কলেজ থেকে ছুটি পেলে বাসায় এসে মাঝে-মধ্যে সিনেমা দেখতাম। বাংলা, ইংলিশ তো আছে, তখন ভিসিআর যুগ মাত্র শুরু হয়েছিল। ফলে ফকিরেরপুলে ভিসিআর পারলারে প্রথম হিন্দি চলচ্চিত্র দেখেছিলাম, সম্ভবত কুরবানি।
সত্তুর নাকি আশির দশকে মনে নাই ঢাকাই চলচ্চিত্রে তখন রঙিন যুগ আসি আসি করছে। সাদা-কালো চলচ্চিত্রে আংশিক রঙিন (অবশ্যই শুধু গান) দিয়ে এর শুরু। সম্ভবত সেই সময়ের চলচ্চিত্র “দ্যা রেইন বা যখন বৃষ্টি এলো”। নায়ক-নায়িকা ওয়াসিম-অলিভিয়া। আমি জানি না তোমাদের কেউ ওয়াসিম ও অলিভিয়াকে দেখেছো কিনা। দুজনই ভীষণ বেঢপ আকারের। আর কস্টিউম থাকতো একেবারে আটোসাটো। তো সেই চলচ্চিত্রটি একটি কারণে আমাদের আকৃষ্ট করেছিল, এর রঙিন গান। রুনা লায়লার গলায়।
কামরুল বেশ কয়েকবারই আমার কাছে পুরনো বাংলা চলচ্চিত্রের গান চেয়েছে। দেবো দেবো করেও দেয়া হয়নি। কিন্তু সিসিবির গত কয়েকদিনের গুমোট ভাব দেখে-পড়ে মনে হলো এবার একটা গান শোনা দরকার। শোনো সেই গান, একা একা কেন ভালো লাগে না।
একা একা কেন ভালো লাগে না : রুনা লায়লা
……………………………………………………………………………
উপরের অংশটুকু ভূমিকা মাত্র। পিলখানায় বিডিআর জওয়ানদের অরাজকতা, নৃশংস হত্যাযজ্ঞ; এ নিয়ে মানসিক চাপ, অপ্রিয় দলাদলি-কুতর্কের জের কোনোমতেই কাটাতে পারছিলাম না। আমি জানি এখনো সিসিবির অনেকে আমার মতো মানসিক চাপে সময় কাটাচ্ছে। পাশাপাশি অফিসের কাজের চাপও বেড়েছে। কাজের সময়টাও কিছুটা বদলিয়েছি। ফলে সিসিবিটা দীর্ঘ সময় খোলা থাকলেও পোস্টগুলোর ভেতরে যাওয়ার সময় পাই কম। মন্তব্য তো ভীষণ কমে গেছে।
এর মধ্যে সিসিবিতে গত কয়েকদিনে বেশ বিতর্ক হয়েছে। অস্বস্তিকর সময়ের মধ্য দিয়ে গেছে আমাদের ভালোবাসার এই ভারচ্যুয়াল জগতটি। কখনো কখনো টালমাটাল হয়েছে। কোনো কোনো পোস্ট, মন্তব্য ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে গেছে। অনেকেই মনে করে এসব সীমা অতিক্রম করেছে। যদিও আমরা জানি না সীমা আসলে কতোটুকু। সিসিবির একটা রেড বুক থাকলেও সেটা নিশ্চয়ই কোনো ‘চক সার্কেল’ নয়। এর মধ্যে মান-অভিমান, রাগ-ক্ষোভ সবই হয়েছে। এই সময়ে আমি সিসিবিতে নিয়মিত ঢু মারলেও সক্রিয় থাকতে পারিনি। কারণটা আগেই বলেছি।
আমাদের প্রিয় কিছু ছোট ভাইরা সিসিবির জন্ম দিয়েছিল। তারা শুরুতে হয়তো বিভিন্ন কলেজের প্রাক্তন ক্যাডেটদের পারস্পরিক মতবিনিময়, আলোচনা, স্মৃতিচারণের এটা জায়গা করতে চেয়েছিল। ক্রমে এর পরিধি বেড়েছে। সদস্য বেড়েছে। নানা পেশা, মত-পথ, পড়াশুনার প্রাক্তন ক্যাডেটরা এখনো প্রতিদিন এর সদস্য হচ্ছে। আগে ক্যাডেট কলেজ ছিল পুরুষপ্রধান (অল ম্যান)। পরে মেয়েদের ক্যাডেট কলেজ হয়েছে। সিসিবিতে এখন অনেক নারী সদস্যও আছে। সিসিবির সদস্যদের মধ্যে বাবা-ছেলে বা মেয়ে, মামা-ভাগ্নে, বড় ভাই-ছোট ভাই আছে। আর এখন দেখছি শ্যালক-দুলাভাইও আছে! 😮 জানিনা স্বামী-স্ত্রী আছে কিনা, না থাকলে শিগগিরই যে হবে না তার নিশ্চয়তা কোথায়?
অন্য ব্লগের সদস্যদের চেয়ে সিসিবির কিছু পার্থক্য আছে। এখানে অধিকাংশ অপরিচিত হলেও নিজেদের মধ্যে এক ধরণের সম্পর্ক-বন্ধন অনুভব করে, যেটা সামনা-সামনি পরিচয়ের চেয়ে কোনো অংশে কম নয়। ক্যাডেট কলেজে সিনিয়র-জুনিয়রের মধ্যে যে সম্পর্কের টানাপড়েন চলে, সিসিবিতে এসে সেটা শ্রদ্ধা-ভালোবাসায় পরিবর্তিত হয়। কিন্তু এই যে নুপুর, মোস্তফা, অর্ণব, সুব্রত- সিসিবিতে এরা লেখা শুরু করেছে তেমন বেশি সময় হয়নি। অথচ তাদের কাউকেই আমাদের অনাহুত, অপরিচিত মনে হয় না। বরং পুরনো অনেককে নিয়মিত না পেলে খারাপই লাগে। সায়েদ কাছাকাছি সবসময় ঘুরঘুর করে, লেখে না। তাইফুর দেশে ফিরে পেশায় ব্যস্ত সময় কাটাচ্ছে। মরতুজাকে বেশ কিছুদিন পরপর আমরা পাই। এরকম নাম বলতে থাকলে শেষ হবে না।
আমি এর আগেও লিখেছি, সিসিবি এখন একটা পূর্ণাঙ্গ ব্লগ। এখানে শুধু স্মৃতিচারণ নয়, সমাজ-রাজনীতি, অর্থনীতি-দেশ, ধর্ম-বিজ্ঞান, গল্প-কবিতা-গান কতো কিছু লেখা হয়। এখন প্রতিদিন যতো লেখা প্রকাশ হয়, সব পড়তে গেলে কাজ-কাম সব বাদ দিয়ে ব্লগে পরে থাকতে হবে।
এখানে আমরা যারা আছি প্রায় প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। কারো বয়স বেশি, কারো কম। কারো অভিজ্ঞতা বেশি, কারো কম। প্রত্যেকেরই নিজ নিজ মত, পথ, আদর্শ, দর্শন, বিশ্বাস-সংশয় আছে। আমাদের কারো কোনো বিষয়ে জ্ঞান কম-বেশি থাকতে পারে এবং আছে। কারণ আমাদের প্রায় প্রত্যেকের পড়াশুনা-কাজ-পেশা ভিন্ন ভিন্ন বিষয়ে। এই বৈচিত্র্য ও বহুমুখিতা নিয়ে আমরা যে একটা সুস্থ-প্রাণবন্ত ব্লগে থাকতে পারি, আলোচনা-বিতর্ক করতে পারি সেই ম্যাচিওরিটি আমাদের থাকতে হবে।
কেউ একজন কোনো একটা বিষয়ে লিখলো, আর তাতে সিসিবির, দেশের-সমাজের মহা ক্ষতি হয়ে যাবে এমনটা নিশ্চয়ই আমরা কেউ মনে করি না। অন্যের লেখালেখি বা বিতর্কে আমরা মূহুর্তেই নিজের অবস্থান বদলে ফেলবো এমন সম্ভাবনাও খুব কম। এই রকম মিশন নিয়ে কেউ এখানে লেখে বলেও মনে হয়না।
সিসিবিতে কেউ ধর্ম নিয়ে লিখলো, আর আমরা সবাই ধার্মিক হয়ে গেলাম; কিম্বা ধর্মের সমালোচনা করে লিখলো বলে আমরা নাস্তিক বা সংশয়বাদী হয়ে গেলাম এমন মনে করার কোনো কারণ নেই। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা বিভিন্ন বিষয়ে জানে-বুঝে, পড়াশুনা করে। আবার তাদের ওই বিষয় নিয়ে অন্য অনেকের দ্বিমত বা ভিন্নমত আছে। তবে অনেক লেখা আমাদের অনেককে এসব বিষয়ে পড়তে-জানতে আগ্রহী করে তোলে।
তবে একটা বিষয় হচ্ছে, যে যতো জানে সে ততো বিনয়ী। স্মরণীয় উক্তিটা তো সবাই জানো, “জ্ঞানের সমুদ্র তীরে আমি নুড়ি কনা সংগ্রহ করছি মাত্র”। এটা কিন্তু সবার জন্যই খাটে। একজন বিনয়ী মানুষ তার লেখা দিয়ে যতো সহজে অন্যকে আকৃষ্ট করতে পারেন; একজন অহংকারী জ্ঞানী ততোটাই পাঠককে ক্ষুব্ধ করে তুলতে পারেন বা দূরে ঠেলে দিতে পারেন।
সবারই মনে রাখা দরকার এটা অ্যাকাডেমিক ফোরাম নয়, বিজ্ঞানি বা নাছোড়বান্দা বিতার্কিকদের মঞ্চ নয়; এটা খোলামেলা জায়গা। এখানে সবাই স্থান পায়। মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী থেকে আইনজ্ঞ, বিশেষজ্ঞ, বিজ্ঞানি সবাই এখানে লিখেন, পড়েন। এখানে পড়তে পড়তে একজন অলেখকও লেখক হয়ে উঠেন। আমরা এখানে কোনো বিষয় নিয়ে সমাধানে পৌঁছার জন্য লিখি না। নিজের মত জানাই, অন্যের প্রতিক্রিয়া জানি। মতবিনিময় করি, একমত হই বা না হই। আবার কোনো লেখা বা কারো যুক্তি আমার অপছন্দ হলে সেটা বিনয়ের সঙ্গে প্রকাশ করতে পারি।
আমাদের লেখায় যুক্তি-তর্ক থাকবে, জুনিয়র-সিনিয়র নির্বিশেষে লেখক সম্পর্কে শ্রদ্ধাবোধ থাকতে হবে। এমন কোনো শব্দ বা বাক্য আমাদের ব্যবহার করা ঠিক হবে না, যা অন্যকে আঘাত করে বা তার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে।
অনেক লিখে ফেললাম। আরো অনেক কিছু বলার ছিল। তোমাদের (সিনিয়র ভাইরা কেউ পড়লে এখানে আপনাদের শব্দটি যুক্ত করে নেবেন) মন্তব্য পড়তে পড়তে আরো অনেক কিছু বলা যাবে।
চলো আমরা সবাই নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা-সম্মান-ভালোবাসার একটা চমৎকার সম্পর্ক গড়ে তুলি। অন্যের মত শুনি-পড়ি; নিজের মতও যৌক্তিকভাবে বিনয়ের সঙ্গে প্রকাশ করি। নানা মত, পথ, রাজনৈতিক আদর্শ, দর্শন, বিশ্বাস যেন আমাদের ভালোবাসার জায়গাটাকে বিষাক্ত করে না তোলে। আমাদের নানা মত প্রকাশের এই মঞ্চটাকে চলো আমরা সবাই যার যার জায়গা থেকে রক্ষা করি।
সবার জন্য অফুরান ভালোবাসা। ভালো থেকো সবাই।
:salute: :salute: :salute:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
১ম :awesome:
ধুর ব্যাটা আহসান
সরি বস 😛
(আমি কিন্তু পড়েই ১ম হইছি)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও পড়তে গিয়াই ২য়
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ লাবলু ভাই, বেশ কদিন ধরেই আপনার এরকম একটি লেখার অপেক্ষায় ছিলাম কিন্তু আপনার ব্যস্ততা দেখে দেরীর কারণটাও বুঝতে পারছিলাম।
অত্যন্ত প্রাসংগিক ও যৌক্তিক বিশ্লেষন। :salute:
:salute:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
:salute: :salute: আপনার কাছে অনেক প্রত্যাশিত দিক নির্দেশনা পাবার জন্য।
:salute: :salute:
অফটপিক ১: আল্লাহর কসম সানাউল্লাহ ভাই, আমার প্রথম সিনেমা "দি রেইন (১৯৭৭)"। "একা একা.." গানটা চলার সময়, সারা হলে বেশ কিছু লোক হাততালি দিয়েছিল, আমি তখন ক্লাস ওয়ানে, মনে করলাম, এইটাই বুঝি সিনেমা হলের নিয়ম - দিলাম হাততালি - সাথে সাথে পাশে বসা আমার এক খালার রক্তচক্ষু আমার প্রথম সিনেমা দেখাটাই মাটি করে দিল।
অফটপিক ১: ঐ। আমার প্রথম হিন্দি সিনেমা "কুরবানী"। কিভাবে মিলল জানিনা। সিনিয়রের সাথে এতকিছু মিলার অফ্রাধে আমি :just: :awesome: :tuski: :guitar:
* অফটপিক ২ হবে।
অফটপিক ৩: আমি এক বেশ সিনিয়র স্বামী-স্ত্রী কাপল (মকক ও মগকক) এর কথা জানি। দেখি উনাদের মেম্বার করা যায় কিনা।
আমাদের এডজুট্যান্ট স্যার আগে নায়ক আছিলো এইটা ভাইবা গর্বে বুক ফুইলা উঠলো। 😉 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
পোলাপাইন পারেও! :bash: :bash:
:grr: :grr: :grr:
কার জানি পোস্ট আছিল, বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর? আর সিসিবির পুলাপাইন নিয়াও ওই কথাটা খাটে। ইউসুফ সাবধান!!
তবে যাই কও, ওয়াসিম একখান মাল আছিল। যেই শরীর আর লগে স্কিন-টাইট শার্ট-প্যান্ট!! মনে হয়, ব্লেডটা খালি ছুইয়া দিলে ছরছর কইরা................
দ্যা রেইনের আরো গান আছিল : আয়রে মেঘ আয়রে..........। পাহাড়ের ওপর অলিভিয়া ঘুরেতে ঘুরতে গানটা গাইতাছে। চোখে যেন এখনো ভাসে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss:
আলভিয়া কেমুন আসিল ?? দেকবার মন ছায়। :grr:
বস সেই রকম 😀 :boss: :grr: B-)
আপ্নে অলিভিয়ারে দেক্লেন্কেম্নে? নেক্সট উইকেন্ডে দেখাইয়েন
অফটপিকঃ ওয়াসিম আমাদের ব্যাচের কাছে অনেক পরিচিত এক নাম, কেউ যদি সেই রকম স্মার্টনেস( :grr: ) দেখাতে যেত তাকেই ওয়াসিম উপাধিতে ভূষিত করা হত(বিশেষ করে লম্বা কেউ হলে)। বেশ কিছুদিন আগে মনে হয় মিডিয়ায় এসেছিল ওয়াসিম ইউএসএতে ট্যাক্সি চালাচ্ছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙁 🙁 🙁
:salute:
:dreamy: :dreamy: :dreamy:
কেমন জানি সন্দ সন্দ লাগতাছে 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জাতি জানতে চায় আবীরের মনে কার আবীর লাগ্লো??
:gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্যাচেলর গুলা নিয়া এই এক সমস্যা 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমরা মুক্ত আমরা স্বাধীন আমরা বিয়া করিনাই :awesome: :awesome: :awesome:
রায়হান আবীর : ঘটনা কি? এফজিসিসি মানে ফেনী গার্লস ক্যাডেট কলেজ না জেজিসিসি অর্থাৎ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ? এমজিসিসির কেউ তো তুমারে পছন্দ করবো বইল্যা মনে হয় না!!
খারাপ না বিয়াও করলা লগে ফ্রি খাস নোয়াখালীর ভাষা!! :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ক্যা? মোর চেহারা কি খারাপ। মোর হাসিটা দেখছেন্নি? দিলমে চাক্কু পুরা 😀 😀
নতুন একটা গ্রুপ দেখলাম ফেইসবুকে AMLO
এই গ্রুপের ক্রীয়েটর আবার আমাদের এম সি সি এর আহসান ভাই :khekz:
AMLO (anti marriage and love organization)আমাদের ব্যাচে ব্যাপক হিট। ক্লাস নাইনে এইটা ফর্ম করা হইছিল। প্রতিষ্ঠাতা আহসান , মুহাম্মদ, মামুন, নাইম আর হোসেন। ইসলাম নাকি এতে গতকাল যোগ দিছে।
এই লেখার প্রতিটা কথা, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দের সাথে একমত। এমনকি অলিভিয়া'র 'একা একা কেন ভালো লাগে না' গানের সাথেও। 😉 😉
আমার মনের কথা। :boss:
অনেক ধন্যবাদ লাবলু ভাই। আপনার অনুপস্থিতিতে একটু ভুল করে ফেলেছি আমরা সবাই। মাফ করে দেন। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাইতো কই, লাবলু ভাই গেল কই... আপনারে লগাইতে দেখছি গত কয়েকদিন, পোস্টানো তো দূরের কথা, কমেন্টানও নাই। এরকম একটা পোস্ট আপনার কাছ থেকে আশা করছিলাম। দেয়ার জন্য ধন্যবাদ।
সিসিবির বর্তমান অবস্থা নিয়ে ইউসুফ ভাই একটা পোস্ট দিয়েছিলেন। ওইখানে কমেন্টে মুহাম্মদ বলছিল, প্রচার না প্রকাশ। এটা মনে রাখলেই আর কিছু লাগবে না। একটা পোস্ট পড়ে কেউ নিজের ধর্ম-মত-বিশ্বাস বদলে ফেলবে না, জানা কথা। সমস্যাটা তখনি লাগে, যখন কেউ বলে "আপনি ভুল", "কোত্থেকে এমন তথ্য পেলেন?" তখন ডিফেন্ড করার জন্য মূল ব্লগের লেখক আরো কিছু বলবেন। এরপর লেগে যাবে চেইন রিএকশন। দ্বিমত করার জন্য "আপনার কথা মানতে পারলাম না"- এই কথাই তো যথেষ্ট। যখন আগে থেকেই জানি, ব্লগ পড়ে কেউ নিজের মতামত বদলে ফেলবে না, তখন ঠেলাঠেলির কি দরকার?
আমার বৌরে সিস্টেম কইরা সদস্য বানায়া দিলে কাপল ব্লগারও এই ব্লগে দেখা যাবে। 🙂 :dreamy:
আইনা ফালান না তৌফিক ভাই
ধাপে ধাপে বাংলা সেটাআপ কিভাবে করতে হয়- এ বিষয়ে বিশদ বর্ণনা দিয়া একটা মেইল দিছিলাম। তার মাসখানেক পরে, ওর মেইল একাউন্টে আমার একটু ঢুকতে হইছিল। ঢুইকা দেখি, সেই মেইল আনরেড। :bash: :bash: :bash:
আমি দেশে না গেলে হবে না, বোঝাই যাইতেছে। দোয়া কইরো, যাতে তাড়াতাড়ি শেষ করে দেশে যাইতে পারি। 🙂
:duel: :duel: :duel:
দুঃখিত, যা বলতে চাইছিলাম, বলতে পারি নাই। আমার নেকটপ কম্পিউটারটা পেন্টিয়াম ওয়ান মানের। মাল্টিটাস্কিং করতে পারে না। আগের কমেন্টটা লেখার সময় একজন এসে কথা বলে আমার চিন্তা ভাবনা সব আউলাইয়া দিয়া গেছে। যাউজ্ঞা, যে কথা বলতে চাইছিলামঃ
দ্বিমত করার জন্য শুধু বিপক্ষ যুক্তি দিলেই হয়, মূল ব্লগারের জ্ঞান-শিক্ষা বা ক্রেডেনশিয়ালের দিকে আঙুল তোলার তো দরকার দেখি না। কেউ মানতে চাইলে মানবে। যে মানবে না, সে মানবে না। কচলাকচলির কি দরকার?
