বাংলাদেশে উপদেশ নাকি খুব সুলভ। ডাক্তারি থেকে আইনী, ছেলের বিয়ে থেকে দাদা’র কুলখানী, চায়ে ক’চামচ চিনি থেকে আমড়া গাছের ভূত না শেওড়া গাছের পেত্নী, এই দুর্মুল্যের বাজারে সব ব্যাপারেই উপদেশ খুব সুলভে মিলতো। এখন মনে হচ্ছে “’সুলভ’ এর তালিকায় আরো একটি নাম যুক্ত হলো- তদন্ত কমিটি !
পাড়ার ফুটবল খেলায় মারামারি, ছাদ থেকে চুরি হয়েছে গিন্নীর শখের শাড়ী, বাজারে আগুন অথবা রোজায় উচ্চমুল্যে বেগুন থেকে হালের পিলখানা হত্যাকান্ড এবং সবশেষ বসুন্ধরা অগ্নিকান্ড- সপ্তকান্ড রামায়ণের মতো একেকটি কান্ডের পর গঠিত হয় এই তদন্ত কমিটি। প্রথম প্রথম এই কমিটির সদস্যরা কিছুদিন ফাইল বগলদাবা করে ( এই ২১ শতকের ডিজিটাল স্বপ্নেও) ঘটনাস্থলে ঘোরাঘুরি করেন, সাংবাদিক দেখলে সযত্নে এড়িয়ে যেতে চান এবং কিছু নাছোড়বান্দা সাংবাদিকের পাল্লায় পরে সচিবালয়ের লিফটের গোড়ায় কিংবা গাড়ীর কাঁচ তুলতে তুলতে -”তদন্ত চলছে, তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না ”- জাতীয় কিছু কথাবার্তা বলে হারিয়ে যান। তারপর বুড়িগঙ্গায় আরো কিছু দূষিত পানি বয়ে যায়, ঢাকার বাতাসে সীসার পরিমাণ আরো ভগ্নাংশ পরিমাণ বৃদ্ধি পায় এবং তদন্ত কমিটির সদস্যদের আমরা ভুলে যেতে থাকি( নাকি তারা আমাদের ভূলে যেতে থাকেন)। অবশেষে আরো একটি কান্ডের সূচনা হয় , গঠিত হয় আরো একটি তদন্ত কমিটি । পুরোনো বৃত্তটাকে আবারো নতুন করে ঘোরানো, এ যেন গ্রামোফোনের রেকর্ডে আটকে যাওয়া পিন! একই জায়গায় অবিরত বেজে যাচ্ছে, আর কর্ণকুহরে সুরের ঝংকারের বদলে অসুরের অত্যাচার…যতক্ষণ না কেউ রেকর্ডটা পালটে দেয়। কিন্তু রেকর্ড পাল্টেও যদি দেখা যায় সবগুলো রেকর্ডেই একই খুঁত তাহলে উপায়?
তাই আসুন , আমরা সবাই মিলে একটা তদন্ত কমিটি গঠন করি। আজ অব্দি যতোগুলো তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং কেন তাদের তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি, কেন তারা বেগম রোকেয়া’র সময়ের নারীদের মতো অসুর্য্যস্পর্ষা থেকে গেছে , তা তদন্ত করি। কেন তদন্ত কমিটির রিপোর্ট হিমঘরে ঘুমায়, শিক্ষাবিদ্বেসী দুষ্টু উঁইপোকার দলেরা তদন্ত রিপোর্টের নথিগুলো তাদের সদ্যজাত ছানাদের দাঁতের ধার পরীক্ষার কাজে ব্যবহার করেছে কিনা, নাকি অফিসের বাইরে ঝালমুড়ি আর চানাচুরের ঠোঙ্গায় পরিণত হয়ে হলদে হয়ে হারিয়ে গেছে তা বের করি ।
বিশেষ-ভাবে অজ্ঞ লোকেদের নিয়ে গঠিত, তাদের অমূল্য মস্তিষ্কের চিন্তাভাবনার লিপিবদ্ধ এই স্মারককে এভাবে আমরা হারিয়ে যেতে দিতে পারি না! তাই আসুন, তদন্ত কমিটি কেন তদন্ত রিপোর্ট প্রকাশ করে না এই কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করি।
তারপর রামগড়ুরের ছানার মতো মুখটাকে গোমড়া করে মাইক্রোফোনের সামনে বলি -তদন্তে অগ্রগতি হচ্ছে, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাওয়া গেছে, তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না!
দারুণ।
নচিকেতার একটা গান মনে করাইয়া দিলি।
সামান্য টেনশন, তদন্ত কমিশন
গনতন্ত্রের মুখে মাছি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনাগাছি
কেন বেঁচে আছি ? বলো কেন বেঁচে আছি?
সামীউরের কাছ থেকে নিয়মিত এই রকম স্যাটায়ার চাই। :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
খুবই ভালো লাগলো :boss:
তবে দেশের কথা ভেবে খারাপ লাগে
কী এক রাজনীতি শুরু হলো 🙁
যাকে বলে লা জবাব।
:clap: :clap: :clap:
(রেটং করতে গিয়ে কি একটা গড়বড় করলাম।
এক-এ স্থির হয়ে গেলো।
আসলে ৫ দিতে চাইছিলাম।
মুর্খ ব্লগার হলে যা হয় আর কি।
হাহাহা
আচ্ছা যান আমি ৫ দিয়ে গড় একটু বাড়িয়ে দিলাম। 😀 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ কামরুল ভাই। নচিকেতার গানটার লিঙ্ক দিতে পারবেন...খুব শুনতে ইচ্ছা করতেসে।
:)) :)) :)) জটিল হইসে =)) =)) =)) আমাকে তদন্ত কমিটির মেমবার বানাইএন প্লীজ.....
তোমার মেম্বার হবার যোগ্যতা আছে কিনা , তোমাকে মেম্বার করা যায় কি না ,এই ব্যাপার গুলা তদন্ত করবার জন্যও তদন্ত কমিটি করা দরকার, কি বলো সাজিদ?
ঠিক কইসেন.... :)) :)) :))
সাজিদ এর ব্যাপারে আমি একটা তদন্ত কমিটী খুলতেসি সালেকীন আমি আর সোলায়মান :grr:
নাজমুল- মোস্তাকীমের খবর কি? ওরে বহুদিন দেখি না!
পাঙ্গা খাইতেছে মনে হয় পাগলের মতো :grr: :grr:
তদন্ত কমিটি ! সবকিছুই ফাউল ।
সামিউর,তোমার লেখা পড়ে এতদিনে আমাদের রম্যলেখকদের কিছুটা বোধোদয় হউক,স্যাটায়ার আর ভাড়ামির ফারাক যারা জানে না তাদের।আর সেই সাথে তদন্ত তদারকিওয়ালাদের......।।দেইখো তোমার এঈ লেখার উদ্দেশ্য কি তা খুজতে যেন আবার তদন্ত বোর্ড গঠন না করে...দেশদ্রোহির তালিকায় পিড়া যাতি পার.................. :salute:
ভাইয়া আপনি ভাল আছেন? সেদিন হেলিকপ্টার দুর্ঘটনার সময় ভাল করে পেপার পড়া হয়নি আমার শুধু একজায়গায় দেখলাম একজন সাইফ নামের মনে হয় খুব আহত। তখন খুব আপনার কথা মনে পড়ছিল।
কামরুল তপু,ভাইয়া আমি অনেক ভাল আছি।তুমি কেমন আছ?আমি ভাই অনেকদিন বাচব ইনশাল্লাহ......৫৬ দিন সেরিব্রাল এ ভুগে আর তিনবার সড়ক দুর্ঘটনা হয়ে এখনো যখন বেচে আছি,তখন আশা করা যায় বাচব অনেক দিন.........
এইভাবে বলেন কেন ভাইয়া, শত্রুর মুখে ছাই আর আমাদের ব্লগে পোষ্ট দিয়ে আপনি শতায়ু হোন।
:clap: :clap:
অফটপিক: সাইফ এখন সিংগাপুরে আল্লাহর রহমতে ভাল আছে। যতদূর জানি, ওর একটা সার্জারী হয়েছে এবডমেনে, মাথার আঘাত সামান্য এবং বিপদমুক্ত। সুখবরের চরম আকালে এটা এখনকার জন্য একটা সুখবর।
আল্লাহ ওকে অন্তত: আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ করে ফিরিয়ে দিন।
দেশদ্রোহী'র তালিকায় নাম উঠলেই ভালো, ভবিষ্যতে রাজনীতিতে নামার সুযোগ তৈরী হবে! দেশপ্রেমিক হয়ে হুইল চেয়ারে পঙ্গু হয়ে দিন কাটানোর চেয়ে দেশদ্রোহী হয়ে পতাকা লাগানো গাড়ীতে চড়তে পারাটাই কি বেশী আকর্ষনীয় মনে হয় না?
যার বিরুদ্ধে তদন্ত, তাকে (বা তার গডফাদারকে) নিয়েই তদন্ত-কমিটি হলে সেটা কি আলোর মুখ দেখতা পারে?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমার মনে হয় এই লেখাটা কেন দেয়া হল তার উপর একটা তদন্ত কনিটি করা যায়। 😉
লেখাটা অসাধারণ :boss: :boss:
*কমিটি :bash :bash: 😡 😡
ঐ
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দারুণ একটা স্যাটায়ার সামীউর। :boss: :boss:
:))
সিসিবি নিয়া একটা তদন্ত কমিটি হওয়া খুব দরকার, বরিশাল আর সিলেট কিভাবে দুইশ কোটা পার করে আর মাস্ফু ক্যানে বার বার "খাপো খাপো" করে এটার তদন্ত হওয়া দরকার।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:)) :))
আমিও তদন্ত কমিটিতে বসপো :((
এক্কেরে হাছা কথা কইছেন ভাই
ভালো লাগছে লেখাটা...
জোস হইছে। একদম পুরা :gulli2: আমারে একটু এই রকম লেখা শিখাবা? 😕
দোস্ত, এইটা রম্য রচনা বিভাগে এড্ করতে পারিস। দারুন হইসে কিন্তু।
এক্কেবারে ৫-এ ৫। দারুণ লিখছিস ব্যাটা। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সেরকম স্যাটায়ার হইছে, পুরা সেরকম :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap: :clap: :clap: