লিভারপুল ভালই শুরু করেছিল টরেসের গোল দিয়ে(১-০)। চেলসি অবশ্য শোধ করে দিয়েছিল প্রথমার্ধেই(১-১)। ইভানোভিচ এর একটা গোল দিয়ে শান্তি হয় নাই। তাইতো একি মাথা দিয়ে ব্যাটা দিয়ে বসল আরেকটা গোল(১-২)। তারপর দ্রগবার দারুণ গোল দিয়ে চেলসি ধরাছোয়ার বাইরে(১-৩)। প্রথমে লিভারপুলকেই বেশি ভালো লাগলেও পরে চেলসিকেই বেশি উজ্জ্বল মনে হয়েছে।
যাক, প্রথম পোস্টেই লিভারপুল এর বেশি দোষ ধরে বিপদে পড়তে চাই না। তখন এহসান ভাই আর তার দল আমারে… :chup: দিবে।
তার থেকে নিজের পরিচয়টা একটু দিই- রাজশাহী থেকে বের হয়ে হাটু বাহিনীতে কর্মরত(বাকিটা ডিসপ্লে নেমে বিদ্যমান)। ব্লগিং-এ হাতে খড়ি করে এখান কার গ্রেট গ্রেট ব্লগারদের দোয়া প্রার্থী। সকল কে :boss:
ডিসক্লেইমারঃ এটা মোটেও কোন ম্যাচ রিভিউ না। বরং নাদান ব্লগারের হালখাতার প্রচেষ্টা বলা যেতে পারে
এহসান ভাই কুনাই ?সুস্থ আছেন তো ?
ব্লগার হিসেবে স্বাগতম ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি রে ভাই, চা দিবানা নাকি???? 😛
:teacup: :teacup: :hatsoff:
আপনিও চা'এর খবরজেনে ফেলছেন ভাইয়া 😮
😮
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি ভাই এই এলাকার পুরাতন লোক। খালি কলম থুড়ি কি বোর্ডের জোরের অভাবে পুষ্টাইতে লেট।
যা হোক চা তো ভালোই বানিয়েছ হে । তো বিলটা কি চুপিচুপি তোমাকেই দিয়ে দিব নাকি!? 😉
ছি ভাইয়া, বিল দেয়ার কথা বলে লজ্জা দেন কেন :shy: :shy: !!!
চা-বিস্কুট যাই লাগুক, জোরসে একটা হাক ছাড়লেই হবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে ভাই,
একবার কে যেন বলছিল
তাই আর কি 😀
নাহ মানে আগে দোকানের দলিল আমার কাছে ছিল না 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দোস্ত
তুই এতোদিনে লেখা শুরু করলি?
যাক, বেটার লেট দেন নেভার।
এখন থেকে নিয়মিত লিখতে থাক। সিরাজ হালায় কই? ওরে দেখি না ক্যান?
তোর না আমার বাসায় আসার কথা?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সিরাজ এর তো আজকে রাতে রেডিসনে যাওয়ার কথা। কি যেন পার্টি 😉
দোস্ত, তোর বাসায় তো আমি গেছি। তখন তুই ছিলি না, মাসুদ ছিল। আবার আসব ।
তুইও বাসায় আসিস দোস্ত
ওয়েলকাম...শহিদ...
সাম্প্রদায়িক মন্তব্যঃ '৯৪ ব্যাচরে ঠেকানোই যাচ্ছেনা।
‘৯৪ ব্যাচ আপ আপ। :clap: :clap:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup:
ব্লগার হিসেবে স্বাগতম বস
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাঙ্কু থ্যাঙ্কু B-)
আমার তো মনে হইত্যাছে ইংলিশ টিম একটা ছাড়া আর কেউ সেমিতে উঠতে পারব না। 😀
এহসান, তুমি এক কাম কর, লিভারপুল ছাইড়া আবাহনী আবাহনী কর। খামোখা..................।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই তিনটা ইংলিশ টিম উঠছে সেমিতে। যদিও লিভারপুল উঠল না :(( :(( , কি করা আর সামনের বছরে ইনশাল্লাহ।
welcom
:boss: :boss: :boss:
তুইতো দেখি আমার মত রে।
খালি কমেন্টাস, ব্লগ দেস না। এবার আমার মত আড়মোড়া ভেংগে একটা লেখা দিয়ে দে
লিভারপুলের কোপ খাওয়ার খবর নিয়া সিসিবিতে লেখালেখিতে স্বাগতম শহীদ, যদিও কমেন্ট আর পাঠক গ্রুপে পুরানা 😀
রাজশাহীরে আরো আগায়া নেও, পিছে কিন্তু পাবনা ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভ লেখালেখি ভাইয়া 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ব্লগার হিসেবে স্বাগতম শহীদ ভাই 🙂
শহীদ ভাই,আমিও রেডিসন যাপো :((
শ্বশুর কে বল, ব্যবস্থা করে দিবে 😉
বস লেখালেখি শুরু করছে। আর চিন্তা নাইক্কা। আমাদের আর পায় কে? B-) B-)
এখন আরমান ভাই ডজ মারা বন্দ করলেই হইল। 😀 😀