ফৌজদারহাটের ২১তম ব্যাচটা একটা জিনিষ! কলেজে যেমন ছিল তেমনি বাইরে এখনো সবগুলো দারুণ প্রাণবন্ত। সুযোগ পেলেই আড্ডাবাজি, খাওয়া-দাওয়া, বেড়ানো আর ছেলেমানুষি কান্ডকারখানায় প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই এই বালকগুলোর জুড়ি মেলা কঠিন। বন্ধুদের মধ্যে সম্পর্কটা যেমন দূর্দান্ত, তেমনি সম্পর্ক তাদের স্ত্রীদের মধ্যেও। রবীন ও রায়হানের প্রদর্শিত ব্লগীয় ধারা বজায় রেখে ২১তম ব্যাচের একটি ফটোফিচার।
বন্ধুত্বের ছয় বছর : ১৯৭৪ সালের ১৭ আগস্ট ৫৬টা বালক ফৌজদারহাট উপকারাগারের ফটক দিয়ে ঢুকলেও ১৯৮০ সালে বের হয়েছিল ৫৫টা। একটা আগেভাগেই কেটে পরেছিল। ১৯৮০ সালে অ্যাকাডেমিক ব্লকের সামনে ইউনিফর্ম পড়া কিশোরদের এই ছবিটি যখন তোলা হয়, তখন এরা প্রত্যেকে নিজেকে বড়সর মানুষই মনে করতো। ‘সিনিয়র মোস্ট ক্যাডেটস’! হায়রে কত্তো সিনিয়র! জীবনের মাত্র আঠারোটা বছর পার করেছি আমরা তখন!!
বন্ধুত্বের ৩৪ বছর : বয়সটা মনে হয় এখনো আঠারোতেই আটকে আছে! সেই অ্যাকাডেমিক ব্লকের সামনে গত মে মাসে ১৫টা মধ্যবয়সী কিশোর! হারাধনের ৫৬টি বালকের দুটি হারিয়ে গেছে। বাকি আছে ৫৪টা। দেশে-বিদেশে ছড়িয়ে গেছে সব। দেশে ঢাকা, চট্টগ্রাম; বাইরে উত্তর আমেরিকা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যে ছিটিয়ে থাকলেও সবগুলোর মন এখনো সতেজ-সবুজ। সুযোগ পেলেই একসঙ্গে হলেই এরা শৈশবে ফিরে যায়।
বদলে যাওয়া জীবন : মধ্যবয়সী উচ্ছল একদল কিশোরদের সঙ্গে হাটছে পরবর্তী প্রজন্ম। ছোট্ট দু্ই বালক কল্পনাও করতে পারেনা তাদের বাবা-চাচারা কি দারুণ সময় পার করে এসেছে। মাত্র ছটি বছর এই ‘বুড়ো’দের কিভাবে বদলে দিয়েছে সারাজীবনের জন্য।
বয়সটা আটকে আছে কলেজেই : কলেজের বাস্কেটবল কাম লন টেনিস মাঠটিকে মূহুর্তের মধ্যে ক্রিকেট মাঠ বানিয়ে ফেলেছিল বন্ধুরা। ছয়টি বছর হাউসের কক্ষগুলো, ক্লাশ কক্ষ, প্যারেড গ্রাউন্ড এমনকি হাসপাতালকে কখনো ক্রিকেট, কখনো বাস্কেটবল, কখনো ফুটবল মাঠে পরিণত করে খেলায় মেতে উঠতো এরা।
মধুর বন্ধুত্ব : হা..হা..। পরকীয়া মনে হয় নাকি? অথবা বন্ধুপত্নীর সঙ্গে খুনসুটি? ক্যাডেট কলেজের বন্ধুদের মধ্যে সম্পর্কটা এমনই মধুর। ঘুরে ঘুরে বন্ধুদের বাসায় আড্ডা, খাওয়া-দাওয়া চলেই। রাত ১০টা-১২টায় বাসায় গিয়ে হাজির হয়ে খাবারের টেবিলে বসে পরা, চাঁপাবাজি, খোঁচাখুচি- সম্পর্কের এমন মজাটা আর কোথায় আছে?
