ক’দিন আগে ই-ডাকে আমার এক সহকর্মী আমাকে বেশ কিছু ছবি পাঠালেন। ঢাকা শহরের। এখনকার ঢাকা নয়। সেই পুরোনো দিনের ঢাকা। গল্প উপন্যাসে আমরা যে পুরোনো ঢাকাকে দেখি একেবারে সেই রকম। ছবিগুলি আমার কাছে দারুন লেগেছে। তাই ভাবলাম বাকি সবার সাথেও শেয়ার করি।
অনেক ছবি। একসাথে সব দেয়া ঠিক হবে না। প্রথমে কিছু শেয়ার করলাম। দেখি সবার কেমন লাগে। ভালো লাগলে পরে না হয় আরো দেয়া যাবে।
১. রমনা গেট ১৯০১ (যেখানে আজকের দোয়েল চত্বর)
২.পরীবিবির মাজার ১৯০৪ (লালবাগ কেল্লার ভিতরে)
৩. ঢাকা কলেজ ক্যাম্পাস ১৮৭২
৪. একজন ব্রিটিশ অফিসারের মেস ১৯৩৪
৫. নর্থবুক হল ১৯০৪
৬.মিটফোর্ড হাস্পাতাল (এখনকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
৭.লালবাগ কেল্লা ১৮৭২
৮. ঢাকেশ্বরী মন্দির ১৯০৪
৯. ঢাকা কলেজ ১৯০৪
১০. চকবাজার মোড় ১৯০৪
:clap: :clap:
সব যহন সাদাকালো সপ্ন দেখলাম মনে হয়......
:clap: :clap: :clap: :clap:
অনেকটা স্বপ্নের মতই। (স্বপ্ন কি আসলেই সাদাকাল হয় নাকি?)
প্রিয়তে নিয়ে নিলাম।
আরও দাও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
থ্যাংকু ভাইয়া, বাকিগুলো দেয়ার সাহস পাইলাম।
দোস্ত জটিল হইছে। :clap: :clap: :clap:
আমিও প্রিয়তে যোগ করলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কালেকশন আসলেই জটিল। কিন্তু কোন বেটার কালেকশন সেটাই তো খুঁইজা পাইলাম না।
আমিও ই-ডাকে ছবিগুলা পেয়েছিলাম কিছুদিন আগে। ছবিগুলো দেখে খুবই ভালো লাগছে। কত পরিবর্তন হয়ে গেছে ঢাকার। এমনকি ৮০-৯০ এর দশকের সিনেমা বা নাটকে ঢাকার রাস্তা ঘাট দেখলেও অনেক ফাকা ফাকা লাগে।
আহারে! ঢাকা যদি এখনো এমন ফাঁকা থাকতো......
ভালো লাগছে।
:clap: :clap: :clap:
৪ নম্বর ছবিটার লোকেশন কোথায় জানা যাবে কি? এটাই মনে হয় এখানের একমাত্র ছবি যেটা আকাশ থেকে তোলা হয়েছে।
Life is Mad.
লোকেশন আমি নিজেও জানিনা। আমি যার কাছ থেকে পেয়েছি, তিনিও জানেন না। তিনি যার কাছ থেকে পেয়েছেন..... এভাবে ৪ ধাপ পর্যন্ত যাদের পেয়েছি তাঁরা কেউ বলতে পারলেন না। 🙁
ছবিতে লেখা আছে Picture is taken from a wireless tower. কিন্তু কোনটা তা বলা নাই... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
wireless tower আবার কেমনে হয়?
হুম এখনকার সময়ে গুগল আর্থ দিয়ে তোলা ছবির মতো।
মিটফোর্ড হাস্পাতাল (এখনকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ঠিক আগের মতোই আছে। ঢাকা কলেজ দেখে তো চিনতেই পারিনাই ।
রমনা গেটের সামনে হাতি গুলি কি জীবন্ত?
ছবি ভালো লাগছে।
দেইখা তো হাতিগুলারে জ্যাতাই মনে ওইতাছে।
অসাধারণ ছবি। বিশাল মুগ্ধ হইছি।
আসলেই জোস। আমিও মুগধ হইছি।
চমৎকার সব ছবি।
কিন্তু তুই এই ভাষা কবে রপ্ত করলি, ই-ডাক!! 😛
www.tareqnurulhasan.com
এখনো পূরা রপ্ত কইরা উঠতে পারিনাই। 🙁
ছবিগুলো অসাধারণ। মনে হলো ঐতিহাসিক সিনেমা দেখতেছি। আবার মনে হলো, ঢাকার সব প্রাচীন স্থাপনা সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।
এইটা একটা খাটি কথা বলছ।
বাকি ছবিগুলাও তাড়াতাড়ি দিয়া দ্যাও মিয়া
সংসারে প্রবল বৈরাগ্য!
বিরাট সুন্দর সব বিলাক-হুয়াইট ছবি...ভাল্লাগলো খুউব 🙂
=)) =))
আমি আইজই ঢাকা গিয়া কয়েকটা ছবি তুইলা রাখুম। তারপর আরো পঞ্চাশ বছর পরে (যুদি বাইচা থাকি)সিসিবি তে আপ্লোড করুম।
ফার্মগেটের ভীড়ের ছবি দেইখা সবাই কইব, "ইস, ফার্মগেট এলাকাটা তখন এত ফাঁকা ছিল!!!"
:gulli2: একদম ঠিক কইছেন (সম্পাদিত) (সম্পাদিত)
বাকী ছবি গুলো কই? আপনেও দেখি ডজার হইয়া গেসেন x-(
onek sundor valo laglo
আমার ঢাকা শহর গুরতে খুব ভালো লাগে
ঘুরার সময় পাবেন কিভাবে যাত্রাবাড়ী থেকে লালবাগ কেল্লা পর্যন্ত যেতে যে সময় লাগবে তা আর ঘুরে দেখার সময় পাবেন না। আসনে ই তাই কালকের ঢাকা আর আজকের ঢাকার মধ্যে অনেক পার্থক্য
পুরোনো ঢাকা নিয়ে ঘাঁটাঘাটি করা আমারো একটা শখ 😀 ।। জটিল পোস্ট