সহজ ভাষায় ইংরেজী!

-‘দোস্ত, কাল যে আইলানা?? কি হইছিল??’
-‘আই ওয়েন্ট টু ইট আ ম্যারেজ ইয়াস্টার্ডে!!’

ইট আ ম্যারেজ! আমি চট্‌ করে বুঝে ফেললাম ইরফান কি বলতে চাইল। ব্যাটা ক্র্যাক!! বছর খানেক আগে ওর হঠাৎ করে মনে হল ইংরেজী ভাষাটা ইচ্ছা করে বেশী কঠিন করা হয়েছে…! সাদা পশ্চাৎধারীরা বানিয়েছে বলেই কি ওদের মতন করে বলতে হবে?? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য এবং তা ব্যাকরণের দোহাই দিয়ে কঠিন করার কোন মানে হয় না…অকাট্য যুক্তি! আমি চুপ করে ছিলাম। ভেবেছিলাম অন্যান্য অনেক পাগলামীর মত এটাও এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু গত এক বছরে ঠিক তো হয়ই নি, বরং বেড়েছে…দিন-রাত এখন ওর ‘সহজ ভাষায় ইংরেজী’ সহ্য করতে হয়…

-‘তা মামা, ব্রাইড-রাইচ কবে?’ জিজ্ঞাসা করলাম (আমিই বা কম যাই কেন???)
-‘কে জানে?’- উদাস গলায় বলল ও।

শিওর পাজিটা বিয়ের অনুষ্ঠানে কোন ঝামেলা করছে…! হয়ত আর কাউকে ওর ইংরেজী শেখাতে গিয়েছিল…কবে যে কার কাছে মার খাবে?- মনে মনে ভাবলাম আমি।

শুরুতে ওর কথা ভালই মনে হত। ঠিকই তো- ব্রিটিশদের ইংরেজী শুনলে মনে হয়-না জানি কোন ভাষায় কথা বলছে!!! বিশেষ করে যারা ইয়োর্কশায়ারের অধিবাসী, ক্রিকেটের কমেন্ট্রি দেয়- জিওফ্রি বয়কট, ডেভিড লয়েড…ওদের মতন। বাপরে বাপ্‌, কি উচ্চারণ!!! কাট কে বলে কুট, রাবিশ কে বলে রুবিশ, বাট্‌ কে অনেকটা বুট-আরও কত কি!!! পুরো সংস্কৃত-ইংরেজী!!! ওদের কথা-বার্তা বুঝতে আমাদেরই কষ্ট হয়, যারা স্বল্প-শিক্ষিত তাদের কি হবে?? অথচ আমাদের দেশে অনেকেই আছেন যারা উপমহাদেশীয় উচ্চারণে ইংরেজী বলতে লজ্জা পান। এই সেদিনও আমাদের এমবিএ-র স্যার বলছিলেন প্রেজেন্টেশন করতে হবে বিশুদ্ধ ব্রিটিশ উচ্চারণে…ঠিক নাকি রানী এলিজাবেথের মতন করে বলতে হবে…শালা ব্রিটিশ!!!

