অসম্ভব একটা জয়ের স্বপ্ন কি এখন দেখা যায়??
বুঝতে পারছিনা
বর্তমান অবস্থা ৫ রানে ৪ উইকেট
ফ্রন্টলাইনের চার চারটা ব্যাটসম্যান নেই!!!!!!!!
টেনশনে আমার ক্ষিধা লেগে গেছে।
ভাইয়েরা সবাই দোয়া করতে থাকেন
৬৭ টি মন্তব্য : “অসম্ভব একটা জয়ের স্বপ্ন কি এখন দেখা যায়??”
মন্তব্য করুন
টার্গেট সাঙ্গাকারা।
ইশ আর কয়েকটা রান বেশি থাকতো
সংসারে প্রবল বৈরাগ্য!
সেই ৬ রানেই ৫ম উইকেট গন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
:gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
৬/৫ শ্রীলঙ্কারে ধরে দিবোনে আজকে। 😀
সাংগাকারা...........................বোল্ড...... :gulli2: :gulli2: :gulli2:
আমার ভুল না, ক্রিক ইনফোর ভুল। শালারা সাঙ্গাকারার নাম দিছিল। 🙁
আপনি কি শ্রীলঙ্কার কথা কইতেছেন? তাদের জন্য এখন আসলে কিছুটা অসম্ভবই মনে হইতেছে। 😀 😀
:boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :thumbup: :thumbup:
সাঙ্গাকারা ফোর মারছে। 🙁
সাংগাকারারে দ্রুত আউট করতেই হবে...সাঙ্গু তুই যা... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জিহান মুবারাক, ফারভিজ মাহারুফ আর সাঙ্গাকারা 🙁
এই তিন পিস কে ফালাইতে হবে খুব তাড়াতাড়ি
১৫০ খুব কম হয়ে গেলো 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
মুবারক আর নোয়াখাইল্যা ফারভিজরে ডরাই না... :grr:
:just: সাঙ্গাকারা... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাঙ্গাকারার ব্যাঞ্চাই 😛
kela ki live deka jacce na online e???
অন্য সাইটে পাওয়া লিংক
কাজ করছে কি না দেখতে পারো
সংসারে প্রবল বৈরাগ্য!
http://sl-ban.blogspot.com/
তামিম কি করলি বাপ 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই এইখানে কি করেন? স্টেডিয়াম যান, বাংলাদেশ দলের দরকার আপনাকেই। 😀
টিকেট আছিলো।
তাও আগের ম্যাচটার কথা ভাইবা গেলামনা :((
ঐদিন মিরপুর ১০ এ থাইকাও স্টেডিয়ামে যাইনাই, তাতেই আমরা জিতছি 😀
আজকেও সেইম স্ট্র্যাটেজি নিলাম B-) দেখা যাক 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
সাঙ্গা হালায় তো সেট হইয়া যাইতেছে 🙁
ধুর আবারো ক্যাচ মিস :((
জুনায়েদ ইমরোজ x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
রুবেলরে আনা দরকার ছিল। সাকিবরে আনছে।
বেলাডি সাঙ্গাকারারে লুঙ্গি পরায়া লংআপ করায় রাখতে ইচ্ছা করতাছে 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
মুশফিক একটা ক্যাচ ফালাইছে... x-(
মুশফিক একটা মিস করব না এরকম হয় নাকি??? x-( 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কট বিহাইন্ড চান্স মিস্ড 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার একটা ফেলছে। এই হাফ চান্সগুলারে কাজে না লাগাইলে ম্যাচ জেতা যাইব না। 😡 😡 😡
গেলোকি???
সংসারে প্রবল বৈরাগ্য!
মুবারক গননননননননননননননননননননন :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরেকটা ডাউন 😀
মুবারক গন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন........................রান আউট...
বেকুবটা কতগুলা লাইফ পাইলো 😡 😡
এখন ফারভিইজ্জ্যা :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
বেলাডি সাঙ্গা তো রইয়া গেছে। হালায় ম্যাচ বাইর কইরা ফেলাইবো। 🙁
হ ডর লাগতাছে এইটাই 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
শ্রীলংকা ৫৭/৬ (২৪.১ ওভার)
সাঙ্গাকারা ৩৪
মাহারুফ ০
সাঙ্গাকারাকে আউট করার অপেক্ষায় আছি। 🙁
মাত্র ৪টা বলের খেইল। 😉 😉 😉
চার বল দিয়ে আজকের খেলা হচ্ছে???? 😮
তাই তো বলি, ব্যাট্সম্যানগুলা এত বাটে ক্যান পড়ছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নোয়াখাইল্যাটা তো বহুত জ্বালাইতেছে... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নাহ, এবারো বোধহয় হোলোনা 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুর্র...আর দেখবই না... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
উইকেট চাই উইকেট :((
সংসারে প্রবল বৈরাগ্য!
নখ কামড়াই আর পতাকা উড়াই 😕
সংসারে প্রবল বৈরাগ্য!
পতাকাটা কি এখন বানাইলেন? ;;) ;;) ;;)
আমি অফিসে. কোন কাজ করতে পারছি না। ভীষন চাপ অনৃভব করছি। x-( ধূরর..... সাংগাকারা যাইতেছে না কেন 🙁
পড়ছে...... :clap:
সাংগাকারা গনননননননননননননন
সংসারে প্রবল বৈরাগ্য!
সাঙ্গাকারা গেছে......... :grr: :grr: :grr:
সাবাস সাকিব...
😀 =)) =)) =)) =)) =)) =))
আরেকটা... :grr:
সাবাস সাকিব, সাবাস... :clap: :clap: :clap:
সাকিব আরেকটা
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =))
রান বেশী বল কম 🙂
39 runs with 2 wickets and 36 balls remaining
খুব টেনশন হচ্ছে
লাস্ট পাওয়ার প্লে, দেখা যাক
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুর ৪ মারছে মুরালি ~x(
আরেকটা ৪ :bash: :bash:
ব্যাড ওভার...রিয়েলি ব্যাড
শেষ :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার রুবেল :bash:
হইল না।
সাইনিং আউট 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
:(( :(( :((
অনভিজ্ঞ ক্যাপ্টেন্সি, অনভিজ্ঞ বোলিং। কি আর করা!!!
আশায় আশায় বুকটা বাধিঁ...
ব্যাপার না।
সবকিছুর নিজস্ব প্রতিশোধ নেবো, আমরা আবার ফিরে আসব।
পৃথিবী অপেক্ষায় থাকুক।
ফৌজি, ট্যাগে নাটক দিলি কেন? জেতা ম্যাচটা নাটকীয় ভাবে হেরে গেল তাই?
আজ শাহদাত হোসেনের অভাবটা খুব বেশি অনুভব করলাম 🙁
স্বপ্নটা তাইলে এখন দেখা যায়। zzzzzzzz
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