“এই কি হচ্ছে টা কি শুনি? ছাড়ো না!”
“না, ছাড়বো না।”
“জবরদখল?”
“বলতে পারো!”
” আহ্… এমন ছেলে মানুষী করনা মাঝে মাঝে…”
“আমি তো ছেলে মানুষই!”
“উহহ…!!! দানব একটা। ছাড়ো না, প্লীজ।”
“না ছাড়বো না।”
” কেন এমন করছো বলতো! কেউ দেখে ফেলবে তো!”
“লোকের চোখ আছে তো দেখবার জন্যেই।”
“তুমি না, ভীষন অসভ্য।”
“জানি।”
“উমমম… এবার ছাড়ো, অনেক কাজ আছে।”
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“একি, সত্যি সত্যিই ছেড়ে দিলে?”
৪১ টি মন্তব্য : “ধ্যাত্!”
মন্তব্য করুন
মজাই আলাদা 😀
:)) :just:
:pira:
নাটকের স্ক্রিপ্ট হয়ে গেছে.....নাটকের লাইনে লিখালিখি শুরু করতে পারিস.
এতো দিন পরে!!! কই ছিলি তুই?
You cannot hangout with negative people and expect a positive life.
ধ্যাত!!!! ছেড়ে দিলো!!! 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সত্যি সত্যিই ছেড়ে দিল? 🙁
কি চমৎকার দেখা গেলো... :goragori: আপু, সেইরকম হয়েছে। :hatsoff:
দেখিনা তো কিছু।
আপনাদের কোন 'না' যে 'না' আর কোন 'না' যে 'হ্যা' ...... ~x( ~x( ~x(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=))
হুমম, আকাশদা এখন না, হ্যা, হ্যা, না এর চক্করে আছে, বেশ বোঝা যায়। :))
বস আপনি নিশ্চয়ই এই ধাপ পার করে আসছেন নইলে বুঝলেন ক্যামনে? ~x(
মুহিব সামনে তোরও দিন আসছে... বেশি চিন্তাইশ না।
=))
আমি মুহিব এবং আকাশ এর সাথে সহমত......। :grr: :grr: :grr: :grr: :grr:
নাহ, এইটা মনে হয় বড়দের কবিতা, আমি এইগুলা বুঝি কম 😛 :((
~x( ~x(
বড় মানুষেরা কি দুষ্টূ !!!!!!!!!!!!!!! ;)) ;;;
বড় হইলে তুইও এইরকম দুষ্টু হবি। B-) 😉
অঃটঃ দুষ্টামির দেখছস কি, সিরিয়াল ঠিক থাকলে এর পরের পার্টতো দুষ্টই দুষ্ট। :goragori:
নাজমুলরে এইখানে আনতে হইবো
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
পরের পার্ট কবে আসবে ??? সেই অপেক্ষায় আছি।
অঃটঃ দুষ্টামি করতে ইচ্ছা করে। :goragori: :awesome: :tuski:
ভাই, এরপর কিন্তু কাপুরুষ উপাধি নিয়ে অনেক নায়ক মঞ্চ ছাড়তে বাধ্য হ্য়। =(( =((
ভাই, এরপর কিন্তু কাপুরুষ উপাধি নিয়ে অনেক নায়ক মঞ্চ ছাড়তে বাধ্য হ্য়। =(( =((
:pira:
চ্যারিটি বিগিনস এট হোম
হাই ভোল্টেজ লেখা দেখি।
ঘটনা কি জিতু?
'ব্যস্ততা'-র পর 'ধ্যাত'....
তার পর?
মাস্ফ্যু কি কমেন্ট দিতো ভাবতেসি।
আজ্ঞে নূপুরদা, ইয়ে মানে...আমি কি আর সত্যি সত্যি ছাড়তাম?? :shy: 😉 :-* 😡 :goragori:
ওরে নারে । সেই রকম।
শীতকালের জন্য উপযুক্ত লেখা।
ধ্যাত্! এইগুলা পড়তে শরম লাগে :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
:just: সহমত :shy: :shy: :shy:
:shy: কি বলব ...?শরম লাগে তো....!!ধ্যাত !
😡
চলো বহুদুর.........
তুমুল আগ্রহ নিয়ে পড়ছিলাম। কিন্তূ শেষের লাইনটা-তে এসে হতাশ হতে হলো...।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
:just: অসাম...
বুক ফাটে তো মুখ ফোটেনা :khekz:
:shy: :shy: 🙂
এইটার আরেকটা ভালো উত্তর হতে পারে, "আল্লাহ মানুষের চোখের পাত্তি দিসে, কিছু দেখতে ভালো না লাগলে চোখ বন্ধ করে ফেলার জন্যে ..."
=))
আপু পূর্ণেন্দু পত্রী পড়েছেন??
শুভংকর আর নন্দিনীর কথোপকথন।
অন্যরা কেউ পড়েছে??
যারা পড়েন্ নি তাদের জন্য অবশ্য পাঠ্য।।।।।।
কেন?? ওমা,সে কী গো- সব কী মুখ ফুটে বলা যায়?? :shy: ;;)
:thumbup: :thumbup:
Life is Mad.
😮 :-B ................ :shy: :shy: :shy:
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
হালের যুগে এটাকে ক্লাসিকের মর্যাদা দিব আমি।
নূপুর ভাইয়ের "হাই ভোল্টেজ" হলেও শেষ না হওয়ার ব্যাপার ছিল।
কবিতা কিন্তু ছোট গল্প...
বেশ ভাল হয়েছে জিতু :hatsoff:
:just: :tuski: :tuski:
পুরাদস্তুর বাঙ্গাল
😀 😀 😀
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।