-‘দোস্ত, কাল যে আইলানা?? কি হইছিল??’
-‘আই ওয়েন্ট টু ইট আ ম্যারেজ ইয়াস্টার্ডে!!’
ইট আ ম্যারেজ! আমি চট্ করে বুঝে ফেললাম ইরফান কি বলতে চাইল। ব্যাটা ক্র্যাক!! বছর খানেক আগে ওর হঠাৎ করে মনে হল ইংরেজী ভাষাটা ইচ্ছা করে বেশী কঠিন করা হয়েছে…! সাদা পশ্চাৎধারীরা বানিয়েছে বলেই কি ওদের মতন করে বলতে হবে?? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য এবং তা ব্যাকরণের দোহাই দিয়ে কঠিন করার কোন মানে হয় না…অকাট্য যুক্তি! আমি চুপ করে ছিলাম। ভেবেছিলাম অন্যান্য অনেক পাগলামীর মত এটাও এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু গত এক বছরে ঠিক তো হয়ই নি, বরং বেড়েছে…দিন-রাত এখন ওর ‘সহজ ভাষায় ইংরেজী’ সহ্য করতে হয়…
-‘তা মামা, ব্রাইড-রাইচ কবে?’ জিজ্ঞাসা করলাম (আমিই বা কম যাই কেন???)
-‘কে জানে?’- উদাস গলায় বলল ও।
শিওর পাজিটা বিয়ের অনুষ্ঠানে কোন ঝামেলা করছে…! হয়ত আর কাউকে ওর ইংরেজী শেখাতে গিয়েছিল…কবে যে কার কাছে মার খাবে?- মনে মনে ভাবলাম আমি।
শুরুতে ওর কথা ভালই মনে হত। ঠিকই তো- ব্রিটিশদের ইংরেজী শুনলে মনে হয়-না জানি কোন ভাষায় কথা বলছে!!! বিশেষ করে যারা ইয়োর্কশায়ারের অধিবাসী, ক্রিকেটের কমেন্ট্রি দেয়- জিওফ্রি বয়কট, ডেভিড লয়েড…ওদের মতন। বাপরে বাপ্, কি উচ্চারণ!!! কাট কে বলে কুট, রাবিশ কে বলে রুবিশ, বাট্ কে অনেকটা বুট-আরও কত কি!!! পুরো সংস্কৃত-ইংরেজী!!! ওদের কথা-বার্তা বুঝতে আমাদেরই কষ্ট হয়, যারা স্বল্প-শিক্ষিত তাদের কি হবে?? অথচ আমাদের দেশে অনেকেই আছেন যারা উপমহাদেশীয় উচ্চারণে ইংরেজী বলতে লজ্জা পান। এই সেদিনও আমাদের এমবিএ-র স্যার বলছিলেন প্রেজেন্টেশন করতে হবে বিশুদ্ধ ব্রিটিশ উচ্চারণে…ঠিক নাকি রানী এলিজাবেথের মতন করে বলতে হবে…শালা ব্রিটিশ!!!
যাই হোক, শুরুতে ইরফান ‘রেইন ইজ রিডিং’ বা ‘মুয়াজ্জিন ইজ গিভিং আযান’ এই সব কমন জিনিসপাতি নিয়েই ছিল…কিন্তু লেভেল বাড়তে বাড়তে এখন ‘ইটিং ম্যারেজ’ পর্যন্ত চলে গেছে!!! আড়চোখে ওর দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন গোমড়া করে আছে। জিজ্ঞাসা করলাম,
-‘কি রে? কি হইছে?? মুখ গোমড়া করে আছিস কেন?’
-‘আর কইস না, আসার পথে এক্সিডেন্ট করছি।’
-‘সে কি রে!!! ব্যাথা-ট্যাথা পাস নি তো? কেটে গেছে নাকি?’
-‘আরে না…বড় কিছু না…’
-‘তাইলে মন খারাপ কেন??’
-‘আমি বাইকে করে আসার পথে সিগনালে দাঁড়িয়ে থাকা এক গাড়ীতে হাল্কা বাড়ি দিছি…’
-‘তারপর?’
