এতো দেখি বড় মুশকিলে কথা
সংগে জুড়েছে চিন্তা
মেল খুলে দেখি লাভ ইউ বলেছে
বম্বের প্রীতি জিনতা। 😉
ওদিকে আবার অনুরোধ নামা
পড়ে আছে গোটা বিশটে
ওরা নাকি সব ঠাই পেতে চায়
ফেসবুকে ফ্রেন্ডস লিস্টে। B-)
আমিতো পড়েছি ভীষণ বিপদে
কোনটাকে ছেড়ে কোনটা
দিয়ে দেব মোস্ট ভ্যালুয়েবলের
ভালোবাসা ভরা মনটা। ~x(
যদি ভেবে নেন এখানেই শেষ
কিন্তু আসলে শেষ না
আরো গোটা চার নায়িকা আমার
ঝুলে রয়েছে, বেশ, না? ;;)
পাড়া প্রতিবেশী কুলসুম বিবি,
আবারো বলেছে বন্যা
শাহেদের বোন সুমিও, রয়েছে
হাজী সাহেবের কন্যা। :awesome:
আমিতো আবার ভীষণ দয়ালু
আসলেই আহা! ভান না
কিছুতেই মন সইতে পারেনা
বিডি ললনার কান্না। :no:
চিন্তা করেছি সবার দিকেই
একটু তাকিয়ে হাসতে
সময় সুযোগ করে নিয়ে সব
গুলোকেই ভালবাসতে। O:-)
কাকে ছেড়ে love কাকে দেব ভেবে
ক্ষণে ক্ষণে যাই চুপসে
ডাকবো তবে কি এবার ফেলুদা
সংগে জটায়ু, তোপসে? :-/
এখনওতো কিছু শিখতে পারিনি
ভাগ করা যায় মন কি?
তাহলে সেটাই করবো ভেবেছি
ভাইসাবেরা কন কি? :-B
:just: 1st
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরান চাল ভাতে বাড়ে। 😀
তাপ্পর? :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
সেই ভাত পেডে যায়
সংসারে প্রবল বৈরাগ্য!
আর ভাত পেডে গেলে খালি ঘুম পায়...
ঘুম পাইলে খালি কি আজিব আজিব স্বপ্ন দেখি...
আর... :shy: :shy:
প্লটের পর প্লট করে
দাও মনটারে ভাড়া
তোমারে জানাই :hatsoff:
রেখে সিসিবি ধারা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আহা! টিটো ভাই আপনি মহান
বলেছেনে বেড়ে,খাসা
আপনি আছেন বলেই না আজো
রয়ে গেছে ভালোবাসা :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
ছড়া কইতে পারি না, সুরি 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ছড়া কইতে পারেন না ভালো কথা! ছুরির ভয় দেখান ক্যান? 😀
:goragori: :goragori: :goragori:
বর্ষা এসেছে, কে যেন হঠাৎ
আওয়াজটা শুধু তুললো।
প্রপার ক্যাডেট জিহাদ মিয়া
মন ভাগ করা ভুললো =))
সংসারে প্রবল বৈরাগ্য!
মনটা আমার নরম, যদিও
দেইনা যথা তথা
এই কাহিনী গেল বছর
বর্ষা কালের কথা। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এক মাঘে যায়না শীত
বর্ষায় পানি ভাসে
জিহাদরে বাটে ফেলতে
বারবার ফিরে আসে
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তুমি ছ্যাকা দিছ 😮
আহারে ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ছি: ছি: কি যে কন ফয়েজ ব্রাদার আমি দেব? তাও ছ্যাকা? 😮
আগেও ছিলাম, আছি এখনো; ব্যাচেলর এন্ড একা। O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
জম্পেশ জম্পেশ :clap: :clap: ।
Life is Mad.
