আমার ছোটভাই কনক। ওর পিচ্চি বেলার কথা এখনো আমার মনে আছে। আমি ওর অল্প বড় হলেও ওকে নিয়মিত গল্প শোনাতাম। কখনো গল্পের বই থেকে কখনো বানিয়ে বানিয়ে। সেও ছোট্টবেলা থেকে ও আমার সাথে সাথে থাকত। ৩ ভাইয়ের মাঝে আমরা দুজন থাকতাম সবসময় একসাথে। পিচ্চিটাকে নিয়ে চলত আমার সারাদিনের সকল কাজ। খেলাধূলার ব্যাপারে ওর প্রায় সব খেলার হাতেখড়ি মনে হয় আমার হাতেই। পিচ্চিবেলায় ও যখন মাত্র পড়ালেখা শুরু করে তখন একবার নিজের বানান করেছিল এইভাবে cng কনইক্যা। সেই থেকে অনেকদিন পর্যন্ত ওকে আমরা ওইভাবেই ডাকতাম cng কনইক্যা। আমার অসম্ভব আদরের ছোটভাই। আমার সবচেয়ে কাছের বন্ধু, মানুষ হিসেবে যাদের আমি শ্রদ্ধা করি তাদের মধ্যে একজন।
ছোটবেলায় আমরা দুই ভাই মিলে একসাথে টাকা জমাতাম। টাকা না বলে পয়সা বলাই ভাল। এখন কেমন যেন সবার হাতেই অনেক টাকা। তখন তেমন ছিল না। আমি নিজেকে অনেক পুরাতন ভাবি না কিন্তু কেমন যেন দেখি আসলেই বর্তমানের জেনারেশন এর সাথে আমাদের মিল নেই। আমরা ছোট থাকতে চারপাশে এত টাকাপয়সা দেখিনি। টাকা সেটা বিশাল ব্যাপার সেটা তো বাবা মায়ের কাছে থাকে কখনো কখনো ডিম কেনা বা টুকটাক কিনে আনার জন্য আমাদের দেওয়া হয়। একটা ডিমের দাম আড়াই টাকা থাকার সময় ডিম কেনার আগ্রহ ছিল আমাদের অপরিসীম , প্রায় কম্পিটিশন করে ডিম কিনতাম। কারণ তাহলে আব্বুর দেওয়া ৩ টাকা থেকে আটআনা পয়সা নিজের পকেটে ঢুকিয়ে ফেলা যেত। যেদিন তাই একসাথে দুটা ডিম আনতে দেওয়া হত সেদিন আর ভাল লাগত না। আটআনা করে জমিয়ে দুই ভাইয়ের যেদিন ১ টাকা হয়ে যেত সেদিনই আমরা দুই ভাই একটা আইসক্রিম কিনে আনতাম। দু ধরণের আইসক্রিম ছিল একটা ছিল লাঠি আইসক্রিম আরেকটা পাইপ আইসক্রিম। আমরা সবসময় পাইপ আইসক্রিম কিনতাম তাহলে সেই পাইপটাকে ছুরি দিয়ে দুই ভাগ করে দুইজনে নিতে পারতাম। কত্তদিন হয়ে গেছে দুই ভাইয়ে ভাগ করে আইসক্রিম খাইনা। সেই ৯১-৯২ সালের কথা।
ওকে সাথে করে বাসার ভিতরে আমি কত ক্রিকেট টুর্নামেন্ট খেলেছি , খেলেছি কলম বাকিয়ে হকি কখনো বা দাবা কখনোবা ফুটবল কম্পিটিশন। এক এক কালার এর কলম ছিল এক এক দলের জার্সি। সাদা ইকোনো অনেকদিন দেখি না সেটা ছিল মোহামেডানের জার্সি আর ইকোনোর এক প্যাকেট এর ভিতরে একটা কলম ছিল হলুদ আর নীল সেটা ছিল আরামবাগের জার্সি। দাবা খেলার একটা বই ছিল আমাদের বাসায়। সেখানে বেশ কিছু বিখ্যাত খেলার চাল দেওয়া ছিল । যেগুলো ড্র ছিল সেইসব ম্যাচ সাজিয়ে আমরা দুই ভাই দুদিকে বসে যেতাম কেউ কারপভ কেউ বা কাসপারভ। কখনো কখনো দেশী টুর্নামেন্ট খেলতাম নিয়াজ মোর্শেদ, চম্পক হয়ে। এই করতে করতে আমি ক্যাডেট কলেজে চলে গেলাম। আমি কলেজে যাওয়াতে আমার বাসায় সবচেয়ে একা হয়েছিল আমার এই পিচ্চি ভাইটা।