হাফ ক্যাডেটস : কাকে কিরকম অপ্রস্তুত অবস্থায় ক্যামেরায় আটকে ফেলেছে আরেক বুড়া বালক দেখাচ্ছে সেটা বন্ধুপত্নীকে। বন্ধুদের স্ত্রীরাও ক্যাডেটদের সঙ্গে থাকতে থাকতে হাফ ক্যাডেট হয়ে যায়!
বারবার ফিরে পাওয়া সময় : আহ্ খাদ্য! ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে কলেজের ডাইনিং টেবিলে ঝাঁপিয়ে পরা, মিল্ক বা টি টাইমে বিভিন্ন টেবিলের বিস্কিট আর কেকগুলো হাতিয়ে নেওয়ার স্মৃতি এখনো জীবন্ত। বয়স হয়েছে তাই কিছুটা ভদ্রতা দেখাতেই হয়। ছবিতে যেমন। তবে রিইউনিয়নে গেলে আর ডাইনিং হলে ঢুকলে বয়সটা মনে থাকে না। গত মে মাসেও নিজেরটা খেয়ে অন্যেরটা মেরে খেয়েছি। একবার যে ফটক পেরিয়ে উপকারাগারে ঢুকেছে সারা জীবনে তার অভ্যাস আর বদলায় না!!
[ এই পোস্টটা ভালোই ভুগিয়েছে আমাকে। বিশেষ করে ছবি পোস্ট করা যে এতো কঠিন কাজ সেটা জানতাম না। গতকাল পোস্ট দিয়ে রীতিমতো বোকা বনে গেছি। ছবি কিছুতেই আসনা। অবশেষে ছবি এলো তো ক্যাপশন দেয়া যায় না। আবার পোস্ট মুছতেও পারিনা। যতো কমান্ড দিই কোনো কাজ হয়না। রায়হান নানা পরামর্শ দিয়েছে, কাজ হয়নি। শেষে ফোন করে কামরুলকে পেয়ে রক্ষা। ছবিগুলো সেই সাজিয়ে দিয়েছে। কান ধরেছি, ছবি পোস্ট আর না। কামরুল বাইরে চলে গেলে আমার কি হবে?]
বেশি না মাত্র ২৪ ঘণ্টা লাগলো পোস্টটা ঠিকমতো পোস্ট করতে। আর ফটোফিচার!! জীবনে না!! এইবার না হয় কামরুল সামাল দিল আগামীতে দেবে কে? কামরুলকে :salute: আর নিজের জন্য :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এতো সুন্দর পোস্টের জন্য সবার আগে আপনার :salute: প্রাপ্য।
ক্যাপশনগুলো আসলেই মজার। বিশেষ করে ৫ আর ৬ 😀 😀
সানাভাইকে তার ফটোফিচারের জন্য :salute:
ধন্যবাদ রায়হান। গতকাল তো পোস্টটা মুছেই ফেলতে চেয়েছিলাম।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
Shamne "Hajj" ache... keblamukhi hoiya najor thik koro..kebol pach er choi niya shimaboddho thaiko na...
পোলাপাইনের নজর তো ওইখানে যাইবোই। খালি কুংফু মামা আর হোদল কুতকুত মাইন্ড না খাইলেই হইলো। তা তুই কি হজে যাইতাছোস নাকি?? শয়তানরে ঢিলা মারার লাইগ্যা আমারে কয়ডা পাত্থর আইন্যা দিছ।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আর আপনে কিনা নিজেরে সবসময় বুড়া দাবী করেন!!! 😮
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমারে নিয়া ছবির নিচে কমেন্টটা নাই দেইখা আমি বড়ই খুশি 😛
হা..হা...। খুশিতে ১০টা :frontroll: দাও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
eke bole nije nije "ED" jogar kora..