থ্যাংকু সায়েদ ভাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদের ছড়া-প্রতিভা তো পুরা :gulli2: :gulli2:
খুব মজা পাইলাম। :pira: :pira:
ধুর! কেন যে :just: জিহাদের মত হইতে পারলাম না! 🙁
আর আমার চেহারাটা যদি :just: একটু তানভীর ভাইয়ের মত হৈতো 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
ওই পোলা, আবার টিজ করা শুরু করছস!!! x-( x-(
তোরে :just: মাইর দিয়া ঠিক করতে হইব। :chup: :chup: :chup:
:just: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :thumbup:
বর্সা এসেছে? বর্ষা এসেছে!
পশ্চিম থেক পূবে
পালাবে কোথায় জিহাদ মিয়া
জলেই যায় ডুবে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
জিহাদ পালাক, স্টিল ব্যাচেলর B-)
আল্লাহ তাআলার কৃপায়
টিটো ভাই পালায় ভাবীর ঝাড়িতে
রান্নাঘরের চিপায় :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
আমি তো আর দেই নাইক্কা
আর কোনদিক নজর :awesome:
যারা দেয তারাই পালায়
দিকবিদ্বিক সজোর
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ছড়া পড়ে ভাই পিরা যান কেন?
হন ক্যানো ফ্লোরে Fallen?
নজর দেয়াতে দোষ নাই সেটা
জ্ঞানী গুনীজন বলেন। :-B
সাতেও নাই, পাঁচেও নাই
অন্র দিকে নজর দেয়া
অনেক আগেই ভাগাইছি
:just: :pira: ইমোটা
সব খানেই লাগাইছি :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ডুবাডুবির ভয় দেখিয়ে
কিছুই যাবেনা করা
ডুবেও ব্যাটার কিছু হবেনা
জিহাদ প্রেমের মরা। 😀 😀 😀
সেদিন দেখি টি এস সি তে
ললনা, সাথে জামরুল
খায় চিবিয়ে, চেনা চেনা লাগে
আরে! এতো ভাই কামরুল! :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
বেলাডি জিহাদ মস্করা করস
সিনিয়ার না তোর কামরুল?
ঘন্টা খানেক লংআপ থাকবি
দিয়া বিশটা ফ্রন্ট্রুল :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ওহ! ভাল কথা সেদিন দেখিলাম
পান্থপথের মুড়ে
আগুয়ান হয়ে ফৌজি ব্রাদার
কারে নিয়া জানি ঘুরে :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
দেখছেন ভাই, কান্ড ডা
ক্যামন বেদ্দপ জুনিয়র
যা দিনকাল পড়ছে দেখি
কেউ মানে না সিনিয়র। 😀 😀 😀
আমাগো সময় কিন্তু
এই রকম না ছিল :-B
ইডি লাগা দুই খান
ঝোলায় দশ কিলো 😀
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বেশ বলেছিস বাহে
জিহাদ কড়া, প্রেমের মরা
:just: প্রেমিক না হে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আপনাকে ভাই পাড়ার মোড়ে
চড় খানা মেরে ভীষণ জোরে
ঐ মেয়েটা বললো, ব্যাটা ভীলেন!
সেদিন কোথায় ছিলেন? 😛
সাতেও নাই, পাঁচেও নাই
থাকুম আর কই
বলেছিলাম সই
ওগো আমার বর্ষা
তুমি অনেক ফর্সা (এই মেয়েটার নামও বর্ষা ছিল 😀 )
ফলাফল যায় কষা?