কলেজে ২ বছরের অপেক্ষার পর আমার ছোটভাই চলে আসল আমার কলেজে। আম্মু যখন ওকে নিয়ে হাউস মাস্টার রুমে ঢুকলেন তখনকার হাউস মাষ্টার আম্মুকে বললেন , ” আমরা আশা করছি আপনার ছোট ছেলেটি কামরুলের মতই হবে” তখন আমার আম্মু বলেছিল , ” আমার এই ছেলে আপনাদের কামরুল থেকেও ভাল”। এই কথাটা খুবই জনপ্রিয় ছিল স্যারদের মধ্যে। এবং আমার ভাই আমার মায়ের কথা ঠিকভাবেই রেখেছিল। ক্লাস ১২ এ থাকার সময় এক স্যার আমাকে বলেছিল,” তুমি মনে হয় ভাল ছাত্র তবে রায়হান(কনক) এর মত না”। যে কোন বড় ভাই মাত্রই বুঝতে পারবেন এরকম কথা নিজের ভিতরে কি অসম্ভব আনন্দের তৈরি করে ।
আমার সেই পিচ্চি ছোটভাই এখন আর ছোট্ট নেই। আর একটু পরেই ওর ২৪ তম জন্মদিন। ২৪ বছরের টগবগে যুবক যে কিনা অপেক্ষা করছে আর কিছুদিন পরেই বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা দিয়ে ক্যারিয়ার শুরু করে দেওয়ার। আমি ওকে দেখলে এখনো ওর পিচ্চি বেলার চেহারাটা খুঁজি। যখন পায়ের উপর ওকে বসিয়ে নিজেকে সাইকেল বানিয়ে ওকে আনন্দ দিতাম আমি। মানুষ হিসবে কখন যে ও খুব শক্ত একটা ব্যক্তিত্ব অর্জন করে ফেলেছে আমার চোখে পড়েইনি। এখন দেখি সে শুধু ছোট হিসেবে আমার আদর পায় তাই না মানুষ হিসেবেও আমার শ্রদ্ধা কেড়ে নেয়।
আমার ছোট ভাইটাকে আমি অসম্ভব আদর করি। গতবার দেশে গিয়ে একদিন দেখছি ও ঘুমাচ্ছে , আমি ওর দিকে তাকিয়ে থাকলাম ইচ্ছে করছিল খুব একটু আদর করে দেই জড়িয়ে ধরে বলি ভাইয়া তোকে অনেক ভালবাসি। সব কিছু শেষ পর্যন্ত করা হয়ে উঠেনা। আমার পিচ্চি ভাইটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার বলা লাগবে না আমি জানি ও জানে তাকে আমি কতটা ভালবাসি।
শুভ জন্মদিন কনকা
১ম 😀 😀
শুভ জন্মদিন রায়হান ভাই :party: :party:
থ্যাঙ্ক ইউ সাজিদ।ভালো থেকো...
শুভ জন্মদিন , কনক ভাইয়া :party: :party: :guitar: :awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পুরো লেখাটা পড়ে একটা অনুভূতি হলঃ
This is the best gift ever.
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাইয়া ধন্যবাদ।আসলেই This is the best gift ever.
শুভ জন্মদিন cng কনইক্যা 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😛 😛
থ্যাঙ্ক ইউ ভাইয়া
কনক কই???
যখন আসপ তখন আমার থেকে শুভ জন্মদিন পৌছাইয়া দিস।
ভাইয়া পাইসি শুভেচ্ছা।ধন্যবাদ আপনাকে
হেপী বাড্ডে কনক ভাই। জন্মদিন উপলক্ষ্যে খাওয়াবেন কবে সেইটা কন এখন 😀
সাতেও নাই, পাঁচেও নাই
সাজিদ, আমার বার্থ ডে উপলক্ষে জিহাদরে কড়া কইররা এক কাপ চা লাগা দেখি
জিহাদ ভাই বার্থ ডেতে চা খাওয়াইতে চাচ্ছে, আপনে মাইনা নিয়েন না বেশি কিসু চান (চামে আমিও পাইয়া জাই 😀 ), জেহেতু সিনিয়রের অরডার তাই রকিব ভাইয়ের দোকান থেইকা :teacup:
কনক
প্রথম কান্নার দিনের শুভেচ্ছা 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ ভাইয়া...
শুভ জন্মদিন কনকা 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ ভাইয়া…দোয়া করবেন
কিরে তপু বিভাগে তো লেখার তো কিছু বাদ দেস নাই... 😛
তা তোদের অন্য ভাইটা কি দোষ করল, তার নামও দিয়ে দে... :-B
যাই হোক, কনক হেপ্পি বার্থ ডে ছুড ভাই... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুভ জন্মদিন কনক
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া
পড়তে পড়তে চোখে পানি চলে আসলো..আমার সব জন্মদিনই আমার কাছে খুব্বি ভালো লাগে...কিন্তু এবার মনটা অনেক খারাপ ছিলো,তোমার লেখাটা পড়ে অসম্ভব অসম্ভব ভালো লাগছে...বেস্ট গিফট ফর মী...
তুমি আমার বেস্ট ফ্রেন্ড এভার এবং আমার আদর্শ।ছোটবেলা থেকে তোমাকে দেখেই বড় হয়েছি...সারাজীবন তোমার মতই হতে চেয়েছিলাম..কিন্তু শেষ পর্যন্ত তা আর হতে পারি নি।অনেক দূরে সরে গিয়েছি...
তোমার মতন বড় ভাই হয় না,বন্ধু হয় না।
ভাইয়া তোমার জন্যে অনেক অনেক শ্রদ্ধা।।
তোমাদের দুই ভাইরেই আমার বিশাল স্যালুট! :salute:
তুই তোর মতই হয়েছিস। ইউনিক।
শুভ জন্মদিন কনক ভাই :party:
আপ্নেরে আমি খুব ভালা পাই তাই নেন একটা গান শুনেন :guitar:
অফটপিকঃ কামরুলতপু ভাই লেখাখান সিরাম হইছে তাই লেখা পড়ে আমার মনে হচ্ছে আহারে আমার যদি ইরাম একখান বড়ভাই থাকত 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
হ 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
হ 🙁
সহমত 🙁
অই কনইক্কা,জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল স্টার্ট দে(এমজিসিসির পানিশমেন্ট দ্রষ্টব্য)
মাস্রুফ ভাই...জুনিয়র পোলাপাইন তাকায়া আছে...ক্যাম্নে দেই??ওগোরে নিচে তাকাইতে কন আগে..
:hatsoff: :hatsoff:
:guitar: :party: :party:
Life is Mad.
শুভ জন্মদিন cng কনইক্যা :party: :party: :party:
😛
শুভ জন্মদিন কনক ভাই।
ধন্যবাদ ভাইজান
cngকইনক্যা,
শুভ জন্মদিন :party: ...
তপু,
লেখাটা আসলেই কঠিন কঠিন হইসে...সম্ভবত আমার পড়া তোমার সেরা লেখা :hatsoff: ...
বাই দ্যা ওয়ে, অসম্ভব মেধাবী আর অসম্ভব চমৎকার এই দুই ভাই কিন্তু আমাদের বাসাবোর ছেলে B-) সো, আমি ডাবল গর্বিত...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাইয়া থাঙ্কু....cng টা বাদ দেওন যায় না??পিচ্চি কালকের কথা...
কামরুল, তোর পোস্ট পড়ে এই সকাল সকাল মন খুব ভাল হয়ে গেল! সোজা প্রিয় পোস্টে। তোর ভাইটা যে তোর কত আপন সেইটা বুঝা যায় খুব সহজেই, তবে পড়ার পরে আরো যেটা বুঝা যায় সেটা হইলো তুই কত আবেগী একটা মানুষ!
তোর জন্যে অনেক অনেক শুভকামনা রইলো দোস্ত!
ধন্যবাদ দোস্ত। তোর জন্যও অনেক শুভকামনা ।
শুভ জন্মদিন cng কনইক্যা :salute:
থ্যাঙ্কস ভাইয়া
তপু,
খুব সুন্দর লেখা।চোখে পানি চলে আসে।আমি সবসময় রায়হানকে নিয়ে গর্ব করি।তুমি,পার্থ ভাইয়া,রায়হান,আন্টি সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
আরে মৌরী আপু দেখি...কি খবর আপু?কেমন আছেন?
[অফ টপিক] আপনার ভাইটাকে আমি মাইর দিবো... B-) ও দেশে থেকে আমাকে ফেসবুকে উইশ করে কেক খাইতে চাইসে...কি করা উচিত আপু আপনি বলে দেন...
ধন্যবাদ আপু। আপনি যে সিসিবিতে আসেন আমি জানতাম। অপেক্ষা করছিলাম কখন কনকের পোষ্টে কমেন্ট করবেন। কেমন আছেন আপনি? শুধু নীরব পাঠক না থেকে লেখেন, এমজিসিসির লেখা অনেক কম তো।
শুভ জন্মদিন কনক।
তোমাগো দুইভাইরেই :salute: :salute: :salute:
তয় ভাইয়ে ভাইয়ে :duel: এর গল্পও শুনতে চাই।
থ্যাঙ্কস ভাইয়া....
আমার সাথে ভাইয়ার মারামারির গল্প নাই।।তয় বড় ভাইয়ার সাথে থাকতে পারে...
হ্যা ভাইয়া চিন্তা কইরেন না আমরা দুই ভাই মিলে আমাদের বড় ভাইর সাথে যে মারামারি করছি সেই কাহিনী দিব কিছুদিন পরেই।
শুভ জন্মদিন কনক।
ভাইয়া ধন্যবাদ
cng কনইক্যা, শুভ জন্মদিন। অনেক অনেক ভালো হোক তোমার এই বছরটা।
তপু, তোমার মত আবেগী মানুষের পক্ষেই এত সুন্দর করে লিখা সম্ভব।
তোমাদের দুই ভাইকেই :salute:
ভাইয়া থাঙ্কস.....cng টা বাদ দেওন যায় না?? 😛
শুভ জন্মদিন কনক।
তুমি একটা অসাধারন বড় ভাই পেয়েছ।
ভাইয়া ধন্যবাদ...
হ্যা ভাইয়া আমি আসলেই অনেক লাকী...
শুভ জন্মদিন কনক ভাই 🙂 🙂
থ্যাঙ্ক ইউ আপু
এখনো এট্টু সময় মনে হয় বাকি আছে :awesome:
হেপি বাড্ডে ভাই
:party: :party:
পুরা ধুমাইয়া পার্টি করেন একখান
অই...তরে আমি wish করিনাই রাতে কারন তুই অই সময় ব্যস্ত থাকবি...।দুপুরে কল দিসি নাহ...ব্লগ টা মাত্র পরলাম...কথা গুলা খুবি touchy সিল...আহারে,...দস্ত ভাইয়ারে লম্বা কইরা :salute: মাইরা দিস...
তরে ত পরে দেখতাসি :duel: ...কেক কি একাই খাইসস...এই সময় ত কাউরে চিনস নাহ...
ভাইয়ারে বল সালাম...ভাল থাকিস..CNG রাইহান...মুরগি ওরফে কনক
সব সময় হাসিস এই ভাবে......মিস U dostoo
অই মিয়া, তোমার পোস্ট প্রিয়তে যোগ করতে করতে তো অবস্থা খারাপ। এরপর থেইকা লেখার পরে ই আমার প্রিয়তে পাঠাই দিবা- বুঝছো? 😉
হাহাহাহাহা, থ্যাঙ্কু থ্যাঙ্কু ভাইয়া।