http://www.prothom-alo.com/detail/date/2011-08-09/news/176651
উপরের এই লেখাটিতে সমস্যা কোথায় কিছুই বুঝে উঠতে পারলাম না।
যদিও জাফর ইকবালের কলামটির ভিন্নমত পোষণ করে এই ব্লগেই সুলিখিত একটা কলাম লেখা হয়ে গেছে। এবং এই ব্লগের অনেকেই অধিকতর সুচিন্তিত মতামত দিয়েছেন।
লেখক কেন যে জাফর ইকবাল স্যারের কলামের লিঙ্কটা তার লেখার সাথে জুড়ে দিলেন না তা নিয়ে ভাবছি।
যাই হোক আরেক ছোটভাই কলামটির লিঙ্ক দিয়ে দেওয়ায় স্যার কি লিখেছিলেন তা জানার সৌভাগ্য হল।
ধন্যবাদ সে জন্য।
এখানেই শেষ নয়। লেখকের সদস্যপদ নিয়েও কথা উঠেছে।
তিনি যে অন্য আরেকটি ব্লগে এই একই লেখা দিয়েছেন তার উত্তর দিয়ে যাচ্ছেন, অথচ সেটা নিয়েও কথা উঠলো।
হঠাৎ করেই সিক রিপোর্টে যাওয়ায় এসব নজরে আসলো।
এবং ঐ ব্লগটিতে গিয়েও কিছু মন্তব্য ও উত্তর দেখলাম।
নমুনা দিলাম





লেখক কোথায় কি লিখবেন বা কি উত্তর দিবেন তা তার ব্যাক্তিগত ব্যাপার। আমার কি?
প্রথম কথা হচ্ছে লেখক মোহসিন ইমরান সুন্দর লেখেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
কিন্তু আমার বাঁধছে লেখকের সদস্যপদ পাবার যোগ্যতা নিয়ে।
ক্যাডেট বা এক্স ক্যাডেট হতে হবে।
ব্যাক্তিগতভাবে আমি মনে করি স্যাররা ও সদস্যপদ পেতে পারেন।
যদিও অনেকে ক্যাডেটদের আত্মীয় স্বজনদের কথাও বলেছেন পূর্বে।
উমুক ব্লগের রহীম, তমুক ব্লগের বাদশাহ ভালো লেখে বলেই তাদেরকে আমাদের সদস্য করতে হবে এমন কোনও কথা নেই।
আর ভালো কথা দিন কয়েক আগে এক এক্স ক্যাডেট ২০০১-২০০৭ এর কোনও এক ফোরামে (ফেসবুক) সি সি বি কে নাস্তিকদের আখড়া বানিয়ে দিয়েছে। আমার ধারণা সি সি বি তে যারা লেখক- পাঠক তাদের অনেকেরই ঐ লেখাটা নজরে এসেছে। নাকি আসে নাই ……
নাস্তিক হইতে আমার আপত্তি নাই কিন্তু এইটাও যে বিশ্বাস কইরা উঠতে পারিনা যে কেউ নাই।
রাজীব ভাই, এই লেখার ব্যাপারে কিছু কথা বলি।
প্রথম কথা ভাইয়ার লেখাটা নিয়ে,
যেই ব্লগে লেখাটা উনি লিখেছেন,সেই ব্লগ নিয়ে আমার যে ধারণা সেটা যদি বলি তাহলে উপরের যেই ভাইয়া এক্স-ক্যাডেট ফোরামে সিসিবি নিয়ে যেমন একটা ঢালাও মন্তব্য করসে সে রকম হয়ে যাবে। তাই ব্লগের সম্পর্কে কিছু বলা যাবেনা বা বললামনা।
সিসিবির সদস্যপদঃ আমি মনে করি সিসিবির সদস্য হতে হলে তাকে ক্যাডেটদের সাথে এবং কলেজের সাথে জড়িত থাকতে হবে, তবে সেই ক্ষেত্রে তাদের সবাইকে এক্স হতে হবে।
যেমন আমরা এক্স-ক্যাডেট, যেসব শিক্ষকরা অবসরে আছেন তারা।
সেই সাথে আমি এক্স-ক্যাডেটদের ওয়াইফদের সদস্যপদ দেয়ার ব্যাপারে সমর্থন করি, কারণ আমাদের বেক্সকার কথাই ধরি,
কোনো রিইউনিয়ন এ কিন্তু সবাই তাদের ওয়াইফ নিয়ে যেতে পারে,বেক্সকা নাইট বলেন কিংবা পিকনিক বলেন ক্যাডেটদের সাথে তাদের ওয়াইফরাও যায়।
এবং বেক্সকাতে এটা প্রবলভাবে সাপোর্ট দিয়ে থাকে।
আমিও মনে করি এতে সমস্যা নাই।
আর কেন যেন বাঙ্গালীদের মাঝে আস্তিক নাস্তিক ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপার হয়ে উঠতেসে।
দাড়ি রাখলেই তার উপর গালি বর্ষণ, আবার রোজা না রাখলে কিংবা নামাজ না পড়লেই তাকে নাস্তিক বানাই দেয়া খুব সহজ একটা ব্যাপার হই দাড়াইসে।
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নাজমুল,
মোবাইলে ঠিকমত লেখা যায় না। তাই উত্তর দিতে পারি নাই।
ঐ ব্লগের অনেক লেখাই বেশ ভালো। তবে মন্তব্যর কোনও মা-বাপ নাই।
খুবই অপরিশীলিত।
বাংলাদেশের যে কয়জন মানুষকে এখনো আমরা শ্রদ্ধার সাথে দেখি তাদের একজন জাফর ইকবাল। ভিন্নমত পোষণ করা আর গালাগালি করা এক কথা নয়।
শুধু তাই নয় লেখক ঐ গালাগালি থেকে মজাও নিয়েছেন। যাই হোক এটা তার ব্যাক্তিগত ব্যাপার। শুধু এইটাই মনে হল এই ব্লগে সেইরকম কিছু হলেও তিনি মজা নিতেন।
আমাদের একটা বেসিক ব্যাপারে কঠোর হওয়া প্রয়োজন বোধ করি। ক্যাডেট কলেজ ব্লগের সদস্য হওয়া নিয়ে। এক্স ক্যাডেটদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের স্ত্রী-সন্তানরা যোগ দেয় বলেই কি তারা ক্যাডেট হয়ে যায়?
আমাদের ক্লাসে সাব্বির নামে এক ছেলে ১ম টার্ম ও শেষ করতে পারে নাই; মৃগী থাকায় আউট হয়ে যায়। এখন তারে নিয়া আসি; বলি যে দোস্ত তুমি ও এক্স ক্যাডেট।
আরেকজন সেভেনের লাস্ট টার্মে আউট হয়ে যায়। পরের বছর অন্য ক্যাডেট কলেজে পড়ে; এখন বলি সেও আমার কলেজের এক্স ক্যাডেট।
তোর ও যে ভাই আছে যে নিজেরে তোদের একজন বা ক্যাডেট মনে করে চল তারেও একটা মেম্বারশীপ দেওয়ার ব্যাবস্থা করি।
হ একটু কথা বললেই তুই নাস্তিক।
কি আর করা। ভাগ্য ভালো যে আল্লাহ্র সাথে যখন তোর দেখা হবে তখন এরা ডিস্টার্ব করতে পারবে না।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