তোর মতই দশা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ছড়ার পোস্টে দরকার এখন
একটা নিয়ম করা
চার লাইনের ছড়া ছাড়া
কমেন্ট যাবেনা করা। :grr:
আরে মিলেছে তো দেখি 😀 😀 😀 😀
আমি ছড়া কইতে পারি না, কমেন্ট দিমু কেমনে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আমিও পারিনা ছড়া লিখতে। 🙁
আমিও না। 🙁
আমিও না :no:
ছড়া সুন্দর, তয় এই রকম একটা কই যেন পড়ছি আগে, মনেকর্তেপার্তাছিনা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ্যা, ফয়েজ ভাই। আগে সচলে দিসিলাম। ঐটারেই ঘষামাজা করে এখানে দিসি।
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
ঠিক ঠিক খুব ঠিক
এমন হলে বেশ হয়
যদিও তুই পাচ লাইনে
কমেন্টাইছিস বোধহয়
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই পাঁচ লাইন লিখতেই আমার
নাই কিনার কূল
টিটো তুই মহা ফাজিল
তাও ধরিস ভুল 😀 😀
আরে মিলেছে তো দেখি 😀 😀 😀
হ হ মিলসে। আই সাপোর্ট ইউ :khekz: :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
আরে মিলেছে তো দেখি 😮
আরে মিলেছে তো দেখি 😮
আরে মিলেছে তো দেখি 😮
আরে মিলেছে তো দেখি 😮
এই ছড়াটা কেমন হল
বল দেখি তবে
ছড়া লিখতে চায়না যারা
খুব সুবিধা পাবে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার কথা কও নাকি তুমি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কামরুলের লাইন পচাইলাম
একদমই ভুল বুঝবেন না
সরল একটা আইডিয়া
অন্য কিছু খুঁজবেন না :boss:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কমেন্ট দিমু না। ইমো দিমু। 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:gulti: :khekz: :khekz: :khekz:
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরে রবিন ভাইয়ের নাম টিটো রহমান নাকি! জানতাম নাতো! 😮
তাই নাকি? 🙁 তাইলে তো মনে হয় এই ব্লগ রবিনে ভইরা গেছে 😉 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাসরুফরে নিয়ে আবার লিখলা??? :-B
এবার :just: একটা কবিতা? 😉
শাবাশ... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লেখার জন্য তো ঐ একজনই আছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
x-( x-( x-(
জিহাদ তোর ঘনাইছে মরণ
বল শেষ কি কৈবার্চাস?
তোর জন্য করিয়াছি রেডি
সাড়ে সাত ফুট লম্বা বাঁশ x-( x-( x-(
পাঁচ দাগাইলাম। আগেও বোধহয় পাঁচই দাগাইছিলাম। :boss:
ধন্যবাদ আবারও। আগেও বোধহয় দিসিলাম 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আহা... বেশি জোশ।
আমারে কিছু ডাইভার্ট কইরা দে। 😛
:just: অসাধারণ।
ছড়া সংকলন বি বের কইরা ফেল। :thumbup:
:just: ধন্যবাদ :salute:
সাতেও নাই, পাঁচেও নাই
দেশব্যাপী আলোচনা আর তীব্র ধিক্কার
কেউ জানেনা জিহাদের মনটা আসলে ঠিক কার।
টুকরো মনের ব্যবসা জিহাদ =((
কিন্তু ভীষন ডেন্জারাস, :chup:
একবার পড়লে ধরা
হবে মহা সর্বনাশ। ~x(
তাই তোকে বলি
আস্ত মনটাই রাখিস,
:just: বর্ষায় ভিজিয়ে নিয়ে
সুখে শান্তিতে থাকিস।
ঠিকাছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আগে পড়ছিলাম মনে হয় ভুলো হইতে পারে 🙂
তবে বর্ষার কাহিনি কি 😉
যাই হোক ছড়াটা পুরা :gulli2:
হ। আগেই পড়সিস। কমেন্টও দিসিলি 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ছড়া কেবল তুইই জানস
আর কেউ বুঝি জানেনা?
টিটো, মান্নান, কামরুল ভাই
কেউ দেখি কম যায়না!
দয়া করে এবার তবে
নবায়ন কর্ 'রেডবুকে'
ছড়ার কমেন্টে যেন
ছড়াই লিখে পাঠকে।
:boss: সহমত।
:boss:
সাতেও নাই, পাঁচেও নাই
চারদিকে দেখি মনের ব্যবসা
খাটিঁ মন কই পাই??
