সিসিবিতে কোন ব্লগ পোস্টে ছবি যোগ করার পর যে সাধারণ ব্যাপারটা চোখে পড়ে সেটা হলো ব্লগাররা বেশির ভাগ সময়ই ছবির সাথে ছবির লিংক যোগ করতে ভুলে যান। এর ফলে যে সমস্যাটা হয় তা’ হচ্ছে পাঠক যদি ছবিটা বড় করে দেখতে আগ্রহী হন তাহলে তাকে বেশ ঝামেলা পোহাতে হয়। সেক্ষেত্রে রাইট ক্লিক করে view image অপশনে ক্লিক করে অরিজিনাল সাইজ ছবিটা দেখতে হয়। এবং একই উইন্ডোতে ছবিটি ওপেন হয় বলে আবার ব্যাক বাটন চেপে মূল লেখায় ফিরে আসাটাও বিরক্তিকর।
অথচ একটু সচেতন হয়ে আপলোড করা ইমেজ ব্লগ পোস্টে যোগ করলেই এ ঝামেলা এড়ানো সম্ভব।
উদাহরণ স্বরুপ নিচের ছবিটি দেখুন। এটিতে ছবির সাথে ছবির এড্রেসটি লিংক করা নেই। ফলে সহজ ভাবে এই ছবিটি অরিজিনাল সাইজ আকারে দেখার সুযোগ নেই।
কোন ছবি আপলোড করার পর কিংবা ছবির ইউ আর এল এড্রেস দিয়ে ছবি যোগ করার সময়ে আপলোডার বক্সের নিচের দিকে link image to অথবা link URL অপশনটি পাবেন। এর ঠিক নিচেই রয়েছে তিনটি অপশন: কোনটিই না, File URl এবং post URL. এখান থেকে File URL এ ক্লিক করুন। তাহলেই ছবির সাথে ছবির লিংকটিও সংযুক্ত হয়ে যাবে। এরপর উক্ত ছবিটি পোস্টে সন্নিবেশিত করুন। ছবির সাইজ হিসেবে “মিডিয়াম” সিলেক্ট করা সবচেয়ে উত্তম। কেননা এতে ছবি প্রদর্শনের সময় কোন অংশ অযাচিতভাবে কাটা পড়বেনা।
আর ছবির সাথে ছবির লিংক সংযুক্ত করলে এটি ঠিক কিভাবে আপনাকে ছবি দেখায় সাহায্য করতে পারে তা’ বুঝতে নিচের ছবিটিতে ক্লিক করুন:
হুমমমমম, মনে হয় জিনিষটা ব্যাপক কিছু 😕
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এডু স্যার বস
ভাইয়া এইটা মনে হয় এডু ভাই হবে। সিসিবিতে কিন্তু দুইটা এডু আছে। একজন এডু স্যার আরেকজন এডু ভাই। খিয়াল কইরা খুউউব খিয়াল কইরা।
এডু স্যার কে তো চিনলাম; এডু ভাই চিনতে পারতেছিনা... কেউ কি দয়া করে আমাকে একটু চিনায় দিবে(ন)?
এডু স্যার ছাড়া আরেকজন যিনি এডু আছেন উনিই এডু ভাই। 😛
চিইন্যা তো ফালাইলা, এইবার মিষ্টি খাওয়াও :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালো জিনিষ তো। ধন্যবাদ এডু। B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খুবই কঠিন কাজ মনে হইলো। :grr:
এরপর থেকে ত আমি আর ছবি আপলোডই করতে পারমু না। :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!