ইসসিরে

ইসসিরে মেল্লা পোস্ট, কোনটা বাদ্দিয়া কোনটা পড়ি দিশা পাই না।

টাইমো নাই, কাইল্কা পরীক্ষা, কেস স্টাডি।

দূর, বিজি হইয়া গেলাম :bash:

১৮,৩২০ বার দেখা হয়েছে

২০১ টি মন্তব্য : “ইসসিরে”

  1. টিটো রহমান (৯৪-০০)

    চরম মাত্রার ফাঁকিবাজি পোস্টের জন্য ফয়েজ ভাইর ব্যাঞ্চাই............

    (ইসসিরে.................... কদ্দিন পর একজনার ব্যাঞ্চাইলাম :grr: :grr: )


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    লেখকের অনুভূতির এমনতর হৃদয়গ্রাহী প্রকাশ আমি এর আগে কোথাও দেখিনি।
    পাঁচ তারা না দাগিয়ে পারা গেলো না।

    এই পোস্টটাকে স্টিকি করার আবেদন জানিয়ে গেলাম অন্য সবার মত। :thumbup:

    জবাব দিন
  3. নাজমুল (০২-০৮)

    লেখকের অনুভূতির এমনতর হৃদয়গ্রাহী প্রকাশ আমি এর আগে কোথাও দেখিনি।
    পাঁচ তারা না দাগিয়ে পারা গেলো না।

    এই পোস্টটাকে স্টিকি করার আবেদন জানিয়ে গেলাম অন্য সবার মত।

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    এই পোস্টে একাধিকবার রেটিং করার সুযোগ দেয়া উচিৎ... :-B
    মনে মনে আবার পাঁচ তারা দিলাম... :thumbup:

    আচ্ছা ভাইয়া, কোন পোস্ট 'প্রিয়'তে কিভাবে নিব??? ;;) O:-) ;;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. লেখকের অনুভূতির এমনতর হৃদয়গ্রাহী প্রকাশ আমি এর আগে কোথাও দেখিনি।
    পাঁচ তারা না দাগিয়ে পারা গেলো না।

    এই পোস্টটাকে স্টিকি করার আবেদন জানিয়ে গেলাম অন্য সবার মত। :awesome: :awesome:

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    প্রচন্ড আবেগের দমকে চোখের পানি আটকে রাখা মুশকিল হয়ে গেলো। এই মধ্যরাত্রে লেখকের প্রচন্ড আবেগ চিন্তা করে কাঁদতে কাঁদতে পেট ব্যাথা হয়ে গেলো। অথচ তারপরেও কারেন্ট এলোনা। বই খুলে বসে আছি কিন্তু কিছুই টাইপ করতে ইচ্ছে করছেনা। শুধুমাত্র 'ইসসিরে' এই একটি শব্দের দিকে তাকিয়ে থাকতে থাকতে মোবাইলের চার্জারটি নষ্ট করে ফেললাম। পোস্টের মূল ভাবটি চিন্তা করতেই ইয়াহু মেসেঞ্জার পিসি থেকে আনইনস্টল হয়ে গেলো।দূর, বিজি হইয়া গেলাম এই আপ্ত বাক্যটির দিকে চোখ পড়তেই জামাই লুঙ্গি পিড়ে পান্থপথে লঙ্গাপ হয়ে গ্যালো। টাইমো নাই, কাইল্কা পরীক্ষা, কেস স্টাডি। মহান এই বানী যার মুখ থেকে নিঃসৃত সেই ফয়েজ ভাইকে দেখে হোস্ট মনস্টারের কাস্টমার কেয়ারের বদ পোলাটারো চোখের পানিতে সিসিবি ভেসে যাচ্ছে 🙁

