একটি সিরিয়াস পোষ্ট দেবার এখনি সময়

আমার নিজের লিখা ব্লগের ঝুলিতে সিরিয়াস টাইপ পোষ্টের বড় অভাব। খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে লিখব লিখব করেও লিখা হচ্ছে না। ‘এখন যৌবন যার, একটা সিরিয়াস পোষ্ট দেবার তার শ্রেষ্ঠ সময়’ … যৌবন পার হবার আগেই তাই …

ঋণী হবার গল্প
২০০৪ সালের জানুয়ারি। বাস্কেটবল খেলতে গিয়ে এ্যাঙ্কেল টুইস্ট করে আমি হাসপাতালে ভর্তি। ভিজিটিং আওয়ারে, শুভাকাঙ্খীদের দেখে খুব ভাল লাগে। এমনি একদিন, আহসান (৯২, ককক) আসল আমাকে দেখতে। চলে যাবার ঠিক আগ দিয়ে আমাকে বলল, ‘দোস্ত, হাতী, কান, মশা আর বাঁশ, এই চারটা শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারবি ?? কোন শব্দ চেইঞ্জ করা যাবে না।’ আমি অনেক ভেবে নিরুপায় … আহসান সাজেস্ট করল, ‘হাতীর কানে মশা … হয় ?’ … আমি সাথে সাথে ভুল ধরিয়ে দিলাম ‘তাইলে বাঁশ গেল কই?’ উত্তরে বিশাল হাসি দিয়ে ‘ ক্যান, তোর পা..য়’ বলে আহসান চলে গেল।

ঋণীই বা থাকব ক্যানো ? ঋণ শোধের পালা
এই বাঁশ ওখানে নিয়ে আমার আর ঘুম হয় না। শুয়ে শুয়ে ছটফট করি। বাঁশটা দ্রুত কাউকে দিয়ে দিতে হবে, ‘বাগান’ সহ … আহসানকেই দিয়ে দেয়া গেলে ভাল হত … মোবাইলের ফোনবুক সার্চ করতে করতে আজম (৯২, মকক) এর নাম্বার দেখেই ‘ইউরেকা’ … আজম কে ফোন দিলাম। দুইদিন আগেই আজম হাসপাতালে এসে আমাকে দেখে গেছে। ফোন ধরতে তাই বিন্দুমাত্র বিলম্ব করল না
‘দোস্ত ক্যামন আছ এখন ? পায়ের কি অবস্থা ?’
‘আছি কোনরকম মামা, একটা সমস্যায় পড়ে তোকে ফোন দিলাম’
‘হায়, হায়, কি হইছে ??’
কথোপকথনের এই পর্যায়ে সায়েদ (৯২, বকক)’এর সপ্তম শ্রেণীতে যেই কন্ঠ ছিল (তারই লেখা ‘কারেন্ট এ্যাফেয়ার্স ডিসপ্লে’ ব্লগ দ্রষ্টব্য), ঠিক তেমন মিষ্টি, রিনরিনে একটা কন্ঠের আভাস পেলাম সেলফোনে … ‘স্যার, কোন সমস্যা ??’ বুঝলাম আজম মামা টিউশানিতে আছে। আজম তখন ছাত্রীকে আমার অসুস্থতা এবং সমস্যার কথা বলল। ছাত্রী বলে, ‘স্যার, আমাদের উনাকে হেল্প করা উচিৎ, অসুস্থ্য একটা মানুষ’ …
ছাত্রীর উৎসাহে আজম আমাকে সমস্যার কথা জানাতে বলল। আমি হাতী, কান, মশা আর বাঁশের সমস্যাটা দিলাম। ছাত্রী এবং আজম দুইজনই চেষ্টা করছে খুব। তাদের কথোপকথনে বুঝলাম, ছাত্রী সমস্যাটা লিখেও ফেলেছে। হঠাৎ ছাত্রী বলে উঠল, ‘এ তো খুব সোজা, ‘হাতীর কানে মশার বাস’, আজম আমাকে রীলে করল। আমি খুব দ্রুত, সমস্যা বাড়িয়ে দিলাম, ‘নারে এইটা তালব্য স ‘বাঁশ’, দন্ত্য স ‘বাস’ দিয়ে হবে না’। মাষ্টার এবং ছাত্রী আবার ঝাপিয়ে পরল। আমি খুব আলতো করে এবার পাঞ্চ লাইনটা ‘পাঞ্চ’ করে দিলাম। ‘দোস্ত হাতীর কানে মশা … হয় ??’ আজম ‘হাতীর কানে মশা, … হাতীর কানে মশা’, দুইবার বলতেই ছাত্রী বলে উঠল, ‘তাহলে স্যার বাঁশ গেল কই ??’ আজম সাথে সাথে আমাকে জানাল ‘তাইতো, তাইতো, বাঁশ গেল কই ??’ আমি আমার বাঁশটা সহ পুরো বাঁশঝারের ঠিকানা বলে দিলাম। আজম চুপ। ফোনে শুধু শুনতে পেলাম ছাত্রী, মাষ্টার মশাই কে জিজ্ঞেস করেই যাচ্ছে, করেই যাচ্ছে ‘স্যার, বাঁশ গেল কই ? বলেন না স্যার, বাঁশ গেল কই ??’

১০,৭৮৩ বার দেখা হয়েছে

১২৯ টি মন্তব্য : “একটি সিরিয়াস পোষ্ট দেবার এখনি সময়”

  1. রহমান (৯২-৯৮)
    এখন যৌবন যার, একটা সিরিয়াস পোষ্ট দেবার তার শ্রেষ্ঠ সময়
    সায়েদ (৯২, বকক)’এর সপ্তম শ্রেণীতে যেই কন্ঠ ছিল (তারই লেখা ‘কারেন্ট এ্যাফেয়ার্স ডিসপ্লে’ ব্লগ দ্রষ্টব্য), ঠিক তেমন মিষ্টি, রিনরিনে একটা কন্ঠের আভাস পেলাম সেলফোনে

    ;))

    আমি আমার বাঁশটা সহ পুরো বাঁশঝারের ঠিকানা বলে দিলাম। আজম চুপ। ফোনে শুধু শুনতে পেলাম ছাত্রী, মাষ্টার মশাই কে জিজ্ঞেস করেই যাচ্ছে, করেই যাচ্ছে ‘স্যার, বাঁশ গেল কই ? বলেন না স্যার, বাঁশ গেল কই ??

    সিরিয়াস পোষ্টের নমুনা দেইখি ব্যাপক মিজা পিলুম 😀 :)) =)) :khekz: :goragori:

    তাইফুর মামা আপ আপ :thumbup: :thumbup:

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আযম ভাই কি পরে বাঁশ (ধাঁধার জবাব আর কি! 😉 ) ভাগাভাগি করে নিয়েছিলেন???? বড় জানতে ইচ্ছে করে... :-B

    দ্রষ্টব্যঃ তাইফুর ভাই, অনেক দিন আপনার সিরিয়াস লেখা দেখে ভাল লাগল... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      সত্যি প্রতিপক্ষ, কি বিচিত্র এই সিরিকাস পোষ্ট ... :-B
      (আন্দালিব, তোর অসাধারণ লিখাগুলা পড়ার পর থিকা আমার খালি সিরিয়াস পোষ্ট দিতে মঞ্চায়, কিন্তু পারি না)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    পুরা পাংখা! :boss:
    ব্যাপক মজা পিলাম...
    দেশ ও জাতির এই ক্রান্তিকালে, জাতি আপনার কাছ থিকা আরো অনেক সিরিয়াস পোস্ট চায়,বস :tuski: ...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      অসি'র চেয়ে মসি সত্যই অনেক বেশি শক্তিশালী। তোদের কাছে দোয়া চাই, আমি যেন এর চেয়েও অনেক বেশি সিরিয়াস লিখতে পারি, বদলে দিতে পারি দেশ ও ঝাতির ...
      (এই রকম বক্তব্য দিতে গেলেই ভয় লাগে ... পাইজামা না আবার খুইল্লা যায়)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    তাইফ মাম্মা :thumbup: :thumbup: :thumbup:

    ‘স্যার, বাঁশ গেল কই ? বলেন না স্যার, বাঁশ গেল কই ??’

    ইনিক দিন পির ইটা পিড়া চিয়ার থিক্কা পিরা গিলাম মামা :goragori: :goragori: :goragori:

    দোস্ত জব্বর, জট্টিল, কুট্টিল, পুরা বোম্বাস্টিক 😀
    এরম সিরিয়াস পোস্ট ডেইলি চাই :hatsoff:
    আর ক্যাডায় কইছে সিরিয়াস পোস্টের ভাত নাই 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কথোপকথনের এই পর্যায়ে সায়েদ (৯২, বকক)’এর সপ্তম শ্রেণীতে যেই কন্ঠ ছিল (তারই লেখা ‘কারেন্ট এ্যাফেয়ার্স ডিসপ্লে’ ব্লগ দ্রষ্টব্য), ঠিক তেমন মিষ্টি, রিনরিনে একটা কন্ঠের আভাস পেলাম সেলফোনে …

    সায়েদ মামা,তাইফুর ভাই তার ভাইগ্নারে(আমারে) বাঁশ দেওয়ার শোধ তুইল্লা নিল।সাবাস!এই না হইলে বড় মামা!

    ‘এখন যৌবন যার, একটা সিরিয়াস পোষ্ট দেবার তার শ্রেষ্ঠ সময়’

    সিরিয়াস পোস্টের এই নমুনা,হাল্কা হইলে না জানি কি হইত!! টুশকির ভাষায়, ঘনই এত ফাঁক,ফাঁক না জানি কত ফাঁক!
    বি দ্রঃ এই ফাঁক সেই ফাক না। 😀

    জবাব দিন
  6. আহ্সান (৮৮-৯৪)

    তাইফুর রে...
    কম্পিউটারের সামনের থাইক্কা উইঠা বিছানায় গড়াগড়ি দিয়া আক্ষরিক অর্থেই পেট চাইপা ধইরা হাসছি...। হাসতে হাসতে এখন চাপা ও ব্যাথা করতাছে...। তুমি ভাই একটা জিনিয়াস। আর কমেন্টগুলাও এক্কেবারে...। খাড়াও আবার একটু হাইসা আসি... :goragori:

    জবাব দিন
  7. রবিন (৯৪-০০/ককক)

    যাক, প্রথমেই খুশি হইয়া গেছিলাম, তাইফু ভাই লেখা দিসে এই খুশিতে।পরে তো হাসতে হাসতে মিরা যাওয়ার দশা।

    ‘স্যার, বাঁশ গেল কই ? বলেন না স্যার, বাঁশ গেল কই ??’

    :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  8. রহমান (৯২-৯৮)
    তাইফুর (৯২-৯৮) বলেছেন:
    ডিসেম্বর ১৮, ২০০৮ ‌, ১২:০৯ অপরাহ্ন
    আমরা দোস্ত লোয়ার অর্ডার ব্যাটস্ম্যান। আপ আপ করলেও ১০ কি ১২ কইরা ব্যাট জমা

    সময়ই বলে দিচ্ছে মামা, কে লোয়ার অর্ডার ব্যাটসম্যান আর কে টপ অর্ডার ব্যাটসম্যান। তুই তো দেখি টেষ্ট খেলা শুরু করলি। সাবাশ :clap:

    আর মাত্র ১২ টি কমেন্টের প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে তাইফুরকে একটি টেষ্ট শতক উপহার দেই :guitar:

    জবাব দিন
  9. মুহাম্মদ (৯৯-০৫)

    উপকথা: আজম ভাই বাঁশঝাড়টা ছাত্রীকে দিয়ে দিয়েছিলেন এবং এরপর আর কোনদিন সে বাসায় পড়াতে যাননি। 😀
    এতে অবশ্য আজম ভাইকে দোষ দেয়া যায় না, সব দোষ তাইফুর ভাইয়ের।

    জবাব দিন
    • তৌফিক

      ইনশাল্লাহ পরেরবার আর মিস হবে না। দরকার হয় জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্ট বানায়া রাখবো। অটো একশতম কমেন্ট হবে।

      ডিসক্লেইমারঃ জাভাস্ক্রিপ্ট জানি না। সেঞ্চুরী করার জন্য শিখ্যা নিমু। :gulli2: :gulli2: :gulli2:

      লাবলু ভাইরে সেঞ্চুরীর জন্য অভিনন্দন। :thumbup:

      জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আজকা আমার দিনডা ভালা যাইতাছে! তাইফুরের পোস্টে সেঞ্চুরি, ব্লগ অ্যাডজুটেন্টের পোস্টে ওপেনিং.............. :awesome: :awesome: :awesome: নিজের পারফরমেন্সে 😡 হইয়া যাইতাছি।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।