লাবলু ভাই, বস্ ছবি আর কমেন্ট একেকটার চেয়ে একেকটা হইছে। আপনাদের সবাইকে :salute:
আর, ইয়ে বস্, বলতে চাচ্ছিলামকি, ইয়ে মানে ফৌজদারহাটের ৩৯তম ব্যাচটাও একটা জিনিষ! ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
:duel: :duel: :duel:
তাইলে তো এখন একটা প্রতিযোগিতা দরকার। হা..হা..। আসলে ক্যাডেটদের অধিকাংশ ব্যাচই হয়তো জিনিস!! ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ক্যাডেট কলেজকে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস্, ছবি আর ক্যাপশন সব দেইখা এই কাকডাকা ভোর বেলায় একুশতম ব্যাচের ফৌজিয়ানদের :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
Tumiki Faujdarhat beach e naki rail line er upore dariye salam dila??
Jinish koiya abar physics er Delwar sir er kotha mone koira dila.. "tora ke(chondrobindu shoho uchcharon)bolte parish-property ba jinish kahake bole?
Tobe tofat ta kebol "Atharo". Tai khoborder competition korte jaiyo na abar...
সরি বস্, কুনু কম্পিটিশন নাই 😕 । আর আগের ডায়লগের লাইগা নিজেনিজেই :frontroll: দিতাছি।
আর ফৌজদারহাট বিচ থেইকা আমাগো একুশতম ব্যাচরে আবারো সশস্ত্র :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ছবিগুলো দেখে কেমন জানি লাগল...ভাল লাগা, স্মৃতিকাতরতা...আবার ভয়ও কাজ করছে...২০/২৫ বছর পর আমরা কে কোথায় থাকব কে জানে!!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবীর ভাই, আফনের ফুন নাম্বারটা দেন কল করুম।জরুরী দরকার 🙁
সানাউল্লাহ ভাই,
জীবনের প্রতিটি মূহুর্ত (বানান টা ঠিক হলো কি?)এবং তার অনুভূতিগুলো ফুটিয়ে তোলা সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আপনার হাতের যাদুস্পর্শে তা প্রাণ পেয়েছে। জীববিজ্ঞান বইতে ডারউইনের বিবর্তনের মতবাদের সেই ছবিটির মত আপনি আঠারো বছরের "সিনিয়রমোস্ট" বুড়ো থেকে শুরু করে "মধ্যবয়সী বুড়ো খোকা"দের যে চিত্র তুলে ধরেছেন তার তুলনা করার মত কোন উপমা আমার কাছে নেই।
কি করে সাধারণ কিছু ছবিকে এত হৃদয়স্পর্শী লেখা দিয়ে অসাধারণ ছবিতে পরিণত করলএন তা আমার কাছে এক বিস্ময়।
আপনার এই সৃষ্টি আমাকে প্রচন্ড আবেগতাড়িত করেছে। আপনাকে সশ্রদ্ধেয় কুর্ণিশ...।
আহসান, তোমার মন্তব্য ভালো লাগলো। তোমাকে আবেগতাড়িত করার কাজটা করতে পেরেছি জেনে উত্সাহিত হলাম। আমার কাজটা লেখালেখির সেটাই পারি। ধন্যবাদ এবং শুভ কামনা তোমার জন্য।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
Shei kobe theke dekchi chobite bachcha ta kantache.. hate ekta "LEBUNCHUCH" dileito kanna thamte pare...
এমন একটা সময়ে আপনারা কলেজ থেকে বের হয়েছেন যখন কেবল আমার জন্ম হয়েছে। এই ব্যাপারটা ভাবতেই কেমন শিরশিরে একটা অনুভূতি হচ্ছে।
ছবিতে আপনি কোন জন 😛 ??
হারাধনের হারিয়ে যাওয়া ছেলেদের জন্য প্রার্থনা, আল্লাহ তাদের ভালো রাখুন।
Life is Mad.