    শুধু কি স্টিকি!! আমি সিসিবির এডু মডু স্যারদের নিকট চোখের পানিতে পুরা সাইড বার ভাসিয়ে আকুল আবেদন জানাচ্ছি, সিসিবির আগামী সকল সংকলন, বই ম্যাগাজিন প্রত্যেকটি প্রকাশনায় মহামতি ফয়েজ সাহেবের মহান এই পোস্ট টির জন্য পারমানেন্ট একটি জায়গা বরাদ্দ করার জন্য। :thumbup: দরকার পড়লে একদম প্রচ্ছদেই এর জন্য জায়গা দিয়ে দেবার জন্য :thumbup: :thumbup: :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. প্রচন্ড আবেগের দমকে চোখের পানি আটকে রাখা মুশকিল হয়ে গেলো। এই মধ্যরাত্রে লেখকের প্রচন্ড আবেগ চিন্তা করে কাঁদতে কাঁদতে পেট ব্যাথা হয়ে গেলো। অথচ তারপরেও কারেন্ট এলোনা। বই খুলে বসে আছি কিন্তু কিছুই টাইপ করতে ইচ্ছে করছেনা। শুধুমাত্র ‘ইসসিরে’ এই একটি শব্দের দিকে তাকিয়ে থাকতে থাকতে মোবাইলের চার্জারটি নষ্ট করে ফেললাম। পোস্টের মূল ভাবটি চিন্তা করতেই ইয়াহু মেসেঞ্জার পিসি থেকে আনইনস্টল হয়ে গেলো।দূর, বিজি হইয়া গেলাম এই আপ্ত বাক্যটির দিকে চোখ পড়তেই জামাই লুঙ্গি পিড়ে পান্থপথে লঙ্গাপ হয়ে গ্যালো। টাইমো নাই, কাইল্কা পরীক্ষা, কেস স্টাডি। মহান এই বানী যার মুখ থেকে নিঃসৃত সেই ফয়েজ ভাইকে দেখে হোস্ট মনস্টারের কাস্টমার কেয়ারের বদ পোলাটারো চোখের পানিতে সিসিবি ভেসে যাচ্ছে 🙁

    শুধু কি স্টিকি!! আমি সিসিবির এডু মডু স্যারদের নিকট চোখের পানিতে পুরা সাইড বার ভাসিয়ে আকুল আবেদন জানাচ্ছি, সিসিবির আগামী সকল সংকলন, বই ম্যাগাজিন প্রত্যেকটি প্রকাশনায় মহামতি ফয়েজ সাহেবের মহান এই পোস্ট টির জন্য পারমানেন্ট একটি জায়গা বরাদ্দ করার জন্য। :thumbup: দরকার পড়লে একদম প্রচ্ছদেই এর জন্য জায়গা দিয়ে দেবার জন্য :thumbup: :thumbup: :salute:

    জবাব দিন
  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    গেলো।দূর, বিজি হইয়া গেলাম এই আপ্ত বাক্যটির দিকে চোখ পড়তেই জামাই লুঙ্গি পিড়ে পান্থপথে লঙ্গাপ হয়ে গ্যালো। এইখানে জামাই আইলো কৈথিকা? রায়হান,তোরে নিয়া কাইয়ুম ভাই খ্রাপ কথা কয় 😡

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      গেলো।দূর, বিজি হইয়া গেলাম এই আপ্ত বাক্যটির দিকে চোখ পড়তেই জামাই লুঙ্গি পিড়ে পান্থপথে লঙ্গাপ হয়ে গ্যালো।
      বস খিয়াল কইরা, এইখানে কিন্তুক নয়া/নতুন শব্দটি বিশেষণরূপে জামাইয়ের পূর্বে ব্যবহৃত হয়নি। :grr: :grr:


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
  9. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্রথমে সহজ-সরল ভেবে পোস্টটাকে হালকা ভাবে পড়েছিলাম... :bash:
    কিন্তু কাইয়ূম ভাইএর ১৯,৩৪৯,২৩৪ তম বার পড়ার পর মনে হল লেখক হয়ত তার স্বল্প কিন্তু শক্তিশালী লেখনীর মাধ্যমে আমাদেরকে গূঢ় কিছু বোঝাতে চেয়েছেন... :-B
    যাই আরো লাখ খানেক বার পইড়া দেখি... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  10. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    মহান লেখক ফয়েজের ইসসিরে পোস্টের ভাব সম্প্রসারন পরীক্ষায় আমি নিজেকে স্বঘোষিত পরীক্ষক হিসেবে আবির্ভূত করলাম। নীচে পরীক্ষার ফল দেওয়া হলোঃ
    কাইয়ুমঃ ১০/১০
    তানভীরঃ ০৯/১০
    দিহানঃ ০৯/১০
    ফয়সালঃ ০৯/১০
    হাঁসের ছানাঃ ০৮/১০
    মোসাদ্দেকঃ ০৭/১০
    টিটোঃ ০৬/১০
    মেহেদীঃ ০৫/১০
    নাজমূলঃ ০৪/১০
    আকাশঃ ০৪/১০
    রেজওয়ানঃ ০৩/১০
    সায়েদঃ ০২/১০
    মাসরুফঃ ০১/১০
    সেলিনাঃ ০১/১০


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  11. জুনায়েদ কবীর (৯৫-০১)

    "ইসসিরে"
    জটিল! অপূর্ব! অসাধারন!
    পুরো লেখাটিকে সাফল্যমণ্ডিত করার পিছনে এই ছোট্ট শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছে বলে আমার ধারনা।

    'ইসসিরে' অর্থাৎ এখন যা আছে, যা পেয়েছি-শুধু তাতেই সন্তুষ্ট না থাকা...শব্দটা আছে বলেই এক কালের গুহা মানবের বংশধর আমরা এখন জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য ইত্যাদি সমস্ত শাখায় দিন দিন সমৃদ্ধ হচ্ছি...এই শব্দটির কারনেই আমাদের ভবিষ্যত বংশধরেরা হবে আমাদের চেয়েও আরো অনেক বেশি উন্নত জ্ঞানের অধিকারী...