যাই হোক, শুরুতে ইরফান ‘রেইন ইজ রিডিং’ বা ‘মুয়াজ্জিন ইজ গিভিং আযান’ এই সব কমন জিনিসপাতি নিয়েই ছিল…কিন্তু লেভেল বাড়তে বাড়তে এখন ‘ইটিং ম্যারেজ’ পর্যন্ত চলে গেছে!!! আড়চোখে ওর দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন গোমড়া করে আছে। জিজ্ঞাসা করলাম,
-‘কি রে? কি হইছে?? মুখ গোমড়া করে আছিস কেন?’
-‘আর কইস না, আসার পথে এক্সিডেন্ট করছি।’
-‘সে কি রে!!! ব্যাথা-ট্যাথা পাস নি তো? কেটে গেছে নাকি?’
-‘আরে না…বড় কিছু না…’
-‘তাইলে মন খারাপ কেন??’
-‘আমি বাইকে করে আসার পথে সিগনালে দাঁড়িয়ে থাকা এক গাড়ীতে হাল্কা বাড়ি দিছি…’
-‘তারপর?’
-‘অইডায় ছিল এক আইরিশ ব্যাটা…নাইমা আইসা হেবি গালাগালি করতে আছিল…আমি ভাবলাম কিছু কমু না, দোষ তো আমারই!! কিন্তু শালা এত গালাইতেছিল-মেজাজ ঠিক রাখতে পারি নাই…’
-‘কি করলি??’
-‘আমিও গালি শুরু করলাম…প্রথমে বাংলায়, পরে ইংরেজীতে??’
-‘তোর ইংরেজীতে???’
-‘হ, কইলাম, ‘ব্রাদার ইন ল’, আই উইল লিফট ইয়োর হোয়াইট লেদার’!!!’
– ‘তারপর?’
-‘শুইনা বেডার কি হাসি! আমি মেজাজ আরও খারাপ কইরা চলে আসলাম!!!’

আমি হো হো করে হেসে দিলাম। ‘তুইও’- বলে ও উঠে চলে গেল। এদিকে আমি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলাম!

৫,৭৫৪ বার দেখা হয়েছে

৫৭ টি মন্তব্য : “সহজ ভাষায় ইংরেজী!”

  1. তাইফুর (৯২-৯৮)
    আমি হো হো করে হেসে দিলাম। ‘তুইও’- বলে ও উঠে চলে গেল। এদিকে আমি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলাম

    এবং সাথে আমিও যোগ দিলাম। :khekz: :goragori:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. হাসনাইন (৯৯-০৫)
    -’হ, কইলাম, ‘ব্রাদার ইন ল’, আই উইল লিফট ইয়োর হোয়াইট লেদার’!!!’
    - ‘তারপর?’
    -’শুইনা বেডার কি হাসি! আমি মেজাজ আরও খারাপ কইরা চলে আসলাম!!!’

    আমি হো হো করে হেসে দিলাম। ‘তুইও’- বলে ও উঠে চলে গেল। এদিকে আমি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলাম!

    :khekz: :khekz: :goragori: :salute:

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)
    ’হ, কইলাম, ‘ব্রাদার ইন ল’, আই উইল লিফট ইয়োর হোয়াইট লেদার’!!!’
    - ‘তারপর?’
    -’শুইনা বেডার কি হাসি! আমি মেজাজ আরও খারাপ কইরা চলে আসলাম!!!’

    =)) =)) =)) :khekz: :goragori:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ইউ সি, মি সি, দে সি, এভরিবডি সি- মি নট লাফিং!!

    🙂 🙁 😛 😀 :)) :(( =)) :clap: 😉 B-) 😕 :grr: :boss: :shy: x-( ~x( :dreamy: :-* :-* =(( 😮 😐 O:-) :-B :party: :ahem: ;;) :hug: :-/ ;)) :gulli: 😡 :chup: :duel: :salute: :bash: :gulli2: :goragori: :frontroll: :gulti: :khekz:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. লুৎফুল (৭৮-৮৪)

    ডাইনিং হলের সামনে কি নিয়া জানি ঝামেলা হইলো
    এক সিনিয়ার অন্য কয়টা জুনিয়াররে ফ্রগ জাম্প দেয়াইতে শুরু করলো ক্যাডেটসরা ইন হইতে শুরু করবার আগে
    ডিউটি প্রিফেক্ট খেইপা গিয়া পানিশমেন্ট দিতে থাকা সিনিয়াররে কইলো
    "কিক দেম অন ইউর বাটাক"
    সাথে সাথে হাসির রোল উঠলো চারদিকে।
    পাশে থিকা একজন বইলা উঠলো
    "আরে ভাই হোয়াই আর ইউ মাইন্ডিং"
    এর পরে ...
    না থাক আর কিছু কমুনা ...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।