আসুন কিছু ছবি দেখি।
নাম দিলাম রাইট টাইম, রাইট ক্লিক।
মনে হইতেছে দুই দোস্ত। পাখিটা মাইন্ড করছে আর তিমিটা খেলা দেখাইয়া দোস্তের মান ভাঙ্গাইতেছে।
বলতো আমি কয়জন?
একের ভিতর তিন।
সারাটা দিন গ্লাভস পইড়া বইসা ছিলাম। এখন কাজে লাগলো।
হাই ফাইভ
গাঁজা খেয়ে ধোয়া ছাড়লেন মহাশয়।
ধরবো না ছাড়বো?
ইট্স টু হট।
বাট নট হটার দ্যান পুতিন।
জিনিয়াস।
ইভেন জন্টি রোডস নেভার থট সামথিং লাইক ইট।
আইজকাল যা ভেজাল।
একটু ইনগ্রিডিয়েন্টস পইড়া নিই।
বৃষ্টি গেলে রাম তার ধনুক বের করে।
কলিকাল, ঘোর কলিকাল।
মৎস্য পুরুষ।
ও মেয়ে, নেমো না নেমো না জলে একা।
গতকাল সারারাত পার্টি করছি।
আয় তোদের ওড়া শিখাই।
ঐ! ছবি তুলবি? তোল।
তোরা দুইজন একমত হইলে আমারে জানা, আমার টাইম নাইক্কা।
জিউস বজ্র হানলেন এথেন্সের অলিম্পাস থেকে।
আই গট এ প্যারাসুট টু।
লাভ।
দ্যাটস হোয়াট ইউ অল নিড।
কালো দেখালেও আমি কিন্তু কালো নই।
আর ইউ লুকিং এট মি?
আর ইউ টকিং টু মি?
আই হ্যাভ বিন ওয়াচিং ইউ।
রেডি
স্টেডি
গো….।
আই এম কামিং আফ্টার ইউ বাডি।
স্টিল আই এম টেকিং অল অফ ইয়ুর পেইন।
দেয়ার ইজ এ *** ইন অল গ্রুপ।
হ্যারি পটার?
হিপোগ্রিফ।
নেভার সিন বেটার ক্যাচ দ্যেন দিস!!!
টিম ওয়ার্ক।
দ্যাটস হোয়াট ইট কল।
আই ওয়ানা সি।
লাইফ টা জেরির না টমের।
প্লিজ একটু একলা থাকতে দে।
হোয়াট ইউ আর ড্রাইভিং ডাজন্ট ম্যাটার।
জাষ্ট ড্রাইভ কেয়ারফুলি।
ঝুলে আছে সময়।
ঃ দোস্ত!
ঃ আই গট ইউ। নাও স্মাইল।
ঃ একটা বিড়ি দে এহন।
আমার কি সাধ হয় না!!!
*** সব ছবি ইন্টার্নেট থেকে প্রাপ্ত।
কোন কমেন্ট হবে না!
:just: 'প্রিয়'-তে যোগ হবে!
চ্যারিটি বিগিনস এট হোম
😀 :teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:)) =))
Truth is beauty, beauty is truth.
:teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
গুড কালেকশন। :))
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাল জিনিষ দিয়েছেন রাজীব ভাই 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
দিনে দিনে চোথাবাজ হয়ে যাচ্ছি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
B-) :clap: :clap:
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