টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [৩০]
১. “ইন থ্রি” ফল ইন করাতে আমরা ভালোই অভ্যস্থ । কোন একটা অপারেশনে আটজন নিহত হলে জনৈক সিনিয়র সৈনিককে দায়িত্ব দেয়া হলো কবর প্রস্তুত করার। কবরস্থ করার সময় কর্তৃপক্ষ লক্ষ্য করল নিহত ব্যক্তির সংখ্যা আট হলেও কবরের সংখ্যা নয়টি। কারণ জিজ্ঞাসা করলে উত্তরে কবর প্রস্তুত করা দায়িত্বপ্রাপ্ত সেই সিনিয়র সৈনিকের জবাব, “স্যার, আটটা কবর কোনভাবেই ‘ইন থ্রি’ মিলাইতে পারতেছিলাম না তো, তাই একটা বাড়ায়া দিছি”।
২. ফোর স্ট্রোক ইঞ্জিনের পিস্টনের ওঠানামার চারটি ধাপ কোনক্রমেই অধীনস্থদের বোঝাতে না পেরে প্রশিক্ষক শুরু করলেন খাঁটি বাংলায়,”এই সহজ জিনিস বোঝ না? শোনো, প্রথমে চোষে… তারপর চাপে… তারপরে জ্বালায়…… আর সবশেষে আউট কইরা দ্যায়। বুঝছ এইবার?”
৩. আমাদের এক ওয়েটার জনৈক সিনিয়র কলিগের পছন্দের টিভি চ্যানেলের ব্যাপারে বলছে, “স্যার সারাদিন খালি ‘মিস্টার মফিজ’ দ্যাখে…”। অনেক সাধ্য সাধনার পর বোঝা গেল মিস্টার মফিজ হলো “স্টার মুভিজ”!!
৪. কলেজে একবার কি কারণে যেন সিএসএম স্টাফের সাথে অন্য আরেক স্টাফের ধুন্ধুমার কথা কাটাকাটি লেগে গেল। এক পর্যায়ে সিএসএম বলে বসলেন, “ইউ ডোন্ট টক”। সাথে সাথে অন্য স্টাফের তীব্র প্রতিবাদ, “আমি ডোন্ট টক হব না”।
৫. বিএমএ’তে নতুন যোগদানকৃত জিসি’র সাথে জনৈক সিনিয়র জিসির কথোপকথন:
– ইউ আর ফ্রম হয়্যার?
= স্যার, মাইমেনসিং।
– মাইমেনসিং হয়্যার?
= শেরপুর রোড স্যার।
– শেরপুর রোড হয়্যার?
= আমলাপাড়া স্যার।
– আমলাপাড়া হয়্যার?
= স্যার, বিসাইড ইউনিক ক্লাব।
– দেন, হয়্যার?
= বিসাইড ইউনিক ক্লাব দ্যা হোয়াইট বিল্ডিং, স্যার।
– হুমম…ডু ইউ নো মুক্তা?
= ইয়েস স্যার শি ইজ মাই এল্ডার সিস্টার।
– হোয়াট!! ইফ মুক্তা ইজ ইওর এল্ডার সিস্টার দেন ইউ আর মাই শালাবাবু। ব্লাডি চ্যাপ, স্টার্ট ফ্রন্টরোল এ্যান্ড কন্টিনিউ কেয়ামত সে কেয়ামত তক।
৬. এখানের মিনি চিড়িয়াখানায় এক সময় ১৭টা স্ত্রী হরিণের সাথে মাত্র একটা পুরুষ হরিণ ছিল। সেগুলোর কেয়ারটেকার একদিন এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করল:
– স্যার, আরও কয়েকটা পুরুষ হরিণ আনা দরকার।
= কেন?
– স্যার দিনকে দিন এটা দূর্বল হয়ে পড়ছে।
= আশ্চর্য! কেন?