সে কারণেই নিজেকে 'বুড়ো বালক' বলি। তোমরা কেউ তো মানতে চাও না। মাঝে মধ্যে যখন পেছন ফিরে তাকাই, অবাকই হই- এতোটা পথ হেটে ফেলেছি? জীবনের সড়কটা আর কতোটা লম্বা তা যদি আগেভাগেই জানতে পারতাম!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
গাছ পাতা ফুল প্রকৃতি'র ছবি দেখে ফটোগ্রাফীর প্রশংসা করা যায় ঢের, কিন্তু একেবারে সত্যি কথা হচ্ছে ভাইয়া, ছবিযে স্মৃতি কাতর করে দেয়,বারবার ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা সময়ে সেটা আপনার ছবিগুলি দেখে বুঝলাম। 🙂 🙂
একই সঙ্গে মন ভালো ও খারাপ করে দেয়া ছবি। 😀 🙁 😀 🙁 এতো সুন্দর ক্যাপসন। আমি গতকাল দেখার পর থেকে এজন্যই আপনাকে জোড়াজোড়ি করছিলাম পোস্টটা তাড়াতাড়ি আপডেট করে দিতে। সবার সাথে একসঙ্গে দেখার লোভ সামলাতে পাড়ছিলাম না।
দারুন। :clap: :clap:
আর খবরদার আপনি যদি ভুলেও ছবি না পোস্ট করার কথা ভাবেন। জলদি পুরোনো এলবাম ঘেটে আরো ছবি বের করুন। এরকম দারুন :gulli: ক্যাপসন সহ।
আর যখনি আমাকে লাগবে ফোন দিতে ভুলবেন না। আপনার ফোন পেয়ে আমার যে কি ভালো লাগছিলো বলে বুঝাতে পারবো না। :shy:
আমি কোথাও যাবো না। যেখানেই থাকি সিসিবি আমার সাথেই থাকে। 😉
চল বসের ফ্রিকোয়েন্সি মড্যুলেশন বেতার কার্যালয়ে একদিন ট্যুর দিয়া আসি :party:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও যাপো
রায়হান/কাইউম ভাই
সবচেয়ে সুন্দরী কতা-বান্ধবীটার শো কবে? ওই দিন ডেট ফিক্স করেন।
আর সাবধান। লাভলু ভাইরে এটা বলা যাবে না। উনারে বলতে হবে আমরা উনারে দেখতে আসছি। 😉 😉 😉
আমিও যাপো :((
দিনক্ষণ আগে কইয়ো, কথাবন্ধুদের পার্লারে পাঠাইতে অইবো না? :gulti: :gulti: :gulti:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, এইডা পইড়া ছয়তলা থেইকা পিরা গিলাম বস্ :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
পার্লার ঘুইরা আইলে মাইয়াগুলারে আমিই চিনতে পারি না। কয়দিন আগে আমাগো এক প্রডিউসার কইলো পার্লার থিকা ফিরার পর ও ওর বউরেই চিনতে পারে নাই। :khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কিন্তু রেডিওতে তো খুব সুন্দর লাগে।
😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
Ha ha ha...
redio er kotha shuinna ekta mojar joke mone porlo..kono ekjon Japani redio kiner por tar bhitor theke "Betar Bangla" shune dokanderke oi redio ferot dite eshechilo ei bole je dokander take "cheat" kore "Japani Redio" er bodole "Bangla Redio" diyeche...
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
পুরা গুল্লি ... :gulli2: :goragori:
আমিও পার্লার ঘুরে আসা আরজে(এফ ম্যাম না) আপুদের সাথে কথা বলপো :((
আমিও যাপো কথাপু দের্দেক্তে :(( :(( :((
সানাউল্লাহ ভাই :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
অসাধারণ ক্যাপশন।
অসাধারণ লেখা
অসাধারণ ছবি
অসাধারণ সানাউল্লাহ ভাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
Beshir bhag chobiguli ami tulchilam. Jibone chobir jonno kono purushkar pai nai. Eibar jodi keu amare nomination dey... :clap:
এফ সি সি'র একুশতম ব্যাচের ছবিওয়ালা ভাইকে চমৎকার ছবিগুলোর জন্য সাম্প্রতিক সিসিবি ধারায় :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফটোফিচারের সবচেয়ে পচা ছবিটা (ক্রিকেট খেলা) আমার তোলা। বাকিগুলো সম্ভবত শাহাদাতের (সেই ক্লাস ক্যাপ্টেন)।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
Faisal Bhaike jiggah korle shothik uttor paiba..
