১.
খবরটা প্রথম শুনলাম জিহাদের কাছ থেকে।
মোবাইলে অপরিচিত নাম্বার দেখে বরাবরের মতই সুন্দর কোন নারীকন্ঠের আশায় ফোনটা ধরলাম।
হ্যালো,কে ফুয়াদ?
হ্যা।কে?
আমি আ্যাডজুটেন্ট।
আমার ছোটভাইও ক্যাডেট কলেজে পড়ে।ও কি করতে পারে তা ভাবতে ভাবতেই বল্লাম,
জি স্যার,স্লামালাইকুম।
আরে শালা আমি সিসিবির অ্যাডজুটেন্ট।
এহহে,এমনে ধরা খাইলাম।যাউগ্গা,ব্যাপার না।আমরা আমরাইতো। 😀
হ্যা,কি হইছে?
কাইলকা মিটিঙ আছে।আইসা পড়িস।
বলেই ও ফোনটা রেখে দিল,কিসের মিটিঙ,কখন কোথায় কি কিসুই তো বলল না।এইসব মনে হয় অ্যাডজুটেন্ট থেকে শুনার কথা না।
কি আর করা,স্টাফ/ওস্তাদজীর থেকেই জানতে হবে।
ফোন দিলাম ব্লগের স্টাফ রায়হানআবীররে। :grr:
কিরে,কিসের বলে মিটিঙ হবে।
হ্যা,হবে তো।
কই,কখন,কেন?
আমিও তো জানিনা ।
মানে!!তো কি করুম এখন।
টেনশন লইস না।আমি জাইনা সকালে তোরে নিয়া যামুনে।
আইচ্ছা বলে ফোন রেখে দিলাম।তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে কারন রায়হানের সকাল আর আমার সকালর মধ্যে বিস্তর ফারাক। B-)
২.
সিসিবির মিটিং চলছে।অনেকক্ষন ধরেই।কিন্তু যে কারনে মিটিং তা আগানোর কোন লক্ষন দেখা যাচ্ছেনা।
ঘটনা হল সিসিবির আরেকটা সমাবেশ হবে,কোথায় হবে কিভাবে হবে সেইগুলা ঠিক করার জন্যই এই মিটিং মাগার গত দুই ঘন্টা ধরে আসট্রেটা ভরে যাওয়া ছাড়া আর কিছুই হয়নাই। ~x(
সমানে গল্প হচ্ছে।কয়েকটা গল্প শুনে রবিন ভাই চেয়ার থেকে পিরা গেলেন।ফৌজিয়ান ভাই কয়েবার হাসির ব্রাশফায়ার করলেন। :gulli:
আরে ভাই,সব গল্প বইলা ফেললে ব্লগে লেখমু কি?মাসরুফ ভাইরে কথাটা বুঝায়া বলতেই উনি আস্তে গিয়ে কামরুল ভাইরে বুঝাইতে গেলেন।
দুর থেকে দেখলাম মাসরুফ ভাই কামরুল ভাইর কানে কানে কি যেন বলল। কামরুল ভাই তখন সমানে বেনসন টানতেসে।গিয়া দেখি কি হয়।
কাছে যাইতেই শুনি কামরুল ভাই বলছেন,মাসরুফ শুন।
মাসরুফ ভাই আরেকটু কাছে যেতেই কামরুল ভাই মুখের সব ধোয়া মাসরুফ ভাইর মুখে ছেড়ে দিয়ে বল্লেন,সিনিয়রের কথার মাঝে কথা কস ক্যান?যা,গিয়া লংআপ হইয়া থাক। ;))
এহহে…থাক বাবা,ঘাটায়া লাভ নাই,তারচে চুপচাপ বসে থাকাই ভাল।
৩.
অবশেষে একসময় কথাটা উঠল।তারিখ সহজেই ঠিক করা গেল,সামনের শুক্রবার।ঝামেলা বাধল জায়গা নিয়া।
নানা জনের নানা মত,কিছুতেই ঠিক হইতেসে না।একসময় মুখ খুলল রায়হান।
ভাই,আমি চাই সমাবেশটা লাল পাহাড়ের দেশে হোক।
সবাই হঠাৎ চুপ।
খানিকক্ষন পরে আহসান ভাই বললেন,কেন?মানে কোন স্পেসিফিক রিজন??
নিচু গলায় রায়হান বলল,ইয়ে মানে..ইতাক হামাক ইক্কেবারে মানাইছে না। 🙁
সাথে আমিও যোগ করলাম,হ্যা তাইলে আমারও ভাল হয়।
বন্য তো একথা বলবেই তাই কেউ পাত্তা দিল না।কিন্তু পরে জুনায়েদ ভাই,মাসরুফ ভাই বলল তারাও চায় লাল পাহাড়ের দেশেই সমাবেশটা হোক।তাতে তাদের অক্সিজেন দিতে সুবিধা হবে।আহসান ভাইতো কমান্ডো মানুষ,তার কোন আপত্তি নাই।
খালি কামরুল ভাই একটু মিনমিন করে বলল,
লাল পাহাড়ের দেশে মানুষজন তো বেশি নাই,অ্যাটলিষ্ট ওয়াটার ওয়ার্ল্ডে হোক।
সবাই বুঝল মানুষ বলতে কামরুল ভাই কাদের বুঝাচ্ছে।তারেক ভাই দেরী না করে কামরুল ভাইর মুখ চেপে ধরলেন। :chup:
অবশেষে সর্বসম্মতিক্রমে ঠিক করা হল যে,আগামী শুক্রবার লাল পাহাড়ে দেশে সিসিবির সমাবেশ অনুষ্ঠিত হবে।
(চলবে :shy: )
haste haste pira jaitesi :goragori:
পিরা হাত পা ভাঙ্গিস না..পরে সমাবেশে আইতে পারবি না... :grr:
ওই মাইয়া তোর অভ্র কই?? x-( x-(
তাইতো!আন্টি আপনার অভ্র কই?? :grr: :grr:
পুরাই জোশিলা 😀 যাহ তোরে ষাঁড়-হত্যাকাণ্ডজনিত ফৌজদারী মামলা থিকা মাপ কইরা দিলাম 😛
ষাড় না,গাভী হত্যাকান্ড..
আর আসামী তো আপ্নে... 😀
কামরুল ভাই,ফুয়াইদ্যারে আমি আপনে যৌথ ভাবে আড়ং ধোলাই দেওন যায়না?
আপ্নের কি আবার লংআপ হইতে মন চাইতেসে.. x-(
x-( তুই আমারে লং আপের হুমকি দ্যাস??এইডা কি রিভার্স সিনিয়রিটি পাইছোস? x-( x-(
আমার কি যেন মনে পইড়া পইড়াও পড়তেসে না.... 😀 😀
মাসরুফ, একটু হেল্প কর না....
Life is Mad.
ইয়ে মানে,মাসরুফ ভাইতো এখন জেলে..আমি উনার আইনজীবি..যা বলার আমার সাথে বলেন.. 😀
x-( x-( x-(
ফুয়াইদ্যা, রেডী থাক।এই কোরবানী ঈদে তোরে আমি কোরবানী দিমু x-( x-(
আপ্নার যে সাইজ...তাতে তো আমারে কোরবানী দেওয়ার আগেই ফখরুদ্দীন আপ্নেরে কোরবানীর হাট থেকে কিন্যা নিয়া যাইব :khekz:
x-( x-( দুই বচ্ছর আগের কাহিনী কেম্নে কেম্নে চোখে পিড়লো...সামনে ২০১০ এর কুরবানী ঈদ...এই ঈদে মিস নাই...বন্যরে আমি কুরবানী দিমুই দিমু...
খাড়ান আমার পরীক্ষা টা যাক আপনের ব্যবস্থা নিতাছি x-(
বইন্ন শালা একটা মাল। আমি আরেকটু হইলে পাঁচ তলার উপর থেইকা 'পিরা' গ্যাছিলাম 'খুশু'র চোটে =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার হাত কঠিন রকম নিশপিশ করতাছে! মাইরটা কারে দিমু বুঝতাছিনা, ফুয়াদরে নাকি কাম্রুলরে? :gulli2: :goragori:
www.tareqnurulhasan.com
সেদিন কামরুল ভাইয়ের বাসায় ছিলাম। যা শুনছি সেইটা আপনি শুনলে লিস্টে আমার নামও রাখবেন 😛
সাতেও নাই, পাঁচেও নাই
শুনলেই লিষ্টে নাম!!
তারেক ভাইর গোপন ও অন্ধকার জীবন নিয়ে জিহাদের কাছ থেকে দ্রুত এক্টা ব্লগ দাবী করছি.. :dreamy:
গোপন ও অন্ধকার জীবন 😀 😀
ব্লগের প্রথম লাইন দেখে আমি তো 😮
তারপর :-/
এরপর ব্লগের টাইটেলে ক্লিক করে ভাবতেসি :chup:
কিন্তু পড়া শুরু করতে করতে :ahem:
যতই পড়তে থাকলাম :khekz:
শেষমেষ আর না থাকতে পাইড়া :goragori:
লেখা একেবারে :gulli:
আর সবশেষে রিসেন্ট ব্লগীয় রুলস এন্ড রেগুলেশন মাইনা বন্যরে :salute:
সাতেও নাই, পাঁচেও নাই
তোর হাত ব্যাথা করবে জেনেও তোরে এক্টা :salute:
নিয়ম বলে কথা 😀
সমাবেশ এর কথা শুইনা তো আবার পিরা গেলাম :)) :))
আর পিরা যাইয়েন না গো....পরে মিরা যাইবেন 🙁
:goragori: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori:
সাতেও নাই, পাঁচেও নাই
:goragori: :goragori: :goragori: :goragori:
পুরা সিরুম হইছেরে ফুয়াইদ্দা...। 😀
খালি কল্পনাই কইরা যাবি আসল বেলায়-ত আবি না। x-(
:bash:
:clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাল কি??এটা কি কোন খারাপ কথা?? :grr:
খারাপ কথা কিনা জিগাইয়া যে হাসিখান দিলি, তাতে তো মনে হচ্ছে না তুই খুব চিন্তিত!!!
কথায় বলে না...ভাল হোক মন্দ হোক - মাল হওয়াই যথেষ্ট!!!
:khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই কবীর, বন্নরে নাড়াইসনা কইলাম :)) :))
এই নিয়া লেখাটা 5 বার পড়লাম, শালা পিরতে পিরতে পুরা টায়ার্ড হয়া গেলাম =)) =))
নাহ, বইন্ন পোলাডা আসলেই একটা মাল :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, আপনার কথাবার্তা খুব অশ্লীল !!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮
😕 😕
তাইলে সব বন্ধ, কুলুপ আটলাম 😕
সংসারে প্রবল বৈরাগ্য!
সব বন্ধ???????????...:khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কারেকশন:
হের লাইগাই এই ব্লগে আমগোরে কেউ মাল কইতে চায়না..সবাই খালি আন্নেরে দেখায়.. :khekz:
তরে এই এক পোস্টেই দুইজন মাল কইলাম...আর কত বড় মাল তুই হইতে চাস???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হেইটাতো আমনের গায়ে লাগতেসে.. আকারে ইঙ্গিতে বারবার বুঝায়া দিতেসেন...
😀
একেকবার একেক কথা বইলা আমার তো মাথাই আউলায়া দিচ্ছিস রে... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাল নিয়া মালামাল এতদুর গরাইছিল??!!
:goragori:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আইজকা থেইকা আমার "এইম ইন লাইফ" চেঞ্জ করলাম। এখন আমার এইম ইন লাইফ হইল ফুয়াদ রে খুন কইরা ফাসিতে ঝুলা। :gulli2: :goragori:
ইয়াল্লাহ, মাবুদ, আমাকে শক্তি দেও।
অফ টপিকঃ
ওয়াটার ওয়ার্ল্ডেই তো ভালো ছিলো। ছোট ছোট বালিকারা ছোট ছোট কাপড় পইড়া পানিতে কি সুন্দর লাফায়। ল যাইগা। 😉
যদি ওয়াটার ওয়ার্ল্ড সিলেক্ট কর্তাম :
ছোট ছোট বালিকারা ছোট ছোট কাপড় পইড়া পানিতে লাফায়
কামরুল ভাইও পানিতে লাফায়
তাহলে কামরুল ভাই কে ও কি পরে পানিতে লাফায়?যুক্তিবিদ্যা কি বলে?? :grr: :grr:
হের লাইগাই বাদ দিছি মিয়া..আমনের এক্টা ইজ্জত আসেনা... 😀
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
abaro miss korlam...dec-jan e akta organise koro/koren
😮
ভাই,এইটা হুদামিছা কাহিনী :grr:
ব্লগে ব্লগে খালি দেখি আমার নাম। ভালো বিখ্যাত হয়ে যাচ্ছি দেখা যায়। B-) B-)
হালার্পুতস্টাপকইলিক্যানামারে??? x-( x-(
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) :khekz: :gulli2: :goragori:
জুনিয়ার পুলাপাইনের সমইস্যা কি? ওই ফন্টোল লাগা। :frontroll: :frontroll:
🙁 🙁 :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: কেয়ামত আসছে ভাই উঠিইইইইইইইই 🙁 🙁 🙁
মাফ কইরা দিলাম যা 😛
বইন্যা কি দিলা ভাইয়া???
=)) :khekz: :khekz:
অনেকদিন পর এইটা আবার পইড়া হাসতে হাসতে পিড়া গেলাম.... =)) =))
:khekz: :khekz: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz: :khekz:
:pira: :pira: :pira:
সিসিবির পুরানো লেখাগুলা পড়লে কত্ত কিছু মনে পইড়া যায়...
বসের সূত্র ধরে পড়তে গিয়া আমিও পিরা গেলাম =))
সিসিবি এর আগের দিন গুলা মনে পড়ে গেলো