মরিতে চাহিনা আমি সুন্দর এ ভুবনে…

হুর সবাই পেতে চায়, কিন্তু কেউ মরতে চায় না…

অনেকদিন আগে কোন এক ব্লগারের ব্লগে পড়েছিলাম কথাটা। আসলেই কেউ মরতে চায় না। হুজুররাও না, সংশয়বাদীরা আরও না। কারণ হুজুরদের তাও হুর পাবার আশা আছে, সংশয়বাদীদের তাও নাই… 🙁

ইদানিং কাম কাইজ নাই। সারাদিন রাস্তায় রাস্তায় টো টো করি। কানে থাকে হেড ফোন…তা দিয়ে রেডিওতে আরজেদের প্যানপ্যানানি শুনি। কিংবা শুনি ফুয়াদ ফিচারিং কোন গান…

একটা স্টেশন ধরি, গান ভাল্লাগেনা…পাল্টে চলে যাই অন্য কোন হট স্টেশনে। আজকে এভাবেই রেডিও টিউনিং করতে করতে, কোন স্টেশনেই থিতু হতে না পেরে বিবিসি শোনা আরম্ভ করলাম…

এককালে আমার বাপ যখন বসে বসে বিবিসি, সিএনএন দেখতো তখন আমি বেশ অবাক হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলছি মাইরি!! তাকিয়েই থাকতাম। বিজাতীয় ইংরেজী ভাষাটার একটা অক্ষরও কানে ঢুকতোনা…

কিন্তু ইদানিং হলিউডের চলচ্চিত্র কিংবা বারাক ওবামার একসেপ্টেন্স স্পিচ দেখে দেখে কিছুটা লায়েক হয়েছি, ভাষাটা পুরাটা না বুঝলেও ব্যাটারা/ ব্যাটিরা কি কয় সেইটা ঠাওর করতে পারি…(একটু পার্ট নিলাম আর কি :)) )

বিবিসির কথায় আসি আবার। সেইখানে শুনলাম জাপানীজ বিজ্ঞানীরা বিরাট গিয়ানজাম লাগিয়ে দিয়েছেন। ষোল বছরের পুরানো মৃত কোষ থেকে জীবিত ইন্দুর বানিয়ে ফেলেছেন…শুধু তাই না, এই ইন্দুরের সাধারণ ইন্দুরদের মতো প্রজনন ক্ষমতাও আছে… 😀

এহেন কথা শুনে মনটা আনন্দিত হওয়ার কথা ছিল কিন্তু হলো না…মনে হলো ঈশ আর যদি একশ বছর পর জন্মাতাম তাহলে কি খুব ক্ষতি হতো?? ততদিনে নিশ্চই মৃত মানুষকে জীবিত করার সকল ফন্দি ফিকির আবিষ্কার হয়ে যাবে। তখন কেউ মরবে না…একবার মরবে, তারপর ক্লোন করে তারে আবার বাঁচিয়ে আনা হবে। সে মরে যাওনের অভিজ্ঞতা বর্ণনা করে ব্লগ লিখবে…

কিন্তু আমরা একশ বছর পরে জন্মাই নাই। আমাদের মরে যেতে হবে। একশ বছর পরের হালার্পুতেরা ভুলেও আমাদের জীবিত করে আনার কথা মুখেও আনবে না…বলবে, যারা গেছে তাদের যাইতে দেও, দুনিয়াজুরা এমনেই বহুত গিয়ানজাম…

খবরের লিংক

৫,৬৫০ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “মরিতে চাহিনা আমি সুন্দর এ ভুবনে…”

  1. তাইফুর (৯২-৯৮)
    তখন কেউ মরবে না…একবার মরবে, তারপর ক্লোন করে তারে আবার বাঁচিয়ে আনা হবে

    পৃ্থিবীর জনসংখ্যার উপর এখনি যেই চাপ ... ১০০ বছর পর এরাম হলি কিরাম হবে তাই ভাবতেছি। জন্মাবে কিন্তুক মইরবে না ... :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. তোর ১০০ বছর পরে জন্মাতে ইচ্ছে করে? 😮 😮
    আমার তো খালি মনে হয় ১০০ বছর আগে কেনো জন্মালাম না!! যতই দিন যাচ্ছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠছে।
    সাধে কি আর লোকে বলে , আগে কি সুন্দর দিন কাটাইতাম। :(( :((

    আর মরার কথা বলছিস? আমি কর্মক্ষমতা শেষ হবার সাথে সাথে মরে যেতে চাই। অক্ষম হয়ে বেচে থাকার কোন ইচ্ছে আমার নেই। 😀

    জবাব দিন
  3. আমি পারলে তো এখুনি মরে যেতাম। এই গিয়াঞ্জামভরা দুনিয়ায় বেশিদিন বেঁচে কী হবে! 🙁
    লেখাটা পছন্দ হলো খুব, সহজ-সরল প্রকাশভঙ্গীর জন্য।

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    'হুজুর আর সংশয়বাদী' লাইনটা পইড়া আৎকা একটা সাধারণ জ্ঞানের কথা মনে পরল ...
    "ডিফরেন্স বিটউইন 'হুজুর এ্যান্ড খেজুর' ইজ টু বি_ এ্যান্ড ওয়ান বি_"


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. হাসনাইন (৯৯-০৫)

    গিয়ানজাম...গিয়ানজাম...বহুত গিয়ানজাম।। ~x(
    শালার যুদ্ধটা লাগলেই হইল, বর্ডারে গিয়া শুইয়া পড়ুম। 😀
    মাগার এমনি মরতে ড্রাই, হুদা মইরা লাভ কি? 😛

    ষোল বছরের পুরানো মৃত কোষ থেকে জীবিত ইন্দুর বানিয়ে ফেলেছেন…শুধু তাই না, এই ইন্দুরের সাধারণ ইন্দুরদের মতো প্রজনন ক্ষমতাও আছে

    আমার ক্লিওপেট্রারে আইনা দিতে কন্না আন্নেরা। :dreamy: 😡 ;;)

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এতো গিয়ানজামের ভিতরে আমারতো মনে হয় দুইন্নাতে না আইলেই ভালা আছিলো
    তাইলে আর মরার পর জিন্দা হওনতো দূরের কথা মিরা যাবারই চান্স আছিলোনা 😕


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. আলম (৯৭--০৩)
    আসলেই কেউ মরতে চায় না। হুজুররাও না, সংশয়বাদীরা আরও না।

    আমি কোনোটাই না, তবুও আমি মরতে চাইনা। কারণ আমি এখনো শাদী করি নাই।
    একবার 'সক্ষমতার পরীক্ষা' হইয়া গেলে তারপর মইরাও সুখ।

    জবাব দিন
  8. টিটো রহমান (৯৪-০০)

    :clap: রায়হান খুব ভাল লেখা হইছে

    ঈশ আর যদি একশ বছর পর জন্মাতাম

    আমি তো আরো আফসোস করি ক্যান ১০০ বছর আগে জন্মাইলাম না! তখন ছেলেদের বাজারদর ভাল ছিল....কাজ করন লাগত না খালি একটা কামই করলেই হইত...গন্ডায় গন্ডায় বিয়া করা।


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  9. মুহাম্মদ (৯৯-০৫)

    নেটবিহীন জগতে যাওয়ার আগে ব্লগটা দেখে গেছিলাম। কিন্তু পড়ার টাইম পাই নাই।
    এরকম খবরই তো এখন চাই। আমি কিন্তু এখনও আশাবাদী, মরার আগে আগেও যদি মর্দারে জিন্দা করার কৌশলটা বাইর হয়া যায়...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।