জন্মদিন শুভ হোক

মোবাইলে মাত্র পাওয়া টেক্সট মেসেজ: “Plz attend The Birthday Occasion of Begum Khaeda Zia. Chief Guest Br. Rafiqul Islam Mia – 10.30 am 15.8.13. Venue: Vasani Milo Presidate by Mr Khurshad Mia – Alam”

কত বড় অসভ্য হলে মানুষ এরকম কিছু করতে পারে? যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবিদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও হয়ত বোকামি। দেশের গনহত্যাকারীদের বাচানোর জন্য যারা জীবন যৌবন দিয়ে দিচ্ছে, দেশের জাতির পিতার মৃত্যুর দিন এরা পার্টি করবে না তো কারা করবে? ছি ছি ছি। আবার শালারা আমারে জিগ্গেস করে আমি আওয়ামিলীগ কেন করি? করি কারণ তোদের মতন আত্মা তো এখনো বেইচে দেই নাই। ধন্যবাদ কুলাঙ্গারের দলকে আবার আমাদের মতন মানুষদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা, ঠিক পথেই আছি। কারণ আমরা তোদের সাথে নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। – ব্যারিষ্টার শ আ ফরহাদ।

আজ ১৫ই আগষ্ট।
জাতির পিতা ও তার পরিবার-পরিজনের হত্যা দিবস।
bangdkobid_1969251815502b2d9077bfd7.31147273.jpg_xlarge
আমার ৬ জন ফেবু ফ্রেন্ডদের আজ জন্মদিন সেই সাথে বাংলাদেশের ৩ দফা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও আজ জন্মদিন। আমার ৬ জন বন্ধুর পাশাপাশি আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।

বিভিন্ন সূত্রমতে খালেদা জিয়ার জন্মদিন চার থেকে পাঁচটি।
Khaleda_mark_sheet
সঠিক মনে করতে পারছি না তবে ১ম দফায় প্রধানমন্ত্রী হবার পর থেকে খালেদা জিয়া ১৫ ই আগষ্ট তার জন্মদিন পালন শুরু করেন । যদিও এরপরো সাল নিয়ে একটা ঝামেলা থেকেই যায়, কোথাও আছে ১৯৪৬ আবার কোথাও ১৯৪৭। খালেদা জিয়ার বড়বোন কোন এক লেখায় ১৯৪৭ বলেছেন। দেশ স্বাধীন হবার যোগসূত্র টেনেছেন এর মাধ্যমে।
khalda_2খালেদা জিয়ার পূর্বতন পাসপোর্ট

khalda1খালেদা জিয়ার ডিজিটাল পাসপোর্ট

* মেট্রিকুলেশন পরীক্ষার ফর্মে ম্যাডামের জন্মদিন ৫ই সেপ্টেম্বর ১৯৪৬
* জিয়াউর রহমানের সাথে নিকাহ নামায় আছে ৫ই আগষ্ট ১৯৪৪
* প্রধানমন্ত্রী হিসাবে শপথনামায় আছে ১৯শে আগষ্ট ১৯৪৭
* চকলেট আপার বর্ণনায় আছে পাকিস্থানের স্বাধীনতার দিনে খালেদা জিয়ার জন্ম, ১৪ই আগষ্ট ১৯৪৭
* পাসপোর্ট অনুযায়ী ৫ই আগষ্ট ১৯৪৬
* ২০০১ সাল এ ৩য় দফা প্রধানমন্ত্রী হবার পর থেকে খালেদা জিয়া সাড়ম্বরে ১৫ই আগষ্ট জন্মদিন পালন করছেন।

মেজর অবঃ আখতারুজ্জামান (সাবেক এমপি বিএনপি ) এর চমৎকার একটি সাক্ষাৎকার আছে এই বিষয়ে যে করে খালেদা জিয়া ১৫ ই আগষ্ট জন্মালেন।