Procharbimukh thakar jonno choddonam "chobiwala" likhechilam kintu tui hate hari bhangli! Eita ki human right violation hoilo naki violation of intelectual properti hoilo ta bujhte parlam na bidhay mamla kora gelona.
শাহাদাত ভাই, যেহেতু মামলা করা যাচ্ছেইনা তাই বিকল্প হিসেবে সানাউল্লাহ ভাইয়ের হাটে হাড়ি ভাঙ্গা কিছু কাহিনি নিয়ে লিখে ফেলেন 🙂
এই ফাকে আমরা সিসিবিতে চরমাচরম কিছু ব্লগ পেয়ে যাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক ঠিক।
শাহাদাত ভাইকে খুব তাড়াতাড়ি সিসিবিতে দারুন দারুন লেখা শুরু করার অনুরোধ করছি। 😀
kintu bhai ami je bangla type parina..tomader moto. My laptop is full of chinese and English. only. Can you read these chinese..看看电视。。看看数日报。。。bla bla bla , I think you can not if you don't have the chinese font.
ভাইয়া
উপরে আমাদের bangla problem সেকশনে সব আছে। ওইটা একটু দেখবেন? বাংলা লিখা খুব সোজা।
এইজে আপনি লিখলেন kintu bhai ami je bangla type parina এই কথাটাই অভ্রতে লিখলে আটো বাংলায় হয়ে যাবে "কিন্তু ভাই আমি যে বাংলা পারি না"। একবার চেষ্টা করে দেখবেন নাকি!! 😀
কামরুল : ওকে কি শিখাইবা! হাটুতে বুদ্ধি লইয়া অনেকে (সায়েদ, আহসান মাফ কইরা দিও) বাংলা লিখলেও ছবিওয়ালা শিখছে চাইনিজ লেখা! ওরে মাফ কইরা দাও। 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আগেই হাল ছেড়ে দেন কেন ভাইয়া। শাহাদাত ভাই একবার অভ্র চেষ্টা করে দেখুক না। আমার মনে হয় হয়ে যাবে। আমার মতো টেকনো-কানা পোলাই যেখানে শিখা ফালাইছি সেখানে আমার ধারনা পৃথিবীর সবাই পারবে। 🙂
শাহাদাত ভাই, লাবলু ভাইয়ের কতায় কান দিয়েন না। অভ্র নিয়া বইসা পরেন। 😀
তুমি আশাবাদী মানুষ!! কি আর কমু, চেষ্টা চালাইয়া যাও। আমি বরং বলি কি ওরে চাইনিজ ভাষায় ব্লগাইতে কও। ওইটাই ওর জন্য সহজ কাজ!!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,আপনেরা পারেনও!!!৩৪ বছরেও বাঁদরামি কমে তো নাই-ই, বরং দিনকে দিন বাড়তাছে-শাহাদত ভাই কি ক্লাস ক্যাপ্টেনের ব্লগ পড়ছে? 😛
আমাগোরে সামনা-সামনি তো দেখ নাই!!
"অন্ধকারে শোনা গেল ধুপ ধাপ শব্দ আর চিত্কার !!" শিরোনামের ব্লগটা ও পড়ছে কিনা তা তো কইতে পারি না। তবে for ur information ওরা পুরা হাটু ফ্যামেলি। লাইন ধইরা ভাইরা হাটু বাহিনীতে গেছে!! :bash: :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চিন্তা নাই, ক্যাডেট তো, পার্বো পার্বো। শাহাদাত ভাই, আসেন, এইটার্নাম হইলো "স্বরে অ" =)) =)) =)) 😛 😛 😛
-আমার বাপ-মা তখন বিয়েই করে নাই। 😀
বস ছবিগুলা সিরুম... সিরুম।
ক্যাপসনগুলা সিরুমরুম... :gulli2: :gulli2:
হাসনাইন আমার আব্বু আর আম্মুরও বিয়ে হয়নি তখনও।
সানাউল্লাহ ভাই ছবিগুলা দেখে শুধু মনে হচ্ছে ফির যাই সেই হারানো দিনগুলোতে। আবার মনে হচ্ছে বয়সের সাথে আনন্দতো কমে না তাহলে ফিরে গিয়ে কি হবে? ২১তম ব্যাচকে :salute: :salute:
আমার নিজের বোধ হচ্ছে আমরা ক্যাডেট তাই আমরা যেখানে থাকবো তাকেই ক্যাডেট কলেজ বানিয়ে নেব।
দারুন বলেছিস শার্লী!