খানিক ইতস্তত করে কেয়ারটেকার বলেই ফেলল, “স্যার ওভারটাইম করতে করতে বেচারার আর জানে পানি নাই” 😛 ।
৭. কুমিল্লা ক্যাডেট কলেজের জনৈক শিক্ষক ক্লাসে নিজের পরিচয় দিতেন এভাবে, “ফফি ফিঙ্কির ফিতা আমি ফদার্থবিজ্ঞানের পরভাষক”।
********
কৃতজ্ঞতা:
আহসান, ককক (১৯৯২-১৯৯৮)
শাহাদ, বকক (১৯৯৩-১৯৯৯)
ওয়ে ওয়ে ফার্স্ট হইছি। :awesome: :awesome:
দোস্তের পোস্টে ফার্স্ট হইছি :awesome: :awesome:
সংসারে প্রবল বৈরাগ্য!
কতদিন পর টুশকি, যাই পইড়া আসি :guitar: :guitar:
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্যাপক...............
:tuski: :tuski: :tuski: :tuski:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) =)) =)) =)) =)) :boss: :boss: :boss:
২ আর ৫ নাম্বারটা বেশি জোশ।
অনেকদিন পর টুশকি পাইলাম। তাই.... :awesome: :awesome:
ওয়ে হোয়ে রক এন্ড রোল টুশকি আইসা পড়ছে!!!!যাই এইবার পড়ি 😀 😀
আমিও ওভারটাইম করপো :(( :((
ওভারটাইমের গপ্পোটা লেখার সময় তাইলে ঠিকই ভাবছিলাম যে মাসরুফ ওভারটাইম করপে 😀 😉 ।
Life is Mad.
:(( সায়েদ ভাই চান্স পাইলেই আমারে খালি পচান :((
সায়েদ, জামাইরে তোগো ওই চিড়িয়াখানায় নিয়া ছাইড়া দিস, বেচারা এত করে যখন বলছে
আরেকটা হরিণের উপর থেইকা লোড কিছু কমবে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =))
এখন যে অবোস্তা তাতে উল্টাডা ঘটার সম্ভাবনা বেশি.......জামাই'র বিপদ ঘটতে পারে 😛 । পুরুষ হরিণ আছে মাত্র দুই হালি 😀 !!
Life is Mad.
=)) =)) =)) :pira: :pira: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
=)) =))
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:goragori: :pira:
:gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছিঃ মাসরুফ !!!!!!!!!! শেষ পর্যন্ত হরিণের সাথে ??????
এইগুলা সব ষাটোর্ধ চাচা কাইয়ুম ভাইয়ের ষড়যন্ত্র-উনি আবার ওই চিরিয়াখানার কিউরেটর ছিলেন কিনা ;;; ;;;
চাচা না ভাই ঠিক কইরে কও।
বিয়াপক মজা পাইলাম,
:khekz: :khekz: :just: :pira:
যাক বঊ ছাড়লো তাইলে ;))
তা আছো ক্যামন?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভালো বস :salute: ।
Life is Mad.
=)) =)) :)) :)) :goragori: :goragori: :khekz: :khekz: :pira: :pira: :tuski: :tuski: :awesome: :awesome:
হাসতে হাসতে এখোনোপিরা কন্ডিশনে আছে, কেউ আইসা না তুললে আইজকা আর অফিস থেকে বাসায় যাইতে পারুমনা =)) =)) :pira: :pira: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
ওয়ে হোয়ে! টুশকি আইছে। পইড়া পিড়া গিলাম!
বিএমএ কথোপকথনটা সেইরকম হইছে। বিদিক বিদিক! :clap: :clap:
ব্যাপক মজা পাইলাম.........।। :awesome: :awesome: :awesome:
Meladin por tuski. Wow. Bma er part ta joss.
টুশকি এবং সায়েদ ভাই দুই-ই পুরোনো ফর্মে ।
৫ নাম্বারটার জন্যে আমি একটা ৫ তারা দিয়া গেলাম।
৬ নাম্বারটার জন্যে জামাইবাবু আগ্রহ প্রকাশ করেছে যেহেতু প্রস্তাবটা বিবেচনা করে দেখতে পারেন ;;; ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দুই হালি পুরুষ হরিণের লাথি গুঁতাসহ .... খাইতে রাজি থাকলে আমারও আপত্তি নাই - কর্তৃপক্ষ বরাবর লাইন ডাইরেক্ট কইরা দিতে পারি 😛 😛 ।
Life is Mad.
আমি যাপো আর ওভারটাইম করপো কিন্তু হরিনের চিড়িয়াখানায় না,এন এস ইউ কনভোকেশনে বিবিএ ডিপার্টমেন্টের নারী সেকশনে :shy: :shy: :shy:
আমাদের :just: ভাবি কন ডিপার্টমেন্টে রে?
:shy: :shy: ইংলিশ :shy: :shy:
ভাবী নিশ্চয় সিসিবি পড়েন না ????
=)) =)) :goragori: :thumbup:
মিস্টার মফিজ দেকপো :(( :(( :((
সায়েদ ভাই, কেমন আছেন?
ভালো ব্রাদার 🙂 ।
Life is Mad.
মানে কী?? 😮 😮
😕 😕
Life is Mad.
ওয়েলকাম ব্যাক সায়েদ ভাই। টুশকি ছাড়া সিসিবিটা কেমন জানি খালি খালি লাগতেছিল। 😛
থ্যাংকস ডিয়ার।
Life is Mad.
ফিরে এলো টুশকি :awesome: :awesome: :awesome:
সায়েদ ভাই, এত্তদিন কই ছিলেন?????????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এতদিন দৌড়ের উপর ছিলামরে ভাই....।
Life is Mad.
ওয়েলকাম ব্যাক সায়েদ ভাই 😀
😀 jotil!!
ওয়েলকাম ব্যাক সায়েদ ভাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যাংকু :shy: ।
Life is Mad.
জটিল মামা =)) =)) =)) =)) =)) :clap: :clap: :clap:
আচ্ছা দোস্ত, তোর টুসকি ২ তে ওই বাংলা স্যারের নাম সাইফুল ইসলাম হবে মনে হয়।
ওকে বন্ধু, ঠিক করে দিচ্ছি 🙂 ।
Life is Mad.
মইনুল মনে হয় সব টুশকি রিভিশন দিতাছোস 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ফেসবুকে আপনার নতুন নংটা দেখে ভাবলাম এসএমএস দেই, নেক্সট টুশকি কবে আসবে। পরে ভাবলাম আগে সিসিবিতে ঢু দিয়ে আসি, জানি নাই, তাও ...
এসে দেখি স্বপ্ন জাস্ট সত্যি। :awesome: :awesome: :tuski: :tuski:
টুশকি ভাই জিন্দাবাদ। আমি কোনটা পড়ে বেশি মজা পাইছি সেইটা তো আপনি জানেনই। ;;;
এক নম্বরটা 😉 😉 ???
Life is Mad.
টাশকি খাইলাম...
ভাইয়া অনেকদিন পর। অনেক ব্যস্ত বুঝি? ওয়েলকাম ব্যাক। মাঝে সাঝে সময় করে জানান দিয়েন সাথেই আছেন।
ওক্কে :boss:
Life is Mad.
হাসমত,
জটিল হইসে। চালায়ে যা। :gulli: :gulli: :gulli2: :gulli2:
:shy: 😛 :shy:
Life is Mad.
আসলেই সিসিবি জমে ওঠেছে। টুশকি জিন্দাবাদ.............. :hatsoff: :hatsoff: :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:salute: :salute:
Life is Mad.
ফাটাফাটি বস্ ।
এত্তদিন পর, সায়েদ ভাই কেমন আছেন? টুশকি দেখে খুব ভাল লাগলো, সিসিবি আস্তে আস্তে জাগতেসে দেখা যায় 🙂
থ্যাংকু আপু.....। আছি ভালোই।
Life is Mad.