    'মেল্লা পোস্ট'
    লেখক যখন ঈদের কারনে সাময়িকভাবে সিসিবি থেকে দূরে সরে যাবার কারনে কতটা দু;খিত তা প্রকাশ করলেন মাত্র দুইটি শব্দ দিয়ে...ভাষার ব্যবহারে তাঁর দক্ষতা আমাদের কে স্তব্ধ করে দেয়...বিস্মিত করে...

    কোনটা বাদ্দিয়া কোনটা পড়ি দিশা পাই না।
    এই বাক্যের মাধ্যমে লেখক তাঁর অসাম্প্রদায়িক মনোভাব সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। ব্লগের সব লেখাই মানে-গুণে ভাল হবে এমন কোন নি;শ্চয়তা দেয়া যায় না...বা সেটা সম্ভবও না...তারপরও লেখক কোন লেখা বাদ দিতে পারছেন না...সাম্প্রদায়িকতার বিষবাষ্পে বিষাক্ত হয়ে পড়া আমাদের সমাজে যা খুবই বিরল...

    টাইমো নাই
    আসলেই তো! সুন্দর এই পৃথিবীতে আমরা এসেছি খুব কম সময়ের জন্য...এই স্বল্প সময়ে কত কিছু দেখার আছে, কত কিছু জানার আছে, কত কিছু বোঝার আছে...লেখক এসব বিষয়ে অবগত আছেন বলেই তিনি বুঝতে পেরেছেন মহাকালের তুলনায় আমাদের জীবন কত ক্ষুদ্র! আমাদের হাতে টাইম কত কম...এই ছোট্ট শব্দযুগল দিয়ে তিনি মানুষের জীবনের সবচেয়ে বড় 'কন্সট্রেইন্ট' এর কথা তুলে ধরলেন...কি অপূর্ব ও আধ্যাত্বিক তাঁর চিন্তাধারা!!

    কাইল্কা পরীক্ষা, কেস স্টাডি।
    জীবন মানেই পরীক্ষা! বড় হবার পরীক্ষা, মানুষের মতন মানুষ হবার পরীক্ষা, সংসারী হবার পরীক্ষা, দায়িত্বশীল হবার পরীক্ষা, নি;স্বার্থ হবার পরীক্ষা, পরোপকারী হবার পরীক্ষা...পরীক্ষার কোন শেষ নেই...আমাদের জীবনে ঘটে যাওয়া সকল ছোট-বড় ঘটনার (case!) মধ্যে সবসময়ই শিক্ষনীয় কিছু না কিছু থাকেই...তাই লেখক এসব ঘটনাকে আরো বেশি করে স্টাডি করতে বলেছেন...

    দূর, বিজি হইয়া গেলাম :bash:
    মহান মানুষদের সেই চিরাচরিত আক্ষেপ! এত স্বল্প সময়ে এত কিছু কিভাবে করবেন তিনি??? দ্রুত করলে কাজের মান ঠিক থাকবে তো??? মানের প্রশ্নে তিনি যে আপোশহীন একথা বুঝতে আমাদের আর বাকি থাকে না...

    সব শেষে মহান এই লেখকের কাছ থেকে এরকম আরো অনেক অনেক লেখার আশা এবং দাবী জানাই... :boss:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  12. কামরুলতপু (৯৬-০২)

    অসাধারণ সব ব্যাখ্যা পড়ে হাসতে হাসতে পিরা গেলাম পুরা। বাকি আছে খালি তাইফুর ভাইর উচ্চ নম্বরের সিঁড়ি। দেখা যাক বসে কি ছাড়ে।
    আমার একটা ছোট্ট পর্যবেক্ষণঃ
    " লেখক এখানে মেলা (বেশি ) শব্দ ব্যবহার না করে মেল্লা ব্যবহার করে অদ্ভুত একটা দ্যোতনা সৃষ্টির প্রয়াস পেয়েছেন। এর মাধ্যমে চাওয়ার থেকে বেশি পোস্ট পেয়ে লেখকের মনে যে অদ্ভুত ভাল লাগা সৃষ্টি হয়েছে তার স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ পাই আমরা।"