-‘অইডায় ছিল এক আইরিশ ব্যাটা…নাইমা আইসা হেবি গালাগালি করতে আছিল…আমি ভাবলাম কিছু কমু না, দোষ তো আমারই!! কিন্তু শালা এত গালাইতেছিল-মেজাজ ঠিক রাখতে পারি নাই…’
-‘কি করলি??’
-‘আমিও গালি শুরু করলাম…প্রথমে বাংলায়, পরে ইংরেজীতে??’
-‘তোর ইংরেজীতে???’
-‘হ, কইলাম, ‘ব্রাদার ইন ল’, আই উইল লিফট ইয়োর হোয়াইট লেদার’!!!’
– ‘তারপর?’
-‘শুইনা বেডার কি হাসি! আমি মেজাজ আরও খারাপ কইরা চলে আসলাম!!!’
আমি হো হো করে হেসে দিলাম। ‘তুইও’- বলে ও উঠে চলে গেল। এদিকে আমি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলাম!
এবং সাথে আমিও যোগ দিলাম। :khekz: :goragori:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইলে মনে হয় লেখাটা খারাপ হয় নাই... 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আবার মনে হয় কিরে B-)
'হিদ, হিদ, মুস্তাহিদ'
'হিট, হিট, সুপারহিট'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, ঠ্যাংকু বস! :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :goragori: :salute:
তোমারেও :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:gulli2:
পিরা গেলামরে, পুরাই পিরা গেলাম =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
লার্জ ব্রাদার, ইউ ওয়েন্ট ফুল পিরা??? 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নট অনলি ওয়েন্ট ফুল পিরা ইয়া স্মল ট্রি ব্রাদার বাট গোয়িং অলমোস্ট আ মিরা =))
সংসারে প্রবল বৈরাগ্য!
ট্রি বিরাদার??? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) :khekz:
:goragori: :goragori:
হা হা প গে
লাফিং লাফিং ফলিং ডাউন
:khekz: :khekz: :khekz:
আমিও ইঞ্জিরি শিখপো :((
সেদিন শুনলাম আমার ঘরের উনি কারে জানি কইতাছে "I will catch the 10:10 bus.বুস"
আরে সেলিনা আপা কত্তদিন পর!!!
এখনো কি আগের মতোই আছেন, নাকি অনেক খানি বদলে গেছেন 😀 😀 😀
=)) =)) =)) :khekz: :goragori:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওই সাত সকালে ব্লগে কি?যা পড়তে যা বেটা বান্দর x-(
ইফ আই নট গিভ এ :salute: টু ইরফান ভাই,ইট উইল বি নো গুড 😀
জুনায়েদ ভাই,হোয়াট রাইট ইউ!
বন্য, ইউ তো সারপ্রাইজড মি!!!
ইউ স্যালুট ইমাজিনারী 'ইরফান ব্রাদার', বাট নট গিভ রেসপেক্ট টু ইউর রিয়েল লার্জ এন্ড এক্সট্রা লার্জ ব্রাদার্স!!! 🙁
যাই হোক, ইরফান ভাইএর পক্ষ থেকে ওয়ালাইকুম :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্রাদার,মি সরি ..ডোন্ট ওরি..
মি নাউO বেবী..পিকল-অ্যাটিচুড নট টট :frontroll:
খবরদার, গুল্টু গুল্টু ভাব নিয়া আবেগীয় কাল-ডাক(ইমোশনাল বিলাক-মেইল!!!)করবি না...!!! 😛
তোর উপর আমার রাগ নষ্ট হয়ে যাইবার পারে... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বন্য নাতো, ফরেস্টি হইবো :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার হাসি দেইখা কলিগও পিরা যাইতাছে। (my laugh seeing colleague also going reading)
:khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
শোয়েব ভাই, আপনের জুন্যে দুইটা প্রশ্নঃ
১।কলিগ কি (সুন্দরী)মেয়ে কলিগ?