অফ টপিক-ব্যারিস্টার হইয়া বাদীরে জেরা করবার সময় খেইপা গিয়া তারে লং আপ করাইস না কইলাম! 😛
Shob jaygake cadet college banaile eto "house teacher" paiba koi?
ঝাতি জানতে চায়।কেউ বলবেন কি? 😛
হাসনাইন ও শার্লী : আমি যে আসলেই বুড়া এইটা মনে না করাইলে হইতো না?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস যে কি বলেন।। আপনাকে ত ভাই বলে মানি... তাইলে বুড়া হইলেন কেমনে? 🙂
ক্যাডেট সবসময়ই তরুণ। B-)
সানাউল্লাহ ভাই,
ছবি আর ক্যাপশানের চমৎকারিত্বের জন্যই মনে হয়, জীবনে প্রথম খুব দ্রুত 'বুড়া বালক' হইতে মন চাইতেছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কামরুল, সানাউল্লাহ ভাই :salute: দেওয়ার পর আমি দিলেই কি আর না দিলেই কি ??
যাহ ... তাও দিলাম :salute:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:salute: :salute: :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
Tin "house" er pokho theke to bhaloi salam dila, kintu nijer "house" er salam koi?
খুবই চমৎকার লেখা সানাউল্লাহ ভাইয়া। এরকম আরো ছবি দেখতে চাই।
Nije dekhte chao dekho.. tobe "pach" er "choi" nombor chobiguli tader "Nonod er Shashurider" dekhaiyo na..
একদম মনের কথা ভাইয়া।
মনকে নাড়া দেয়া দারুণ সব ছবি আর ক্যাপশনের জন্য আপনাকে :salute: :salute: :salute:
কি মজা, বুড়া হইয়া গ্যাছেন।
আমিও মোটামুটি বুড়া 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ অনেক বুড়া তুমি। আমার চেয়ে কমপক্ষে ১৩ বছরের ছুডু!! :chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও বুড়া হপো 🙂
জেনে রেখো সব্বাই
সত্য যে একটাই
সবার বয়েস হবে আশি 🙁
:(( তাইলে আমি এখনো হই নাই
কাইন্দ না। একদিন আবার আমার মতো ছুটু হওয়ার জন্য আবদার ধরবা!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ki sondor chobi :dreamy:
ধন্যবাদ আপু। ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই বুঝতেছিনা আমার কাজিন আপনার ব্যাচমেট কিনা? আমার কাজিন এর নাম সাইফুল উনি বুয়েট থেকে আরকিটেকচারে পাশ করে এখন টেক্সাস এ প্রফেসর। উনার ভাই ও প্রায় একি সময়ে আপনাদের কলেজে ছিল।
মানে সাইফুল হক? যদি সাইফুল হক হয়, তাহলে আমাদের একব্যাচ সিনিয়র। আর উনার ভাই আমাদের জুনিয়র ছিল। নামটা যেন কি?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ্যা সাইফুল হক, উনার ভাই এর নাম সায়েমুল হক। এখন ইংল্যান্ড এ আছেন।
সায়েম আর আমি সম্ভবত একই হাউসের, রবীন্দ্র। সাইফুল ভাই তো অনেক আগেই দেশ ছেড়েছেন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ্যা সায়েম ভাই মনে হয় রবীন্দ্র হাউসে ছিল, আর সাইফুল ভাই প্রায় দশ বছর আগে গেছেন মনে হয়। ডক্ট্রেট করে ওইখানেই শিক্ষক হিসাবে যোগ দিয়েছন।
@কামরুল
আসলেই দুনিয়াটা বহুত ছোট।
এইবার দেশে যেয়ে প্রথম কাজ হবে একটা গেট টুগেদার করা। আমাদের ও আঠারো বছর হয়ে গেলো বন্ধুত্বের। সময় কোথা দিয়ে যায় 🙁 । সানাউল্লাহ ভাই ভালো লাগল আপনার লিখাটা পড়ে (বলতে ভুলে গিয়েছিলাম)।
দুনিয়াটা আসলে কতো ছোট্ট 😀 😀
হ, জনসংখ্যা যেন কতো? ৬০০ কোটি?? ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ, এর অর্ধেকই মনে হয় ঢাকা শহরে থাকে। 😡
আইজকাও পান্থপথ সিগ্ন্যালে ১ ঘন্টা জামে পইড়াছিলাম। :((
হ, জ্যামে পিরাইতো সিসিবি আড্ডায় যাইতে পারি নাই!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হইছে আর অজুহাত দেওন লাগবোনা x-( আপনের রেডিও স্টেশন রেইড দিতাছি দাঁড়ান
আমিও রেইড দিপো...