    জবাব দিন
  13. ফয়েজ (৮৭-৯৩)

    পোলাপাইন কি আমারে জাত-পাত তুইল্লা পচাইতেছে নাকি বুজবার পারতাছি না। 🙁 🙁

    প্রিন্সিপাল স্যারের কাছে কইষা নালিশ দিমু নাকি ভাবতাছি


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  14. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ইসসিরে.............. ফয়েজ শইলডা, মনডা বালা?? B-) B-) B-)

    আমি ব্যাপকভাবে আশাবাদী, এই পোস্টটা শিগগিরই সিসিবির বহুল পঠিত এবং পছন্দের পোস্টে পরিণত হইবে!! :gulli2: :gulli2: :gulli2:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  15. মাহমুদ (১৯৯০-৯৬)

    পুরা ফাঁকিবাজী পোষ্ট, এক্কেবারে ইউনিভার্সিটির পোলাপাইনগো মতো।

    আমার ক্লাসে পাইলে একটা বিশাল এসাইনমেণ্ট ধরায়া দিতাম। :grr:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  16. জুনায়েদ কবীর (৯৫-০১)

    উপরের দুই জনের মধ্যে কে জানি ডজ মারছে... x-(
    আমি গুইনা মাত্র তিন ফোঁটা অশ্রু পাইলাম... 😡
    যাই হোক, ব্যালান্স করার জন্য তিন ফোঁটা ফালায়া গেলাম...অশ্রুই... ;))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  17. তানভীর (৯৪-০০)

    মূল রচনাঃ

    ইসসিরে মেল্লা পোস্ট, কোনটা বাদ্দিয়া কোনটা পড়ি দিশা পাই না।

    টাইমো নাই, কাইল্কা পরীক্ষা, কেস স্টাডি।

    দূর, বিজি হইয়া গেলাম

    সারাংশঃ পরীক্ষার ব্যস্ততায় পোস্টের মেলায় দিশা হারালাম আমি।

    ডিসক্লেইমারঃ বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী সারাংশ হতে হয় মূল রচনার তিন ভাগের এক ভাগ। এখানে ফয়েজ ভাইয়ের মূল রচনায় বাক্যের সংখ্যা ৩টি, শব্দসংখ্যা ২০। তাই আমি আমার সারাংশে একটি বাক্য রেখেছি, শব্দ সংখ্যাতেও চেষ্টা করেছি অনুপাত ঠিক রাখার। আমার সারাংশের বাক্যতে শব্দসংখ্যা ৭, যা মূল রচনার শব্দসংখ্যার প্রায় তিন ভাগের এক ভাগ।

    কাব্য সমালোচনাঃ

    * লেখক এখানে বাংলা ও ইংরেজী শব্দের মিশ্রণ ঘটিয়েছেন বাংলা ব্যাকরণের তোয়াক্কা না করেই। বেশ কিছু ইংরেজী শব্দের অনুযাচিত প্রয়োগ এখানে লেখকের ঔদ্ধ্যতাকেই যেন উপস্থাপন করেছে। টাইমো নাই,...- লেখক এখানে অনায়াসে লিখতে পারতেন সময় নেই। একই ভাবে কেস স্টাডি, বিজি ইত্যাদি ইত্যাদি (!) শব্দের পরিবর্তে তিনি ব্যবহার করতে পারতেন তাদের বাংলা প্রতিশব্দসমূহ।

    * বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের আলোচনা না থাকায় রচনাটি তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। ঢাকায় কেন এত ট্রাফিক জ্যাম, বাংলাদেশে বিদ্যুতের প্রোডাকশন কেন কম (এই রে! আমিও লেখকের মত ইংরেজী শব্দ ব্যবহার করা শুরু করে দিয়েছি!)- এইসব আলোচনা মূল রচনায় অন্তর্ভুক্ত হতে পারত সহজেই।

    জবাব দিন
  18. আছিব (২০০০-২০০৬)

    B-) কি মনে হয় বস? :-B
    :boss: তয় আন্নের নামে উৎসর্গীকৃত ''এখনো কিসু শিখতার্লাম না :('' পোস্টে আন্নের ভাষাজ্ঞান দেইখ্যা মুগ্ধতায় আঁই জ্ঞান হারায় ফালাইছি বস। :salute:
    দোয়া করি,আন্নে যেন আন্নের মনের নাহাল মিসেস ''মাস্ফূ'' :dreamy: আর আঁরা যেন ভালা এক্ষান ভাবী পাই। 😡

    জবাব দিন
  19. আছিব (২০০০-২০০৬)