মেজর আখতারুজ্জামান বলেন,

“খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বৃহত্তর বরিশালের তৎকালীন একজন সাংসদের কুবুদ্ধিতে ১৫ আগস্ট নেত্রীর তথাকথিত জন্মদিন পালন শুরু হয়। ওই সাংসদ বর্তমানে আর নেত্রীর সঙ্গে নেই। সময়ের প্রেক্ষাপটে এখন ১৫ আগস্ট বাংলাদেশের মাটিতে ঘটা করে কারও জন্মদিন পালন করা শুধু অশালীন ও অসৌজন্যমূলকই নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতি অবমাননারই বহিঃপ্রকাশ।……. ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার এবং বর্তমান সরকারের ঘোষিত জাতীয় শোক দিবসের দিন। এমন একটি শোকের দিনে বিরোধী দলের নেত্রীর ঘটা করে জন্মদিন পালন করে নেত্রী নিজেই জনগণের সামনে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, যা বিএনপির লাখ লাখ নেতা-কর্মীদের কাছে কাম্য নয়।” 


গতকাল যখন লেখাটি শুরু করি তখন অনেকে বলছিলো এবার নাকি খালেদা কেক কাটবেন না।
image_614_180591উপরের ছবিটি গত বছরের তোলা।

একটু আগে প্রথম আলো নামক দৈনিকটি থেকে পেলাম।  আসল কাহিনী অন্যখানে।
Screen Shot 2013-08-15 at 00.49.26

বাংলাদেশে বিএনপি আর আওয়ামীলীগ দুটি সম্পুর্ণ বিপরীতমুখি দল।
এরা একে অপরকে প্রবলভাবে ঘৃণা করেন।
এমনকি ধ্বংস ও হয়তো কামনা করেন।

কিন্তু আজ অবধি কোন আওয়ামীলীগ নেতা কে বলতে শুনি নি যে জিয়ার মৃত্যুতে তারা উল্লাস করেছেন। কিন্তু বিএন্পির নেতা ও সমর্থকদের কাছে বংগবন্ধু হত্যা একই ভাবে ধরা দেয় না। তারা এতে প্রবল আনন্দ পায়। সেই ব্যাপারটা ধরতে পেরেছিলেন বলেই খালেদা জিয়া ১৫ ই আগষ্ট তার জন্মদিন পালন করেন।
খালেদা জিয়া দীর্ঘ আয়ু লাভ করুক।

আজকের দিনে কাউকে হত্যা করা হয়েছে বলে কারো জন্ম হতে পারবে না এইটাই বা কেমন কথা!
National Mourning Day 15 august
পিতা তুমি ঘুমাও। আমি জন্মদিনের কেক কাটবো।

ছবি সূত্রঃ ইন্টার্নেট

শেষ কথাঃ কমেন্টে অনেক ভিডিওর লিঙ্ক দেয়া হয়েছে। অনেকে বিরক্ত হতে পারেন।
তবে আমার বিশ্বাস আগ্রহী পাঠকরা চিন্তার অনেক খোরাক এতে পাবেন।
বিশেষ করে বেতারের ভাষণ ও মেজর জেনারেল শফিউল্লাহর বক্তব্য আমি নিজে আগে শুনি নাই।
বঙ্গবন্ধু ও তার পরিবারের মৃতদেহের ভিডিও এর আগে দেখি নাই।
এছাড়াও বেশ কিছু বক্তৃতা ও ইন্টারভিউ আছে বিশেষ করে ফ্রষ্টের সাথে।
লন্ডনে যেভাবে বঙ্গবন্ধু বৃটেন সরকারের সাহায্যর কথা বলেন তাতে যে বলিষ্ঠতা পাওয়া যায় তা বোধকরি তৃতীয় বিশ্বের কোন নেতা বলার সাহস বা যোগ্যতা রাখেন না।
—– —–

যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান !

দিকে দিকে আজও অশ্রুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয়, হবে হবে জয়,
জয় মুজিবুর রহমান ! – অন্নদাশঙ্কর রায়

৪২ টি মন্তব্য : “জন্মদিন শুভ হোক”

  1. শাহরিয়ার (০৬-১২)

    =)) =)) হাহাহাহা... ভাইয়া আমারেও কেক পাঠান এক পিস। :))


    • জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ফেবু লিঙ্ক। ">বেশ মজাদার।

    https://www.facebook.com/photo.php?v=409604819143416&set=vb.218705411566692&type=2&theater (সম্পাদিত)


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।