‘একটা সময় ছিল, বুচ্ছিস রে সামিয়া…’-তাইফুর ভাই নড়েচড়ে বসলেন। আমি জোরে জোরে মাথা নাড়ালাম, তাইফুর ভাইয়ের সাথে দ্বিমত করব…আমার ঘাড়ে দুইটা মাথা নাই। একটু আস্তে করে অবশ্য বলার চেষ্টা করলাম, না কয়দিন আগেই তো সপ্তাখানেকের জন্য সিসিবি আবার জমে গেছিল। উনি সজোড়ে থাবড় মারলেন, ‘আরে থাম। কামরুল **&#!!* টা তো বলেই দিছে ও আর সিসিবিতে লিখবেনা।’ আমার আবছা ভাবে মনে পড়ে এই মাস দুয়েক আগেই পলাশ নামক একজন ভাইকে নিয়ে কামরুল ভাই একটা পোস্ট দিছে, আমি সেটা আর মনে করায় দেয়ার সাহস করলাম না।
রংপুর আসছি, তাই চৌকষ আর্মি অফিসার তাইফুর সাহেব আর রেজওয়ান সাহেবকে ফোন্দিসিলাম যে উনাদের সাথে দেখা হবে কিনা। তা উনারা সহানুভূতিসম্পন্ন হয়ে আমার জন্য কিছু সময় বরাদ্দ করেছেন। তাইফুর ভাইয়ের বাসায় খুব লোভে লোভে গেলাম, ভাবীর রান্না এত মজা, শেষবার যখন গেছি তখন গরুর মাংসের বাটি ছেড়ে আসতেই ইচ্ছা হচ্ছিল না। ভাবলাম এবারও সেরকম কিছু খাওয়াবে। কিন্তু তাইফুর ভাই সেইদিকেই গেলেন না। অনেক রাজা উজির মেরে, বিভিন্ন পরপুরুষের সাথে আমার নামে স্ক্যান্ডাল চালু করে দিয়ে তিনি আমাকে জিজ্ঞাস করলেন, ‘বাসায় মুড়ি আছে, খাবি?’ আমার মুখটা কালো হয়ে গেলো, পোলাও না, কোর্মা না, মুড়ি, তাও জিজ্ঞাস করতেসে খাবো কিনা?? আমি মলিন মুখে মাথা নাড়লাম, খাবো। উনি বিশাল একটা প্লেটে চারটা মুড়ি এনে আমাকে আর রেজওয়ানকে দিয়ে বললেন, ভাগজোগ করে খা। সেই দুইটা মুড়ি খেতে খেতে রাত সাড়ে নয়টা পর্যন্ত তুমুল গল্পসল্প করে বাসার মানুষজনের দুঃশ্চিন্তায় ঘি ঢেলে আমি দশটায় ফেরৎ আসলাম।
সেই ফিরে আসা থেকে ভাবতেসি মুড়ি খাওয়া নিয়ে একটা পোস্ট না দিলেই না, সেটা দিতে দিতে আজকে হয়ে গেলো। আজকে সিসিবির জন্মদিন। আজকে আরেকজন সিসিবিয়ানেরও জন্মদিন। তানভীর ভাই, সুশীল সুন্দর ভাল ছাত্র তানভীর ভাই। সুন্দর নামটা আগে যোগ করতাম না, কিন্তু খোমাখাতায় উনার প্রোপিক দেখার পর উনার নামের আগে সুন্দর না লিখলে পাপ হবে, তাই লিখলাম। তানভীর ভাইকে নিয়েও এক কাহিনী আছে। একবার তানভীর ভাইয়ের অফিসে গেলাম। ভাবলাম কাছেই র্যাডিসন, আর তানভীর ভাই বেতনও পায় কোটিখানেক টাকা। আমাকে নিশ্চুই উনি র্যাডিসনেই আজকে লাঞ্চ করাবে। বেশ সাজগোজ করে, ভাল জুতা