
"ছাগু কেনাবেচা হবে, এরা কেনো আমার-আপনার ফ্রেন্ড লিষ্ট এ থাকবে!"
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তা নয় ভাই।
পছন্দ-অপছন্দ থাকবেই।
কিন্তু সেটার পিছনে কারণটাও থাকা চাই।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাল জিনিষ ভাই :clap:
শেষের গানটা নিয়ে একটু বলি, এই সুরে আমাদের জেমসের একটা গান আছে, 'ঐ দূর পাহাড়ে...' জেমস এর পাগলা ফ্যানরে টিজ করতে বললাম তোর জেমস তো চুরি করা গান গায়, রেগে মেগে পুরা ফায়ার, পরে কুইনের গানটা শোনানোর পরে ঠান্ডা হইলেও পুরোপুরি কনভিন্স হয়নি 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিয়ের লগে কি, পান্তাভাতে ঘি। I want to break free রে ঐ দূর পাহাড়ে....মাথাত দুষ! x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দূর পাহাড়ে বা অনন্যা এলবামের কাহিনী আলাদা।
ফিলিংস এর ১ম এলবাম স্টেশন রোড।
ওতে ২ টা ইংলিশ গান ছিলো। ১টা ফান্টি গাইছিলো, রূপ সাগরে ঝলক মারিয়া।
বাকিগুলা সব জেমসের গাওয়া ছিলো।
কিন্তু কোন কারণে এলবাম হিট হয় নাই।
আবার পাবলিক তখন ক্যাসেট না কিনা দোকান থেকে রেকর্ড করাইতো।
সো এরপর জেমস তার ১ম সলো এলবাম বের করে সারগাম থেকে। সারগাম এর এলবামে তখন ক্রমিক নম্বর দেয়া থাকতো। জেমসের ঠিক আগেরটা বা পরেরটা ছিলো আইয়ুব বাচ্চুর।
জেমসের ঐ অনন্যা এমবামের সব গানই বিদেশি গানের সুর থেকে নেয়া।
ব্যাবসায়িক প্লাস শ্রোতাদের উপর রাগ করে করা।
আরে ব্যাটা ওয়ারফেইজের অবাক ভালোবাসার বাবনার গাওয়া বি পিঠের গানটা ও নকল।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এই কাহিনি জানতাম না, তবে নকল সুরের গান খুঁজতে গেলে ঠগ বাছতে গা উজাড় হবার সম্ভাবনা প্রবল 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