    😀 ইয়ে মানে বস, :boss:
    :shy: মুরুব্বীরা বলেন,''প্রতিষ্ঠিত হবার জন্য সেই রাস্তাটাই সবচেয়ে সহজ,যেখান দিয়ে প্রতিষ্ঠিতরাই হেঁটে গেছে।'' :-B তাই,আপনার যা কিছু প্রিয় 😡 তা পড়তেছিলাম,মানে আপনার ''আত্মজীবনীমূলক'' :grr: (”এখনো কিসু শিখতার্লাম না :(” )কিছু লেখা পড়ে উৎসাহিত হলাম বস। :boss:

    জবাব দিন
  20. গুলশান (১৯৯৯-২০০৫)

    সর্বাধিক পঠিত বা কমেন্টিত পোস্টগুলার জন্য আলাদা একটা পেইজ করা যায় না? আমার মত যারা পরে আসছি তারা এমন বিখ্যাত পোস্টগুলা চিনুম ক্যাম্নে?

    জবাব দিন
  21. তাইফুর (৯২-৯৮)

    পড়লাম ...
    পরীক্ষা পাশের জন্য নয় ...
    মনুষ্য হৃদয় জানবার জন্য ...
    (ফয়েজ ভাইও মানুষ)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  22. আমিন (১৯৯৬-২০০২)

    মহান এই পোস্ট টা পুরুজ্জীবিত করার জন্য আহসান আকাশ কে শান্তিতে আর মহামতি ফয়েজ ভাইকে সাহিত্যে সিসিবি নোবেল প্রাইজ দেয়ার দাবী জানিয়ে গেলাম.....।

    জবাব দিন
  23. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইসসসিরে,এই মহান পোস্টে আমি দেড়শততম কমেন্ট করছি-এ খুশিতে আবেগাপ্লুত হইয়া গেলাম...পোস্টটিকে স্টিকি করার তীব্র দাবি জানাই যাতে পরবর্তীরে আগত নবীন পাঠক এর নির্যাস লাভ করতে পারেন...

    জবাব দিন
  24. নঈম (৮৭-৯৩)

    ইসসিরে ... এতোদিন পরে পাইলাম।
    নূতনদের জন্য পুনরোজ্জীবিত করলাম।
    হাসতে হাসতে :pira: পোষ্ট।
    ফয়েজ, তুই কি বারে বারে স্টিকি হইস। একবার তোর পোষ্ট, একবার তই নিজে। এরপরে কি ফ্যামিলি? =))

    জবাব দিন
  25. আহসান আকাশ (৯৬-০২)

    মহান পোস্ট টাতে আরো দুফোঁটা অশ্রুজল মেশানো শ্রদ্ধা রেখে গেলাম :boss: :boss:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  26. কিবরিয়া (২০০৩-২০০৯)

    মহান পোস্ট টাতে দুফোঁটা অশ্রুজল মেশানো শ্রদ্ধা রেখে গেলাম
    ……… :((


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  27. সাল্লু (৯২/ম)

    সিসিবিতে অস্কারের মত একটি বাৎসরিক পুরস্কার চালুর আবেদন করছি। বিভিন্ন ক্যাটাগরী থাকবে যেমন - সেরা পোস্ট, সেরা কমেন্টেটর, সমালোচক থুরি কমেন্টেটরদের দৃষ্টিতে সেরা, সেরা নবাগত পু্স্টার, সেরা ব্যান্চাই পুস্ট, সেরা সিরাম পুস্ট ইত্যাদি। এই পুস্টরে নির্দিধায় সেরা আলোড়ন সৃ্ষ্টিকারী পুস্ট দেওয়া যায়। যদি সম্ভব না হয়, ফয়েজ ভাইরে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়ার আবেদন জানাইলাম।
    অ:ট: সিসিবি অ্যাওয়ার্ড নাইটে 'মিলা কি জাওয়ানী'র আয়োজন করা যাইতে পারে। আর যথারীতি আজাইরা কমেন্ট করার জন্য নিজেই নিজের ব্যান্চাই।

    জবাব দিন
  28. আহসান আকাশ (৯৬-০২)

    ইসসিরে... কতদিন পরে এই পোস্টটা আবার জাগলো। এ নিয়ে কত কিছু বলার ছিল...
    দূর, বিজি হইয়া গেলাম :bash:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  29. আহসান আকাশ (৯৬-০২)

    এই মহান পোস্টে ২০০ তম কমেন্ট করতে পেরে নিজেকে ধন্য মনে করছি... জাতি আশা করি আমার এ অবদান চির দিন মনে রাখবে... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।