জামা পরে গেলাম, নাইলে যদি র্যাডিসনে ঢুকতে না দেয়, তখন আবার যন্ত্রণা। কিন্তু তানভীর ভাইও যে তাইফুর ভাইয়ের মত এত কিপ্টার কিপটা কে জানত, আমাকে দোকানের পাঁচটাকা দামের চা খাওয়াতে চাচ্ছিল। তাড়াতাড়ি পাশে কফি ওয়ার্ল্ড দেখে আমি সেখানে ঢুকে পড়লাম, ভাই তো আর কিছু বলতে পারে না। মলিন মুখে আমাকে কফি ওয়ার্ল্ডের বিশ্বখ্যাত কাপুচিনো খাওয়ালো 😀
ভাবছিলাম আজকে কিছু লিখবো না, কালকে আমার জমা, তাই সবার লেখা পড়ে পড়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখন আর লোভ সামলাতে পারলাম বা। জমা দিতে দিতে জীবনটা শেষ হয়ে গেলো। আজকাল একটা গানের কথা মাথায় গেঁথে গেছে,
ওরা বড় হবে, চড়বে গাড়ি,
আর আমি কাটবো ঘাস।
ক্লাসের অন্য ছেলেমেয়েদের দেখলে সবসময় আমার এই কথাটা মনে হয়। ওরা এত ইন্টেলিজেন্ট, আর এত চমৎকার সব কাজ করে, আর আমার দিকে এমন করে তাকায়, যেন আমি একটা গরু, না হলেও গাভী তো বটেই। আমি তাই ঠিক করেছি, কি আছে জীবনে, বড় হয়ে নাহয় ঘাসই কাটব। সবাইকেই কি পড়াশুনা পারতে হবে? গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম… আজ আবার বেগম রোকেয়া দিবস। পেপারে যতবার মহিলার ছবির দিকে তাকাচ্ছি, ততবার ভুরুদুটা কুঁচকায় যাচ্ছে। এই ঘোমটা দেয়া নিরীহ নাদুসনুদুস মুখটার পেছনে কি যে কুটিল সামাজ্র্যবাদী পুঁজিবাদী এক রূপ লুকিয়ে আছে, তা তখনকার গোবেচারা মেয়েরা বুঝতে পারেনি। কি দরকার ছিল মেয়েদের আরামের জীবনে পড়াশুনা ব্যাপারটা টেনে আনার। বিয়ে করবে, বাচ্চা পয়দা করবে, স্বামীকে ঝাড়ির উপ্রে রাখবে, ব্যস। কত আরামের জীবন…
জন্মদিনঃ
সিসিবি, তানভীর ভাই, দুইজনকেই জন্মদিনের শুভেচ্ছা। সিসিবির জন্য আমাদের যে কি অবস্থা। চারিদিকে চেনা মানুষ। অফিশিয়াল কথাবার্তা হচ্ছে, গুরুগম্ভীর পরিবেশ। মাঝে একজন স্যার এক পিচ্চি ছেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ‘এই আপাকে বোধহয় তুই চিনিস না, তোদের সিনিয়র।’ পিচ্চি চিঁ চিঁ করে বলে, ‘চিনি স্যার’। আমি অবাক হয়ে জিজ্ঞাস করলাম, ‘ভাইয়া তোমাকে আমি কোথায় দেখেছি?’ পিচ্চি ততোধিক চিঁ চিঁ স্বরে বলে, ‘আপু আমি কিবরিয়া, ০৩-০৯, সিসিবি।’ গুরুগম্ভীর অফিসিয়াল পরিবেশে আমার দাঁতকেলানো হাসি চলে আসলো, এই শুটকা ছেলেটা কিবরিয়া??
কিছু কিছু জিনিস কখনো বলে বোঝানো যাবে না, এই যেমন তাইফুর ভাইয়ের বাসায় আসলে মুড়ির সাথে যে খাসির মাংসটা খাইসিলাম, তা কত মজা। কিংবা আন্টি যেই ভাপা পিঠাটা বানায় দিলো, সেটা খেয়ে আরামে আমার চোখ বন্ধ হয়ে গেসিলো। অথবা রেজুর নামে চিট লিখে মেস থেকে যখন চকলেট খাইলাম তখন আমার কত আনন্দ হচ্ছিল, আই ওয়াজ ফিলিং প্রাউড , ইনফ্যাক্ট ফর মাই ফ্রেন্ড। আগে আব্বুর নামে খাইতাম, এখন খাই ফ্রেন্ডের নামে। মাঝে তারেক ভাইয়ের সাথে দেখা হলো, সিসিবির এখনকার পোলাপানরা মনে হয় তারেক ভাইকে চিনবেও না। তারেক ভাইয়ের কাছ থেকে এক ড্রাম চকলেট পাইলাম। ভদ্রতা করে প্রথমে উনাকে সাধসিলাম, খাইল না। যেইমাত্র বললাম ‘ভাইয়া আপনি শুকায় গেছেন’, সঙ্গে সঙ্গে হাত বাড়ায় বলে, দাও দেখি একটা চকলেট খাই। আমি মনে মনে নিজেরে দশটা লাত্থি দিলাম, ‘কি করতে যে…’
আমার অবস্থা রাজনৈতিক নেতার মত হয়ে গেছে, বেশি কথা বলি। যাইগা। গিয়ে পড়াশুনা করি। কাজকাম করি। গতকাল কাজ করতে বসে সারাদিন সিনেমা দেখসি। তাও হিন্দী সিনেমা। সিনেমার নায়ক নায়িকার প্রেম দেখে চোখে পানি চলে আসল। বুকের মাঝে ছমছমে অনুভূতি হলো। চার লাইনের কবিতাও নাযিল হলো সাথে সাথে,
মিছে এ কাজ, মিছে এ পড়াশুনা,
বেগম রোকেয়া, কিছুই তুমি জানলেনা।
সিসিবিরে শুভ জন্মদিন দিসি, এখন তান্স ভাই রে শুভ জন্ম দিন দিলাম 😀
অ ট খাসির মাংস ভালই মজা হইছে বুঝতে পারসি
বাচঁতে চাইলে ভাই/মামা কিছু একটা এ্যড কর B-)
ভাই আপনি এইটা একটা কাজ করলেন ভাই?? এই লাইন কোট করলেন?? এখন তাইফুর ভাই এই লাইন দেখলে আমার কল্লা আমার কান্ধে থাকবে?? 🙁
হ, পরে আমারে মিথ্যা মামলায় ফাসাইয়া দেস :grr:
ঝরঝরে লেখা পড়ে বড়ই ভাল লাগল। হুমকি ধামকি বোমা পটকার অভাব অনুভব করলাম।
অঃটঃ তুমিও তাহলে চাকরি নিয়ে ব্যস্ত। ভাল আছ তো। জিজ্ঞেস করার আগেই বলে দেই, আমিও বেশ ভাল আছি। 🙂
চাকরি না তপু ভাই, অন্য কাজ। আমি এখনও পাশই দেই নাই 😛
আপনি যে ভাল আছেন তা আপনার গত লেখা পড়েই বুজছি 😀 তাড়াতাড়ি আন্টিকে সহ দেশে আসেন।
সামিয়ার এখন আর হুমকি দেওয়া লাগে না, নাম শুনলেই সবাই ভয় পায়... হা হা হা হা ...
সিসিবি + তানভীরকে শুভ জন্মদিন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
সিসিবিরে শুভ জন্মদিন আগেই দিছি। এখন রুমকীর বাবারেও জন্মদিনের শুভেচ্ছা জানাইতে আইলাম। কিন্তু উঁনি কোথায়???????
রুমকীর আব্বুকে জন্মদিনে জানাই শুভেচ্ছা। শতেক রুমকীর জনক হন; স্বাতী ভাবিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন এই কামনাই রইলো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শতেক রুমকীর জন্মদিলে তো তান্স ভাই প্রবলেম এ পড়ে যাবে, রুমকী নামে ডাকলেই শত রুমকী একসাথে জবাব দিবে... :khekz:
শুভ জন্মদিন তানভীর ভাই, অনেক বড় হন, বড় হলে রুমকীকে নিয়ে তিন প্রহরের বিল থেকে ঘুরে এসেন...
:))
সিসিবিরে শুভ জন্মদিন 🙂 :guitar:
শুভ জন্মদিন সিসিবি এবং শুভ জন্মদিন তানভীর ভাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
এই লেখায় মাত্র ৮ টি কমেন্ট, কেমন যেন লাগছে... এক সময় একঘন্টায় সেঞ্চুরি হয়ে যেত...
আর সেঞ্চুরী 🙁
শুভ জন্মদিন সিসিবি এবং শুভ জন্মদিন তানভীর ভাই :party: :party: :party:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সামিয়া, একবার সিলেট বেড়িয়ে যাও (অবশ্যই জানুয়ারির ১৫ তারিখের পর), আমার বউ তোমাকে মন ভরে খেতে দিবে... তার আফসোস কেউ তার বাসায় আসে না...
অবশ্যই আসবো ভাইয়া, ফেব্রুয়ারীটা শেষ হোক, তারপর খেয়ে দেয়ে আপনাদের দেউলিয়া বানায় এরপর ঢাকায় ফিরব 😀
মুড়ির গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই,
খাসির মাংস এগিয়ে দেবার
তাইফুর্মামা কই...
তাইফুরভাই আর রেজওয়ান, দুইজনই এখন উইন্টার ট্রেনিং না কি যেন বলে, ওইটাতে গেছে।
আপনি কেমন আছেন নূপুরভাই?
সিসিবির জন্মদিনে কিছুই লিখে উঠতে পারলামনা শেষমেশ।
তোমার লেখা পড়ে যথারীতি ভালো লাগলো,
কামরুলকে মনে পড়লো।
ও গ্যাছে কই, করে কি আজকাল..
শুনছিলাম উঠতি নায়িকা+মডেল দের দেখা শুনা করেন যত্নের সাথে :boss:
=)) :clap: :))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
=))
:clap: :clap: :clap:
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
মিছে এ কাজ, মিছে এ পড়াশুনা,
বেগম রোকেয়া, কিছুই তুমি জানলেনা।
=)) =)) =))
পছন্দ হইছে তাইলে? 😀
শুভ জন্মদিন তানভীর ভাই, কিন্তু মানুষটা গেল কই?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আর তানভীর ভাই... 🙁
রুমকীর আব্বুকে জন্মদিনে জানাই শুভেচ্ছা। শতেক রুমকীর জনক হন, ভাবিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন এই কামনাই রইলো। :party:
সিসিবিরে শুভ জন্মদিন :hug:
সামিয়ারে :gulli2:
হারামী...তোরে কল্লা কাটা।
::salute::
সুন্দর জুনিয়রের জন্মদিন উপলক্ষে লগইন করলাম :shy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ছি ছি ছি সাকেব ভাই, আপনার ঘরে...
শুভ জন্মদিন...
সিসিবিতে এসে এমন লেখা পড়লে মন একদম ভালো হয়ে যায়। ধন্যবাদ সামিয়া।
থেঙ্কু ভাইয়া 🙂
😀
পিকনিক হইবো না এইবার? প্রিসু স্যার কি করে? ঘুমায় ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এত আস্তে আওয়াজ দিলে হবে ফয়েজ ভাই... জোরে-সোরে একটা হাক ডাক দেন...
আর পিকনিক...প্রিন্সিপাল স্যার তো ব্লগের ঠিকানাই ভুলে গেছে 🙁
শুভ জন্মদিন সিসিবি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
🙂
সামিয়া গুন্ডি বেটি, তাড়াতাড়ি জমা শেষ কর,আমার বাসায় আস আর না হয় আমরা যাই......আর ভাল্লাগেনা 🙁
তোমার লেখা নিয়ে কিছু কমুনা,তোমার আবার ভাব বেড়ে যাবে 😛
দিদি মজা পাইলাম তোমার কমেন্ট দেখে 😀
খাইয়া অস্বীকার করলে পেটে পীড়া হবে। 😀
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
সামিয়াপু :boss: :boss: :clap: :clap:
আপনার লেখাগুলো সবসময়ই অসাধারন ।
কিন্তু মাউস দিয়া লিখতে বেজায় কষ্ট 🙁 🙁
হ ... আর তুই যে আমারে ক্যাডবেরী'র মত প্যাকেটে নকল "কাঠবেরী" খাওয়াই গেলি তার কি হইব ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঠিক কথা বস, যেইডা গিলতে পারতেছিল না সেইটাই আপনারে সাধছে.....কত্ত বড় বদ !!!
সামিয়া আপু কাশ ম্যায় আপ জাইসা লিখ পাতা.........।
রিয়েলি আপু চরম লিখেন । ও আরেকটা কথা
গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম… এর বদলে গান ।
আই নিড নো সানশাইন ।
আই নিড নো রেইন । আই নিড নো আদার চানছ । টু গ্রো আপ ওনছ আগাইন ।। 😀