ঘুমরে…তুই বাইচা থাক

আহহহ কি একটা আরামের জীবন, ঘুম, খাওয়া দাওয়া আবার ঘুম। :awesome: লাভ নাই রে পাগল, এত্ত আরাম সয় না কারও কপালে, কালকে থেকে শুরু হবে কামলা খাটা। (কামলা খাটা মানে সিনিয়রের জুনিয়র দিয়ে কাজ করানো) কামলারা জান প্রাণ দিয়ে কাজ করে, কারণ প্রজেক্ট শেষে আমলা মানে, সিনিয়রেরা তাদের বিশাল কোন একটা জায়গায় খাওয়াইতে নিয়ে যায় 😀 । এইবার পরীক্ষা এত্ত ভালো হইছে এত্ত ভালো হইছে :-B , যে পরের টার্মে কাউকে না কাউকে রোমান্টিক একটা কিছু বলে ফেলতেই হবে। অবশ্য সেইটা নিয়ে আমাকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, আমি আরামেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। 😀 যদিও কালকে থেকে সব ঘুম…চিলেকোঠায় পালাবে।
চিলেকোঠা বলতেই একটা কথা মনে পড়ে গেলো, আমার খুব ইচ্ছা ছিল আমার একটা চিলেকোঠা ঘর থাকবে, বড়াপুরও। সেই চিলেকোঠার একটা পাশ জুড়ে থাকবে শুধু জানালা, ঢালু জানালা, যাতে বিষ্টি পড়লে আমরা দেখতে পারি, বিষ্টি না থাকলেও আরামসে তারা দেখতে পারি। মানুষ কি যে হাস্যকর হাস্যকর চিন্তা ভাবনা করে…

বড় হতে হতে এই চিন্তাভাবনাগুলাতে অবশ্য কালশিটে পড়ে যায়, সো নো চিন্তা। ;))

বহুত দিন আউট বইটই পড়া হয়না। ভালো লাগে না। মনে হয় পরে কি লাভ? মানুষ জন আউল ফাউল লিখবে আর সেইটা কষ্ট করে আমাকে পড়তে হবে? :thumbdown: কাভি নেহী। (উরে বাপরে এই কথা শুনলে বাকিরা আমাকে বেন্ধে মাইর দিবে, কিন্তু কিচ্ছু করার নাই :gulti: )। আবার গান টানও শুনতে ইচ্ছা করেনা, মনে হয়, মানুষ জন ইচ্ছামতন চিল্লাপাল্লা করবে, আর সেইটা আমাকে বসে বসে শুনতে হবে?? :gulli: সেইটাও কাভি নেহী। আর মুভি?? থাক, কিছু বললাম না। 😐

আহহ, মানুষের জীবনটা সব সময়ই এমন আনন্দময় হতো, বা এমন কোন চাকরী থাকত, ঘুমের চাকরী। তোমাকে খালি ঘুমাতে হবে, খালি ঘুমাতে হবে। আমি টুয়েন্টি ফোর আওয়ার সেই চাকরী করতাম, বেতন দরকার নাই, তিনবেলা ভালমন্দ খেতে দিলেই হবে। 😡

সবকিছুর চেয়ে ঘুম কত ভালো :thumbup: । ঘুমাতে ঘুমাতে আমি বিছানার যেই পাশে ঘুমাই, সেটা অন্য পাশের চেয়ে হাফ ইঞ্চী ডেবে গেছে। আম্মু মাঝে মাঝে বলে তোশকটা উলটে দিতে, কি দরকার?

এই আরামের ঘুম চলে যাবে, আমি বড় দুঃখে আছি, ঘুমরে, তুই হাজার বছর বাইচা থাক, সহি সালামতে বাইচা থাক। (কপিরাইটঃ মনপুরা… সরি, পরী…সরি স্ক্রিপ্ট রাইটার) ;;;

৮৬ টি মন্তব্য : “ঘুমরে…তুই বাইচা থাক”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    আমার ঠিকই সন্দ হইতেছি, তুমি প্রেম করার জন্য উশখুশ করতেছ। ঘুমাইবা আর প্রেমের স্বপ্ন দেখবা, ব্ল্যাক এন্ড হোয়াইট।

    দেখছ ক্যাম্নে ক্যাম্নে তোমার মনের কথা কই ফেলছি। 😀

    আমি একটা মাল। :tuski:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সামিয়া (৯৯-০৫)

    ভাবছিলাম একুশে ফেব্রুয়ারীতে দেশ মাতৃকাবোধে উজ্জীবিত হয়ে একটা এমন পোস্ট দিব যে সিসিবিতে আমার জয়জয়কার হয়ে যাবে, আমাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, দুইশটা আইসক্রীম খাওয়ানো হবে, সেই দেশমাতৃকাবোধ সম্পন্ন পোস্ট এখনও লিখতেই আছি লিখতেই আছি, মনে হয় মৃত্যু পরবর্তীকালে প্রকাশ পাবে। :bash: :bash:
    আচ্ছা ব্যপার না, যাই একটু ঘুমায় আসি। :thumbup: :thumbup:

    জবাব দিন
  3. আদনান (১৯৯৭-২০০৩)
    মানুষ কি যে হাস্যকর হাস্যকর চিন্তা ভাবনা করে…

    হাস্যকর না রে বইনডি... আমারো তো এমন একটা ড্রিম আছেঃ চিলেকোঠার ঘরে আমার একটা বিরাট রুম থাকবে, সেটার এক অংশ হবে আমার স্টুডিও; মনের আনন্দে কোন ডিস্টার্বেন্স ছাড়া রেকর্ডিং এর কাজ করব... আর বাইরে তারা/বৃষ্টি/মেঘ/ছাদের হাওয়া এইসব দেখে মিউজিক বানানোর ফিলিংস আইবো। আহ্‌, কি যে ভালা হইত!!

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    যাই একটু ঘুমাইয়া লই পরে কমেন্ট দিমুনে :grr:
    অফটপিকঃ এডু সাহেব যদি একটা ঘুমের ইমোর ব্যবস্থা করতেন,তাইলে এত কথা না লিখা খালি ইমো তে টিপ দিয়াই ঘুমাইতে যাইতে পারতাম :dreamy:

    জবাব দিন
  5. শরিফ সাগর (৯৭-০৩)
    সেই চিলেকোঠার একটা পাশ জুড়ে থাকবে শুধু জানালা, ঢালু জানালা, যাতে বিষ্টি পড়লে আমরা দেখতে পারি, বিষ্টি না থাকলেও আরামসে তারা দেখতে পারি। মানুষ কি যে হাস্যকর হাস্যকর চিন্তা ভাবনা করে…

    কিয়ের হাস্যকর...এইসব চিন্তা কইরাই তো জাইগা জাইগা ঘুমান যায়... বুচ্ছো... :dreamy:

    জবাব দিন
  6. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

    সবাই ঘুম নিয়ে ভালই ভাবছে। ঠিকাছে ঘুমের ব্যবস্থা করা হলো নিচে।

    খোকা ( খুকিও) ঘুমালো পাড়া জুড়ালো
    বর্গী এলো দেশে
    ধান ফুরালো, পান ফুরালো
    খাজনা দেব কিসে ?
    ধান ফুরালো, পান ফুরালো
    খাজনার উপায় কি ?
    আর ক'টা দিন সবুর কর
    রশুন বুনেছি

    জবাব দিন
  7. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    উইকএন্ডে খালি ঘুমাচ্ছি, এক মধ্যে আবার ঘুমের পোস্ট । খেলুম না, আমি কি সারাদিন ঘুমায়েই যামু, আমার রেস্ট বলে কিছু নাই ? 😛 আমারে এক্সট্রা ঘুম পাড়ানির দায়ে সামিয়া, এডিসন ভাইয়ের ভ্যাঞ্চাই।

    জবাব দিন
  8. রকিব (০১-০৭)

    সামিয়াপ্পু লেখাটা ভালো হয়েছে, লন এক কাপ চা খান। আর আপনার জন্য অস্কারের একটা নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিলাম। স্লামডগের এইবার কুব্বালা চান্স আছে 😀 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  9. হাসান (১৯৯৬-২০০২)

    ghum er kotha shune to ami nostalgic hoye gelam....... ami college e ghum er jonno class 7-8 e bikkhato chilam..... naznin karim madam amar nam disilen 'ghumonto hassan'........unar ki dosh bolen.....jei chele prinicipal's parade, fall-in, exam shob jaigai ghumai (prep e ghumano r class e ghumano r kotha to baad e dilam)....take ei rokom kichu na bola tai dosher 😛 parent's day te amar name ektai complaint.....apnader chele khali ghumai

    goto 3-4 din dhore ccb te shudhu post pore jacchi.....eta amar prothom post...kivabe likhte hoi jani na.....so vul hole khomaprarthi

    জবাব দিন
  10. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    লেখাটা মনের মত বিষয় নিয়ে লেখা ।
    ঘুম।
    ঘুমরে তুই কখনো ছাড়িস না আমারে।
    এই কাজটা আসলেই ভাল পারি ছোট বেলা থেকেই।
    আল্লাহর কাছে প্রার্থণা করি যে ইনসমনিয়া জাতীয় ভায়াবহ অসুখ যেন কারো না হয়।

    কামলা শব্দট আমি আমাদের আতিক এর কাছে শুনেছিলাম।
    ও এখন অস্ট্রেলিয়ায় আছে। মনে পড়ে গেল বি এম এ থেকে এক ছুটিতে এসে ওর সাথে আড্ডা মারতে গেছিলাম ক্যাম্পাসে। কদম ছাট দেয়া অবস্থায় একদিন আর্কিটেকচার ডিপার্টমেন্টে ক্লাস করেছিলাম। 😛

    @এডিসন ভাই আপনের কবিতা টনিকের মত কাজ করতেছে।
    যাই ঘুমাইরে যাই বস। 😀


    সৈয়দ সাফী

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।