(ভাই এইগুলা ধুন ফুন লেখা, যিনি পড়ার নিজ গরজে পড়বেন, লেখা পড়ে মেজাজ খারাপ হলে লেখক দায়ী থাকবে না।)
ঈদানিং আমার কিছু একটা সমস্যা হচ্ছে। কোন কিছুরই সুরটা ঠিক মত লাগছে না।
একটা গল্পের প্লট ঘাই মারছে মনের ভিতর, একটু পর পর, কিন্তু ধরা পরছে না। ব্যাটা ফাজিল কোথাকার।
মন ভালো না থাকলে যা হয়, সব কিছু তিতা তিতা লাগে। কাল রাতে বউ বাচ্চা জড়াজড়ি করে ঘুমাচ্ছিল, আকাশে বিরাট চাদ, আমি যেন বুঝতে পারছিলাম, জীবনান্দ এই সময় মরতে চেয়ে কবিতা লিখেছিলেন কেন। নির্ঘাত জগাখিচুড়ি অবস্থা ছিল।
বস কিছু উলটাপালটা জিনিস চাচ্ছে। আমি জানি, এমনকি জানে সেও, এটা শুধুই সময় নষ্ট করবে, কিন্তু বস বলে কথা, But boss is always right. B-)
ঘরের ভিতর সমস্যা ইদুর নিয়ে, কদিন আগেই বউয়ের রাডারে ধরা পরেছে বাসায় ছোট একটা ইদুর মাঝে মাঝেই ঘুরপাক খাচ্ছে। ব্যাস হয়ে গেল, বউ আর মেয়ে পা উঠিয়ে বসে আছে বিছানায়। যতই বুঝাই, এটা ইদুর, তোমাকে খেয়ে ফেলবে না, ওর কামড়ে তুমি মরবেও না। ধুর, ক্যাম্নে কি।
সিসিবি একটা ভালো জায়গা হয়েছে। সময় কাটে, লেখা, কমেন্ট, আরও কত কি।
মেলানিন, ফরমালিন, ইলেকশন, সিইসি, উপদেষ্টা, নেত্রী, দুদক, জামিন, মামলা ……………দূর শালা। তোর মায়ের বাপ। দূর হ, দূর হ, দূর হ।
দূর হ দুঃশাসন।
“হতাশা আমার আর আসে না, চারপাশে যা কিছু ঘটে ঘটুক”।
দুর আসেন কবিতা শুনি আসেন, মন খারাপ করা কবিতা
খালি গিয়ান্জাম। 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
গিয়াঞ্জামের দেখছ কি, বিয়া কর নাই, চাকুরি শুরু হয় নাই।
আরেকটু বাড়ো, বুঝবা কত ধানে কত আটা। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আর কত আটায় কত পরোটা... 😀 😀 😛 ।
Life is Mad.
চ্রম হইছে চ্রম,
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দূর মিয়া, এইসব ধুন ফুন লেখা পড় কেন, কাম নাই কোন?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাবিসাব রে বুঝান...ইঁদুরও তো মানুষ, ওদেরও তো বাঁচতে হবে!!! :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিজে বাচলে বাপের নাম, আর তো ইদুর, কি যে কও না? 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস এই আকাম টা তারেক করছে 😉 😉 😉 । আপনের বাসায় ও ইন্দুর ছাইড়া দিছে। কইদিন আগে সিসিবি তেও ছাড়ছিলো :grr: :grr:
এইটা ঠিকাছে। 😀 😀
তোমার ঝাড়ি খাইয়া লিখলাম, ঝাড়ি বেশি দিও না ঠিকাছে,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
গিয়াঞ্জাম... গিয়াঞ্জাম... বহুত গিয়াঞ্জাম ~x(
৯৯ এর পুলা গুলা খুব পাকনা হইছে, লম্বা লম্বা কথা কয়, কি সব চিন্তা করে
গুরু গুরু।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি ব্যক্তিগত জিরো আওয়ার চাই ...........এত বাজে দিন কাটাচ্ছি........ :(( :(( :(( :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আস আস কোলাকুলি করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
'হতাশা আমার আর আসে না, চারপাশে যা কিছু ঘটে ঘটুক'.......... :boss:
আরে এইটা তো চোথা মারছি, বুঝতে পার নাই 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস এইটা কী করলেন, ইঁদুর নিয়া আরেকটা গল্প লিখতাছি। আপনে দেখি আমার প্লট ফাঁস করে দিলেন!! :((
www.tareqnurulhasan.com
হি হি হি, কি কও তাই নাকি,
তাইলে কপি রাইট কিন্তু আমার, তুমি শুধু লিখবা, সত্যজিৎ এর মত।
আর আমি ট্যাকা কামামু।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নামটাই জটিল হইসে ...
