আমার শহর- ছবিতে পুরোনো ঢাকা

ক’দিন আগে ই-ডাকে আমার এক সহকর্মী আমাকে বেশ কিছু ছবি পাঠালেন। ঢাকা শহরের। এখনকার ঢাকা নয়। সেই পুরোনো দিনের ঢাকা। গল্প উপন্যাসে আমরা যে পুরোনো ঢাকাকে দেখি একেবারে সেই রকম। ছবিগুলি আমার কাছে দারুন লেগেছে। তাই ভাবলাম বাকি সবার সাথেও শেয়ার করি।
অনেক ছবি। একসাথে সব দেয়া ঠিক হবে না। প্রথমে কিছু শেয়ার করলাম। দেখি সবার কেমন লাগে। ভালো লাগলে পরে না হয় আরো দেয়া যাবে।


১. রমনা গেট ১৯০১ (যেখানে আজকের দোয়েল চত্বর)
poribir mazar
২.পরীবিবির মাজার ১৯০৪ (লালবাগ কেল্লার ভিতরে)
dhaka college
৩. ঢাকা কলেজ ক্যাম্পাস ১৮৭২

৪. একজন ব্রিটিশ অফিসারের মেস ১৯৩৪

৫. নর্থবুক হল ১৯০৪

৬.মিটফোর্ড হাস্পাতাল (এখনকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)

৭.লালবাগ কেল্লা ১৮৭২

৮. ঢাকেশ্বরী মন্দির ১৯০৪

৯. ঢাকা কলেজ ১৯০৪

১০. চকবাজার মোড় ১৯০৪

৪,৬১০ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “আমার শহর- ছবিতে পুরোনো ঢাকা”

  1. বাহলুল (৯৩-৯৯)

    আমিও ই-ডাকে ছবিগুলা পেয়েছিলাম কিছুদিন আগে। ছবিগুলো দেখে খুবই ভালো লাগছে। কত পরিবর্তন হয়ে গেছে ঢাকার। এমনকি ৮০-৯০ এর দশকের সিনেমা বা নাটকে ঢাকার রাস্তা ঘাট দেখলেও অনেক ফাকা ফাকা লাগে।

    জবাব দিন
  2. মিটফোর্ড হাস্পাতাল (এখনকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ঠিক আগের মতোই আছে। ঢাকা কলেজ দেখে তো চিনতেই পারিনাই ।
    রমনা গেটের সামনে হাতি গুলি কি জীবন্ত?

    ছবি ভালো লাগছে।

    জবাব দিন
  3. আমি আইজই ঢাকা গিয়া কয়েকটা ছবি তুইলা রাখুম। তারপর আরো পঞ্চাশ বছর পরে (যুদি বাইচা থাকি)সিসিবি তে আপ্লোড করুম।

    ফার্মগেটের ভীড়ের ছবি দেইখা সবাই কইব, "ইস, ফার্মগেট এলাকাটা তখন এত ফাঁকা ছিল!!!"

    জবাব দিন
    • ঘুরার সময় পাবেন কিভাবে যাত্রাবাড়ী থেকে লালবাগ কেল্লা পর্যন্ত যেতে যে সময় লাগবে তা আর ঘুরে দেখার সময় পাবেন না। আসনে ই তাই কালকের ঢাকা আর আজকের ঢাকার মধ্যে অনেক পার্থক্য

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।