লাবলু ভাইকে :just: :salute:
সিসিবি এখন পরিণত ব্লগ। সাধারণ একজন পাঠক হিসেবে আমি সবধরণের মতের এবং বিশ্বাসের লেখাই এখানে পড়তে চাইব। চাইব সেই লেখাগুলোতে সমমনা না হলেও ভিন্নযুক্তির সুস্থ অংশগ্রহণ। এতে আমি নিজেকে ভীষন উপকৃত মনে করবো। লাবলু ভাইকে তাই আবারো অনেক ধন্যবাদ একেবারে মনের কথাগুলো এভাবে সামনে তুলে আনার জন্য :thumbup:
তবে একটা ব্যাপারে লাবলু ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষন করছি (আগে :frontroll: দিয়া লই 😀 ) অলিভিয়াকে শুধু শুধু বেঢপ বলাটা :-B ইকটু বাল্কি বই আর কিছু নাতো ;;) কি সোন্দর একখান সিনেমা আছিলো 'রেইন' 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
বৈচিত্র্য ও নানা মত ধারণ করেই সিসিবিকে আমরা সুস্থ-প্রাণবন্ত রাখবো
সানাউল্লাহ ভাই,
কী বলবো! এত সহজ সুন্দরভাবে আমরা কেউই বলতে এবং বুঝতে পারিনি। শুধু সিনিয়রিটির বড়ভাই যে আপনি নন, শ্রদ্ধা আর ভালোবাসায় যে সে স্থানটি পেয়েছেন একথা বলাই বাহুল্য।
"দ্য রেইন" ছবিটি কিন্তু এফসিসির অডিটরিয়মের বড় পর্দায় (প্রজেক্টর পাকাপাকিভাবে খারাপ হয়ে যাওয়া ও ভিসিপি যুগ শুরু হবার আগে) আমাদের ক্লাস সেভেনে দেখেছিলাম। বেশীর ভাগ সময় ক্লাস এইটের
(ইউসুফ ভাইদের এফসিসি সতীর্থদের, x-( ~x( ) কল্যাণে 'লুক ডাউন' হয়ে থাকতে হয়েছিলো। তবু চোখের কোণা দিয়া ঠিক-ই উপচে পড়া উদ্ভিন্ন যৌবনের অলিভিয়াকে দেখে নিয়েছিলাম। 😮 ।
জানা গেলো, "সিস্টেম কইরা" নিলে তৌফিকের কল্যাণে স্বামী-স্ত্রী যুগলও পাবো এখানে। বেশ, আমাদের ব্যাচেও আছে একটা ক্যাডেট যুগল, কিন্তু ওদের কাউকে এখানে আনতে পারবো কি না জানি না।
সানাউল্লাহ ভাই, আপনার এই পোস্ট গুমোট আবহাওয়ার পর স্বস্তির সুবাতাস নিয়ে এলো। ধন্যবাদ বলুন কৃতজ্ঞতা বলুন কোনটাই প্রকাশের ভাষা আমার জানা নেই।
🙁 😮 :no:
সরি বস,
তেনারা (সতীর্থরা) কেউ তো সিসিবিতে নাই বইলাই জানি।
তাই চামে আপনারেই টার্গেট কইরা..... 😛 😀
আছে নাকি ৮৩-৮৯,এফসিসির এর কেউ?
ইয়ে মানে কুরবানির জিনাত আমান আন্টিরে আমি কি যে ভালা পাই...বিশেষ কইরা উনার সত্যম শীভম সুন্দরম দেখার পরে তো... :shy: :shy: :shy:
:dreamy: :dreamy: :dreamy: :gulli: :gulli:
আপ য্যায়সা কোয়ি মেরে জিন্দেগিমে আয়ে তো আপান যায়ে...তো আপান যায়ে...... :tuski: :guitar: :awesome:
'আপান যায়ে' মানে কি? :-/
সংসারে প্রবল বৈরাগ্য!
জানি না,ধুরো কি সব প্রশ্ন করেন-যান জিনাত আন্টিকেই জিজ্ঞাসা করেন 😡 😡 😡
আমিও দেকবো। :(( :(( লিঙ্ক দেননা মাসরুফ ভাই.......
শুনলাম অলিভিয়া নাকি বলিভিয়া গেসেগা? :grr: :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
হ,চিলাভার্টের লগে ফুটবল খ্যালতে
চিলা তো মনে হয় প্যারাগুয়ের...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
~x( ~x( ~x(
সানা ভাই, :salute: আপনার লেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম।
আমার মতে, জানাটা খালি অহংকার না হলেই হলো। আমি কি হনু রে হলেই বিপদ। জানার কোনো শেষ নাই।
আমাদের এডু স্যার যে নায়ক ছিলেন ভাবতেই খুশি লাগতেছে।
একদম ঠিক। একমত।
ধন্যবাদ সানাউল্লাহ ভাই আমাদের মাঝে ফিরে আসার জন্য। আপনার এই পোস্ট আমাদের জন্য হোক অনুপ্রেরণা যাতে ভবিষ্যতে এরকম অপ্রীতীকর ঘটনা আমরা সহজে এড়িয়ে যেতে পারি। আপনার "পারস্পরিক সন্মানবোধের" ধারণাটা ভাল লেগেছে। অনেক বিষয়ই আপনি ছুয়ে গেছেন, আমরা অনেক উপকৃত হয়েছি। আরো দু একটি এই ধরণের পোস্ট চাই আপনার কাছ থেকে।
ভাই কই ছিলেন এদ্দিন আপনি :salute:
এইরকম একটা লেখার খুব দরকার ছিল...... :boss:
:salute:
এত সহজ এবং সুন্দর করে আর কেউ বলতে পারতো কিনা জানি না। সম্পূর্ন সহমত। বস্ কে ব্লগের প্রিন্সিপাল বানানোর প্রস্তাব রাখছি (পাংগা থেকে বাচার জন্য না কিন্তু)।
আলোচনা আর বিতর্ক আমার কাছে ভিন্ন। আলোচনায় দুজনের কে জয়ী হলো তা মুখ্য নয়, কিন্তু বিতর্কে জয়ী হবার একটা সুক্ষ চেষ্টা থাকে। সেখানেই সমস্যার শুরু হয়। আমারা সুস্থ আলোচনা করি কিন্তু বিতর্ক নয়।
সানাউল্লাহ ভাই, আপনার উপর আমার মেজাজ খুব খারাপ হই আছে। ভাগ্যিস আপনার ফোন নাম্বার আমার কাছে নাই, থাকলে বিশাল একটা ঝাড়ি দিতাম, কলেজে একবার এডুর মুখে মুখে তর্ক করছিলাম, পুরান অভ্যাস, ঝালাই হইতো আবার। এর পর আপনি না হয় আমারে ঢাকার রাস্তায় ডিগবাজি দেওয়াইতেন এই তো। আমি পুরা বাংলাদেশ ডিগবাজি দিতাম, কিন্তুক আপনারে ঝাড়ি মারতামই মারতাম। ভদ্দরলোকের এক কথা। আমারও এক কথা, কারন আমি ভদ্দরলোক।
তয় এখন মিজাজ ঠান্ডা হইছে। মিজাজ ঠান্ডা হওয়ার পর এই পোষ্ট দিছেন, তাই আপনার ব্যাঞ্চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 😮 😮 ওই মিয়া ব্লগের প্রিন্সিপালরে ঝাড়ি মাইরা শ্যাষে জুনিয়র গ্রুপের সব ফ্যাসিলিটি বন করাইবার চান নাকি?কি শাঙ্ঘাতিক...।পুলাপাইন ফয়েজ ভাই রে ঠেকা...নিজেও মরবো আমাগোরেও *ছায় বাঁশ দিয়া চাঙ্গে তুলব...উরে খাইসে রে ব্লগ এমপি সানা স্যারের এগেইন্সটে ডায়রেক্ট হুমকি... :no: :no:
ফয়েজ : নিজের ওপর নিয়ন্ত্রণটা হলো আসল। অনেক কিছুতেই আমাদের মেজাজ খারাপ হয়। অল্পেতেই রেগে যাই। কিন্তু পরে যখন মনটা শান্ত হয়ে আসে তখন ভাবি, "এটা আমি কি করলাম"?
তুমি বয়সে বড় এখানে অনেকের চেয়ে। তাই তোমাকেই উদার হতে হবে বেশি। নিজেকে আমি এভাবেই দেখি। এই যে সিসিবি পোলাপাইন কতোকিছু লেখে, কতো কিছু বলে- সব ধরলে চলে? আমি বেশির ভাগ সময়ই উপেক্ষা করি। দেখি ওরাই পরস্পরকে বকছে, ধমকাচ্ছে- নিজেদের ভুল ধরতে পারেছে। এজন্য সময় যেতে দিতে হয়। ভালো লাগলো তোমার সত্যকথন পড়ে। ভালো লাগলে, ক্ষেপে গেলে ফোন দিও।
তোমার নম্বরটা আমাকে মেইল করো : sanaullah62@yahoo.com
অনেক অনেক ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀
কি কমু কন, সিসিবি তে ঢুকলে নিজেরে পোলাপান পোলাপান লাগে আমার। মন টায় কয় সারাদিন চিল্লাপাল্লা করি। 🙁
বস দিল লাগায় দোয়া কইরেন, অসুকটা পুরা সারে নাই মনে হয়, আবার পেইন দিতাছে, আইজক্যা আরেকটা পেইন কিলার খাইছি।
মেইল দিমু আইজক্যা ইনশাআল্লাহ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস একখান কথা আছিল, আপনি আমার পোষ্টে কমেন্ট করেন না ক্যালা? রাগ করছেন নাকি ঐ পোলাটার মত? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সত্যি? তোমার পোস্টে আমার মন্তব্য নাই? খুবই দুঃখিত। অবশ্যই ইচ্ছাকৃত না। আসলে খেয়াল কইরা দেইখো, ব্লগটা অনেকক্ষণ আমার এখানে খোলা থাকলেও তেমন যে পোস্টগুলা পড়া বা মন্তব্য করার সুযোগ পাই তা না। কাজের চাপও বাড়ছে। পাশাপাশি অফিসের নানা সমস্যা। সব মিল্যা এই অবস্থা।
মাফ কইরা দিও। এরপরে অবশ্যই পড়বো এবং মন্তব্য করবো। তোমার ফোন নম্বর পেয়েছি। হঠাৎ কইরা দেখবা ফোন পাইছো। কবে, কখন করমু- সেইটা সারপ্রাইজ থাক!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খুব কাজের জিনিস হইসে। পোলাপানজ্ সবাই শিক্ষা নাও।
খালি খালি কই যে লাবলু ভাই বস :boss: :salute:
:salute: :salute: :salute: :salute:
গ্রামীণ ফোন-প্রথম আলো মুক্তিযোদ্ধাদের চিঠি নিয়ে একটি বই প্রকাশ করেছে নিশ্চয়ই সেটা অনেকে জানো। এটা নিয়ে তৈরি এটি অডিও এখানে শুনতে পারো।
বাবাকে এক শহীদ মুক্তিযোদ্ধার চিঠি
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার কিছু বলার নাই, স্যালুট দেই খালি একটা :salute:
আসলে আমি নাই বলে এমন হইছিল B-)
এরপর থেকে যে ঝগড়া ঝাটি করবে, একদম পিটানি দিয়ে বেন্ধে বেল গাছের তলায় দুইদিন রেখে দিতে হবে :grr: :grr:
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এত গাছ থাকতে বেল গাছ কেন :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
সামিয়া : ঠিক বলছো। তুমি এই সব বড়-ছোট ভাই, বন্ধুগুলারে টাইট রাখার জন্য নিয়মিত সিসিবিতে থাকবা। প্রয়োজন হলে বেল তলায় শুধু না, ডাব গাছের তলায় বাইন্ধা রাইখ্যা গাছে ঝাঁকি দিতে হইবো!! :no: :no: :no:
রাশেদ : মাথায় কি চুল আছে? বেল তলায় কারা যায় না জানো না?? ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
অলিভিয়ার নাম শুইনা নস্টালজিক হইয়া গ্যালাম। 🙁
এই লেখার প্রত্যেকটা শব্দ আমার মনে হলো।
হ্যাটস অফ বস্। 🙂
মহিব : নস্টালজিক হইলা ক্যামনে? '৯৯ সালে অলিভিয়া তো তোমার নানীর বয়সী হওনের কথা!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অলিভিয়ার একটা সিনেমা বিটিভি তে দেখেছিলাম সোনালী চুলের শ্যামলা নায়িকা বেশ নাদুস নুদুস ভুরিয়াল, আর ওয়াসিম তো পুরা স্কিন টাইট জিন্স মনে হয় বাংলাদেশে ফ্যাশন হিসাবে চালু করসিল। বড়ই এলেমদার নায়ক নায়িকা।
তারচেয়ে বড় এলেমদার হল আমাদের ব্লগ প্রিন্সিপাল। সানাউল্লাহ ভাই এরকম একটা সময়পোযগী লেখার জন্য আপনাকে :salute: