আমার নিজের লিখা ব্লগের ঝুলিতে সিরিয়াস টাইপ পোষ্টের বড় অভাব। খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে লিখব লিখব করেও লিখা হচ্ছে না। ‘এখন যৌবন যার, একটা সিরিয়াস পোষ্ট দেবার তার শ্রেষ্ঠ সময়’ … যৌবন পার হবার আগেই তাই …
ঋণী হবার গল্প …
২০০৪ সালের জানুয়ারি। বাস্কেটবল খেলতে গিয়ে এ্যাঙ্কেল টুইস্ট করে আমি হাসপাতালে ভর্তি। ভিজিটিং আওয়ারে, শুভাকাঙ্খীদের দেখে খুব ভাল লাগে। এমনি একদিন, আহসান (৯২, ককক) আসল আমাকে দেখতে। চলে যাবার ঠিক আগ দিয়ে আমাকে বলল, ‘দোস্ত, হাতী, কান, মশা আর বাঁশ, এই চারটা শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারবি ?? কোন শব্দ চেইঞ্জ করা যাবে না।’ আমি অনেক ভেবে নিরুপায় … আহসান সাজেস্ট করল, ‘হাতীর কানে মশা … হয় ?’ … আমি সাথে সাথে ভুল ধরিয়ে দিলাম ‘তাইলে বাঁশ গেল কই?’ উত্তরে বিশাল হাসি দিয়ে ‘ ক্যান, তোর পা..য়’ বলে আহসান চলে গেল।
ঋণীই বা থাকব ক্যানো ? ঋণ শোধের পালা …
এই বাঁশ ওখানে নিয়ে আমার আর ঘুম হয় না। শুয়ে শুয়ে ছটফট করি। বাঁশটা দ্রুত কাউকে দিয়ে দিতে হবে, ‘বাগান’ সহ … আহসানকেই দিয়ে দেয়া গেলে ভাল হত … মোবাইলের ফোনবুক সার্চ করতে করতে আজম (৯২, মকক) এর নাম্বার দেখেই ‘ইউরেকা’ … আজম কে ফোন দিলাম। দুইদিন আগেই আজম হাসপাতালে এসে আমাকে দেখে গেছে। ফোন ধরতে তাই বিন্দুমাত্র বিলম্ব করল না
‘দোস্ত ক্যামন আছ এখন ? পায়ের কি অবস্থা ?’
‘আছি কোনরকম মামা, একটা সমস্যায় পড়ে তোকে ফোন দিলাম’
‘হায়, হায়, কি হইছে ??’
কথোপকথনের এই পর্যায়ে সায়েদ (৯২, বকক)’এর সপ্তম শ্রেণীতে যেই কন্ঠ ছিল (তারই লেখা ‘কারেন্ট এ্যাফেয়ার্স ডিসপ্লে’ ব্লগ দ্রষ্টব্য), ঠিক তেমন মিষ্টি, রিনরিনে একটা কন্ঠের আভাস পেলাম সেলফোনে … ‘স্যার, কোন সমস্যা ??’ বুঝলাম আজম মামা টিউশানিতে আছে। আজম তখন ছাত্রীকে আমার অসুস্থতা এবং সমস্যার কথা বলল। ছাত্রী বলে, ‘স্যার, আমাদের উনাকে হেল্প করা উচিৎ, অসুস্থ্য একটা মানুষ’ …
ছাত্রীর উৎসাহে আজম আমাকে সমস্যার কথা জানাতে বলল। আমি হাতী, কান, মশা আর বাঁশের সমস্যাটা দিলাম। ছাত্রী এবং আজম দুইজনই চেষ্টা করছে খুব। তাদের কথোপকথনে বুঝলাম, ছাত্রী সমস্যাটা লিখেও ফেলেছে। হঠাৎ ছাত্রী বলে উঠল, ‘এ তো খুব সোজা, ‘হাতীর কানে মশার বাস’, আজম আমাকে রীলে করল। আমি খুব দ্রুত, সমস্যা বাড়িয়ে দিলাম, ‘নারে এইটা তালব্য স ‘বাঁশ’, দন্ত্য স ‘বাস’ দিয়ে হবে না’। মাষ্টার এবং ছাত্রী আবার ঝাপিয়ে পরল। আমি খুব আলতো করে এবার পাঞ্চ লাইনটা ‘পাঞ্চ’ করে দিলাম। ‘দোস্ত হাতীর কানে মশা … হয় ??’ আজম ‘হাতীর কানে মশা, … হাতীর কানে মশা’, দুইবার বলতেই ছাত্রী বলে উঠল, ‘তাহলে স্যার বাঁশ গেল কই ??’ আজম সাথে সাথে আমাকে জানাল ‘তাইতো, তাইতো, বাঁশ গেল কই ??’ আমি আমার বাঁশটা সহ পুরো বাঁশঝারের ঠিকানা বলে দিলাম। আজম চুপ। ফোনে শুধু শুনতে পেলাম ছাত্রী, মাষ্টার মশাই কে জিজ্ঞেস করেই যাচ্ছে, করেই যাচ্ছে ‘স্যার, বাঁশ গেল কই ? বলেন না স্যার, বাঁশ গেল কই ??’
=)) =)) =))
তাইফুর ভাই সিরিয়াস পোস্টেরই এই অবস্থা, হালকা পোস্ট না জানি কিরকম হয়... :dreamy: :dreamy: :dreamy:
তৌফিক, আমি কেন যেন হাল্কা পোষ্ট লিখতে পারি না। যাই লিখি, সিরিয়াস পোষ্ট হয়ে যায়। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
;))
সিরিয়াস পোষ্টের নমুনা দেইখি ব্যাপক মিজা পিলুম 😀 :)) =)) :khekz: :goragori:
তাইফুর মামা আপ আপ :thumbup: :thumbup:
আমরা দোস্ত লোয়ার অর্ডার ব্যাটস্ম্যান। আপ আপ করলেও ১০ কি ১২ কইরা ব্যাট জমা ... :thumbdown:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আযম ভাই কি পরে বাঁশ (ধাঁধার জবাব আর কি! 😉 ) ভাগাভাগি করে নিয়েছিলেন???? বড় জানতে ইচ্ছে করে... :-B
দ্রষ্টব্যঃ তাইফুর ভাই, অনেক দিন আপনার সিরিয়াস লেখা দেখে ভাল লাগল... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই জিনিস কি আর ছাত্রীর সাথে ভাগাভাগি করা যায় রে বোকা :-B
ছাত্রী-মাষ্টার সম্পর্ক যে বড় মধুর ... আত্মত্যাগের সর্বোৎকৃষ্ট নিদর্শন স্বরুপ পূরো ধাঁধাঁটাই মাষ্টার মশাই একা 'সাপোজইটিং' করেছেন।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) :khekz: :khekz: 😀 😀
Life is Mad.
এর চেয়ে উত্তর দেয়াটাই ভাল ছিল না???আর ভাল কইরা বুঝাইতে পারলে গৃহ শিক্ষক থেকে গৃহ জামাই হইতে কতক্ষণ?
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বাঁশ শেয়ার করলে গৃহশিক্ষক থেকে ডিমোশান হয়া গৃহভৃত্ত্য হইবারও সম্ভাবনা ছিল।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮
টিটো ভাই কি কইলেন এইডা!
অবশ্য সে জুন্যে বাঁশের বদলে "ইয়ে" আর বাঁশ যে স্থানে যাবার কথা তার বদলে "ইয়ে-২"
হতে হবে 😉
আমি মাস্ফ্যুর এই কমেন্টটা পড়ি নাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও পড়ি নাই। :no: :no:
আমিও এই কমেন্ট টা দেই নাই।ত দিয়া নাম শুরু এমসিসির প্রাক্তন এক ক্যাডেট(সুদানে ঝিকিঝিকি পমপমরত) আমার আইডি হ্যাক কইরা এই করছে।
তাইফুর ভাই, দেখেন তো কিছু করন যায় কিনা? 😛
'ম' দিয়া নাম শুরু জেসিসি'র প্রাক্তন কুন কলেজ প্রিফেক্ট'রে পিডায়া দেখি, কিছু বাইর হয়া আসে কি না। B-)
('কিছু বাইর হওয়া' বলতে আমি 'সত্য' বাইর হওয়া বুঝাইছি। বদ পুলাপানের চিন্তা'র ডাইভার্সিটির প্রয়োগ এখানে নিস্প্রয়োজন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, প্রয়োজন নেই জেনেও তো আমরা অনেক কিছু করি। চিন্তার ডাইভার্সিটি আছে বলেই তো আমরা এখনও অজানাকে জানতে পারছি। B-) B-)
:guitar: :goragori: :goragori: :khekz:
ও বুজসি।পরথমে ভাবসিলাম আমার কথা কইতাছেন-পরে দেখি না,আমি না।আমার নাম তো তাহসিন মাসরুফ হোসেন-ত দিয়া শুরু।খিয়াল কইরা দেখলাম যে আপনে কইতাছেন জেসিসি প্রথম ব্যাচের মুনিরুজ্জামান ভাইয়ের কথা।মেজর জেনারেল মুনির ছিলেন ৫৫ ইনফ্যান্ট্রির জিওসি,খাইশটা হিসাবে সুনামও ছিল জানি। আপনে যে উনারে পিডাইতে চান হেইডা জানায় দিমুনে(আপনের বিএ নাম্বার, ইউনিট সুদ্দা) 😀 😀 😀
অফ টপিক-উনার অনেক বয়েস হইছে,কিছু বাইর না হওয়ার চান্স ই বেশি 😛
=)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
অফটপিকটা না কইলেই কি হইত না ?? x-(
(অফটপিকটাই অবশ্য বেশি ভাল ছিল ... :khekz: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কেউ পিডাক বা না পিডাক, তার যে বয়স-সুগার নিশ্চয়ই বাইর হয়... :-B
😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
ছিঃ তোরা এত খ্রাপ ... 🙁
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আজ আমি বাক্যহারা।
বস, 'স্পিচলেছ' যদি বাক্যহারা হয়
তাইলে 'মোখলেছ' কি হইব ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও বাক্যহারা, শব্দহারা! এই কি না সিরিকাস পুস্টের নমুনা! 😮 😮
সত্যি প্রতিপক্ষ, কি বিচিত্র এই সিরিকাস পোষ্ট ... :-B
(আন্দালিব, তোর অসাধারণ লিখাগুলা পড়ার পর থিকা আমার খালি সিরিয়াস পোষ্ট দিতে মঞ্চায়, কিন্তু পারি না)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, আপনার সিরিয়াস পোস্ট আমাকে খুব ভাবায়ে তুলল! :-B :-B
দারুন হইসে বস্! :clap: :clap: :clap:
ইসসস...এত্ত মজা করে যে কবে লিখতে পারব!
"একানে বসে বাবচো তুমি, তুমি ভাপ্পার কি ?
ভাপ্পার যিনি, বাবছেন তিনি, তুমি বাব তাকে।"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
খাইছে রে! কোবতে তো মাথার উপর দিয়া চইল্যা গেল!
মাথা দুই ইঞ্চি উচা কইরা খাড়ায়া আবার পড় O:-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নষ্টালজিক হয়ে গেলাম...ই-মেইলের স্প্যাম ফোল্ডারের কথা মনে পড়ে গেল...কেন যে সব ডিলিট কইরা দিলাম... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮 😮 ছি ছি ছি এইগুলাকিকন!!!
বস,
পুরা পাংখা! :boss:
ব্যাপক মজা পিলাম...
দেশ ও জাতির এই ক্রান্তিকালে, জাতি আপনার কাছ থিকা আরো অনেক সিরিয়াস পোস্ট চায়,বস :tuski: ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অসি'র চেয়ে মসি সত্যই অনেক বেশি শক্তিশালী। তোদের কাছে দোয়া চাই, আমি যেন এর চেয়েও অনেক বেশি সিরিয়াস লিখতে পারি, বদলে দিতে পারি দেশ ও ঝাতির ...
(এই রকম বক্তব্য দিতে গেলেই ভয় লাগে ... পাইজামা না আবার খুইল্লা যায়)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😛 😛 😛 😛 😛 😛 😛 😛
"পালায়া তুই যাবি কুথায়, রঙপুর, দিনাজপুর ?
তোর লাইগাও রাখছিরে বাঁশ, মেইড ইন সিঙ্গাপুর।"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিঙ্গাপুরের বাঁশগুলা নাকি,
ইয়া বড় আর লম্বা লম্বা,
একটা আমি নিতে পারি,
বাকি গুলা আপনারে গিফট দেম্বা।
(বিঃদ্রঃ এখানে অন্তমিলের বিবেচনা করে দেব এর পরে 'ম্বা' যুক্ত হয়েছে)
😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛
তাইফ মাম্মা :thumbup: :thumbup: :thumbup:
ইনিক দিন পির ইটা পিড়া চিয়ার থিক্কা পিরা গিলাম মামা :goragori: :goragori: :goragori:
দোস্ত জব্বর, জট্টিল, কুট্টিল, পুরা বোম্বাস্টিক 😀
এরম সিরিয়াস পোস্ট ডেইলি চাই :hatsoff:
আর ক্যাডায় কইছে সিরিয়াস পোস্টের ভাত নাই 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
এতো সিরিয়াস পোষ্ট পইড়াও তুই পিরা গেলি ?? x-(
আবার কস সিরিয়াস পোষ্টের ভাত আছে ... :-B
তাইলে মনে হয় দুইন্নাৎ আর ইন্সাফের ভাত নাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀 :hug: :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
সায়েদ মামা,তাইফুর ভাই তার ভাইগ্নারে(আমারে) বাঁশ দেওয়ার শোধ তুইল্লা নিল।সাবাস!এই না হইলে বড় মামা!
সিরিয়াস পোস্টের এই নমুনা,হাল্কা হইলে না জানি কি হইত!! টুশকির ভাষায়, ঘনই এত ফাঁক,ফাঁক না জানি কত ফাঁক!
বি দ্রঃ এই ফাঁক সেই ফাক না। 😀
মাস্ফ্যু, এই ফাক যেই ফাক না, সেই ফাক টা কুন ফাক ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটা হইল গৃহশিক্ষক থিকা গৃহজামাই হইতে যেই ফাক লাগে সেই ফাক 😛
কি তামশা! ব্যাবাক ফাক ফাকা!
ওই মাস্ফ্যু, কি বাত্তি লাগাইলি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নাহ আমার মামাডা নষ্ট হই গেছে।সারাদিন তার চিন্তায় খালি ফাক ঘুরে 🙁
এই সিরিয়াস লেখার নমুনা 😀 😀 :khekz: :khekz: :awesome: :awesome: ????
Life is Mad.
এইডা সিরিয়াস লেখার নমুনা বা স্যাম্পল না ... এক্কেরে মেইন লটের 'রিজেক্টেড' মাল ডেলিভারি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, আপনি এই ব্লগে মাল ডেলিভারি করা শুরু করছেন দেখি! খুব খ্রাপ ব্যাপার! :-B :-B :-B
অন্য কিছু ডেলিভারি দেওয়ার ক্ষ্যামতা নাইরে ভাইডি। 😕
তোর আছে ?? :-/
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নারে ভাই, আমারো নাই। :-/
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:awesome: :awesome: :awesome: :awesome:
এই মারাত্মক সিরিয়াস পোস্ট পইড়া আমি সিরিয়াস মজা পাইলাম।
হাসতেই আছি, হাসতেই আছি! =))
www.tareqnurulhasan.com
হাস্তেই থাক হাস্তেই থাক ... :grr:
(ফুল্লিঅনটপিকঃ তারেক, 'হাতী, কান, মশা আর বাঁশ' দিয়া একটা সুন্দর বাক্য রচনা কইরা দে না। আমি জানি তুই পারবি) :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার বাক্য রেডিই আছে-
হাতীর কানে মশা, আর বাঁশ হইলো এই পোস্টের লেখকের পেছনে। 😀
www.tareqnurulhasan.com
এই পোষ্টটা তাইলে আমি মু. নূরুল হাসান'কে উৎসর্গ করলাম (পেছনের জিনিসটা সহ) :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
আর কিছু না হোক, বাশ তো দিছ, সিরিয়াসই তো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, শুধু আপ্নেই বুঝলেন, আমার সিরিয়াসনেসটা ঠিক কুথায় :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হাতি দুষ্টামি করে মশার কান টেনে দিতেই রেগে গিয়ে মশা হাতিকে বাঁশ দিয়ে পেটাতে লাগল...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই বাঁশ কি মশার বাঁশ? তাহইলে তো হাতীর খবর আছে! 😛 😛
বাঁশটা বেসিক্যালি জুনা'র 'ওইখানে'ই ছিল। মশা, হাতীকে পেটানোর জন্য ইস্যু করে নিয়ে কাজ শেষে আবার 'জায়গা'মত রেখে দিয়েছে। :awesome:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :goragori:
রেন্ট-আ-বাঁশ!!! নতুন ব্যবসা নাকি???? :khekz:
তাইফুর ভাই, পাইওনিয়ার হবার কারনে আপনারে বাঁশ সালাম (অনেক লম্বা সালাম... 😉 ) :salute:
অফ টপিক- আপনি একটু ভুল করেছেন...বাঁশানুক্রম অনুসারে ওটা এখন আযম ভাইএর কাছে থাকার কথা...মশা ধার নিলে ওনার কাছ থেকেই নিয়েছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এ তো ২০০৪ সালে'র বাঁশানুক্রম ...