সাদাসিধা একটা দিনে, মনের আউলা চিন্তা গুলা এত সুন্দর কইরা লিখাও যদি কন ধু্ন ফুন তাইলে কই যাই ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধুন ফুন কইছি, এর বেশি কইলে কামরুল সেন্সর করবে।
আরে নামটাও তো চোথা, জীবন পুরা কপি-পেষ্ট এর উপর। কোন নতুন আইডিয়া নাই। ওই ভাত-ডাল-ভাজি-গরুর গোস্ত। ফালতু 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মামা কি ধুনফুনের বদলে "...ছাল" ল্যাকতে চাইছিলেন 🙁 ??
বি।দ্র।কমেন্টের জন্য লেখক দায়ী নন।
দায়ী নন কুন লেখক ?? কমেন্টের লেখক না ব্লগের লেখক ?? 😮
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কমেন্টের লেখক।যত দোষ সব মূল লেখকের।উনাকে নাসির স্টাফের(আমাগো নভিসেসের সবচেয়ে খাইশটা স্টাফ) মাধ্যমে পাঙ্গানো হোক।
সিনিয়ররে পাংগাইতে চায়, কত্ত বড় ফালিজ, এক বার সানা ভাইকে ডাকে, একবার নাসির স্টাফ কে ডাকে।
এইডারে পয়াল চাঞ্ছে হজম করতে হইব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, দ্যান কয়েকখান ই ডি লাগায়া, ছেলে দুষ্টু হয়া গেছে বহুত
সিনিয়রগো দেখায়া দেখায়া ভালবাসা করে =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার জিগায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ব্যাপার না। বস।
বিরাট ব্যাপার বস,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাবী এই পোস্ট দেখলে আপনার ভাত বন্ধ কইরা দিব শিওর। গৃহত্যাগী হওয়ার বাসনা হইছে নাকি, ফয়েজ ভাই?
আল্লাহ বাচায়, বুঝ না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, লেখা পইড়াতো মেজাজ খারাপ হইলোনা, তাইলে এইডার লাইগা নিচ্চুই আপনেই দায়ী :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
যাই লিখি তাতেই তুমি খুশি হও, তুমিতো বিশাল সুখী মানুষ।
আল্লায় আমার মনটা তোমার মত সাদা কইরা দিক, দিক, দিক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই লিখা ভালো লাগসে। তয় একটা কথা চার মাস আগে বিয়া করসি বউ কানাডায় আমি ইংল্যান্ডে সংসার এখনো শুরু করি নাই বুঝতেই পারসেন তো কোন টিপস দেন না।
ভালো টিপস দিতে পারব মরতুজা আর তৌফিক, কেস তোমার মতই।
খারাপ লাগাটা এনজয় কর, পরে যখন সংসার শুরু করবা, টুকিটাকি ঠুকঠাক লাগবে তখন কইতে পারবা, বিয়া কইরা ব্যাচেলর লাইফে কত কষ্ট করছ।
জীবনটাই কেমন জানি, সব উল্টাপল্টা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, "ধুন ফুন" নাম দিয়া তো একটা জব্বর লেখা লেইখ্যা ফেল্লেন। এখন কেম্নে কি? :dreamy: :dreamy:
:clap: :clap: :clap:
ধুন ফুন ইজ অলয়েজ ধুন ফুন, যতই জাতে উঠাতে চাও না ক্যানো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না