ধ্যাত্!

“এই কি হচ্ছে টা কি শুনি? ছাড়ো না!”
“না, ছাড়বো না।”
“জবরদখল?”
“বলতে পারো!”
” আহ্‌… এমন ছেলে মানুষী করনা মাঝে মাঝে…”
“আমি তো ছেলে মানুষই!”
“উহহ…!!! দানব একটা। ছাড়ো না, প্লীজ।”
“না ছাড়বো না।”
” কেন এমন করছো বলতো! কেউ দেখে ফেলবে তো!”
“লোকের চোখ আছে তো দেখবার জন্যেই।”
“তুমি না, ভীষন অসভ্য।”
“জানি।”
“উমমম… এবার ছাড়ো, অনেক কাজ আছে।”
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“একি, সত্যি সত্যিই ছেড়ে দিলে?”

৫,৮৮৯ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “ধ্যাত্!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আপনাদের কোন 'না' যে 'না' আর কোন 'না' যে 'হ্যা' ...... ~x( ~x( ~x(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. শাওন (৯৫-০১)
    “একি, সত্যি সত্যিই ছেড়ে দিলে?”

    তুমুল আগ্রহ নিয়ে পড়ছিলাম। কিন্তূ শেষের লাইনটা-তে এসে হতাশ হতে হলো...।


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)
    কেন এমন করছো বলতো! কেউ দেখে ফেলবে তো!

    এইটার আরেকটা ভালো উত্তর হতে পারে, "আল্লাহ মানুষের চোখের পাত্তি দিসে, কিছু দেখতে ভালো না লাগলে চোখ বন্ধ করে ফেলার জন্যে ..."

    জবাব দিন
  4. আসিফ খান (১৯৯৪-২০০০)

    আপু পূর্ণেন্দু পত্রী পড়েছেন??
    শুভংকর আর নন্দিনীর কথোপকথন।
    অন্যরা কেউ পড়েছে??
    যারা পড়েন্ নি তাদের জন্য অবশ্য পাঠ্য।।।।।।
    কেন?? ওমা,সে কী গো- সব কী মুখ ফুটে বলা যায়?? :shy: ;;)

    জবাব দিন
  5. সাইফুল (৯২-৯৮)

    হালের যুগে এটাকে ক্লাসিকের মর্যাদা দিব আমি।
    নূপুর ভাইয়ের "হাই ভোল্টেজ" হলেও শেষ না হওয়ার ব্যাপার ছিল।
    কবিতা কিন্তু ছোট গল্প...

    বেশ ভাল হয়েছে জিতু :hatsoff:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।