কালের বিবর্তনে কত বাঁশ যে কত হাত বদল হয়েছে ...
অন্য কোন ঝাড়ের অন্য কোন বাঁশ তোর 'ষ্টকে' থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হো হো... :khekz: :khekz: :khekz:
হাসনাইন,
ক্যামুন আছস ভাইডি ??
(এইবার কিন্তু হাস্না বলি নাই) 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস বান্দরবান গেছিলাম, সাথে নিলগিরি, বগা লেক, কেওক্রাডং এর মাথায় চইড়া আসলাম। শীগগির এই নিয়া একখান ব্লগ দিমু। বাংলাদেশে এমুন জায়গা আছে, চিন্তায় ছিল না। :boss:
ছবি সহ দিস।
(আবার খালি ফটো ব্লগ দিস না কিন্তু। ভ্রমন কাহিণী উইথ ফটো)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হায় বাঁশ, কতো খেল দেখাইলিরে =)) =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
তোরেও খেলা দেখাইছে নাকি ?? :-B
এখনও জায়গামতই আছে না ফেলে দিতে পারছিস ?? :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাকসেসফুল্লি সুদে আসলে গছায়া দিছি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আসলটা রাইখা দিলেই পারতি ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তর লাগবনিরে 😛 তাইলে খুইজ্জানি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার নিজের বাঁশঝার আছে, ওইডা সাম্লায়া কূল পাই না, সবাইরে সাপ্লাই দিতে হয় ...
আমার লাগব না মামা। অন্য কাউরে গছাও।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই সতিকার অর্থে পিরা গেছি। আমার ভাই আর মামারে শুনাইলাম, তারাও পিরছে। ভাই মিরলে কিন্তু আপনার খবর আছে। আমি কইলাম আইনজীবি। :-B :-B
এই পোষ্টটা বাঁশ সহ, অলরেডি মহান এক লেখক'কে উৎসর্গ করা হয়ে গ্যাছে। সকল দায়-দায়ীত্ব এখন থেকে উনার।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর রে...
কম্পিউটারের সামনের থাইক্কা উইঠা বিছানায় গড়াগড়ি দিয়া আক্ষরিক অর্থেই পেট চাইপা ধইরা হাসছি...। হাসতে হাসতে এখন চাপা ও ব্যাথা করতাছে...। তুমি ভাই একটা জিনিয়াস। আর কমেন্টগুলাও এক্কেবারে...। খাড়াও আবার একটু হাইসা আসি... :goragori:
বস,
আপনি যে ডাইরেক্ট পিরা না গিয়া, উইঠা বিছানায় গিয়া গিড়গিড়াইছেন, এইটাই আমার লেখার দূর্বলতার প্রমাণ। :-B
ভবিষ্যতে আরও সিরিয়াস কিছু লিখতে হবে। :dreamy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইয়া মাবুদ, তাইলে তো নিজেরে চেয়ারের লগে বাইন্দা লইয়া সেই লেখাটা পড়তে হইবে। চেয়ার থাইকা পইড়া গিয়া হাত পা ভাংলে তো আবার আরেকটা কাহিনী হইয়া যাইব।
বস্ পিরতে পিরতে মিরা যাইয়েননাগো =))
সংসারে প্রবল বৈরাগ্য!
