নব্বই এর দশক থেকে বাঙলাদেশে ফাষ্ট ফুড জনপ্রিয় হওয়া শুরু করে।
দুপুরে বা রাতে ডিনার করার মতো পর্যাপ্ত সময় নেই হাতে ওকে গো ফর ফাষ্ট ফুড। যদিও বাঙলাদেশে ফাষ্ট ফুড খাওয়া একটা স্টাইল। প্রেম করবা, যাও ফাষ্ট ফুডের দোকানে।
সে যাই হোক বিশ্বজুড়ে ম্যাক বা ম্যাকডোনাল্ডস এর নাম কে না জানে। ম্যাক আজ আমেরিকার প্রতীক, ধনতন্ত্রের প্রতীক, ক্যাপিটালিজমের প্রতীক।
ম্যাক তাদের ফুডে সুন্দরমতো এই পিঙ্ক বস্তুটি ব্যাবহার করতো। এখনো করে কিনা বলতে পারছি না।
পিঙ্ক বস্তুটি কি জানতে ক্লিক করুন।
ভিডিওটি দেখতে পারেন।
কিন্তু রিয়েলিটি হচ্ছে আমরা ম্যাক খেয়েই যাবো। শুধুই কি ম্যাক, বেশিরভাগ রেডিমেট মিল ব্যাবহার করে ঠিক এমন মাংশ।
থাংকস টু জেমি অলিভার।
কোন কোন ক্যান্ডি, সোডা ইত্যাদি তৈরিতে ব্যাবহৃত হয় এই কোল টার।
বোরাক্স নামক এই বস্তুটি হাউজ হোল্ড কেমিক্য্লে ব্য্বহৃত হয়।
ঠিক তেমনি ক্যাভিয়ার এ প্রিজারভেটিভ হিসাবেও ব্যাবহৃত হয়।
বোরাক্স কি জানতে ক্লিক করুন।
কোক বা সোডা জাতীয় পানীয় আমরা কে না ভালোবাসি। আমি নিজে একসময় কোকোহোলিক ছিলাম। শেষ কবে কোক খেয়েছি তা আর মনে করতে পারি না আজ।
সোডা জাতীয় পানীয়গুলোতে ব্যাবহৃত হয় ফসফরিক এসিড।
ফসফরিক এসিড সম্পর্কে জানতে ক্লিক করুন।
নিচের ভিডিও তে দেখি কি করতে পারে এই ফসফরিক এসিড।
এখন থেকে কোক জাতীয় বেভারেজ খাবেন তো নিজ দায়িত্বে খান।
টাইটানিয়াম ব্যাবহৃত হয় নন ডেইরি ক্রিমার, আইসিং, সাদা সালাড ড্রেসিং এ। সাদা কে আরো সাদা করতে এর জুড়ি নেই।
হট ডগ বা গরম কুত্তা কে না খেতে পছন্দ করে। এন্ড ইট্স রিয়েলি টেষ্টি। কিন্তু কি আর বলবো দেখুন বানাবার প্রসেস। অত্যন্ত চমৎকার। কিন্তু হট ডগ বানাবার ১ নম্বর বস্তুটি হলো মাংশ; আর সেটাই ব্যাবহৃত হয় লেফট অভার বা ফেলে দেবার মতো অংশটি।
ভিডিওটি দেখুন। বেশি করে গরম কুত্তা খান।
এবার কিছু আজাইরা বাট কাজের জিনিস।
আপনার মোবাইল সেটিং যদি এরোপ্লেন মোড অন করে চার্জ দেন তাহলে সাধারণ সময়ের চাইতে অর্ধেক সময় নিবে।
আপনার প্রিয় সুয়েটারটি হ্যাঙ্গারে ঝুলিয়ে দাগ ফেলে দিয়েছেন। বা ভয় পাচ্ছেন দাগ পড়বে।
ঠিক নিচের ছবির মতো করে আপনার জামাটি হ্যাঙ্গারে ঝুলান।
আপনার ওয়ার্ড রোবের ড্রয়ার তন্ন তন্ন করে পছন্দের জামাটি খুঁজছেন যা পড়ে যাবেন আজকের পার্টিতে।
আজ থেকে নিচের ছবির মতো করে আপনার কাপড় গুছিয়ে রাখুন।
কিচেনে সিঙ্কের নিচের কাবার্ডটি সাধারণত আমরা খালিই রাখি। বা এলোমেলো করে কিছু ক্লিনিং আইটেম।
নিচের ছবিটি দেখুন।
দেয়ালে পেরেক পিততে হবে। কতোবার না থেতলে ফেলেছেন হাতুড়ির নিচে নিজের আঙুল। সেই দিন আর নাই।
বাথরুমে এয়ারফ্রেশনার আমরা অনেকেই ব্যাবহার করি। সেটা করুন। সেই সঙ্গে টয়লেট পেপারে ঢেলে দিন কয়েক ফোটা সুগন্ধি।
ব্যাথা পেলে হাতের কাছে চাই আইসপ্যাক। কিন্তু সবার বাসায় আছে কি? কিন্তু স্পঞ্জ?
সূত্রঃ ইন্টারনেট।
স্পেশাল ফর ম্যাক লাভার্স
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কোকে সুগারের পরিমাণ
(সম্পাদিত)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এয়ারপ্লেন মোডে চার্জ করতে দিসিলাম। হাওয়ার বেগে চার্জ হইতেসে! চরম!! :thumbup: :thumbup: :thumbup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
চরম 😀
Truth is beauty, beauty is truth.
:teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এইটা দেখে খুব ভালো লাগলো।
ক্লিক করুন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অনেক ভালা টিপস দিছেন ভাই। শুকরিয়া। দেখি এগুলান কামে লাগাতে পারি কিনা।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
😀
:teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