মাস্রুব্বাই, যাওয়ার আগেই আযান দিয়েন।
হাক্কা হাক্কা হাক্কা
তোমাগো রেইডের দৌঁড় তো দেখতাছি! হেই কবে থিইক্যা কইতাছি আসো আসো.... তা না হেরা রেইড দিবো!! আজকালকার ক্যাডেটগুলা এতো চাপাবাজ হইছে না...!!! ইন দ্য ইয়ার নাইনটিন 69 আমরা তো সিনিয়ররা কইলে লগে লগে ফলইন হইতাম!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কস্কি মোমিন, অই পুলাপান ল, কাইলিগিয়া রেইড দিয়াসি এক্টা। আপ্নে কতাবান্ধবীদের্বিউটি পার্লারে ফলইন দেন।
ইন্দা ইয়ার্নাইন্টিন 69 , আপ্নেদের্সাতে আম্রাউ ফলিন হৈতাম। :guitar: :guitar:
ছবিগুলা দেইখা আবার মনে পইড়া গেল সব কথা।
"আগে কি সুন্দর দিন কাটাইতাম"
লাবলু ভাই, শাহাদাত ভাই :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: আর আপনাদের ব্যাচের সবাইকে :salute: :salute: :salute: :salute:
তোমাকে শুভেচ্ছা 'সুন্দর' হাঁসের ছানা। ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শরোম্পাইতাছি
ঈদ মুবারক :hug: :hug: :hug:
প্রোফাইলের ছবিটা তো ব্যাপক সৌন্দর্য্য! এই চেহারা ঢাইকা এতোদিন হাঁসের ছানার কার্টুন দিয়ে রাখার জন্য দশটা :frontroll: দাও!! 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀 😀 :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আপ্নের্কতা কেম্নে ফালাই, দিছি 😀 😀 😀
আরোবেশি শরোম্পাইতাছি
ধন্যবাদ। ভালো থেকো। ঈদের শুভেচ্ছা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই, আপনার মতন ফিগার তো ওর নাই... 😉
কেমনে এত মেইন্টেইন করেন...?? :-B O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হে হে হে 😛 ..... মানে ইয়ে x-( আর কি। সারা দিনই প্রচুর এক্সারসাইজ ~x( করি কিনা! দিন শুরু হয় সকাল ৯-১০টায় 😮 । হেরপর অফিসে আইস্যা চেয়ারে বইস্যা থাকি ;)) । এই চেয়ার ছাড়ি রাত ১-২টায় :guitar: । বাসায় গিয়া পেট ভইরা ভাত খাইয়া ঘুম দেই ভোর ৪টায় 😡 । এইডাই আমার ফিগার রক্ষার আসল রহস্য 😉 । বুঝসো?? :chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হেব্বি তো!!!
আমিও আপ্নার্মতো ফিগার্বানাপো :dreamy: :dreamy:
খুব ভালো লাগলো 😀