বস'রা সর্ব্দাই বস।
পিরা গেলেও বস।
মিরা গেলেও বস।
ছানা'র কোবতে আবার
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
যাক, প্রথমেই খুশি হইয়া গেছিলাম, তাইফু ভাই লেখা দিসে এই খুশিতে।পরে তো হাসতে হাসতে মিরা যাওয়ার দশা।
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
বাঁশটা'র খোজ কি পাইছিস রবিন ?? :-/
না পাইলে মোচড় দিয়া নিজের পিছনে দেখ ... :-B
এখন পাইছস ?? :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাঁশ ভালো হইছে। 😉 😉 😉 😉
ভাল তো হইবই গুরু,
তোরে দিয়াই হইছিল শুরু
মনে পড়ে ??
(অফটপিকঃ আইজ সারাদিন তোর কমেন্টের জন্য বইসা ছিলাম। দুই তিন বার আইসাও কমেন্ট না কইরা চইলা গেলি দেইখা মন্ডা কিঞ্চিৎ খ্রাপও হইছিল।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি একসিডেন্ট করছিলাম, আগের সব কাহিনী ভুইলা গেছি। 😉
দৌড়ের উপর আছি। তাই ৩ দিন ব্লগে ছিলাম না। আপনারা আছেন কেমন? 😀
আবার একসিডেন্ট কর।
দুইসিডেন্ট হইলেই সব মনে পড়ব।
(দৌড়ের উপর থাক আর খাঁড়ার উপর থাক,
দোয়া করি যেইখানেই থাক, ভাল থাক)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর যাই হোক আইজকা রাইতে আর কামরুলের কিছু মনে পড়বোনা, এইটা সিউউউর 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
সময়ই বলে দিচ্ছে মামা, কে লোয়ার অর্ডার ব্যাটসম্যান আর কে টপ অর্ডার ব্যাটসম্যান। তুই তো দেখি টেষ্ট খেলা শুরু করলি। সাবাশ :clap:
আর মাত্র ১২ টি কমেন্টের প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে তাইফুরকে একটি টেষ্ট শতক উপহার দেই :guitar:
মাম্মা, কমেন্টতো এমনি এমনিই ডাল-পালা ছড়ায় ...
কমেন্ট গুইনা তাই লাভ নাই। নিজের মনের কুড়কুড়ানি থামানির জন্য ব্লগ নামাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
চরম্(ও ও ও) সিরিয়াস পোস্ট । ওরা এগারোজন কোথায় ???
চলে এস......
:hatsoff:
'ওরা এগারোজন' শুনলেই আরেকটা নাম মনে পড়ে ...
'আবার তোরা মানুষ হ' 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রইল বাকি ৯... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
একটা সিক্স পিডামু নাকি, না থাউক, পরে আউট হয়া গেলে সব্বোনাশ 😀
এর থেইকা দেইখা শুইনা একটা গোল্লা টাইপ সিঙ্গেল 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
একটা প্রচন্ড সিরিয়াস পোস্টে আমিও একটা প্রচন্ড সিরিয়াস কমেন্ট করে গেলাম। 😀 😀
আর আমি এর সাক্ষী রইলাম 😀 😀 😀
রায়হান, আমি তোর সিরিয়াস কমেন্ট পইরা আরও সিরিয়াস হই গেলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, রায়হানের সিরিয়াস কমেন্ট দেইখা তোর সিরিয়াস হয়ে যাওয়া দেখে আমি আরো সিরিয়াস হয়ে গেলাম। এমনিতেই আজকে একটা সিসিবিয় ষড়যন্ত্রের শিকার হয়ে কাদতে কাদতে মাথার অনেক চুল পড়ে গেছে, তার উপর ডাবল সিরিয়াস হয়ে বেশ পেট ব্যথা করছে ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
ঝানতাম নাতো, আজ ঝেনে নিলাম। 😛
তোকে ঝানাতে পেরে দণ্য হলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উপকথা: আজম ভাই বাঁশঝাড়টা ছাত্রীকে দিয়ে দিয়েছিলেন এবং এরপর আর কোনদিন সে বাসায় পড়াতে যাননি। 😀
এতে অবশ্য আজম ভাইকে দোষ দেয়া যায় না, সব দোষ তাইফুর ভাইয়ের।
উপকথা ভাল ছিল ... :thumbup:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ডিসক্লেমার : আমি এই পোস্ট এবং কোনো মন্তব্য পিড়ি নাই। :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনি পড়েন আর না পড়েন বস ...
আমার লেখায় আপনার 'ছায়া' পড়লেও আমি খুশি ... 🙂
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ব্যাটটা আমিই তুললাম। 😀
তোরে ধণ্যবাদ দিয়া খাটো করলাম।
এখন তোর হাইট কত হইল ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮
আপনার আমার কথা মনে আছে? ও আল্লাহ!!!
৯৭-এর আইসিসি বাস্কেটবল প্রাথমিক টিমে আমিও ছিলাম। ২ দিন পরেই বাদ গেছিলাম। 🙁
লাবলু ভাই চিকি সিংগেল নিয়া আমারে সেঞ্চুরী করতে দিল না। :(( :(( :((
জি না তৌফিক। সেঞ্চুরিটা আমি করছি। তুমি পরের সিঙ্গেল...............
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইনশাল্লাহ পরেরবার আর মিস হবে না। দরকার হয় জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্ট বানায়া রাখবো। অটো একশতম কমেন্ট হবে।
ডিসক্লেইমারঃ জাভাস্ক্রিপ্ট জানি না। সেঞ্চুরী করার জন্য শিখ্যা নিমু। :gulli2: :gulli2: :gulli2:
লাবলু ভাইরে সেঞ্চুরীর জন্য অভিনন্দন। :thumbup:
আজকা আমার দিনডা ভালা যাইতাছে! তাইফুরের পোস্টে সেঞ্চুরি, ব্লগ অ্যাডজুটেন্টের পোস্টে ওপেনিং.............. :awesome: :awesome: :awesome: নিজের পারফরমেন্সে 😡 হইয়া যাইতাছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাইয়ের কমেন্ট তা যত তমই হউক ...
আমার কাছে ১০০ কমেন্ট'এর সমান।
ধণ্যবাদ ভাই। :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিনিয়র সিসিবিতে যোগ দিবা নাকি? :hug:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যোগ তো গতকাল্কেই দিছি বস। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মা, লাবলু ভাইয়ের ষড়যন্ত্রে তুইও যোগ দিলি x-( x-(
এর চেয়ে আমরা একটা ইন্টারমিডিয়েট গ্রুপ খুইল্লালাইতাম নাইলে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজি ভাই, এই ছিল আপনার মনে? :gulti:
আরে ব্যাটা এইটা হইলো স্ট্র্যাটেজি, বুঝছসনা 😉
আগে শত্রু মহলে ঢুকতেতো হবে :grr: 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
স্ট্রাটেজির কথা এমুন করে জানান দেওয়া কোন টাইপ স্ট্রাটেজি সেইটাই বুঝলাম না। 😛
ফৌজি ফৌজি ভাই ভাই!! 😀 😀 😀
লড়াই লাগলে আমরা নাই!!! :thumbdown: :thumbdown: :thumbdown:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইডা হইল 'অপোনেন্ট রে ডোন্ট কেয়ার' স্ট্রাটেজি... :grr: :grr: :gulli:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) :goragori: =)) :goragori: =)) :goragori: =)) :goragori:
আমি এই পোস্ট পড়বো কিনা ভাবতাছি। শুনছি এইটা নাকি আবার সিরিয়াস পোস্ট। আরেকটু ভাবি :dreamy: ;))
=)) =)) =)) =)) :goragori: :goragori: :goragori:
অফিসের মইদ্যে বইলা চিক্কুর দিয়া হাসতে পারলামনা ...... মামা, তুই আসলেই একটা মাল ......
আবার আইস্যা হাইস্যা গেলাম =)) =))
=)) =)) =))
তাইফুরদার লেখা মিস করি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হিহিহিহিহিহোহোহোহো,মাম্মা,এত্ত সিতিয়াস পোষ্ট আমি জীবনেও পড়ি নাই =)) =)) =))
তাইফুরদার লেখা মিস করি।