খেরোখাতা-ব্যক্তিগত জিরো আওয়ার

(ভাই এইগুলা ধুন ফুন লেখা, যিনি পড়ার নিজ গরজে পড়বেন, লেখা পড়ে মেজাজ খারাপ হলে লেখক দায়ী থাকবে না।)

ঈদানিং আমার কিছু একটা সমস্যা হচ্ছে। কোন কিছুরই সুরটা ঠিক মত লাগছে না।
একটা গল্পের প্লট ঘাই মারছে মনের ভিতর, একটু পর পর, কিন্তু ধরা পরছে না। ব্যাটা ফাজিল কোথাকার।

মন ভালো না থাকলে যা হয়, সব কিছু তিতা তিতা লাগে। কাল রাতে বউ বাচ্চা জড়াজড়ি করে ঘুমাচ্ছিল, আকাশে বিরাট চাদ, আমি যেন বুঝতে পারছিলাম, জীবনান্দ এই সময় মরতে চেয়ে কবিতা লিখেছিলেন কেন। নির্ঘাত জগাখিচুড়ি অবস্থা ছিল।

বস কিছু উলটাপালটা জিনিস চাচ্ছে। আমি জানি, এমনকি জানে সেও, এটা শুধুই সময় নষ্ট করবে, কিন্তু বস বলে কথা, But boss is always right. B-)

ঘরের ভিতর সমস্যা ইদুর নিয়ে, কদিন আগেই বউয়ের রাডারে ধরা পরেছে বাসায় ছোট একটা ইদুর মাঝে মাঝেই ঘুরপাক খাচ্ছে। ব্যাস হয়ে গেল, বউ আর মেয়ে পা উঠিয়ে বসে আছে বিছানায়। যতই বুঝাই, এটা ইদুর, তোমাকে খেয়ে ফেলবে না, ওর কামড়ে তুমি মরবেও না। ধুর, ক্যাম্নে কি।

সিসিবি একটা ভালো জায়গা হয়েছে। সময় কাটে, লেখা, কমেন্ট, আরও কত কি।

মেলানিন, ফরমালিন, ইলেকশন, সিইসি, উপদেষ্টা, নেত্রী, দুদক, জামিন, মামলা ……………দূর শালা। তোর মায়ের বাপ। দূর হ, দূর হ, দূর হ।

দূর হ দুঃশাসন।

“হতাশা আমার আর আসে না, চারপাশে যা কিছু ঘটে ঘটুক”।

দুর আসেন কবিতা শুনি আসেন, মন খারাপ করা কবিতা

Get this widget | Track details |

৩,৯৪৪ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “খেরোখাতা-ব্যক্তিগত জিরো আওয়ার”

  1. তাইফুর (৯২-৯৮)
    “হতাশা আমার আর আসে না, চারপাশে যা কিছু ঘটে ঘটুক”

    চ্রম হইছে চ্রম,

    বাসায় ছোট একটা ইদুর মাঝে মাঝেই ঘুরপাক খাচ্ছে ।...... বউ আর মেয়ে পা উঠিয়ে বসে আছে বিছানায়

    :khekz: :khekz: :khekz:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. ঘরের ভিতর সমস্যা ইদুর নিয়ে

    বস এই আকাম টা তারেক করছে 😉 😉 😉 । আপনের বাসায় ও ইন্দুর ছাইড়া দিছে। কইদিন আগে সিসিবি তেও ছাড়ছিলো :grr: :grr:

    মেলানিন, ফরমালিন, ইলেকশন, সিইসি, উপদেষ্টা, নেত্রী, দুদক, জামিন, মামলা ……………দূর শালা। দূর হ দুঃশাসন।

    এইটা ঠিকাছে। 😀 😀

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    নামটাই জটিল হইসে ...
    সাদাসিধা একটা দিনে, মনের আউলা চিন্তা গুলা এত সুন্দর কইরা লিখাও যদি কন ধু্ন ফুন তাইলে কই যাই ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    (ভাই এইগুলা ধুন ফুন লেখা, যিনি পড়ার নিজ গরজে পড়বেন, লেখা পড়ে মেজাজ খারাপ হলে লেখক দায়ী থাকবে না।)

    বস্, লেখা পইড়াতো মেজাজ খারাপ হইলোনা, তাইলে এইডার লাইগা নিচ্চুই আপনেই দায়ী :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. সামি হক (৯০-৯৬)

    ফয়েজ ভাই লিখা ভালো লাগসে। তয় একটা কথা চার মাস আগে বিয়া করসি বউ কানাডায় আমি ইংল্যান্ডে সংসার এখনো শুরু করি নাই বুঝতেই পারসেন তো কোন টিপস দেন না।

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    ভালো টিপস দিতে পারব মরতুজা আর তৌফিক, কেস তোমার মতই।

    খারাপ লাগাটা এনজয় কর, পরে যখন সংসার শুরু করবা, টুকিটাকি ঠুকঠাক লাগবে তখন কইতে পারবা, বিয়া কইরা ব্যাচেলর লাইফে কত কষ্ট করছ।

    জীবনটাই কেমন জানি, সব উল্টাপল্টা।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।