স্নানপর্ব

কারেন্ট-ছিলোনা-সন্ধ্যায়
অগত্যা ছিলো মোম
দেয়াল জুড়ে কাঁপতেছিলো ছায়া
জলের শব্দ পড়ে অবিরল….

বালতিসমেত জল তুলে ওই কায়া
সটান
ঢেলে
দেবে
গায়ে
এমন সময় টোকা —
‘কি বোকা,
দরোজা বন্ধ করোনি? বলে
আরেকটি ছায়া এসে
খুলে ফেলে শাড়ী —
ঝরে পড়ে সায়া

স্নানঘরে মোম গ’লে যায়….
জ্বলতে থাকে মগ্ন জোড়াকায়া

৪,৬৫৬ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “স্নানপর্ব”

  1. কামরুল হাসান (৯৪-০০)
    স্নানঘরে মোম গ’লে যায়….
    জ্বলতে থাকে মগ্ন জোড়াকায়া

    ওরে না রে না ...... 😛 । জটিল। :clap:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)
    স্নানঘরে মোম গ’লে যায়….
    জ্বলতে থাকে মগ্ন জোড়াকায়া

    ::salute:: বস।

    অনেকবার পড়েছি এই কবিতাটি। যতবার পড়ি ততবারই একদম মাথা আউলায়া যায়।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।