ভালোবাসা দিলে ছ্যাঁকা না দিয়ে
মনেতেই দেবে ঠাঁই 😛 😛
জিহাদকে :salute:
আপনাকেও :just: :salute:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ তোমার ছড়া খানা ভাই
হয়েছে যে দুর্দান্ত
এতদিন কেন লেখনি ছড়া
করছি শাপ-শাপান্ত
আমিওতো পারি :grr: ওরে রে!
হইসে বললেও ভুল হবেতো
দিসেন পুরা উড়াইয়া
দিলটা ঠান্ডা হইলো,সাথে
প্রাণটা গেল জুড়াইয়া। :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
প্রাণটা কেমনে জুড়াইয়া গেলো
বর্ষা আসছে নাকি?
উড়তে তোর এখনো
নাহলে কয়েকটা দিন বাকি।
ব্যাপার কি জিহাদ ভাইয়া, এই ছড়া ব্লগে পাইলাম না কেন? x-(
ভাই তোমার মত ছড়ার আকারে উত্তর দিতে পারছিনা।
অন্যরাতো দিয়েই দিল ... :thumbup:
বর্ষাটা ক্যাডা? 😛
এই প্রশ্ন শুনতে শুনতে মাথার চুল আস্তে আস্তে সব পইড়া যাইতেসে ~x(
সাতেও নাই, পাঁচেও নাই
আমি কি আপনার কষ্ট লাঘব করতে এগিয়ে আসতে পারি?? 😀
(আহা! কি পরোপকারী জুনিয়র O:-) )
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😡 😡
সাতেও নাই, পাঁচেও নাই
তাহলে এখন ভাবিরে সুন্দর করে উত্তরটাও দিয়া যাও। 😀
ভাবিসাব, আসলে আপনি যেরকম ভাবতেসেন তেমন কিছু না 😀
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে কি রকম?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি কিরকম ভাবতেসি আপনি বুঝলেন কেম্নে?
চোরের মন কি পুলিশ পুলিশ?
অফটপিকঃ রকিব ভাইয়ার আজকে পড়া নাই? নাকি কানাডা দিবস উদযাপন করছেন?
সার্কিটের তার ছিড়ে জোড়া লাগাতে লাগাতে ক্লান্ত। তাই মাঝে মাঝে একটু ঢু মারছি ভাবী। রিফ্রেশমেন্ট হচ্ছে আর কী 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিহাদ মিয়া,
চমকায়া দিছ জটিল কিছু দিয়া
যদিও অনেক আগের পোষ্ট, তখন পড়িনাই
এখন পড়ে পিরা গেলাম; তুমি বস্, ভাই!
আরো চাই ছড়া
রকিব, জিহাদরে গ্রীন-টি বানায় দে তো একটা কড়া...
থ্যাংকু আদনান ভাই!
সাতেও নাই, পাঁচেও নাই
গ্রীন :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে এইটা তো আগে পড়া হয় নাই। এখন পড়লাম। বেশ বেশ।
Chol chol chol
zihad vai boss. :hatsoff:
ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে;
এমন করিয়া ছড়া লিখিতে বড় সাধ আজ জাগে। 😀
ক্যাডেট তো তাই মাইরা কমেন্ট দিলাম। জোস :clap: :boss:
বুঝতেছি না হঠাত করে এই পোষ্টটা আবার জাগ্রত হলো কিভাবে?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিহাদের প্রোফাইলের ছবিটা দেখে বর্ষা থুক্কু বর্ষাকালরে মনে পড়ে যায়। 😛
সবার এতো প্রতিভা দেখে আমি মুখ্ধ :clap:
:clap:
আমি বাংলায় গান গাই...... আমি বাংলার গান গাই......।
আহা, এক টিকেটে অনেক ছবি দেখার মত এক ব্লগে অসংখ্য ছড়া পাঠ করলাম।
ধন্যবাদ, কবি সকল।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
এই পুরান পোস্ট এতদিন পর কোত্থেকে টেনে বের করলা? 🙂
আহ ৯৪ ইনটেক, উই মিস ইউ ইন সিসিবি
সাতেও নাই, পাঁচেও নাই
বেস্ট টার্ন আউটে ছিল তো......
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!