২।যুদি তাই হয়, উনি ঠিক কুন জায়গায় পিরা গেছিলেন? আফনের গায়ের উপর না তো? 😀
:gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
১। মেয়েদের সিএস ব্যাকগ্রাউণ্ড থাকা মানে ব্র্যাকেটের ভিতর কিস্যু নাই।
২।পোলাডা খ্রাপ ওইয়া গেল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz:
:goragori: :khekz: :gulti: :gulti: জোস
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিক ঠিক।
=))
কঠিন!
আমি এমনিতেই জুনায়েদের কমেন্টের বিশাল ভক্ত, লেখারও হইলাম। :clap:
www.tareqnurulhasan.com
ভাই, এত লজ্জা দিচ্ছেন...কোথায় যে সবগুলারে রাখি???? 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মি ঠু :boss:
জুনায়েদ ব্রাদারস কমেন্টস ফ্রিজ দ্য সিসিবি অলওয়েজ 😀
জুনায়েদ ভাই এমুন সময় এমন ইংরেজী শিখাইতেসেন..
IELTS দিতে গিয়া তো পোলাপাইন কিক খাইয়া উইরা যাইব.. :)) :))
ঝামেলা হইল দেখি...ঠিকই তো!
দে উইল ফ্লাই ইটিং কিক!!! :-B
যারা IELTS দেবে-খিয়াল কইরা খুব খিয়াল কইরা... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইউ সি, মি সি, দে সি, এভরিবডি সি- মি নট লাফিং!!
🙂 🙁 😛 😀 :)) :(( =)) :clap: 😉 B-) 😕 :grr: :boss: :shy: x-( ~x( :dreamy: :-* :-* =(( 😮 😐 O:-) :-B :party: :ahem: ;;) :hug: :-/ ;)) :gulli: 😡 :chup: :duel: :salute: :bash: :gulli2: :goragori: :frontroll: :gulti: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ্ ভাই, এত লোকের ভীড়ে আপনি কোন জন???
ঠিক বুঝতেত্তেছিনা... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইবার চিনছি আপনারে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই আপনে বিরাট রসিক লোক। :hug: :hug:
ভাইরে এমনে ডাকতাছোস কি রসের লাইগা?
তুই ডাকতে থাক। তোর তো এই দিকে ঝোক বেশী। 😉 😉
তোমগো দুজনরেই
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই ডেইলি ডেইলি(দিন দিন)সিরাপ-ফুল সিক্রেট(রসময় গুপ্ত) হয়া গোইং(হইয়া যাইতেছে)। =)) =))
বস!মাসরুফ ভাই আপ্নের রস নিয়া আকথা কুকথা ছড়াইতেসে!! x-(
খাড়ান,আমি দেক্তাছি.
ইয়ে মানে মাসরুফ ভাই..এক্টু শুনেন তো..
বন্য তুই তো কপিরাইট মামলায় ফাইসা যাবি রে...তোর বডি বিলাইয়ের মাগার হাত দেহি মাইনষের...কাহিনী কি??? 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খাড়া জিমের গেঞ্জিটা চেঞ্জ কইরা আসি-এই মাত্র বক্সিং রিংয়ে ৩ টারে হাস্পাতালে পাঠায় আইলাম।আমারে ডাকতাছস নাকি?
মেডিকেল এসিস্ট্যান্টের চাকুরি কবে নিলা??? বেতন কেমন ভাল তো???
তুমি তো মনে হয় ফ্রি সিভিট পাও...আমারে দিও কিন্তু... :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হা হা হা হা হা
=)) =)) =))
হাসতে হাসতে পিরা গেলাম রে ভাই!
ডাইনিং হলের সামনে কি নিয়া জানি ঝামেলা হইলো
এক সিনিয়ার অন্য কয়টা জুনিয়াররে ফ্রগ জাম্প দেয়াইতে শুরু করলো ক্যাডেটসরা ইন হইতে শুরু করবার আগে
ডিউটি প্রিফেক্ট খেইপা গিয়া পানিশমেন্ট দিতে থাকা সিনিয়াররে কইলো
"কিক দেম অন ইউর বাটাক"
সাথে সাথে হাসির রোল উঠলো চারদিকে।
পাশে থিকা একজন বইলা উঠলো
"আরে ভাই হোয়াই আর ইউ মাইন্ডিং"
এর পরে ...
না থাক আর কিছু কমুনা ...